1. Dude বিলাসবহুল শহুরে ছেলেদের অন্য ব্যবহার করা হয়। বিলাসী শহুরে ছেলে যারা খুব ফ্যাশনেবল পোশাক পরিচ্ছদ করে তাদের dude বলে ডাকা হয়। অবশ্য আজকাল যুবপ্রজন্ম এমনি একজন আরেকজনকে dude বলে ডাকে, আগে যেমন ভাই বা 'ব্রো' বলা হত তেমন। যেমনঃ রোহিতের মতো dude ছেলে শেষে কি না সন্যাসী হয়ে গেল! বাপের টাকায় এরকম dudeRead more

    Dude বিলাসবহুল শহুরে ছেলেদের অন্য ব্যবহার করা হয়। বিলাসী শহুরে ছেলে যারা খুব ফ্যাশনেবল পোশাক পরিচ্ছদ করে তাদের dude বলে ডাকা হয়। অবশ্য আজকাল যুবপ্রজন্ম এমনি একজন আরেকজনকে dude বলে ডাকে, আগে যেমন ভাই বা ‘ব্রো’ বলা হত তেমন। যেমনঃ

    • রোহিতের মতো dude ছেলে শেষে কি না সন্যাসী হয়ে গেল!
    • বাপের টাকায় এরকম dude হয়ে ফিরছ, নিজে রোজগার করলে বুঝবে।
    See less
    • 0
  2. trendsetter এর বাংলা অর্থ হল 'রীতি শ্রষ্টা' বা 'প্রবনতা শ্রষ্টা'। কোন মানুষ যে কোন কিছুর জন্য 'ঝোঁক' 'রীতি' বা 'গতি' র সৃষ্টি করে তাকে trendsetter বলা হয়। যেমন সিনেমার তারকারা পোষাক পরিধানের গতি বা রীতির সৃষ্টি করে। trend মানে 'ঝোঁক', setter মানে যে ঝোঁকের গতি নির্ধারণ করে বা শুরু করে।

    trendsetter এর বাংলা অর্থ হল ‘রীতি শ্রষ্টা’ বা ‘প্রবনতা শ্রষ্টা’। কোন মানুষ যে কোন কিছুর জন্য ‘ঝোঁক’ ‘রীতি’ বা ‘গতি’ র সৃষ্টি করে তাকে trendsetter বলা হয়। যেমন সিনেমার তারকারা পোষাক পরিধানের গতি বা রীতির সৃষ্টি করে। trend মানে ‘ঝোঁক’, setter মানে যে ঝোঁকের গতি নির্ধারণ করে বা শুরু করে।

    See less
    • 0
  3. Henpecked এর বাংলা অর্থ হল 'স্ত্রীবশ'। এই শব্দটি এমন কোন পুরুষের জন্য ব্যবহার করা হয় যে তার স্ত্রীর অধীনে থাকে বা স্ত্রীর কথায় ওঠে বসে। যখন কেউ কোন পুরুষকে তার স্ত্রীর কথায় কথায় চলার জন্য অপছন্দ করে তখন সে সেই পুরুষের জন্য henpecked শব্দের ব্যবহার করে। যেমনঃ আমাদের অফিসের বড়বাবুকে উনার স্ত্রী henpecRead more

    Henpecked এর বাংলা অর্থ হল ‘স্ত্রীবশ’। এই শব্দটি এমন কোন পুরুষের জন্য ব্যবহার করা হয় যে তার স্ত্রীর অধীনে থাকে বা স্ত্রীর কথায় ওঠে বসে। যখন কেউ কোন পুরুষকে তার স্ত্রীর কথায় কথায় চলার জন্য অপছন্দ করে তখন সে সেই পুরুষের জন্য henpecked শব্দের ব্যবহার করে। যেমনঃ

    • আমাদের অফিসের বড়বাবুকে উনার স্ত্রী henpecked করে রেখেছে।
    • বউয়ের কথা শোনলেই  henpecked হয়ে যাওয়া হয় না, বউকে ভালোবাসি বলে ওর কথা শুনি।
    See less
    • 0
  4. Latino তাদের বলে যারা আমেরিকার লাতিন অঞ্চলের মূল বাসিন্দা বা পারিবারিক সুত্রে লাতিনের অঞ্চলের সঙ্গে জড়িত। ল্যাটিনোরদের ভাষা হল লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স বা রোমানিক ভাষা।

    Latino তাদের বলে যারা আমেরিকার লাতিন অঞ্চলের মূল বাসিন্দা বা পারিবারিক সুত্রে লাতিনের অঞ্চলের সঙ্গে জড়িত। ল্যাটিনোরদের ভাষা হল লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স বা রোমানিক ভাষা।

    See less
    • 0
  5. Male Chauvinist Pig এর বাংলা অর্থ হল 'পুরুষতান্ত্রিক জাতিয়তাবাদী শুকর'। এটা একটা সমালোচোণামূলক বাক্যাংশ যা ব্যবহার করা হয় এমন কোন মানুষ বা পুরুষের জন্য যে বিশ্বাস করে যে পুরুষ হল শ্রেষ্ট জাতি এবং নারী হল পুরুষ থেকে নিক্রিষ্ট।  উগ্র পুরুষতান্ত্রিক জাতীয়তাবাদে বিশ্বাসী বা পুরুষ শ্রেষ্টত্বে বিশ্বাসী যেRead more

    Male Chauvinist Pig এর বাংলা অর্থ হল ‘পুরুষতান্ত্রিক জাতিয়তাবাদী শুকর’। এটা একটা সমালোচোণামূলক বাক্যাংশ যা ব্যবহার করা হয় এমন কোন মানুষ বা পুরুষের জন্য যে বিশ্বাস করে যে পুরুষ হল শ্রেষ্ট জাতি এবং নারী হল পুরুষ থেকে নিক্রিষ্ট।  উগ্র পুরুষতান্ত্রিক জাতীয়তাবাদে বিশ্বাসী বা পুরুষ শ্রেষ্টত্বে বিশ্বাসী যে কোন  মানুষকে male chauvinist বলা যেতে পারে। Male মানে পুরুষ, Chauvinist মানে পুরুষ শ্রেষ্টত্বে বিশ্বাসী কেউ, Pig মানে শুকর। যেমনঃ

    • ভাবতে পারি না যে সুদীপ মায়াকে চাকরী করতে বাধা দেয়। আসলে ও একটা আস্ত male chuavinist pig
    • রমেন এতবড় male chauvinist pig যে ও ভাবে ওর বোনের পড়াশোনা করার থেকে বিয়ে করা জরুরী।
    See less
    • 0
  6. This answer was edited.

    Flirt এর বাংলা অর্থ হল বাস্তবিক প্রেম না থাকা সত্বেও প্রেম প্রেম ভান করা, মজা করে প্রেমের নাটক করা  বা রসিকতা করে প্রেমের ভান করা। বাংলাতে যেমন বলা হয় 'ফষ্টিনষ্টি করা' বা 'মাখামাখি করা'। তবে ফষ্টিনষ্টি করা বা মাখামমাখি করার মতো Flirt শব্দটি অবমাননাকর বা খারাপ নয়। Flirt মানে সাধারণভাবে রসিকতা করে প্রRead more

    Flirt এর বাংলা অর্থ হল বাস্তবিক প্রেম না থাকা সত্বেও প্রেম প্রেম ভান করা, মজা করে প্রেমের নাটক করা  বা রসিকতা করে প্রেমের ভান করা। বাংলাতে যেমন বলা হয় ‘ফষ্টিনষ্টি করা’ বা ‘মাখামাখি করা’। তবে ফষ্টিনষ্টি করা বা মাখামমাখি করার মতো Flirt শব্দটি অবমাননাকর বা খারাপ নয়। Flirt মানে সাধারণভাবে রসিকতা করে প্রেমের ছলনা করাকে বুঝায়। যেমনঃ

    • ও শুধু Flirt করছে, বেশি চাপ নিবি না।
    • রিনা ও অরুন প্রথম প্রথম flirt করছিল, পরে ব্যাপারটা বিয়ে অবধি গড়িয়ে গেল।
    See less
    • 0
  7. Netiquette এর বাংলা অর্থ হবে 'অন্তর্জাল আদব' বা 'অন্তর্জাল শিষ্টাচার'। netiquette শব্দটি net এবং  etiquette শব্দের সংমিশ্রনে হয়েছে. net মানে হল internet বা অন্তর্জাল এবং  etiquette মানে হল শিষ্টাচার. মোটে netiquette শব্দের মানে হল ইন্টারনেট বা অন্তর্জালকে ভালোভাবে, সুষ্টভাবে, ভদ্রভাবে এবং শিষ্টাচারেRead more

    Netiquette এর বাংলা অর্থ হবে ‘অন্তর্জাল আদব’ বা ‘অন্তর্জাল শিষ্টাচার’। netiquette শব্দটি net এবং  etiquette শব্দের সংমিশ্রনে হয়েছে. net মানে হল internet বা অন্তর্জাল এবং  etiquette মানে হল শিষ্টাচার. মোটে netiquette শব্দের মানে হল ইন্টারনেট বা অন্তর্জালকে ভালোভাবে, সুষ্টভাবে, ভদ্রভাবে এবং শিষ্টাচারের সহিত ব্যবহার করা।

    See less
    • 0
  8. par excellence এর বাংলা অর্থ হল 'অতি উত্তম' বা 'সবচেয়ে ভালো'। কাউকে বা কোন কিছুকে অন্যসব থেকে তুলনামুলকভাবে ভালো বলার জন্য Par Excellence শব্দাবলীর ব্যবহার করা হয়। যেমনঃ She did the task par excellence. He is par excellence the best performer in the class.

    par excellence এর বাংলা অর্থ হল ‘অতি উত্তম’ বা ‘সবচেয়ে ভালো’। কাউকে বা কোন কিছুকে অন্যসব থেকে তুলনামুলকভাবে ভালো বলার জন্য Par Excellence শব্দাবলীর ব্যবহার করা হয়। যেমনঃ

    • She did the task par excellence.
    • He is par excellence the best performer in the class.
    See less
    • 0
  9. virtual world এর বাংলা অর্থ হচ্ছে 'অপার্থিব জগত'। অপার্থিব জগত যেখানে সীমাহীন ইন্টারনেট আছে, ফেসবুক ও টুইটারের মতো অনেক সোশ্যাল মিডিয়া এবং হাজার হাজার ওয়েবসাইট আছে। কম্পিউটার ও মোবাইল ফোনের বা তেমন অন্য ডিজিটাল সামগ্রীকে ঘিরে এই জগত যেখানে,এক সমান্তরাল ভার্চুয়াল বা অপার্থিব জগতে আমাদের নিত্যদিনেরRead more

    virtual world এর বাংলা অর্থ হচ্ছে ‘অপার্থিব জগত’। অপার্থিব জগত যেখানে সীমাহীন ইন্টারনেট আছে, ফেসবুক ও টুইটারের মতো অনেক সোশ্যাল মিডিয়া এবং হাজার হাজার ওয়েবসাইট আছে। কম্পিউটার ও মোবাইল ফোনের বা তেমন অন্য ডিজিটাল সামগ্রীকে ঘিরে এই জগত যেখানে,এক সমান্তরাল ভার্চুয়াল বা অপার্থিব জগতে আমাদের নিত্যদিনের কাজকর্ম, খেলাধুলা এবং কথাবার্তা হয়। আগে যে কাজকর্মগুলো আমরা শারীরিক ভাবে করতাম এখন তা আমরা অপার্থিব ভাবে করি। সেই অপার্থিব জগত কে বলে virtual world। যেমনঃ

    • ফেসবুকে আমরা আমাদের বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করি।
    • করোনা মহামারীতে আমরা অনলাইনে ক্লাস করি।
    See less
    • 0
  10. Eligible Bachelor সোজা অর্থ হল'যোগ্য কুমার'। যখন কোন অবিবাহিত পুরুষকে বিবাহের জন্য যোগ্য বলে ধরা হয় তখন তাকে বলে eligible bachelor. Eligible মানে 'যোগ্য', Bachelor মানে 'অবিবাহিত পুরুষ'। eligible bachelor সাধারনত যুবক পুরুষদের জন্য বলা হয়ে থাকে। যেমনঃ  রাকেশ হল প্রিয়ার জন্য একদম একজন eligible bachelRead more

    Eligible Bachelor সোজা অর্থ হল’যোগ্য কুমার’। যখন কোন অবিবাহিত পুরুষকে বিবাহের জন্য যোগ্য বলে ধরা হয় তখন তাকে বলে eligible bachelor. Eligible মানে ‘যোগ্য’, Bachelor মানে ‘অবিবাহিত পুরুষ’। eligible bachelor সাধারনত যুবক পুরুষদের জন্য বলা হয়ে থাকে। যেমনঃ

    •  রাকেশ হল প্রিয়ার জন্য একদম একজন eligible bachelor.
    • আমি বিয়ের জন্য় একজন eligible bachelor এর খোঁজে আছি।
    See less
    • 0