1. বৃক্ষরোপণ | Tree Plantation Paragraph in Bengali সূচনা: মানবসভ্যতার ধারাবাহিক ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায়, নিবিড় বৃক্ষশােভিত অরণ্যের শ্যাম-সিদ্ধ সৌন্দর্যের পটভূমিতেই উন্মেষ ঘটেছিল মানুষের আদিম সভ্যতার। প্রাচীনকাল থেকেই অরণ্যের বিভিন্ন গাছপালার সাথে মানুষের জীবন ও জীবিকার একটা অচ্ছেদ্য সংযােগRead more

    বৃক্ষরোপণ | Tree Plantation Paragraph in Bengali

    সূচনা: মানবসভ্যতার ধারাবাহিক ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায়, নিবিড় বৃক্ষশােভিত অরণ্যের শ্যাম-সিদ্ধ সৌন্দর্যের পটভূমিতেই উন্মেষ ঘটেছিল মানুষের আদিম সভ্যতার। প্রাচীনকাল থেকেই অরণ্যের বিভিন্ন গাছপালার সাথে মানুষের জীবন ও জীবিকার একটা অচ্ছেদ্য সংযােগ গড়ে উঠেছে।

    বৃক্ষের প্রয়ােজনীয়তা: বৃক্ষ মানুষ তথা প্রাণীমাত্রেরই খাদ্যের একমাত্র উৎস। বৃক্ষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বৃক্ষ পরিবেশ দূষণ প্রক্রিয়াকে প্রতিরােধ করে এবং তার অনিষ্টকর প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে। বৃক্ষের বিভিন্নমুখী অবদানকে বাদ দিয়ে মানবসভ্যতার ক্রমবিবর্তন বা উত্তরণের কথা কল্পনাই করা যায় না। বৃক্ষ খাদ্যের উৎস, শক্তির উৎস। বৃক্ষ মানুষের খাদ্য সরবরাহ করে, | বস্ত্রের জন্যে প্রয়ােজনীয় উপাদান তৈরি করে বাসস্থান তৈরির অন্যতম উপকরণ বৃক্ষ। রােগ নিবারণকারী এবং স্বাস্থ্য গঠন ও রক্ষাকারী মূল উপাদান আসে বৃক্ষ থেকে। জীবনের জন্যে অন্যতম উপাদান অক্সিজেন তৈরি এবং সরবরাহ করে বৃক্ষ। কাজেই মানবজীবনে বৃক্ষের প্রয়ােজনীয়তা অপরিসীম।

    এখানে দেখুন – 10 lines on tree in Bengali for Class 1 and 2

    বৃক্ষরােপণ অভিযান: বৃক্ষ নিধনজনিত অনিবার্য পরিণতির হাত থেকে রেহাই পেতে প্রতিবছর বৃক্ষরােপণ অভিযান চলে আসছে। সাধারণত এ অভিযানে মেহগনি, সেগুন, ইউক্যালিপটাস, ইপিল-ইপিল, আম, জাম, পেয়ারা, জামরুল প্রভৃতি জাতের বৃক্ষের চারা সরকারি নার্সারি থেকে রােপণের জন্যে সরবরাহ করা হয়। আমাদের উচিত একটি বৃক্ষ নিধনের পূর্বেই তার বদলে কমপক্ষে চারটি করে চারা রােপণ এবং সযত্নে সেগুলােকে লালন করা।

    বৃক্ষ সংরক্ষণ: গাছ লাগালেই গাছ হয় না। তার যত্ন, পরিচর্যা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থাদি না থাকলে অকালমৃত্যু অবশ্যম্ভাবী। তা ছাড়া পুরনাে অরণ্যরাজিরও যত্ন এবং সংরক্ষণাদি প্রয়ােজন। এ উদ্দেশ্যে সরকারিভাবে বন বিভাগ’ নামে একটি দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে এবং তারই সক্রিয় প্রচেষ্টায় অরণ্য সম্প্রসারণ ও সংরক্ষণের কার্যক্রম রূপায়ণের যাবতীয় কাজকর্মও চলছে।

    বৃক্ষ সংরক্ষণে পালনীয় ব্যবস্থাদি: আর্থিক ব্যয় বরাদ্দ করলেই অরণ্য সম্প্রসারণ, সংরক্ষণের উদ্দেশ্য সার্থকভাবে রূপায়িত হতে পারে না। এজন্যে প্রয়ােজন আন্তরিক প্রয়াস ও প্রচেষ্টা। একদিকে যেমন দরকার বনভূমি সৃজনের উদ্যোগ, অপরদিকে তেমনই কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা প্রয়ােজন অরণ্য উচ্ছেদের অপপ্রয়াস। অরণ্য সম্পদ যাতে যথেচ্ছা ব্যবহার করা না হয়, সকলেরই সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সুতরাং বনভূমি সংরক্ষণার্থে কয়েকটি পালনীয় ব্যবস্থার কথা প্রসঙ্গত উল্লেখ করা যায়। যেমন
    ১. অরণ্যের অবাধ ও যথেচ্ছ উচ্ছেদ নিবারণ।
    ২. নতুন চারাগাছ লাগানাে এবং তার প্রয়ােজনীয় পরিচর্যা।
    ৩.কেবল পরিণত বৃক্ষচ্ছেদন ; অপরিণত বৃক্ষচ্ছেদন যাতে না হয় আইন করে তা নিষিদ্ধ করা।
    ৪. কীট-পতঙ্গের আক্রমণ থেকে বৃক্ষকে রক্ষা করা।
    ৫. অরণ্য গবেষণার প্রয়ােজনীয় ব্যবস্থা করা।

    উপসংহার: বৃক্ষরাজি মানুষের সুখ-দুঃখের সাথী। কাজেই বৃক্ষরােপণের মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশকে সাজাতে হবে সবুজ শ্যামলিমায়।

    See less
    • 0
  2. সেই তুমি (Sei Tumi) গায়কঃ আইয়ুব বাচ্চু সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চল বদলে যাই তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি.. ক্Read more

    সেই তুমি (Sei Tumi)

    গায়কঃ আইয়ুব বাচ্চু

    সেই তুমি কেন এত অচেনা হলে
    সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
    কেমন করে এত অচেনা হলে তুমি
    কিভাবে এত বদলে গেছি এই আমি
    বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
    চল বদলে যাই
    তুমি কেন বোঝনা
    তোমাকে ছাড়া আমি অসহায়
    আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
    আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
    তুমি.. ক্ষমা করে দিও আমায়..

    কত রাত আমি কেদেছি
    বুকের গভীরে কষ্ট নিয়ে
    শূন্যতায় ডুবে গেছি আমি
    আমাকে তুমি ফিরিয়ে নাও
    তুমি কেন বোঝনা
    তোমাকে ছাড়া আমি অসহায়
    আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
    আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
    তুমি ক্ষমা করে দিও আমায়

    যতবার ভেবেছি ভুলে যাবো
    তারও বেশি মনে পড়ে যায়
    ফেলে আশা সেই সব দিনগুলো
    ভুলে যেতে আমি পারি না
    তুমি কেন বোঝনা
    তোমাকে ছাড়া আমি অসহায়
    আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
    আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
    তুমি ক্ষমা করে দিও আমায়

    See less
    • 1
  3. আরবি ১২ মাসের নাম : 1.  Muharram -  মুহররম 2. Safar - সফর 3. Rabi-al-Awwal - রবিউল আউয়াল 4. Rabi-al-thani - রবিউছ ছানি 5. Jamadi-al-Awwal - জামাদিউল আউয়াল 6. Jamadi-al-Thani - জামাদিউছ ছানি 7. Rajab - রজব 8. Shaa'ban - শা'বান 9. Ramazan - রামাজান 10. Shawwal - শাওয়াল 11. Zul-al-Qaidah - জুল  কাইদাহRead more

    আরবি ১২ মাসের নাম :

    1.  Muharram –  মুহররম

    2. Safar – সফর

    3. Rabi-al-Awwal – রবিউল আউয়াল

    4. Rabi-al-thani – রবিউছ ছানি

    5. Jamadi-al-Awwal – জামাদিউল আউয়াল

    6. Jamadi-al-Thani – জামাদিউছ ছানি

    7. Rajab – রজব

    8. Shaa’ban – শা’বান

    9. Ramazan – রামাজান

    10. Shawwal – শাওয়াল

    11. Zul-al-Qaidah – জুল  কাইদাহ

    12. Zul-al-Hizzah – জুল হিজ্জাহ

    See less
    • 2
  4. আরবি দিনের নামগুলি হল নিম্নরূপঃ - রবিবার (Sunday) - ইয়ামুল আহাদ - সোমবার (Monday) - ইয়ামুল ইছনাইন - মঙ্গলবার (Tuesday) - ইয়ামুল ছালাছা - বুধবার (Wednesday) - ইয়ামুল আর'বা - বৃহস্পতিবার (Thursday)  - ইয়ামুল খামিছ - শুক্রবার (Friday) - ইয়ামুল জু'মা - শনিবার (Saturday) - ইয়ামুছ ছাবত

    আরবি দিনের নামগুলি হল নিম্নরূপঃ

    – রবিবার (Sunday) – ইয়ামুল আহাদ

    – সোমবার (Monday) – ইয়ামুল ইছনাইন

    – মঙ্গলবার (Tuesday) – ইয়ামুল ছালাছা

    – বুধবার (Wednesday) – ইয়ামুল আর’বা

    – বৃহস্পতিবার (Thursday)  – ইয়ামুল খামিছ

    – শুক্রবার (Friday) – ইয়ামুল জু’মা

    – শনিবার (Saturday) – ইয়ামুছ ছাবত

    See less
    • 0
  5. গানঃএইতো আমি চাই  গায়িকাঃ শ্রেয়া ঘোষাল সিনেমাঃ হেমলক সোসাইটি সংগীতঃ অনুপম রায় এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা হাত বাড়ালেই ছাই আবার কখন ঘিরছে আমায়, চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম ও.. বুনতে বুনতে ফুরোয় সময় গুনতে গুনতে দিন। এভাবেই চল খেলি আমাকে যা খুশি ডাকিস ঘাস ছুলে পা দুটো কেন তুই চোখ বুজে থাকিস আমিও আদরে পRead more

    গানঃএইতো আমি চাই 
    গায়িকাঃ শ্রেয়া ঘোষাল
    সিনেমাঃ হেমলক সোসাইটি
    সংগীতঃ অনুপম রায়

    এইতো আমি চাই,
    মাখবো গায়ে সোনা
    হাত বাড়ালেই ছাই
    আবার কখন ঘিরছে আমায়,
    চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
    ও.. বুনতে বুনতে ফুরোয় সময়
    গুনতে গুনতে দিন।

    এভাবেই চল খেলি
    আমাকে যা খুশি ডাকিস
    ঘাস ছুলে পা দুটো
    কেন তুই চোখ বুজে থাকিস
    আমিও আদরে পড়ছি ধরা,
    এইতো আমি চাই,
    মাখবো গায়ে সোনা।

    চল এবার ফিরে যাই
    মেখে দেখি শহর-গলি
    সোরগোলে মুখ তুলে
    তোকে ঠিক কোন কথা বলি
    আমিও আদরে পড়ছি ধরা,
    আমিও আদরে পড়ছি ধরা।

    এইতো আমি চাই,
    মাখবো গায়ে সোনা
    হাত বাড়ালেই ছাই
    আবার কখন ঘিরছে আমায়,
    চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
    ও.. বুনতে বুনতে ফুরোয় সময়
    গুনতে গুনতে দিন।
    ও এইতো আমি চাই


    In English Font:

    Song: Ei to ami Chai
    Film: Hemlock Society
    Singer: Shreya Ghosal
    Music: Anupam Roy

    Ei to ami Chai, makhbo gaye sona
    Hath barale Chai.
    Abar Kokhon ghirche amay
    Chador sokal bhangche awaz ghum
    O.. bunte bunte furoy Shomoy
    Gunte gunte din

    Ebhabei Chol Kheli amaKe Ja Khusi dakis
    Ghash Chule Pa duto
    Keno tui Chokh buje Thakish
    Amio adore porchi dhora
    Ei to ami Chai, makhbo gaye sona

    Chol ebar fire jai mekhe dekhi shohor-goli
    sorgol mukh tule
    Toke thik kono kotha boli
    Amio adore porchi dhora,

    Ei to ami Chai, makhbo gaye sona
    Hath barale Chai.
    Abar Kokhon ghirche amay
    Chador sokal bhangche awaz ghum
    O.. bunte bunte furoy Shomoy
    Gunte gunte din

    See less
    • 0
  6. গান : অন্ধকার ঘরে ব্যান্ড : পেপার রাইম অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়, তুমি গেছো চলে যাওনি বিস্মৃতির অতলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে, আমি রয়েছি তোমার অপেক্ষায় .. নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খRead more

    গান : অন্ধকার ঘরে
    ব্যান্ড : পেপার রাইম

    অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
    কেটে যায় আমার সময়,
    তুমি গেছো চলে
    যাওনি বিস্মৃতির অতলে,
    যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়।

    রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
    তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে,
    আমি রয়েছি তোমার অপেক্ষায় ..

    নিকষ কালো এই আঁধারে
    স্মৃতিরা সব খেলা করে,
    রয় শুধু নির্জনতা,
    নির্জনতায় আমি একা,
    একবার শুধু চোখ মেলো
    দেখো আজ পথে জ্বালি আলো,
    তুমি আবার আসবে ফিরে
    বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

    কিছু পুরোনো গান
    কিছু পুরোনো ছবির অ্যালবাম,
    এসবই আমার সাথী হয়ে রয়।
    কাকডাকা ভোরে
    যখন সূর্য ঢুকে ঘরে,
    কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়।

    আমার এই জগত বড় আগলে রাখে আমায়
    তবু মাঝে মাঝে মনে হয়,
    মৃত্যুই কি শ্রেয় নয়,
    আমি রয়েছি তোমার অপেক্ষায়..

    নিকষ কালো এই আঁধারে
    স্মৃতিরা সব খেলা করে,
    রয় শুধু নির্জনতা,
    নির্জনতায় আমি একা,
    একবার শুধু চোখ মেলো
    দেখো আজ পথে জ্বালি আলো,
    তুমি আবার আসবে ফিরে
    বিশ্বাস টুকু দু’হাতে আঁকড়ে ধরে।

    আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
    অস্তিত্বের প্রয়োজনে,
    চাই তোমাকে এখানে
    আমি রয়েছি তোমার অপেক্ষায়..

    English Transliteration:

    Song: Ondhokar ghore
    Band: Paper Rhyme

    Ondhokar ghore kagojer tukro chire
    Kete jay amar shomoy
    tumi gecho chole
    Jaoni bissritir otole
    Jemon shukno ful boier majhe roye jay

    Rekhechilam tumay amar hridoy ghovire
    Tabu chole gele ei sajano bagan chere
    Ami royechi tumar opekkhay

    Nikosh kalo ei andhare
    sritira sob khela kore
    Roy shudhu nirjonota
    Nirjonotay ami eka
    Ekbar sudhu chokh melo
    Dekho aaj pothe jali aalo
    Tumi abar ashbe phire
    Bishash tuku duhaate akre dhore

    Kichu purano gaan
    kichu purano chobir album
    eshob-e amar shathi hoye roy
    Kakdaka bhore
    jakhan surjo dhuke ghore
    kalo porday badha peye shore jay

    Amar ei jagat boro aagle rakhe amay
    tabu majhe majhe mone hoy
    Mrityu ki sreyo noy
    Ami royechi tumar opekkhay

    Nikosh kalo ei andhare
    sritira sob khela kore
    Roy shudhu nirjonota
    Nirjonotay ami eka
    Ekbar sudhu chokh melo
    Dekho aaj pothe jali aalo
    Tumi abar ashbe phire
    Bishash tuku duhaate akre dhore

    Amar shob gaan dhuoy mishe jete chay
    Ostitwer proyojone
    Chai tomake ekhane
    Ami royechi tomar opekkhay..

    See less
    • 0
  7. মায়াবন বিহারিনী আমি নই গায়ক : শ্রেয়া ঘোষাল মায়াবন বিহারিনী আমি নই স্বপ্ন সন্চারিনী আমি নই সন্ধ্যার মেঘমালা আমি নই সুখো পরশণ প্রিয়া আমি নই।। আমি শুধু গানে গানে চেনা অচেনার টানে ভেসে যাই ভাসাই প্রান মন গান শুধু গানে ভরা এ জীবন।। আকাশ কুসুম কেউ গাঁথে না প্রেম বাহু পাসে কেউ বাঁধে না কুন্জ বনেতে কেউ ডাকেRead more

    মায়াবন বিহারিনী আমি নই

    গায়ক : শ্রেয়া ঘোষাল

    মায়াবন বিহারিনী আমি নই
    স্বপ্ন সন্চারিনী আমি নই
    সন্ধ্যার মেঘমালা আমি নই
    সুখো পরশণ প্রিয়া আমি নই।।

    আমি শুধু গানে গানে
    চেনা অচেনার টানে
    ভেসে যাই ভাসাই প্রান মন
    গান শুধু গানে ভরা এ জীবন।।

    আকাশ কুসুম কেউ গাঁথে না
    প্রেম বাহু পাসে কেউ বাঁধে না
    কুন্জ বনেতে কেউ ডাকে না
    গোপনে হৃদয়ে কেউ রাখে না।।

    আমি শুধু তালে সুরে
    গেঁয়ে যাই কাঁছে দূরে
    ভেসে যাই……
    ভাসাই প্রাণ মন
    গান শুধু গানে ভরা এ জীবন।।

    সন্ধ্যার মেঘমালা হতে চাই
    গহন স্বপন বনে যেতে চাই
    কারো চোখে সে ভাষাটি পেতে চাই
    যে ভাষার পরে কোন ভাষা নেই

    তখন অন্য গানে গভীর সে আহবানে
    ভেসে যাব নিয়ে প্রাণ মন
    তখন অন্য গানে এ জীবন….
    মায়াবন বিহারিনী আমি নই।
    স্বপ্ন সন্চারিনী আমি নই

    In English Font:

    Song : Mayabono-biharini ami noi
    Singer : Shreya Ghoshal

    Mayabono-biharini ami noi
    Shapano-soncharini ami noi
    Sondhar meghomala ami noi
    sukh-poroshon priya ami noi

    Ami sudhu gaane gaane
    Chena achenar taane
    Bhese jai bhashai pranmon
    Gaan sudhu gaane bhora e jibon|
    Mayabono-biharini ami noi…

    Akash khusum keu gathe na
    Prem-bahu paashe keu badhe na;
    kunjobone to keu daake na-
    Gopone hridoye keu rakhe na|

    Ami sudhu taale sure
    Geye jai kache dure
    Bhese jai
    Bhashai pran mon,
    Gaan sudhu gaane bhora e jibon|

    Sondhar meghmala hote chai
    Gahan shapan bone jete chai
    karo chokhe se bhasati pete chai
    Je bhasar pore kono bhasa nei|

    Takhan onno gaane gobhir se ahbbane
    Bhese jaabo niye pran mon
    Takhan onno gaane e jibon|
    Mayabono-biharini ami noi
    Shapano-soncharini ami noi

    See less
    • 0
  8. মন মোর মেঘের সঙ্গী রবীন্দ্রনাথ ঠাকুর রাগ: মল্লার তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1346 রচনাকাল (খৃষ্টাব্দ): 1939 স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রকৃতি প্রেমিক। তার অসংখ্য গানে, কবিতায়  ছড়িয়ে রয়েছে প্রকৃতির জয়গান । বর্ষা, শরত থেকে শুরু করে বৎসরের প্রতিটি ঋতুর নিখুঁতRead more

    মন মোর মেঘের সঙ্গী

    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাগ: মল্লার
    তাল: কাহারবা
    রচনাকাল (বঙ্গাব্দ): 1346
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
    স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

    কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রকৃতি প্রেমিক। তার অসংখ্য গানে, কবিতায়  ছড়িয়ে রয়েছে প্রকৃতির জয়গান । বর্ষা, শরত থেকে শুরু করে বৎসরের প্রতিটি ঋতুর নিখুঁত সুন্দর্য্যের বর্ণনা মেলে তার রচনায় ।

    মন মোর মেঘের সঙ্গী,
    উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে
    নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে
    রিমিঝিম রিমিঝিম রিমিঝিম॥

    মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে
    ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে।
    ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে।
    কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী
    ডাক দেয় প্রলয়-আহ্বানে॥

    বায়ু বহে পূর্বসমুদ্র হতে
    উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে।
    মন মোর ধায় তারি মত্ত প্রবাহে
    তাল-তমাল-অরণ্যে
    ক্ষুব্ধ শাখার আন্দোলনে॥

    English Transliteration: 

    Mono mor megher songi

    Lyricist : Rabindranath Tagore
    Written on: 1939

    Mono mor megher songi,
    Ure chole digdigantero paane
    Nihsimo shunnye Srabono borshono songite
    Rimijhim rimijhim rimijhim

    Mono mor hongsobolakar pakhay jaay ure
    Kochito kochito chokito torito aaloke.
    Jhanjhanomonjiro bajay jhonjha rudro anonde
    Kolo-kolo kolomondre nirjhorini
    Dak dey prolay ahhobbane

    Bayu bohe purbosamudra hote
    Uchchholo cholo-cholo totinitarange
    Mono mor dhaay tari motto probahe
    Taal-tomal-Oronnay
    Khubdho shakhar andolone

    See less
    • 0
  9. মেঘের কোলে রোদ হেসেছে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রন্থ - প্রকৃতি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী একটি গান। গানটি হারানো শৈশবের সেই সোনালী দিনগুলি মনে করিয়ে দেয় । মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা ॥ কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌Read more

    মেঘের কোলে রোদ হেসেছে

    রবীন্দ্রনাথ ঠাকুর
    গ্রন্থ – প্রকৃতি

    কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী একটি গান। গানটি হারানো শৈশবের সেই সোনালী দিনগুলি মনে করিয়ে দেয় ।

    মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।
    আহা, হাহা, হা।
    আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।
    আহা, হাহা, হা ॥
    কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
    কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।
    আহা, হাহা, হা ॥
    কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
    তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
    রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
    মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।
    আহা, হাহা, হা ॥

    In English Font:

    Rabindranath Tagore
    Book- Prokriti

    Megher kole rod heseche badal geche toti
    Aha Haha ha
    Aaj amader chuti O bhai aaj amader chuti
    Aha Haha ha
    Ki kori aaj bhebe na pai, poth hariye kun bone jai
    Kun mathe je chute berai sokol chele juti
    Aha Haha ha
    Keya patar nouka gore sajiye debo fule
    Taal digite bhashiye debo cholbe dule dule
    Rakhal cheler songe dhenu chorabo aaj bajiye benu
    Makhbo gaye fuler renu chapar bone luti
    Aha Haha ha

    See less
    • 0
  10. বাবা শুভদীপ চক্রবর্তী। . তুমি এখন কেমন থাকো বাবা? তোমার বুঝি খুব অভিমান হয়? বয়স তোমায় দেয় আজকে থাবা, তাই বুঝি গো তোমার করে ভয়? ছোট্টবেলার প্রথম বন্ধু তুমি, ছোট্ট ভয়ে তুমিই ছিলে কাছে, সবাই বলে জননী জন্মভূমি, আমার সব বাবা ঘিরে আছে! তোমার কাছে অঙ্ক শেখা আমার, ভুলিয়েছিলে অঙ্ক ভীতির চোট, শিখিয়েছিলে-"Read more

    বাবা

    শুভদীপ চক্রবর্তী।
    .
    তুমি এখন কেমন থাকো বাবা?
    তোমার বুঝি খুব অভিমান হয়?
    বয়স তোমায় দেয় আজকে থাবা,
    তাই বুঝি গো তোমার করে ভয়?
    ছোট্টবেলার প্রথম বন্ধু তুমি,
    ছোট্ট ভয়ে তুমিই ছিলে কাছে,
    সবাই বলে জননী জন্মভূমি,
    আমার সব বাবা ঘিরে আছে!
    তোমার কাছে অঙ্ক শেখা আমার,
    ভুলিয়েছিলে অঙ্ক ভীতির চোট,
    শিখিয়েছিলে-” নাইবা হলি স্কলার,
    সবার আগে মানুষ হয়ে ওঠ”।
    আজকে আমি বড়ই ব্যস্ত আবু,
    কাজ সেরে দেরিতে বাড়ি আসি,
    হয় না বলা আপনা থেকে তবু –
    বাবা, তোমায় বড্ড ভালোবাসি!

     

    English Transliteration:

    Baba
    Shuvodip Chakroborty

    Tumi Ekhon kemon thako baba?
    Tomar buji khub oviman hoy?
    Boyosh tomar dey aajke thaba
    Tai buji go tomar kore bhoy?

    Chottobelay prothom bandhu tumi
    Chotto bhoye tumi chile kache
    Sobai boe janani janmobhumi,
    Amar sob baba ghire aache

    Tomar kache anko sekha amar
    bhulichile anko bhitir chot
    Sikhiyechile “naiba holi scholar
    Sobar aage manush hoye uth”

    Ajke ami barai besto aabbu
    Kaj sere derite bari aashi,
    Hoy na boa aapna theke tabu
    Baba, Tumay boddo vaobashi

     

    See less
    • 0