1. বাগান এর সমার্থক শব্দ: বাগ, বাগিচা, উপবন, তপোবন, বাগীশ, বাটিকা, উদ্যান বাগ - এবারে ফুলের বাগটি সুন্দর হয়েছে। বাগিচা - আমার ঘরের সামনে একটি ফুলবাগিচা আছে। উদ্যান - আমাদের স্কুলের সামনে একটি উদ্যান আছে।

    বাগান এর সমার্থক শব্দ:
    বাগ, বাগিচা, উপবন, তপোবন, বাগীশ, বাটিকা, উদ্যান
    বাগ – এবারে ফুলের বাগটি সুন্দর হয়েছে।
    বাগিচা – আমার ঘরের সামনে একটি ফুলবাগিচা আছে।
    উদ্যান – আমাদের স্কুলের সামনে একটি উদ্যান আছে।

    See less
    • 0
  2. খারাপের সমার্থক শব্দ : মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট মন্দ - মন্দ কথা বলা উচিৎ নয়। কু - কু ব্যক্তির সাথে বন্ধুত্ব করা ঠিক নয়। বদ - ব্যক্তিটি অনেক বদ মেজাজী ।

    খারাপের সমার্থক শব্দ :

    মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট

    মন্দ – মন্দ কথা বলা উচিৎ নয়।

    কু – কু ব্যক্তির সাথে বন্ধুত্ব করা ঠিক নয়।

    বদ – ব্যক্তিটি অনেক বদ মেজাজী ।

    See less
    • 0
  3. গাছের সমার্থক শব্দ: বৃক্ষ, তরু, বিটপী, উদ্ভিদ, পাদপ বৃক্ষ - এই বৃক্ষটি আমি নিজের হাতে রোপণ করেছি। তরু - তরু রোপণ করা পরিবেশের জন্য অনেক ভালো। বিটপী - গাছের অপর নম বিটপী ।

    গাছের সমার্থক শব্দ:
    বৃক্ষ, তরু, বিটপী, উদ্ভিদ, পাদপ
    বৃক্ষ – এই বৃক্ষটি আমি নিজের হাতে রোপণ করেছি। তরু – তরু রোপণ করা পরিবেশের জন্য অনেক ভালো।
    বিটপী – গাছের অপর নম বিটপী ।

    See less
    • 0
  4. বাঘের সমার্থক শব্দ: ব্যাঘ্র, শের, শার্দুল, দ্বীপী, বাঘ, গুহাশয়, ব্যাঘ্র - ব্যাঘ্র একটি হিংশ্র পণী | শের - গুহায় শেরটি বসে বসে আছে। গুহাশয় - বাঘ একটি গুহাশয় প্রাণী, তাই বাঘের আরেক নাম গুহাশয়।

    বাঘের সমার্থক শব্দ:
    ব্যাঘ্র, শের, শার্দুল, দ্বীপী, বাঘ, গুহাশয়,
    ব্যাঘ্র – ব্যাঘ্র একটি হিংশ্র পণী |
    শের – গুহায় শেরটি বসে বসে আছে।
    গুহাশয় – বাঘ একটি গুহাশয় প্রাণী, তাই বাঘের আরেক নাম গুহাশয়।

    See less
    • 0
  5. ফুলের সমার্থক শব্দ: কুসুম, পুষ্প, প্রসূন, রঙ্গন, গুল, রঙ্গনা কুসুম - ফুলের সমার্থক শব্দ কুসুম পুষ্প - পুষ্প সবসময় পরার্থে বিলীন হয়। প্রসূন - পুষ্পের সমার্থক শব্দ হচ্ছে প্রসূন।  

    ফুলের সমার্থক শব্দ:

    কুসুম, পুষ্প, প্রসূন, রঙ্গন, গুল, রঙ্গনা

    কুসুম – ফুলের সমার্থক শব্দ কুসুম

    পুষ্প – পুষ্প সবসময় পরার্থে বিলীন হয়।

    প্রসূন – পুষ্পের সমার্থক শব্দ হচ্ছে প্রসূন।

     

    See less
    • 0
  6. রক্তের সমার্থক শব্দ : রক্তিম, শোণিত, রাঙা, রুধির, লাল, রঞ্জিত, আসক্ত, অনুরক্ত রক্তিম- বাগানে আজ রক্তিম জবা অনেকগুলো ফুটেছে। শোণিত - শোণিত রক্তের অন্য নাম। রাঙা - বাগানে আজ অনেক গুলি রাঙা ফুল ফুটেছে।  

    রক্তের সমার্থক শব্দ :

    রক্তিম, শোণিত, রাঙা, রুধির, লাল, রঞ্জিত, আসক্ত, অনুরক্ত

    রক্তিম- বাগানে আজ রক্তিম জবা অনেকগুলো ফুটেছে।

    শোণিত – শোণিত রক্তের অন্য নাম।

    রাঙা – বাগানে আজ অনেক গুলি রাঙা ফুল ফুটেছে।

     

    See less
    • 0
  7. মেঘের সমার্থক শব্দ: কাদম্বিনী, জলদ, বারিদ, জলধর, নীরধর, নীরদ, কাদম্বিনী - মেয়ে শিশুটির জন্মের পর তার নাম কাদম্বিনী রাখা হয়েছে। জলদ- জলদ শব্দের অর্থ হচ্ছে মেঘ। বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে মেঘ।

    মেঘের সমার্থক শব্দ:

    কাদম্বিনী, জলদ, বারিদ, জলধর, নীরধর, নীরদ,

    কাদম্বিনী – মেয়ে শিশুটির জন্মের পর তার নাম কাদম্বিনী রাখা হয়েছে।

    জলদ- জলদ শব্দের অর্থ হচ্ছে মেঘ।

    বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে মেঘ।

    See less
    • 0
  8. পাখির সমার্থক শব্দ: পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, খগ, দ্বিজ অণ্ডজ, চিড়িয়া। পক্ষী - পক্ষীর কু-জনে আমার মন ভরে গেলো। বিহগ - পক্ষীর প্রতিশব্দ হচ্ছে বিহঙ্গ এবং বিহঙ্গ থেকে এসেছে বিহগ। বিহঙ্গ - পক্ষীর প্রতিশব্দ হচ্ছে বিহঙ্গ।

    পাখির সমার্থক শব্দ:

    পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, খগ, দ্বিজ অণ্ডজ, চিড়িয়া।

    পক্ষী – পক্ষীর কু-জনে আমার মন ভরে গেলো।

    বিহগ – পক্ষীর প্রতিশব্দ হচ্ছে বিহঙ্গ এবং বিহঙ্গ থেকে এসেছে বিহগ।

    বিহঙ্গ – পক্ষীর প্রতিশব্দ হচ্ছে বিহঙ্গ।

    See less
    • 0
  9. This answer was edited.

    শরীরের সমার্থক শব্দ: কলেবর, গা, দেহ, অঙ্গ, তনু, গাত্র, বপু, গতর, কায়া। দেহ - শরীরের আরেক নাম দেহ। অঙ্গ - চোখ আমাদের একটি অপরীহার্য অঙ্গ। তনু – দেহের একটি প্রতিশব্দ হচ্ছে তনু।  

    শরীরের সমার্থক শব্দ:

    কলেবর, গা, দেহ, অঙ্গ, তনু, গাত্র, বপু, গতর, কায়া।

    দেহ – শরীরের আরেক নাম দেহ।

    অঙ্গ – চোখ আমাদের একটি অপরীহার্য অঙ্গ।

    তনু – দেহের একটি প্রতিশব্দ হচ্ছে তনু।  

    See less
    • 0
  10. দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বাক্য রচনা: দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো - তার মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো, অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো - তার মতো বেকার, অপদার্থ, মাতাল, দুষ্ট ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো অর্থাৎ দুষ্টু গরুর চেয়েRead more

    দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বাক্য রচনা:

    দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো – তার মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো, অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

    দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো – তার মতো বেকার, অপদার্থ, মাতাল, দুষ্ট ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

    দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো – এখানে খারাপ লোক থাকার চেয়ে না থাকাই ভালো অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

    See less
    • 0