1. Mother's maiden name এর বাংলা অর্থ হল 'মায়ের কুমারীত্বের নাম'। ইংরাজদের প্রথা মতে মেয়েরা বিয়ের পর নিজের নামের সাথে বাবার পদবীর বদলে নিজের স্বামীর পদবী লেখেন। সেই হিসাবে বিয়ের আগের নামকে maiden name এবং বিয়ের পরের নামকে married name বলা হয়। তাই mother's maiden name এর অর্থ হবে কারোর মায়ের বিয়ের আগেরRead more

    Mother’s maiden name এর বাংলা অর্থ হল ‘মায়ের কুমারীত্বের নাম’। ইংরাজদের প্রথা মতে মেয়েরা বিয়ের পর নিজের নামের সাথে বাবার পদবীর বদলে নিজের স্বামীর পদবী লেখেন। সেই হিসাবে বিয়ের আগের নামকে maiden name এবং বিয়ের পরের নামকে married name বলা হয়। তাই mother’s maiden name এর অর্থ হবে কারোর মায়ের বিয়ের আগের নাম । যেমনঃ

    • আমার মার maiden name ছিল তুলিকা পাল, এখন তিনি তুলিকা পাল চৌধুরী লেখেন।
    • My mother’s maiden name is Urmila Singh।
    See less
    • 0
  2. মানসিক বা মনোবিজ্ঞান বিষয়ক কোন কিছুকে  'মনস্তাত্বিক' বলা হয়। ইংরাজীতে যাকে সাইকোলোজিক্যাল বলা হয় বাংলাতে সেটাই হয় 'মনস্তাত্বিক'। মনস্তত্বে মানব মনের গতি, ভাব, ক্রিয়া, প্রতিক্রিয়াকে পড়া, আলোচনা এবং বিবেচনা করা হয়। যেমনঃ রবীন্দ্রনাথের 'ছুটি' গল্পে শিশুদের মনস্তত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। বলিউডে কিছু মনRead more

    মানসিক বা মনোবিজ্ঞান বিষয়ক কোন কিছুকে  ‘মনস্তাত্বিক’ বলা হয়। ইংরাজীতে যাকে সাইকোলোজিক্যাল বলা হয় বাংলাতে সেটাই হয় ‘মনস্তাত্বিক’। মনস্তত্বে মানব মনের গতি, ভাব, ক্রিয়া, প্রতিক্রিয়াকে পড়া, আলোচনা এবং বিবেচনা করা হয়। যেমনঃ

    • রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পে শিশুদের মনস্তত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
    • বলিউডে কিছু মনস্তাত্বিক সিনেমাও বানানো হয়েছে
    See less
    • 0
  3. KPI এর পূর্ণরূপ হল Key Performance Indicator। এর বাংলা অর্থ হল 'মূক্য কার্যসম্পাদন সূচক'। এটি একটি সূচক যা কোন প্রতিষ্টানের কার্য সম্পাদনের লক্ষ্য অর্জনের তথ্য দেখায় ।   এটা দেখায় যে কোন প্রতিষ্টান কিভাবে এবং কতদুর তার কার্য সম্পাদন এবং কার্য দক্ষতার লক্ষ্য অর্জন করতে পেরেছে।

    KPI এর পূর্ণরূপ হল Key Performance Indicator। এর বাংলা অর্থ হল ‘মূক্য কার্যসম্পাদন সূচক’। এটি একটি সূচক যা কোন প্রতিষ্টানের কার্য সম্পাদনের লক্ষ্য অর্জনের তথ্য দেখায় ।   এটা দেখায় যে কোন প্রতিষ্টান কিভাবে এবং কতদুর তার কার্য সম্পাদন এবং কার্য দক্ষতার লক্ষ্য অর্জন করতে পেরেছে।

    See less
    • 0
  4. dank meme এর বাংলা অর্থ হল 'স্যাঁতস্যাতে কৌতুক'। memes হল ফাসবুক বা টুইটারে চলিত কৌতুক বা জোকস। dank memes অত্যন্ত ভালো এবং অসাধারণ Meme কে বলা হয়।  dank memes এমন মিমকেও বলা হয় যার হাস্য কোতুক অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়ে গিয়েছে যা এখন আর কৌতুক্ জোগায় না বরং অর্থহীন এবং অযৌক্তিক মনে হয়।

    dank meme এর বাংলা অর্থ হল ‘স্যাঁতস্যাতে কৌতুক’। memes হল ফাসবুক বা টুইটারে চলিত কৌতুক বা জোকস। dank memes অত্যন্ত ভালো এবং অসাধারণ Meme কে বলা হয়।  dank memes এমন মিমকেও বলা হয় যার হাস্য কোতুক অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়ে গিয়েছে যা এখন আর কৌতুক্ জোগায় না বরং অর্থহীন এবং অযৌক্তিক মনে হয়।

    See less
    • 0
  5. Down to earth এর বাংলা অর্থ হল  হল 'বিনীত'। এমন কোন মানুষকে বলা হয় যে খুব অনুভুতিসম্পপন্ন হয় এবং যার সাথে খুব সহজে কথা বলা যায় । যেমনঃ এতবড় নায়ক হয়েও জ্যাকি বাবু খুব down to earth মানুষ. তিনি একজন অত্যন্ত down to earth মহিলা ।

    Down to earth এর বাংলা অর্থ হল  হল ‘বিনীত’। এমন কোন মানুষকে বলা হয় যে খুব অনুভুতিসম্পপন্ন হয় এবং যার সাথে খুব সহজে কথা বলা যায় । যেমনঃ

    • এতবড় নায়ক হয়েও জ্যাকি বাবু খুব down to earth মানুষ.
    • তিনি একজন অত্যন্ত down to earth মহিলা ।
    See less
    • 0
  6. God bless you এর বাংলা অর্থ হল 'ঈশ্বর তোমার মঙ্গল করুন' বা 'ইস্বর তোমার সহায় হউন'। একথটি কাউকে আশীর্বাদ করার সময় ব্যহার করা হয়। যেমনঃ May god bless you and your family in this hard times. মামা আমার মাথায় হাথ রেখে বলেছিলেন 'God bless you.'

    God bless you এর বাংলা অর্থ হল ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন’ বা ‘ইস্বর তোমার সহায় হউন’। একথটি কাউকে আশীর্বাদ করার সময় ব্যহার করা হয়। যেমনঃ

    • May god bless you and your family in this hard times.
    • মামা আমার মাথায় হাথ রেখে বলেছিলেন ‘God bless you.’
    See less
    • 0
  7. A pack of wolves এর অর্থ হল 'নেকড়ের একটি দল'। নেকড়ের দলকে ইংরাজীতে pack of wolves বলা হয়। যেমনঃ  A pack wolves attacked the elephant in the jungle. Tarzan was playing with a pack of wolves. attacked- আক্রমন করা। playing- খেলা।

    A pack of wolves এর অর্থ হল ‘নেকড়ের একটি দল’। নেকড়ের দলকে ইংরাজীতে pack of wolves বলা হয়। যেমনঃ

    •  A pack wolves attacked the elephant in the jungle.
    • Tarzan was playing with a pack of wolves.

    attacked- আক্রমন করা।

    playing- খেলা।

    See less
    • 0
  8. A flock of sheep এর বাংলা অর্থ হল 'একটি ভেড়ার দল' বা 'একটি ভেড়ার পাল'। ভেড়্রার দলকে ইংরাজীতে flock বলা হয়। গরু বা ভেড়ার দলকে ইংরাজীতে herd ও বলা যেতে পারে। যেমনঃ Tahmina started her business with a flock of ship. the Shepard was guiding a flock of ship.

    A flock of sheep এর বাংলা অর্থ হল ‘একটি ভেড়ার দল’ বা ‘একটি ভেড়ার পাল’। ভেড়্রার দলকে ইংরাজীতে flock বলা হয়। গরু বা ভেড়ার দলকে ইংরাজীতে herd ও বলা যেতে পারে। যেমনঃ

    • Tahmina started her business with a flock of ship.
    • the Shepard was guiding a flock of ship.
    See less
    • 0
  9. This picture is lit এর বাংলা অর্থ হল 'এই ছবিটা সত্যি খুব ভাল'।lit মানে হল আগুন লাগা। কোন কিছুকে lit  তখন বলা হয় যখন সেটা অত্যন্ত ভাল এবং  অসাধারন হয়। বাংলায় যেমন 'ফাটাফাটি' বলা হয় তেমন।উদাহরণঃ ১) তোর ফেসবুকের ফটোটা একদম lit হয়েছে। ২) কালকের অনুষ্টানটা  কিন্তু lit ছিল।

    This picture is lit এর বাংলা অর্থ হল ‘এই ছবিটা সত্যি খুব ভাল’।lit মানে হল আগুন লাগা। কোন কিছুকে lit  তখন বলা হয় যখন সেটা অত্যন্ত ভাল এবং  অসাধারন হয়। বাংলায় যেমন ‘ফাটাফাটি’ বলা হয় তেমন।উদাহরণঃ

    ১) তোর ফেসবুকের ফটোটা একদম lit হয়েছে।

    ২) কালকের অনুষ্টানটা  কিন্তু lit ছিল।

    See less
    • 0
  10. Customized Cake 'স্বনির্বাচন' বা 'স্বসংশোধন' করা কেক। যখন কোন ব্যক্তি দোকানে গিয়ে নিজের পছন্দমতো ডিজাইন, রঙ ইত্যাদি দিয়ে কেক বানানোর অর্ডার দেন তখন তাকে cutomized cake বলে। যেমনঃ রুপা কেক পার্লারে কেক cutomized করা যায়। আমাদের দোকানে যা কেক আমরা বানাই তাই কিনতে হবে, customized করানো যায় না।

    Customized Cake ‘স্বনির্বাচন’ বা ‘স্বসংশোধন’ করা কেক। যখন কোন ব্যক্তি দোকানে গিয়ে নিজের পছন্দমতো ডিজাইন, রঙ ইত্যাদি দিয়ে কেক বানানোর অর্ডার দেন তখন তাকে cutomized cake বলে। যেমনঃ

    • রুপা কেক পার্লারে কেক cutomized করা যায়।
    • আমাদের দোকানে যা কেক আমরা বানাই তাই কিনতে হবে, customized করানো যায় না।
    See less
    • 0