1. Admin বাংলাঃ – Admin শব্দটি Administration এর সঙ্কিপ্ত রুপ। যার অর্থ হলঃ প্রশাসন, ব্যবস্থাপনা, পরিচালনা। – Admin বলতে আমরা কোন প্রতিষ্ঠানের, গ্রুপের, অফিসের বা কোন ওয়েব পেইজের পরিচালক, ব্যবস্থাপক বা দায়ভার প্রাপ্ত ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ কে বুঝি। – যেমনঃ কোন Facebook এর কোন গ্রুপের Admin বা কলেজ  অRead more

    Admin বাংলাঃ

    – Admin শব্দটি Administration এর সঙ্কিপ্ত রুপ। যার অর্থ হলঃ প্রশাসন, ব্যবস্থাপনা, পরিচালনা।

    – Admin বলতে আমরা কোন প্রতিষ্ঠানের, গ্রুপের, অফিসের বা কোন ওয়েব পেইজের পরিচালক, ব্যবস্থাপক বা দায়ভার প্রাপ্ত ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ কে বুঝি।

    – যেমনঃ কোন Facebook এর কোন গ্রুপের Admin বা কলেজ  অফিসের admin বা ব্যবস্থাপক।

    – Admin শব্দটি মুলত Social Media বা সামাজিক মাধ্যমগুলির কারনে বেশী জনপ্রিয় হয়েছে। তার কারন প্রায় Social Media গুলিতে গ্রুপ বা পেইজ থাকে। এবং যে কোন গ্রুপ বা পেইজ তৈরি করে বা যাহারা কোন গ্রুপ বা পেইজ দেখা শুনা করে, ব্যবস্থাপনায় থাকে তাহাদেরকে Admin বলা হয়। যেমনঃ Group Admin, Page admin, Whatsapp group Admin, facebook group admin ইত্যাদি।

    See less
    • 0
  2. Admin বাংলাঃ - Admin শব্দটি Administration এর সঙ্কিপ্ত রুপ। যার অর্থ হলঃ প্রশাসন, ব্যবস্থাপনা, পরিচালনা। - Admin বলতে আমরা কোন প্রতিষ্ঠানের, গ্রুপের, অফিসের বা কোন ওয়েব পেইজের পরিচালক, ব্যবস্থাপক বা দায়ভার প্রাপ্ত ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ কে বুঝি। - যেমনঃ কোন Facebook এর কোন গ্রুপের Admin বা কলেজ  অRead more

    Admin বাংলাঃ

    – Admin শব্দটি Administration এর সঙ্কিপ্ত রুপ। যার অর্থ হলঃ প্রশাসন, ব্যবস্থাপনা, পরিচালনা।

    – Admin বলতে আমরা কোন প্রতিষ্ঠানের, গ্রুপের, অফিসের বা কোন ওয়েব পেইজের পরিচালক, ব্যবস্থাপক বা দায়ভার প্রাপ্ত ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ কে বুঝি।

    – যেমনঃ কোন Facebook এর কোন গ্রুপের Admin বা কলেজ  অফিসের admin বা ব্যবস্থাপক।

    See less
    • 1
  3. বাংলা ভাষাঃ বাংলা ভাষা পৃথিবীর অনান্য ভাষার মধ্যে অন্যতম একটি ভাষা। ভারত, বাংলাদেশ ছাড়াও আরও বিভিন্ন দেশে বাংলা ভাষার প্রচলন রয়েছে। - মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান সপ্তম (৭ম) । পৃথিবীতে মোট বাংলা ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৬.১ কোটি । - মাতৃভাষা হিসেবে বিশ্ব-ভাষা তালিকায়Read more

    বাংলা ভাষাঃ

    বাংলা ভাষা পৃথিবীর অনান্য ভাষার মধ্যে অন্যতম একটি ভাষা। ভারত, বাংলাদেশ ছাড়াও আরও বিভিন্ন দেশে বাংলা ভাষার প্রচলন রয়েছে।

    – মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান সপ্তম (৭ম) । পৃথিবীতে মোট বাংলা ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৬.১ কোটি ।

    – মাতৃভাষা হিসেবে বিশ্ব-ভাষা তালিকায় বাংলা ভাষার স্থান পঞ্চম (৫ম) । পৃথিবীতে প্রায় ২২.৮৩ কোটি মানুষের মাতৃভাষা বাংলা।

    See less
    • 0
  4. কার্বোহাইড্রেট বা  (শর্করাজাতীয় খাদ্য) : যেমন চাল, আটা, ময়দা, আলু, মধু, আম,  মিছরি, বার্লি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। শরীরে কার্বোহাইড্রেট এর কাজঃ ১। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান কাজ হল দেহের মধ্যে শক্তি উৎপাদন করা। ২। টিস্যু তৈরিতে, উদ্ভিদ শরীরে নতুন টিস্যু তৈরি করতে বা মেরামত করতেRead more

    কার্বোহাইড্রেট বা  (শর্করাজাতীয় খাদ্য) : যেমন চাল, আটা, ময়দা, আলু, মধু, আম,  মিছরি, বার্লি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য।

    শরীরে কার্বোহাইড্রেট এর কাজঃ

    ১। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান কাজ হল দেহের মধ্যে শক্তি উৎপাদন করা।

    ২। টিস্যু তৈরিতে, উদ্ভিদ শরীরে নতুন টিস্যু তৈরি করতে বা মেরামত করতে কার্বোহাইড্রেট গাঠনিক উপাদান হিসেবে কাজ করে

    ৩। দেহ গঠন ও সংরক্ষণের প্রধান উপাদান হিসাবে কার্বোহাইড্রেটের ভুমিকা গুরুত্মপূর্ণ।

    ৪। শরীরে প্রোটিনের অপচয় রোধ করে।

    ৫। স্নেহ জাতীয় পদার্থের দহনে সহায়তা করে।

    ৬। সেলুলোজ দেহে অপাচ্য পদার্থ বের সহায়তা করে।

    See less
    • 0
  5. উত্তরঃ যেমন কর্ম তেমন ফল ইহা একটি প্রবাদ এর ইংরাজি অনুবাদগুলি হচ্ছেঃ As you make your bed, so you must lie on it . You must pay for the evil you do. As you sow so you reap. As you brew, so you drink.    

    উত্তরঃ

    যেমন কর্ম তেমন ফল ইহা একটি প্রবাদ এর ইংরাজি অনুবাদগুলি হচ্ছেঃ

    • As you make your bed, so you must lie on it .
    • You must pay for the evil you do.
    • As you sow so you reap.
    • As you brew, so you drink.

     

     

    See less
    • 1
  6. বাংলা অর্থ: - Peel the beans - অর্থ হচ্ছে মটরশুটি ছিলা বা মটরশুটির খোসা থেকে মটর আলাদা করা। - I peel the beans - অর্থ আমি মটরশুটি ছিলেছি বা মটরশুটি খোসা থেকে আলাদা করেছি। এখানে একটি কথা জেনে রাখা ভাল, "Peel the bean"  এবং "spill the beans" কিন্তু আলাদা আলাদা। spill the bean একটি idiom বা বাগধারা । যRead more

    বাংলা অর্থ:

    – Peel the beans – অর্থ হচ্ছে মটরশুটি ছিলা বা মটরশুটির খোসা থেকে মটর আলাদা করা।

    – I peel the beans – অর্থ আমি মটরশুটি ছিলেছি বা মটরশুটি খোসা থেকে আলাদা করেছি।

    এখানে একটি কথা জেনে রাখা ভাল, “Peel the bean”  এবং “spill the beans” কিন্তু আলাদা আলাদা। spill the bean একটি idiom বা বাগধারা । যার অর্থ হল গোপন কোন তথ্য ফাঁস করা।

    See less
    • 0
  7. বাংলা অর্থ: - Sheep : ভেড়া, Bleat: ভেড়ার ডাক/ভেড়ার ক্রন্দন,  flock: একত্রে, একসঙ্গে, ঝাঁক বা পাল - Sheep Bleat in a flock মানে ভেড়ারা একত্রে ডাকে।

    বাংলা অর্থ:

    – Sheep : ভেড়া, Bleat: ভেড়ার ডাক/ভেড়ার ক্রন্দন,  flock: একত্রে, একসঙ্গে, ঝাঁক বা পাল

    – Sheep Bleat in a flock মানে ভেড়ারা একত্রে ডাকে।

    See less
    • 0
  8. অচেনা বৈশাখ গীতিকারঃ দেবশ্রী সরকার সঙ্গীতঃ শোভন গাঙ্গুলি গায়কঃ ইমন চক্রবর্তী, লগ্নজিতা ক্রবর্তী, দুর্নিবার সাহা, ঈশান মিত্রা, ইকশিতা, শোভন গাঙ্গুলি দুচোখে হঠাৎ করে কালবৈশাখী চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে তুমিও অঝোরে শুধু তাকে ভালোবেসো এসো হে বৈRead more

    অচেনা বৈশাখ

    গীতিকারঃ দেবশ্রী সরকার
    সঙ্গীতঃ শোভন গাঙ্গুলি
    গায়কঃ ইমন চক্রবর্তী, লগ্নজিতা ক্রবর্তী, দুর্নিবার সাহা, ঈশান মিত্রা, ইকশিতা, শোভন গাঙ্গুলি

    দুচোখে হঠাৎ করে কালবৈশাখী
    চৈত্রের শেষবেলা পাতা ওড়ে নাকি
    গত বছরের মায়া ভেঙে যাবে বলে
    রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে
    তুমিও অঝোরে শুধু তাকে ভালোবেসো
    এসো হে বৈশাখ, এসো এসো
    এসো হে বৈশাখ, এসো এসো

    প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে
    তারই হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে
    কত রঙ লেগে থাকে তারই ছবি আঁকি,
    শরীরে রেখেছি কিছু স্মৃতিও জোনাকি
    অথচ তুমিও তাকে আরো ভালোবেসো
    এসো হে বৈশাখ, এসো এসো
    এসো হে বৈশাখ, এসো এসো

    আলেয়া লুকিয়ে থাকে আনমনা সুরে
    অন্ধকারের ভাষা থেকে বহু দূরে
    গত বছরের মায়া ভেঙে যাবে বলে
    খড় কুটোবেঁধে রাখি তোমারই আঁচলে
    অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো
    এসো হে বৈশাখ এসো এসো

    তাপসনিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে
    বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক
    এসো এসো ,এসো হে বৈশাখ
    এসো এসো
    এসো হে বৈশাখ এসো এসো

     

    Achena Boishakh Lyrics in Bengali:

    Song: Achena Boishakh
    Lyrics – Deborshi Sarkar
    Music – Shovon Ganguly
    Singres- Iman chakraborty, Lagnajita chakraborty, Durnibar saha, Ishan Mitra, Ikkshita Mukherjee, Shovon Ganguly

    Du-chokhe hothat kore kal-boishakhi
    Choitrer sesh bela pata ore naki,
    Goto bochorer maya venge jabe bole,
    Rajpoth veshe geche ochena kajole,
    Tumio ajhore shudhu take bhalobeso
    Esho he Boishakh, esho esho
    Esho he Baishak, esho esho.

    Priyo ushnota lege thake je porbe
    Taroi hath chuye dekhi akhi pollobe
    Koto rang lege thake taroi chobi aaki
    Shorire rekhechi kichu sriti o jonaki
    Othocho tumio take aro bhalobesho
    Esho he Boishakh, esho esho
    Esho he Baishak, esho esho.

    Aleya lukiye thake anmona shure
    Ondhokare bhasha theke bahu dure
    Goto bosorer maya venge jabe bole
    Khar khut bedhe rakhi tomaroi aachole
    Othocho tumio take aro bhalobesho
    Esho he Baishak, esho esho.

    Taposho-nishasho-baye Mumurshore dao uraye
    Botshorer aborjona dur hoye jaak
    Esho he Baishak, esho esho.
    Esho Esho
    Esho he Baishak, esho esho.

    See less
    • 0
  9. বায়ু এর সমার্থক শব্দ বা প্রতিশব্দঃ মলয়, বাতাস, পবন, অনিল, সমী্র‌, সমীরণ, মারুত, হাওয়া, বাত, বায়, সদাগতি, পবমান, বহ্নিসখ, অগ্নিসখ, নভঃশ্বাস জগদ্বল, জগৎপ্রাণ, গন্ধবহ, শব্দবহ উদাহরনঃ মলয়ঃ আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু কুসুমের মধু করিবো পান। বাতাসঃ কাল রাত্রির ঝর বাতাসে  কৃষকদের  অনেক ক্ষতি হইয়াছে। পবRead more

    বায়ু এর সমার্থক শব্দ বা প্রতিশব্দঃ

    মলয়, বাতাস, পবন, অনিল, সমী্র‌, সমীরণ, মারুত, হাওয়া, বাত, বায়, সদাগতি, পবমান, বহ্নিসখ, অগ্নিসখ, নভঃশ্বাস
    জগদ্বল, জগৎপ্রাণ, গন্ধবহ, শব্দবহ

    উদাহরনঃ

    মলয়ঃ আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু কুসুমের মধু করিবো পান।

    বাতাসঃ কাল রাত্রির ঝর বাতাসে  কৃষকদের  অনেক ক্ষতি হইয়াছে।

    পবনঃ বায়ুর অধিদেবতার নাম পবন।

    অনিলঃ প্রভু তুমি বিরাজমান অনল অনিলে জলে স্থলে।

     

    See less
    • 1
  10. পাহাড় এর সমার্থক শব্দ পাহাড়, গিরি, শৈল, পর্বত, ভূধর, মহীধর, মৃঙ্গধর, অদ্রি, নগ, অচল, অগ, পৃথিবীধর, মেদিনীধর, ধরণীধর, বসুধাধর, ধরাধর, ক্ষিতিধর, পৃথ্বীধর, অবনীধর উদাহরনঃ গিরিঃ ভেদি মরুপথ গিরি-পৰ্বত যারা এসেছিল সবে, তারা মাের মাঝে সবাই বিরাজমান। পর্বতঃ নীলগিরি পর্বত বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিতRead more

    পাহাড় এর সমার্থক শব্দ

    পাহাড়, গিরি, শৈল, পর্বত, ভূধর, মহীধর, মৃঙ্গধর, অদ্রি, নগ, অচল, অগ, পৃথিবীধর, মেদিনীধর, ধরণীধর, বসুধাধর, ধরাধর, ক্ষিতিধর, পৃথ্বীধর, অবনীধর

    উদাহরনঃ

    গিরিঃ ভেদি মরুপথ গিরি-পৰ্বত যারা এসেছিল সবে, তারা মাের মাঝে সবাই বিরাজমান।

    পর্বতঃ নীলগিরি পর্বত বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত।

    ভূধরঃ আছ তুমি প্রভু অনল-অনিলে চির নভোনীলে ভূধর সলিল গহনে।

     

     

    See less
    • 0