1. চরণ দিয়ে বাক্য রচনা:  চরণ - পরীক্ষায় যাওয়ার আগে মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিলাম। চরণ - মাতৃভূমির চরণ স্পর্শ করে আমার জীবন ধন্য হল। চরণ - মাতৃভূমির চরণে ডালি দিনু এ জীবন মোর।

    চরণ দিয়ে বাক্য রচনা: 

    চরণ – পরীক্ষায় যাওয়ার আগে মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিলাম।

    চরণ – মাতৃভূমির চরণ স্পর্শ করে আমার জীবন ধন্য হল।

    চরণ – মাতৃভূমির চরণে ডালি দিনু এ জীবন মোর।

    See less
    • 0
  2. ছায়া দিয়ে বাক্য রচনা: ছায়া - বৃদ্ধ লোকটি গাছের ছায়া-র নীচে বসে আছে। ছায়া - বাচ্ছরা গাছের ছায়া-র নীচে বসে খেলা করছে। ছায়া- এই সেই গাছ যার ছায়ায় বসে তিনি কবিতা লিখেছিলেন।

    ছায়া দিয়ে বাক্য রচনা:

    ছায়া – বৃদ্ধ লোকটি গাছের ছায়া-র নীচে বসে আছে।

    ছায়া – বাচ্ছরা গাছের ছায়া-র নীচে বসে খেলা করছে।

    ছায়া- এই সেই গাছ যার ছায়ায় বসে তিনি কবিতা লিখেছিলেন।

    See less
    • 0
  3. ভ্রমর দিয়ে বাক্য রচনা: ভ্রমর - ঘরেতে ভ্রমর এলো গুণগুণীয়ে। ভ্রমর - ভ্রমরের স্ত্রী লিঙ্গ হচ্ছে ভ্রমরী। ভ্রমর - সুগন্ধ পেয়ে ভ্রমরা বসল এসে ফুলের থোকায়।

    ভ্রমর দিয়ে বাক্য রচনা:

    ভ্রমর – ঘরেতে ভ্রমর এলো গুণগুণীয়ে।

    ভ্রমর – ভ্রমরের স্ত্রী লিঙ্গ হচ্ছে ভ্রমরী।

    ভ্রমর – সুগন্ধ পেয়ে ভ্রমরা বসল এসে ফুলের থোকায়।

    See less
    • 0
  4. তপন দিয়ে বাক্য রচনা: তপন- এর সমার্থক শব্দ শব্দ হচ্ছে সূর্য। তপন - ভানু তার ছেলের নাম তপন রেখেছে। তপন - তপন অনেক ভালো গান করতে পারে।

    তপন দিয়ে বাক্য রচনা:

    তপন- এর সমার্থক শব্দ শব্দ হচ্ছে সূর্য।

    তপন – ভানু তার ছেলের নাম তপন রেখেছে।

    তপন – তপন অনেক ভালো গান করতে পারে।

    See less
    • 0
  5. তটিনী দিয়ে বাক্য রচনা: তটিনী - তটিনী তৃষ্ণা মেটায়। তটিনী - তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। তটিনী - রাম তটিনীর কিনারায় একা বসে আছে।

    তটিনী দিয়ে বাক্য রচনা:

    তটিনী – তটিনী তৃষ্ণা মেটায়।

    তটিনী – তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী।

    তটিনী – রাম তটিনীর কিনারায় একা বসে আছে।

    See less
    • 0
  6. তন্ময় দিয়ে বাক্য রচনা:  তন্ময় - তন্ময় শব্দের অর্থ হচ্ছে কোন কিছুতে লিপ্ত হয়ে থাকা। তন্ময় - পূজারী পূজায় তন্ময় (লিপ্ত) হয়ে আছেন। তন্ময় - তিনি ধ্যানে তন্ময় (লিপ্ত) হয়ে আছেন

    তন্ময় দিয়ে বাক্য রচনা: 

    তন্ময় – তন্ময় শব্দের অর্থ হচ্ছে কোন কিছুতে লিপ্ত হয়ে থাকা।

    তন্ময় – পূজারী পূজায় তন্ময় (লিপ্ত) হয়ে আছেন।

    তন্ময় – তিনি ধ্যানে তন্ময় (লিপ্ত) হয়ে আছেন

    See less
    • 0
  7. রথ দিয়ে বাক্য রচনা: রথ - প্রতি বৎসর রম যাত্রা হয়। রথ - প্রতি বৎসর রথে মেলা বসেI রথ - রথের মেলায় অনেক মাটির তৈরী জিনিস পাওয়া যায়।

    রথ দিয়ে বাক্য রচনা:
    রথ – প্রতি বৎসর রম যাত্রা হয়।
    রথ – প্রতি বৎসর রথে মেলা বসেI
    রথ – রথের মেলায় অনেক মাটির তৈরী জিনিস পাওয়া যায়।

    See less
    • 0
  8. রাঙা দিয়ে বাক্য রচনা: রাঙ - বাঙা এর অর্থ হচ্ছে রঙিন। রাঙা - বাগানে অনেক ধরনের রাঙ ফুল ফুটেছে। রাঙা - সকাল সকাল রাঙা ফুলটিকে দখে রামের মন অনেক ভালো হয়ে গেলো ।  

    রাঙা দিয়ে বাক্য রচনা:

    রাঙ – বাঙা এর অর্থ হচ্ছে রঙিন।

    রাঙা – বাগানে অনেক ধরনের রাঙ ফুল ফুটেছে।

    রাঙা – সকাল সকাল রাঙা ফুলটিকে দখে রামের মন অনেক ভালো হয়ে গেলো ।

     

    See less
    • 0
  9. লাঞ্ছনা: লাঞ্ছনা - আমার বন্ধুরা অপরিচিত লোকটিকে বিনা দোষে লাঞ্ছনা করল। লাঞ্ছনা - সমাজের নিম্ন শ্রেণীর মানুষ প্রায়ই লাঞ্ছিত হয়। লাঞ্ছনা - বিনা দোষে কাউকে লাঞ্ছনা করা উচিত নয়।

    লাঞ্ছনা:

    লাঞ্ছনা – আমার বন্ধুরা অপরিচিত লোকটিকে বিনা দোষে লাঞ্ছনা করল।
    লাঞ্ছনা – সমাজের নিম্ন শ্রেণীর মানুষ প্রায়ই লাঞ্ছিত হয়।
    লাঞ্ছনা – বিনা দোষে কাউকে লাঞ্ছনা করা উচিত নয়।

    See less
    • 0
  10. জলে কুমির ডাঙায় বাঘ: জলে কুমির ডাঙায় বাঘ – তার সঙ্গে কথা বললেও বিপদ না বললেও বিপদ, আমি উভয় সংকটের মধ্যে পড়লাম অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ জলে কুমির ডাঙায় বাঘ – এদিকে গেলেও বিপদ না গেলেও বিপদ, এখন আমার অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ। জলে কুমির ডাঙায় বাঘ – তার এমন এখন এমন একটি অবস্থা, বড় বাবুর কথা নাRead more

    জলে কুমির ডাঙায় বাঘ:

    জলে কুমির ডাঙায় বাঘ – তার সঙ্গে কথা বললেও বিপদ না বললেও বিপদ, আমি উভয় সংকটের মধ্যে পড়লাম অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ

    জলে কুমির ডাঙায় বাঘ – এদিকে গেলেও বিপদ না গেলেও বিপদ, এখন আমার অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ।

    জলে কুমির ডাঙায় বাঘ – তার এমন এখন এমন একটি অবস্থা, বড় বাবুর কথা না শুনলে তার চাকরি যাবে, এদিকে সে জ্বলজ্যান্ত মিথ্যেয়াকেও হজম করতে পারছে না।

    See less
    • 0