1. বাংলা অর্থ: - My most favourite song এর বাংলা অর্থ হচ্ছে "আমার সবচেয়ে পছন্দের গান" - Most favourite - সবচেয়ে পছন্দের বা সবচেয়ে প্রিয়   যেমনঃ This is my most favourite song A.R Rahman songs are most favourite songs. My Heart Will Go On is My most favourite song

    বাংলা অর্থ:

    – My most favourite song এর বাংলা অর্থ হচ্ছে “আমার সবচেয়ে পছন্দের গান”

    – Most favourite – সবচেয়ে পছন্দের বা সবচেয়ে প্রিয়

     

    যেমনঃ

    This is my most favourite song

    A.R Rahman songs are most favourite songs.

    My Heart Will Go On is My most favourite song

    See less
    • 0
  2. পুলক শব্দ দিয়ে বাক্য রচনাঃ পুলক শব্দের অর্থঃ আনন্দ, হর্ষ বা রোমাঞ্চিত ইত্যাদি পুলকঃ বসুন্ধরার তপ্ত প্রাণে বিপুল পুলক লাগে।(রবীন্দ্রনাথ) পুলকঃ কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে (রবীন্দ্রনাথ) পুলকঃ প্রিয়দর্শিনীর এমন মায়াবী আচরন আমাকে পুলকিত করিয়াছিল।

    পুলক শব্দ দিয়ে বাক্য রচনাঃ

    পুলক শব্দের অর্থঃ আনন্দ, হর্ষ বা রোমাঞ্চিত ইত্যাদি

    পুলকঃ বসুন্ধরার তপ্ত প্রাণে বিপুল পুলক লাগে।(রবীন্দ্রনাথ)

    পুলকঃ কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে (রবীন্দ্রনাথ)

    পুলকঃ প্রিয়দর্শিনীর এমন মায়াবী আচরন আমাকে পুলকিত করিয়াছিল।

    See less
    • 0
  3. উত্তরঃ সাধারণ মেয়ে ‘পুনশ্চ’ কাব্যের অন্তর্গত একটি কবিতা। ইহা রবীন্দ্রনাথের লিখিত শেষ পর্যায়ের একটি কাব্যগ্রন্থ। সাধারণ মেয়ে কবিতার সারাংশ ও বিষয়বস্তু

    উত্তরঃ সাধারণ মেয়ে ‘পুনশ্চ’ কাব্যের অন্তর্গত একটি কবিতা। ইহা রবীন্দ্রনাথের লিখিত শেষ পর্যায়ের একটি কাব্যগ্রন্থ।

    সাধারণ মেয়ে কবিতার সারাংশ ও বিষয়বস্তু

    See less
    • 0
  4. This answer was edited.

    What is Noun: নামবাচক যে কোন শব্দই Noun. ব্যাকরণ মতে, যে Word বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে Noun বলে । যেমন - Pen (কলম), Bird (পাখি ), Kolkata (কলকাতা) ইত্যাদি । (All the naming words are called Noun. It can be the name of a thing, place, person, animRead more

    What is Noun:

    নামবাচক যে কোন শব্দই Noun. ব্যাকরণ মতে, যে Word বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে Noun বলে । যেমন – Pen (কলম), Bird (পাখি ), Kolkata (কলকাতা) ইত্যাদি ।

    (All the naming words are called Noun. It can be the name of a thing, place, person, animal or feeling.)

    Noun এর শ্রেণিবিভাগ :-

    Noun -কে পাঁচটি ভাগে ভাগ করা হয় ।

    • Common Noun (সংজ্ঞাবাচক বিশেষ্য) যেমনঃ Cow, Dog, Book
    •  Proper Noun (জাতিবাচক বিশেষ্য) যেমনঃ Anil, Thomas, Hydrabad
    •  Abstract Noun (গুণবাচক বিশেষ্য) যেমনঃ Beauty, Happiness
    •  Collective Nouns (সমষ্টিবাচক বিশেষ্য) যেমনঃ Student, Class, family
    •  Material Noun (বস্তুবাচক বিশেষ্য) যেমনঃ Iron, Gold

     

      উদাহরণঃ

    This is a computer – এখানে computer হল Noun.

    Delhi is huge city – এখানে Delhi হল Noun.

    Iron is hard a material – এখানে Iron হল Noun.

    See less
    • 0
  5. বাংলা অর্থ: * যখন কাউকে শুভেচ্ছা দেওয়া হয় বা কাউয়ের প্রতি শুভকামনা জানানো হয় তখন বলা হয় "All the best" অর্থাৎ তোমার প্রতি শুভকামনা। উদাহরণঃ * I Wish you all the best for Your next Project. * All the for your exam. * Wish you all the best for your future endeavors.

    বাংলা অর্থ:

    * যখন কাউকে শুভেচ্ছা দেওয়া হয় বা কাউয়ের প্রতি শুভকামনা জানানো হয় তখন বলা হয় “All the best” অর্থাৎ তোমার প্রতি শুভকামনা।

    উদাহরণঃ

    * I Wish you all the best for Your next Project.
    * All the for your exam.
    * Wish you all the best for your future endeavors.

    See less
    • 0
  6. বাংলা অর্থঃ * As your wish এর বাংলা অর্থ হলঃ "যেভাবে তোমার ইচ্ছা" বা "যেভাবে তুমি ভাল মনে কর" বা "তোমার ইচ্ছা অনুযায়ী" উদাহরণঃ Nathan: Hello Mr, Can I take two books instead of one Mike: Sure! As your wish.

    বাংলা অর্থঃ

    * As your wish এর বাংলা অর্থ হলঃ “যেভাবে তোমার ইচ্ছা” বা “যেভাবে তুমি ভাল মনে কর” বা “তোমার ইচ্ছা অনুযায়ী”

    উদাহরণঃ

    Nathan: Hello Mr, Can I take two books instead of one
    Mike: Sure! As your wish.

    See less
    • 0
  7. ধন্যবাদ এর আরবি: * ধন্যবাদ এর আরবি হলঃ শুক্কর, শুক্করান বা জাযাকাল্লাহ। * যেমন আরবিরা বলে  "শুক্করান ইয়া আখি" অর্থাৎ ধন্যবাদ ভাই অথবা "শুক্করান ইয়া হাবিবি" - ধন্যবাদ বন্ধু।

    ধন্যবাদ এর আরবি:

    * ধন্যবাদ এর আরবি হলঃ শুক্কর, শুক্করান বা জাযাকাল্লাহ।

    * যেমন আরবিরা বলে  “শুক্করান ইয়া আখি” অর্থাৎ ধন্যবাদ ভাই অথবা “শুক্করান ইয়া হাবিবি” – ধন্যবাদ বন্ধু।

    See less
    • 0
  8. শেষ খেয়া (Shesh Kheya) রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থঃ খেয়া দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ। ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্‌ মায়া গেয়ে গেল কাজ-ভাঙানো গান। নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায়, তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়াRead more

    শেষ খেয়া (Shesh Kheya)

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থঃ খেয়া

    দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া
    ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
    ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্‌ মায়া
    গেয়ে গেল কাজ-ভাঙানো গান।
    নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
    ফেরার পথে ফিরেও নাহি চায়,
    তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া
    সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
    ওরে আয়
    আমায় নিয়ে যাবি কে রে
    দিনশেষের শেষ খেয়ায়।

    সাঁজের বেলা ভাঁটার স্রোতে ও পার হতে একটানা
    একটি-দুটি যায় যে তরী ভেসে।
    কেমন করে চিনব ওরে ওদের মাঝে কোন্‌খানা
    আমার ঘাটে ছিল আমার দেশে।
    অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে
    ছায়ায় যেন ছায়ার মতো যায়,
    ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পাড়ি ধরবে সে
    এমন নেয়ে আছে রে কোন্‌ নায়।
    ওরে আয়
    আমায় নিয়ে যাবি কে রে
    দিনশেষের শেষ খেয়ায়।

    ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘরপানে,
    পারে যারা যাবার গেছে পারে;
    ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে
    সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।
    ফুলের বার নাইকো আর, ফসল যার ফলল না
    চোখের জল ফেলতে হাসি পায়–
    দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
    সেই বসেছে ঘাটের কিনারায়।
    ওরে আয়
    আমায় নিয়ে যাবি কে রে
    বেলাশেষের শেষ খেয়ায়।

     

    Diner Seshe Ghumer Deshe Lyrics:

    Diner seshe ghumer deshe ghumta-pora oi chaya,
    Bhulalo re, bhulalo mor pran !
    O parete sonar kule, adhar mule kon maya,
    Geye gelo kaj-bhangano gaan.
    Namiye mukh, chukiye sukh, jabar mukhe jay jara
    Ferar pothe fireyo nahi chay,
    Tader pane, bhatar tane, jabo re aj ghorchara –
    Sondha aashe, din je chole jay.
    Orey ay !
    Amay niye jabi ke re
    Dino sesher shesh kheyay.
    Sajher bela bhatar srute o par hote ektana
    Ekti-duti jaay je tori bhese.
    Kemon kore chinbo ore oder majhe konkhana,
    Amar Ghate chhilo amar deshe.
    Ostachole tirer tole, ghano gacher kon gheshe,
    Chaya jeno chayar moto jay.
    Dakle ami khonek thami, jethay pari dhorbe se.
    Emon neye kache re kon nay ?
    Orey ay !
    Amay niye jabi ke re
    Dino sesher shesh kheyay.

    See less
    • 0
  9. গল্পগুচ্ছ কাব্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রেষ্ঠ ছোটগল্পের সংকলন। এই সংকলনে যে গল্পগুলি রয়েছে তার বেশিরভাগ গল্প তিনি ১২৯৮ থেকে ১৩১০ বঙ্গাব্দের মধ্যে লিখেছেন। সংস্করণটিতে মোট ৯১টি গল্প রয়েছে। গল্পগুলির তালিকা নিম্নরুপঃ (যদি গল্পগুচ্ছ কাব্যের PDF Download করতে চান তাইলে এই লিংকে পাবেন DownlRead more

    গল্পগুচ্ছ কাব্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শ্রেষ্ঠ ছোটগল্পের সংকলন। এই সংকলনে যে গল্পগুলি রয়েছে তার বেশিরভাগ গল্প তিনি ১২৯৮ থেকে ১৩১০ বঙ্গাব্দের মধ্যে লিখেছেন। সংস্করণটিতে মোট ৯১টি গল্প রয়েছে। গল্পগুলির তালিকা নিম্নরুপঃ

    (যদি গল্পগুচ্ছ কাব্যের PDF Download করতে চান তাইলে এই লিংকে পাবেন Download)

    ১. ঘাটের কথা
    ২. রাজপথের কথা
    ৩. মুকুট
    ৪. দেনাপাওনা
    ৫. পােস্টমাস্টার
    ৬. গিন্নি
    ৭. রামকানাইয়ের নির্বুদ্ধিতা
    ৮. ব্যবধান
    ৯. তারাপ্রসন্নের কীর্তি
    ১০. খােকাবাবুর প্রত্যাবর্তন
    ১১. সম্পত্তি-সমর্পণ
    ১২. দালিয়া
    ১৩. কঙ্কাল
    ১৪. মুক্তির উপায়
    ১৫. ত্যাগ
    ১৬. একরাত্রি
    ১৭. একটা আষাঢ়ে গল্প
    ১৮. জীবিত ও মৃত
    ১৯. স্বর্ণমৃগ
    ২০. রীতিমত নভেল
    ২১. জয়পরাজয়
    ২২. কাবুলিওয়ালা
    ২৩. ছুটি
    ২৪. সুভা
    ২৫. মহামায়া
    ২৬. দানপ্রতিদান
    ২৭. সম্পাদক
    ২৮. মধ্যবর্তিনী
    ২৯. অসম্ভব কথা
    ৩০. শাস্তি
    ৩১. একটি ক্ষুদ্র পুরাতন গল্প
    ৩২. সমাপ্তি
    ৩৩. সমস্যাপূরণ
    ৩৪. খাতা
    ৩৫. অনধিকার প্রবেশ
    ৩৬. মেঘ ও রৌদ্র
    ৩৭. প্রায়শ্চিত্ত
    ৩৮. বিচারক
    ৩৯. নিশীথে
    ৪০. আপদ
    ৪১. দিদি
    ৪২. মানভঞ্জন
    ৪৩. ঠাকুরদা
    ৪৪. প্রতিহিংসা
    ৪৫. ক্ষুধিত পাষাণ।
    ৪৬. অতিথি
    ৪৭. ইচ্ছাপূরণ
    ৪৮. দুরাশা
    ৪৯. পুত্রযজ্ঞ
    ৫০. ডিটেকটিভ
    ৫১. অধ্যাপক
    ৫২. রাজটিকা
    ৫৩. মণিহারা
    ৫৪. দৃষ্টিদান
    ৫৫. সদর ও অন্দর
    ৫৬. উদ্ধার
    ৫৭. দুর্বুদ্ধি
    ৫৮. ফেল
    ৫৯. শুভদৃষ্টি
    ৬০. যজ্ঞেশ্বরের যজ্ঞ
    ৬১. উলুখড়ের বিপদ
    ৬২. প্রতিবেশিনী
    ৬৩. নষ্টনীড়
    ৬৪. দর্পহরণ
    ৬৫. মাল্যদান
    ৬৬. কর্মফল
    ৬৭. গুপ্তধন
    ৬৮. মাস্টারমশায়
    ৬৯. রাসমণির ছেলে
    ৭০. পণরক্ষা
    ৭১. হালদারগােষ্ঠী
    ৭২. হৈমন্তী
    ৭৩. বােষ্টমী
    ৭৪. স্ত্রীর পত্র
    ৭৫. ভাইফোঁটা
    ৭৬. শেষের রাত্রি
    ৭৭. অপরিচিতা
    ৭৮, তপস্বিনী
    ৭৯. পয়লা নম্বর
    ৮০. পাত্র ও পাত্রী
    ৮১. নামঞ্জুর গল্প
    ৮২. সংস্কার
    ৮৩. বলাই
    ৮৪. চিত্রকর
    ৮৫. চোরাই ধন
    ৮৬. বদনাম
    ৮৭. প্রগতিসংহার
    ৮৮. শেষ পুরস্কার
    ৮৯. মুসলমানীর গল্প
    ৯০. ভিখারিনী
    ৯১. করুণা

    See less
    • 0
  10. Moderator অর্থ: * Moderator বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমনঃ সভাপতি, মধ্যস্থ, নিয়ামক, পরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি। * Social Media তে যেমন কোন group বা page এ  Moderator বলতে ওই পেজের বা গ্রুপের নিয়ন্ত্রককে বোঝায়। যারা কোন পোস্ট কিংবা মন্তব্য এইগুলি যথাযোগ্য কি না তাহা পর্যবেক্ষণ করেন এবং অবাঞ্ছনRead more

    Moderator অর্থ:

    * Moderator বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমনঃ সভাপতি, মধ্যস্থ, নিয়ামক, পরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি।

    * Social Media তে যেমন কোন group বা page এ  Moderator বলতে ওই পেজের বা গ্রুপের নিয়ন্ত্রককে বোঝায়। যারা কোন পোস্ট কিংবা মন্তব্য এইগুলি যথাযোগ্য কি না তাহা পর্যবেক্ষণ করেন এবং অবাঞ্ছনীয় কোন content থেকে পেজ বা গ্রুপকে মুক্ত রাখেন।

    See less
    • 0