Discy Latest Questions

  1. অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আয়াস হাই স্কুল (উঃ মাঃ) আয়াস, বীরভূম(পঃ বঃ) [ বিষয়: ছুটি মঞ্জুরের জন্য আবেদন পত্র ] মহাশয়/মহাশয়া, অধীনের বিনীত নিবেদন এই যে, আমি ইরফান হাবিব আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর “ক” বিভাগের ছাত্র। আমি গতRead more

    অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র।

    মাননীয় প্রধান শিক্ষক মহাশয়,

    আয়াস হাই স্কুল (উঃ মাঃ)

    আয়াস, বীরভূম(পঃ বঃ)

    [ বিষয়: ছুটি মঞ্জুরের জন্য আবেদন পত্র ]

    মহাশয়/মহাশয়া,

    অধীনের বিনীত নিবেদন এই যে, আমি ইরফান হাবিব আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর “ক” বিভাগের ছাত্র। আমি গত এগারো দিন যাবৎ শারীরিক অসুস্থতায়(টাই ফয়েড) ভুগেছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল। তাই গত ৯ ই এপ্রিল থেকে ১৯ই এপ্রিল পর্যন্ত মোট ১১ দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।

    তাই আপনার প্রতি আমার একান্ত অনুরোধ এই যে, আপনি দয়া করে আমার উক্ত ওই দিন গুলির ছুটি মঞ্জুর করিলে সদয় মার্জি হয়।

    See less
    • 1
  1. অর্থাৎ বিপদ দেখলে ভয় করতে নেই কারণ বিপদ স্থায়ী নয় বিপদ অবশ্যই চলে যাবে এবং তার পিছনে সুখ আসবেই। যেভাবে মেঘ চলে গেলে সূর্য আসে আকাশ আবার তার নীল রং ফিরে পায় সেভাবে বিপদ বা দুঃখ চলে গেলে সুখ ফিরে আসে।

    অর্থাৎ বিপদ দেখলে ভয় করতে নেই কারণ বিপদ স্থায়ী নয় বিপদ অবশ্যই চলে যাবে এবং তার পিছনে সুখ আসবেই। যেভাবে মেঘ চলে গেলে সূর্য আসে আকাশ আবার তার নীল রং ফিরে পায় সেভাবে বিপদ বা দুঃখ চলে গেলে সুখ ফিরে আসে।

    See less
    • 0