1. সাগর-তর্পণ -সত্যেন্দ্র নাথ দত্ত বীরসিংহের সিংহশিশু! বিদ্যাসাগর! বীর! উদ্বেলিত দয়ার সাগর, --বীর্য্যে সুগম্ভীর! সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে, দয়ার অবতার! কোথাও তবু নোয়াও নি শির জীবনে একবার! দয়ায় স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্য মূRead more

    সাগর-তর্পণ

    -সত্যেন্দ্র নাথ দত্ত

    বীরসিংহের সিংহশিশু! বিদ্যাসাগর! বীর!
    উদ্বেলিত দয়ার সাগর, –বীর্য্যে সুগম্ভীর!
    সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়,
    তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়।

    নিঃস্ব হয়ে বিশ্বে এলে, দয়ার অবতার!
    কোথাও তবু নোয়াও নি শির জীবনে একবার!
    দয়ায় স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার,
    সৌম্য মূর্ত্তি তেজের স্ফূর্ত্তি চিত্ত চমৎকার !

    নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্ব্বাদ,
    করলে পূরণ অনাথ আতুর অকিঞ্চনের সাধ;
    অভাজনে অন্ন দিয়ে—বিদ্যা দিয়ে আর –-
    অদৃষ্টেরে ব্যর্থ তুমি করলে বারম্বার।

    বিশ বছরে তোমার অভাব পুরলো নাকো, হায়,
    বিশ বছরের পুরাণো শোক নূতন আজো প্রায়;
    তাইতো আজি অশ্রুধারা ঝরে নিরন্তর!
    কীর্ত্তি-ঘন মূর্ত্তি তোমার জাগে প্রাণের ‘পর ।

    স্মরণ-চিহ্ন রাখতে পারি শক্তি তেমন নাই,
    প্রাণ-প্রতিষ্ঠা নাই যাতে সে মূরৎ নাহি চাই;
    মানুষ খুঁজি তোমার মতো, –একটি তেমন লোক, —
    স্মরণ চিহ্ন মূর্ত্ত ! –যে জন ভুলিয়ে দেবে শোক।

    রিক্ত হাতে করবে যে জন যজ্ঞ বিশ্বজিৎ, —
    রাত্রে স্বপন চিন্তা দিনে দেশের দশের হিত, —
    বিঘ্ন বাধা তুচ্ছ ক’রে লক্ষ্য রেখে স্থির,
    তোমার মতন ধন্য হ’বে, –চাই সে এমন বীর।

    তেমন মানুষ না পাই যদি খুঁজব তবে, হায়,
    ধূলায় ধূসর বাঁকা চটি ছিল যা ঐ পায়;
    সেই যে চটি উচ্চে যাহা উঠত এক একবার
    শিক্ষা দিতে অহঙ্কৃতে শিষ্ঠ ব্যবহার।

    সেই যে চটি—দেশী চটি—বুটের বাড়া ধন,
    খুজব তারে, আনব তারে, এই আমাদের পণ;
    সোনার পিঁড়েয় রাখবো তারে, থাকবো প্রতীক্ষায়
    আনন্দহীন বঙ্গভূমির বিপুল নন্দীগাঁয়।

    রাখব তারে স্বদেশপ্রীতির নূতন ভিতের ‘পর,
    নজর কারো লাগবে নাকো, অটুট হ’বে ঘর !
    উঁচিয়ে মোরা রাখব তারে উচ্চে সবাকার,—
    বিদ্যাসাগর বিমুখ হ’ত—অমর্য্যাদায় যার।

    শাস্ত্রে যারা শস্ত্র গড়ে হৃদয় বিদারণ,
    তর্ক যাদের অর্কফলার তূমুল আন্দোলন;
    বিচার যাদের যুক্তিবিহীন অক্ষরে নির্ভর, —
    সাগরের এই চটি তারা দেখুক নিরন্তর ।

    দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর রণ, —
    স্মরণ করুক বিধবাদের দুঃখ-মোচন পণ;
    স্মরণ করুক পান্ডারূপী গুন্ডাদিগের হার,
    বাপ্ মা বিনা দেবতা সাগর মানেই নাকো আর ।

    অদ্বিতীয় বিদ্যাসাগর! মৃত্যু-বিজয় নাম,
    ঐ নামে হায় লোভ করেছে অনেক ব্যর্থকাম;
    নামের সঙ্গে যুক্ত আছে জীবন-ব্যাপী কাজ,
    কাজ দেবে না? নামটি নেবে? –একি বিষম লাজ!

    বাংলা দেশের দেশী মানুষ! বিদ্যাসাগর ! বীর!
    বীরসিংহের সিংহশিশু! বীর্য্যে সুগম্ভীর!
    সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়,
    চক্ষ দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়।

     

    In English Font:

    Sagar Tarpan

    Satyendranath Dutta

    Birsingher singhoshishu! Bidyasagor! Bir!
    Uddelito dayar sagar,-birje sugambhir
    Sagare je ogni thake kolpona she noy,
    Tumay deklhe obishashir hoyeche prottoy.

    Nissho hoye Bisshe ele, Dayar obota!
    Kuthao tabu nuwao ni shir jibone ekbar!
    Dayay snehe khubda dehe bishal parapar,
    Shummo murti tejer sfurti chitto chomotkar!

    Namle eka mathay niye mayer aashirbaad,
    Korle puron onath aatur okinchoner shadh;
    Obhajone onno diye-biddya diye ar-
    Odrister bertho tumi korle barombar

    Bish bochore tumar obhab purlo nako hay,
    Bish bochorer purano sukh natun aajo pray;
    Taito aaji osrudhara jhore nirontor!
    Kirti ghono murti tumar jage praner por.

    Shoron chinno rakhte pari shokti temon nai,
    Pran-protistha nai jate se murat nahi chai;
    Manush khuji tumar moto,- ekti temon lok,
    Shoron chinno murto! -je jon bhuliye debe shuk

    Rikto hathe korbe je jon jaggo bisshojith
    ratre hathe chinta dine desher dosher hit
    Bigno badha tuccho kore lokkhe rekhe stir,
    Tumar moton dhonno hobe,- chai se emon bir

    Temon manush na pai jodi khujbo tobe, hay,
    Dhulay dushur baka choti chilo ja oi pay;
    Sei je choti ucche jaha uthto ek ek bar
    Shikkha dite ohongkrite shisto bebohar

    Sei je choti- deshi choti- buter bara dhan
    khujbo tare, anbo tare, ei amader pon;
    Sunar pire rakhbo tare, thakbo protikkay
    Anandohin bongobhumir bipul nondigay

    Rakhbo tare shodeshpritir natun viter por
    Najar karo lagbe nako, atut hobe ghar!
    Uchiye mura rakhbo tare ucche sobakar,
    Bidyashagar bimukh hoto- omorjaday jar.

    Shastre jara shostro gore hridoy bidaran,
    Tarko jader orkofolar tumul aandolon;
    Bichar jader juktibihin okkhore nirbhor,-
    Shagarer ei choti tara dekuk nirontor.

    Dekhuk ebong shoron karuk shobbosachir ron,
    Shoron karuk bidhobader dukh-mochon pon;
    Shoron karuk pandarupi gundadiger har,
    Baap ma bina debota shagar manei nako ar.

    oditiyo bidyashagar! mrityo-bijoy naam
    Oi naame hay lov koreche onek berthokam;
    Namer shonge jukto aache jibon-byapi kaj,
    kaj debe na? mati nebe? eki bishom laj!

    Bangla desher deshi manush! bidyashagar! bir
    Birsingher singhoshishu!-birje sugambhir
    Sagare je ogni thake kolpona she noy,
    Chokkho dekhe obishashir hoyeche prottoy.

    See less
    • 0
  2. আমরা সত্যেন্দ্রনাথ দত্ত মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙালী বাস করি সেই তীর্থে- বরদ বঙ্গে, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুর-মালা, ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভূবন আলো, কোল ভরা যার কনক ধান্য, বুকভরা যার স্নেহ, চরণ পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ, সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গRead more

    আমরা

    সত্যেন্দ্রনাথ দত্ত

    মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে
    আমরা বাঙালী বাস করি সেই তীর্থে- বরদ বঙ্গে,
    বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুর-মালা,
    ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভূবন আলো,
    কোল ভরা যার কনক ধান্য, বুকভরা যার স্নেহ,
    চরণ পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ,
    সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে,
    আমরা বাঙালী বাস করি সেই বাঞ্চিত ভূমি বঙ্গে।

    বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি,
    আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরি মাথায় নাচি।
    আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে,
    দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে।
    আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়
    সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়।
    একহাতে মোরা মগের রুখেছি, মোগলের আর হাতে,
    চাঁদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লীনাথে।

    জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল সাঙ্খ্যকার
    এই বাঙ্গলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক-হার।
    বাঙালী অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর,
    জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালী দীপঙ্কর।
    কিশোর বয়সে পক্ষধরের পক্ষশাতন করি,
    বাঙালীর ছেলে ফিরে এল দেশে যশোর মুকুট পরি।
    বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে
    করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন-কোকনদে।

    স্থপতি মোদের স্থাপনা করেছে ‘বরভূদরের’ ভিত্তি,
    শ্যাম কাম্বোজে ‘ওস্কার-ধাম’, -মোদেরি প্রাচীন কীর্তি।
    ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর
    বিট পাল আর ধীমান,- যাদের নাম অবিনশ্বর।
    আমাদেরি কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়
    আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়।
    কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি
    মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি।

    মন্বন্তরে মরি নি আমরা মারী নিয়ে ঘর করি,
    বাঁচিয়া গিয়েছি বিধির আশীষে অমৃতের টিকা পরি।
    দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি,
    আমাদেরি এই কুটীরে দেখেছি মানুষের ঠাকুরালি,
    ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া,
    বাঙালীর হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া।
    বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছটেছে জগৎময়,
    বাঙালীর ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।

    তপের প্রভাবে বাঙালী সাধক জড়ের পেয়েছে সাড়া,
    আমাদের এই নবীন সাধনা শব-সাধনার বাড়া।
    বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালী দিয়েছে বিয়া,
    মোদের নব্য রসায়ন শুধু গরমিলে মিলাইয়া।
    বাঙালীর কবি গাহিছে জগতে মহামিলনের গান,
    বিফল নহে এ বাঙালী জনম, বিফল নহে এ প্রাণ।
    ভবিষ্যতের পানে মোরা চাই আশাভরা আহ্বাদে,
    বিধাতার কাজ সাধিবে বাঙালী ধাতার আশির্বাদে।

    বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে,
    জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে,
    বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পণ,
    সত্যে প্রণমি থেমেছে মনের অকারণ স্পন্দন।
    সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগত-প্রাণের হাটে,
    সাগরের হাওয়া নিয়ে নিশ্বাসে গম্ভীরা নিশি কাটে,
    শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটী,
    তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শত কোটী।

    মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে,
    ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরি করতলে,
    অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে,
    বিধাতার বরে ভরিবে ভূবন বাঙালীর গৌরবে।
    প্রতিভার তপে সে ঘটনা হবে, লাগিবে না দ্বেষাদ্বেষি,
    মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে—
    মুক্ত হইব দেব-ঋণে মোরা মুক্তবেণীর তীরে।

     

    In English Font:

    Amra

    Satyendranath Dutta

    Muktobenir gonga jethay mukti bitore ronge
    Amra bangali bash kori sei tirthe-borod bonge,
    Bam hate jar komolar fol, dahine madhur mala,
    bhale kanchon sringe mukut, kirone bhubon alo
    Kol bhora jar konok dhannyo, bukbhora jar sneho
    Choron podmo, Otoshi oporajitay bhushito deho,
    Shagor jahar bonfdona roche shoto taranga vonge,
    Amra bangali bash kori sei bonchito bhumi bonge

    Bager shonge juddho koriya amra bachiya aachi,
    Amra helay nagere khelay, nageri mathay nachi.
    Amader sena juddho koreche shojjito chaturonge,
    Doshanonjoyi ramchandrer propitamoher songe.
    Amader chele bijoysinghho Lanka koria joy
    Singhol nam rekhe geche nij shourjer porichoy
    Ekhathe mora moger rukechi, Mogholer ar hathe,
    Chand-protaper hukume hotite hoyeche dillinathe

    Gyaner nidhan Adibidyan kopil sangkhokar
    Ei Banglar matite gathilo sutre hirok-har.
    Bangali otisho longilo giri tushare voyonkor.
    Jalilo gyaner dip tibbote Bangali dipongkor
    Kishor bohoshe pokkodhorer pokkoshashon kori,
    Bangalir chele fire elo deshe joshur mukut pori.
    Banglar robi joydeb kobikanto komol pode
    Koreche shurovi Sanskriter kanchon-kokonde

    Stopoti moder stapona koreche “borbhuder” Bhitti,
    Shyam kamboje ‘oskar-dhaam’ -moderi prachin kirti
    Dheyaner dhone murti diyeche amader vaskor
    Bit paul ar Dhiman,- jader nam obinosshor.
    Amader e kono supathu potuwa lilayito tulikay
    Amader pot okhoy kore rekeche ojontay.
    Kirtone ar bauler gaane amra diyechi khuli
    Moner gupone nibrito bhubone daar chilo jatoguli

    Monmontore mori ni amra mari ni niyte ghor kori,
    Bachiya giyachi bidhir ashishe omriter tika pori.
    Debotare mura aatiyo jani, akashe prodip jali,
    Amader ei kuthire dekechi manusher thakurali,
    Ghorer cheler chokkhe dekechi bishobhuper chaya
    Bangalir hiya omiyo mothiya nimai dhoreche kaya.
    Bir shonnashi bibeker bani choteche jagatmoy,
    bangalir chele byagr brishobhbe ghotabe shomonnoy.

    Toper probhabe Bangali shadhok jorer peyeche shara
    Amader ei nabin shadhona Shob-shadhonar bara.
    Bishom dhatur milon ghotaye Bangali diyeche biya,
    Moder nobbo roshayan sudhu gormile milaiya .
    bangalir kobi gahiche jagate mohamiloner gaan,
    Bifol nohe e Bangali janam, Bifol nohe e pran.
    Bhobishoter pane mora chaiashabhora aalade
    Bidhatar kaj shadhibe Bangali dhatar aashirbade.

    Betaler mukhe proshno je chiloamra niyechi kere.
    Jobab diyechi jagater aage bhabona o bhoy chere,
    Bachiya giyechi sotter lagi shorbo koria pon,
    Shotte pronomi themeche moner okaron spondon.
    Shadhona foleche, pran pawa geche jagat praner haate
    Shagorer hawa niye nishashe gombhira nishi kate,
    shoshaner buke amra rupon korechi ponchoboti,
    tahari chayay amara milabo jagater shoto kuti.

    Moni atulon chilo je gopon srijoner shotodole
    Bhobishoter omar she bij amader e korotole,
    Otite jahar hoyeche suchona se ghotona hobe hobe
    Bidhatar bore bhoribe bhubon Bangalir gourobe.
    Protibhar tope se ghotona hobe, lagibe na deshadeshi,
    Miloner mohamontre manobe dikkito kori dhire-
    mukto hoibo debo-rine mora muktobenir tire.

    See less
    • 1
  3. ইন্টারনেটের দুনিয়ায় বহুল প্রচলিত একটি  শব্দ বা অন্য শব্দের আদ্যক্ষর দ্বারা গঠিত শব্দ যার অর্থ হচ্ছে “খুব বেশি হাস্যকর ” বা "অনেক বেশি হাস্যকর" ➾ এর পূর্ণরূপ বা Full form : LMFAO-  "laughing my fucking ass off" ➾ ইহা বিশেষ করে chat করার সময় ব্যাবহার করা হয় । ➾ ইহা একটি "informal" শব্দ বা "slang word"Read more

    ইন্টারনেটের দুনিয়ায় বহুল প্রচলিত একটি  শব্দ বা অন্য শব্দের আদ্যক্ষর দ্বারা গঠিত শব্দ যার অর্থ হচ্ছে “খুব বেশি হাস্যকর ” বা “অনেক বেশি হাস্যকর”

    ➾ এর পূর্ণরূপ বা Full form :

    LMFAO–  “laughing my fucking ass off”

    ➾ ইহা বিশেষ করে chat করার সময় ব্যাবহার করা হয় ।

    ➾ ইহা একটি “informal” শব্দ বা “slang word”

    ➾ যে কোন “formal” কথা বার্তায় বা লেখা লেখির ক্ষেত্রে ইহা ব্যাবহার করা বাঞ্ছনীয়।

    বিভিন্ন বাক্যে তাঁর উদাহরণ :

    ➾ This video is so funny LMFAO.

    ➾This meme absolutely make me LMFAO

    ➾ That prank made me super LMFAO.

    See less
    • 0
  4. কোন্ দেশে সত্যেন্দ্রনাথ দত্ত কোন্ দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? কোন্ দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল? কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটেরে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে কোথায় ডাকে দোয়েল-শ্যামা ফিঙে নাচে গাছে গাছে? কোথায় জলে মরাল চলে, মরালী তার পাছে পাছে? বাবুই কোথা বাসRead more

    কোন্ দেশে 
    
    সত্যেন্দ্রনাথ দত্ত

    কোন্ দেশেতে তরুলতা
    সকল দেশের চাইতে শ্যামল?
    কোন্ দেশেতে চলতে গেলেই
    দলতে হয় রে দুর্বা কোমল?
    কোথায় ফলে সোনার ফসল,
    সোনার কমল ফোটেরে?
    সে আমাদের বাংলাদেশ,
    আমাদেরই বাংলা রে

    কোথায় ডাকে দোয়েল-শ্যামা
    ফিঙে নাচে গাছে গাছে?
    কোথায় জলে মরাল চলে,
    মরালী তার পাছে পাছে?
    বাবুই কোথা বাসা বোনে,
    চাতক বারি যাচে রে?
    সে আমাদের বাংলাদেশ,
    আমাদেরই বাংলা রে!

     

    In English Font:

    Kon Deshe

    Satyendranath Dutta

    Kon deshete tarulota
    Shokol desher chaite shyamol?
    Kon deshete cholte gelei
    Dolte hoy re durba kumol?
    Kuthay fole shonar foshol,
    Shonar komol futere?
    Se amar Bangladesh
    amader e Bangla re

    kuthay dake doyel-shyama
    finge nache gache gache?
    Kuthay jole moral chole,
    Morali tar pache pache?
    babui kotha basha bune,
    Chatok bari jache re?
    Se amar Bangladesh,
    Amader e Banglare

    See less
    • 0
  5. হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত দূরে দূরে গ্রাম দশ বারোখানি , মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। বেচাকেনা সেরে বিকেলবেলায় যে যার ঘরে ঘরে ফিরে যায়; বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পূবের মাঠ ; দূরে দূরে গ্রামে জ্বলে উঠে দ্বীপ ...আঁধারেতে থাকে হাট। নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্Read more

    হাট

    যতীন্দ্রনাথ সেনগুপ্ত

    দূরে দূরে গ্রাম দশ বারোখানি , মাঝে একখানি হাট
    সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট।
    বেচাকেনা সেরে বিকেলবেলায়
    যে যার ঘরে ঘরে ফিরে যায়;
    বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পূবের মাঠ ;
    দূরে দূরে গ্রামে জ্বলে উঠে দ্বীপ …আঁধারেতে থাকে হাট।

    নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত কাকের পাখে ;
    নদীর বাতাস ছাড়ে নিঃস্বাস পার্শ্বে পাকুড়-শাখে
    হাটের দোচালা মুদিল নয়ান
    কারো তরে তার নাই আহবান;
    বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে
    নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে।

    দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে
    কত না ছিন্ন চরণচিহ্ন ছড়ান সে ঠাঁই ঘিরে
    মাল চেনাচিনি, দর জানাজানি
    কানাকড়ি নিয়ে কত টানাটানি;
    হানাহানি করে কেউ নিলো ভরে কেউ গেলো খালি ফিরে
    দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে।

    কত কে আসিল কত বা আসিছে কত বা আসিবে হেথা
    ওপারের লোক নামলে পশরা ছুটে এপারের ক্রেতা।
    শিশির বিমল-প্রভাতের ফল,
    শতহাতে সহি পরখের ছল
    বিকালবেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা।
    হিসাব নাহিরে-এলো আর গেলো কত ক্রেতা বিক্রেতা

    নুতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা
    দিবসরাত্রি নুতন যাত্রি নিত্য নাটের খেলা।
    খোলা আছে হাট মুক্ত বাতাশে
    বাধা নাই ওগো-যে যায় সে আসে;
    কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা
    উদার আকাশে মুক্ত বাতাশে চিরকাল একই খেলা।

    English Transliteration: 

    Haat

    Jatindranath Sengupta

    Dure dure gram dosh barokhani, majhe ekkhani haat
    Shondhay setha jole na prodip, provate pore na jhat
    Bechakena shere bikelbelay
    Je jar ghore ghore fire jay
    Boker pakhay aalok lukay chariya puber maath
    Dure dure grame jole uthe dip..aadharete thake haat

    Nisha name dure srenihara ek klanto kaker pakhe
    Nodir batash chare nishash parshe pakur shakhe
    haater duchala mudilo noyan
    Karo tore tar nai aahoban
    Baje bayu aashi bidrup bashi jirno basher faake
    Nirjon haate ratri namilo ekok kaker daake.

    Diboshete setha koto kulahol chena ochenar bhire
    Koto na chinno choroncinno choran shei thai ghore
    Mal chenachini, Dar janajani
    kanakori niye koto tanatani
    Hanahani kore keu nilo bhore keu gelo khali fire
    Diboshe thake na kothart onto chena ochena r bhire.

    Koto ke aashilo koto ba aashiche koto ba aashiche hetha
    Oparer luk namle poshora chute eparer kreta
    Shishir bimol probhater fol
    Shotohate shohi porokher chol
    Bikel belay bikay helay sohiya nirob betha
    Hishabe nahire-elo aar gelo koto kreta bikreta

    Nutan koriya bosha aar bhanga purano haater mela
    Diboshratri nutan jatri nityo nater khela
    Khola aache haat mukto batashe badha nai ogo-je jay se aashe
    Keho kaadhe keho gathe kori badhe ghore firibar bela
    udar akashe mukto batashe chirokal ek e khela

    See less
    • 0
  6. রথযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে, 'চলো, রথ দেখতে যাই।' রাজা বললে, 'আচ্ছা।' ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোল, হাতিশাল থেকে হাতি। ময়ূরপংখি যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাইসান্ত্রি। দাসদাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন। রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তRead more

    রথযাত্রা

    রবীন্দ্রনাথ ঠাকুর

    রথযাত্রার দিন কাছে
    তাই রানী রাজাকে বললে, ‘চলো, রথ দেখতে যাই।’
    রাজা বললে, ‘আচ্ছা।’
    ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোল, হাতিশাল থেকে হাতি।
    ময়ূরপংখি যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাইসান্ত্রি। দাসদাসী দলে দলে পিছে পিছে চলল।
    কেবল বাকি রইল একজন। রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ।
    সর্দার এসে দয়া করে তাকে বললে, ‘ওরে, তুই যাবি তো আয়।’
    সে হাত জোড় করে বললে, ‘আমার যাওয়া ঘটবে না।’
    রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না।
    রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ‘ওকেও ডেকে নিয়ো।’
    রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে, ‘ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল্।’
    সে হাত জোড় করে বলল, ‘কত চলব। ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে।’
    মন্ত্রী বললে, ‘ভয় কী রে তোর, রাজার সঙ্গে চলবি।’
    সে বললে, ‘সর্বনাশ! রাজার পথ কি আমার পথ।’
    মন্ত্রী বললে, ‘তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না।’
    সে বললে, ‘ঘটবে বই কি। ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন।’
    মন্ত্রী হেসে উঠল। বললে, ‘তোর দুয়ারে রথের চিহ্ন কই।’
    দুঃখী বললে, ‘তাঁর রথের চিহ্ন পড়ে না।’
    মন্ত্রী বললে, ‘কেন বল্ তো।’
    দুঃখী বললে, ‘তিনি যে আসেন পুষ্পকরথে।’
    মন্ত্রী বললে, ‘কই রে সেই রথ।’
    দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে।

    See less
    • 0