1. বাংলা অর্থ: - যখন আমরা ইমেল লিখি এবং সঙ্গে কোন ফাইল যেমন - Picture/PDF ইত্যাদি লাগাই তখন আমরা ইমেল এর শেষে এই বাক্যটি লিখি ' Please find the attachment' অর্থাৎ দয়া করে ফাইল টি আপনে attachment থেকে দেখে নিন বা ডাউনলোড করে নিন।

    বাংলা অর্থ:

    – যখন আমরা ইমেল লিখি এবং সঙ্গে কোন ফাইল যেমন – Picture/PDF ইত্যাদি লাগাই তখন আমরা ইমেল এর শেষে এই বাক্যটি লিখি ‘ Please find the attachment’ অর্থাৎ দয়া করে ফাইল টি আপনে attachment থেকে দেখে নিন বা ডাউনলোড করে নিন।

    See less
    • 0
  2. বাংলা অর্থ: - You made my day - এই বাক্যের বাংলায় অর্থ হবে - "তুমি আমার দিনটি উজ্জ্বল করে দিয়েছ" বা "তুমি আমার দিনটি সুন্দর করে দিয়েছ" - ইহা তখন বলা যখন কেউ আপনাকে ভাল একটা কিছু উপহার দে, সেটা হতে পারে একটা ভাল গল্প শুনালো অথবা কোন খুশির খবর দিল অথবা কিছু খাবার অফার করল যাহাতে আপনি আনন্দ পেলেন। যেমনRead more

    বাংলা অর্থ:

    – You made my day – এই বাক্যের বাংলায় অর্থ হবে – “তুমি আমার দিনটি উজ্জ্বল করে দিয়েছ” বা “তুমি আমার দিনটি সুন্দর করে দিয়েছ”

    – ইহা তখন বলা যখন কেউ আপনাকে ভাল একটা কিছু উপহার দে, সেটা হতে পারে একটা ভাল গল্প শুনালো অথবা কোন খুশির খবর দিল অথবা কিছু খাবার অফার করল যাহাতে আপনি আনন্দ পেলেন।

    যেমনঃ

    • Thanks Sumon, it was such a nice story! you made my day.
    • This song is lit! Omg! you made my day.
    See less
    • 0
  3. বাংলা অর্থ: - Always keep smile on your face এই বাক্যটির বাংলা হবে "সর্বদা হাসিমুখে থাকো" বা "সবসময় মুখে হাসি রাখ"। যেমনঃ Look Amanda, whatever the situation, always keep smile on your face. Always try to keep smile on your face, it will keep you positive.

    বাংলা অর্থ:

    – Always keep smile on your face এই বাক্যটির বাংলা হবে “সর্বদা হাসিমুখে থাকো” বা “সবসময় মুখে হাসি রাখ”।

    যেমনঃ

    • Look Amanda, whatever the situation, always keep smile on your face.
    • Always try to keep smile on your face, it will keep you positive.
    See less
    • 1
  4. উত্তর: ‘বঙ্গভাষা' কবিতায় প্রকাশিত হয়েছে মাতৃভাষার মহিমান্বিত গৌরবের প্রতি কবির সুগভীর হৃদয়াবেগ। এতে ব্যক্ত হয়েছে। কবির আত্মজীবনের ভ্রান্তি, কবিতা রচনার সঠিক দিকনির্দেশনার তথ্য এবং বাংলা ভাষার ঐশ্বর্যমন্ডিত রূপের ভাবচিত্র।। আধুনিক বাংলা কবিতার সূচনালগ্নে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দরীতি ও ব্যক্তিমানুRead more

    উত্তর:

    ‘বঙ্গভাষা’ কবিতায় প্রকাশিত হয়েছে মাতৃভাষার মহিমান্বিত গৌরবের প্রতি কবির সুগভীর হৃদয়াবেগ। এতে ব্যক্ত হয়েছে। কবির আত্মজীবনের ভ্রান্তি, কবিতা রচনার সঠিক দিকনির্দেশনার তথ্য এবং বাংলা ভাষার ঐশ্বর্যমন্ডিত রূপের ভাবচিত্র।। আধুনিক বাংলা কবিতার সূচনালগ্নে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দরীতি ও ব্যক্তিমানুষের অন্তর্বেদনা প্রকাশে মনােযােগী ছিলেন। সনেট রূপকল্পের পেত্রার্কীয়-শেক্সপীয়রীয় রীতির সম্মিলন ঘটিয়ে তিনি রচনা করেন আলােচ্য কবিতাটি। বহুভাষাবিদ মধুসূদনের প্রত্যাশা ছিল ইংরেজি ভাষায় কাব্যচর্চা করে যশস্বী হবেন। কিন্তু এই পন্থা ভিক্ষাবৃত্তি বা অন্যের সম্পদ হরণের মতই নীচকাজ, এতে প্রকৃত সুখ ও আত্মমর্যাদা থকে না। অন্য ভাষায় কাব্যচর্চার প্রয়াস হয়ে ওঠে কৃত্রিমতার নামান্তর, যা এক সময় কবিকে করে বিফলতায় যন্ত্রণাবিদ্ধ এবং ব্যর্থ। কবি একে অভিহিত করেছেন পদ্মবনের পরিবর্তে শৈবাল নিয়ে মগ্ন হয়ে থাকার অর্থহীন ক্রিয়া হিসেবে। উচ্চাভিলাষে মােহগ্রস্ত কবি আত্মগানিতে পীড়িত হয়ে স্বভাষায় প্রত্যাবর্তন করেন ও নিজের সমগ্র জীবনধারার পরিবর্তন ঘটান। কবিতা রচনার অন্তর্ল্ডেরণাই তাকে এই সত্যের পথ দেখায়। মাতৃভাষার গর্ভেই রয়েছে তার প্রতিভার যােগ্য ক্ষেত্র ও কবিতা সৃষ্টির উৎস-উপাদান। মানুষের প্রকৃত স্বরূপ মাতৃভাষাতে প্রকাশক্ষম ও স্বতঃস্ফূর্ত হয়, এই চিরন্তন সত্য উপলব্ধি করে কবিচিত্ত হয়ে ওঠে নবজাগ্রত ও আবেগময়।

     

    ‘বঙ্গভাষা’ কবিতায় বিধৃত হয়েছে এই আত্মস্বাক্ষরিত ও সচেতন অন্তলোকের উদ্ভাস। বাংলাভাষার ঐশ্বর্যের প্রতি প্রিয় সম্ভাষণ ও শ্রদ্ধাবােধে কবিতাটি অনন্য। এখানে আরাে উন্মােচিত হয়েছে ভিন্নভাষা ও সংস্কৃতিতে লিপ্ত থাকার ভ্রান্তি থেকে মুক্তির আনন্দ। কবিচিত্তে জেগেছে মাতৃভাষা-প্রীতি ও সচেতনতা, নিজস্ব সংস্কৃতির প্রতি অন্তর্নিহিত আবেগ এবং সাহিত্যচর্চার ক্ষেত্রে গভীর আত্মবিশ্বাস। একে বলা যায় অন্ধকার চিত্তগুহায় সূর্যালােকের স্পর্শলাভ এবং মাতৃভাষায় ঐতিহ্যরূপ বিশাল রত্নখনির আবিষ্কার। কবির এই আবিষ্কার ও প্রত্যাবর্তনই পরবর্তীকালে তাকে অভিষিক্ত করেছে বাংলা সাহিত্যের বরপুত্র হিসেবে। 

    বঙ্গভাষা’ কবিতাটি মধুসূদনের কবিসত্তার বন্ধনমােচন ও বিকাশের সংহত শিল্পভাষ্য। এতে ব্যঞ্জনাময় হয়ে উঠেছে বাংলা ভাষা বিষয়ক অনুভূতির চিরায়ত প্রকাশ, পরবর্তীকালের আরও অনেক ভাষা বিষয়ক কবিতার মমতাঘন ও সংকল্প-শুদ্ধ রূপের পূর্বাভাস। আমাদের ২১ ফেব্রুয়ারির রক্তাপুত সংগ্রাম ও আবেগ-আর্তির যে মহত্তম ইতিহাস রয়েছে, কবিতাটি যেন তারই বীজাঙ্কুর।

    See less
    • 0
  5. কথা দিয়ে বাক্য রচনাঃ কথা - যারা বেশী কথা বলে তাদেরকে বাঁচাল বলে। কথা - শিক্ষকের কথা মন দিয়ে শুনতে হয়। কথা - অযথা কথা বলা ভাল না।

    কথা দিয়ে বাক্য রচনাঃ

    কথা – যারা বেশী কথা বলে তাদেরকে বাঁচাল বলে।

    কথা – শিক্ষকের কথা মন দিয়ে শুনতে হয়।

    কথা – অযথা কথা বলা ভাল না।

    See less
    • 0
  6. নালিশ দিয়ে বাক্য রচনাঃ নালিশ - আমি প্রধান শিক্ষকের কাছে অপুর বিরুদ্ধে নালিশ করেছি। নালিশ - আমি তোমার বাবার কাছে নালিশ করিব। নালিশ - নালিশ করা অর্থাৎ কারো বিরুদ্ধে অভিযোগ আনা।

    নালিশ দিয়ে বাক্য রচনাঃ

    নালিশ – আমি প্রধান শিক্ষকের কাছে অপুর বিরুদ্ধে নালিশ করেছি।

    নালিশ – আমি তোমার বাবার কাছে নালিশ করিব।

    নালিশ – নালিশ করা অর্থাৎ কারো বিরুদ্ধে অভিযোগ আনা।

    See less
    • 0
  7. পাতা দিয়ে বাক্য গঠনঃ পাতা - জল পড়ে পাতা নড়ে। পাতা - আম পাতা লম্বা থাকে। পাতা - গরু ঘাস, লতা, পাতা ইত্যাদি খায়।

    পাতা দিয়ে বাক্য গঠনঃ

    পাতা – জল পড়ে পাতা নড়ে।

    পাতা – আম পাতা লম্বা থাকে।

    পাতা – গরু ঘাস, লতা, পাতা ইত্যাদি খায়।

    See less
    • 0
  8. পথ দিয়ে বাক্য গঠনঃ পথ - যত পথ তত মথ। পথ - আমার বাড়ীর পথ নম্বর ২২০। পথ - কাল আমি বাড়ী যাওয়ার পথে মোবাইলটি হারিয়ে ফেলি।

    পথ দিয়ে বাক্য গঠনঃ

    পথ – যত পথ তত মথ।

    পথ – আমার বাড়ীর পথ নম্বর ২২০।

    পথ – কাল আমি বাড়ী যাওয়ার পথে মোবাইলটি হারিয়ে ফেলি।

    See less
    • 0
  9. শোভা দিয়ে বাক্য রচনাঃ শোভা - ভাল মানুষের মুখে গালি শোভা দেয় না। শোভা - তোমার গায়ে সবুজ রঙের কাপড় খুব শোভা পায়। শোভা - পলাশ ফুলের শোভা দেখে আমি আপ্লুত।

    শোভা দিয়ে বাক্য রচনাঃ

    শোভা – ভাল মানুষের মুখে গালি শোভা দেয় না।

    শোভা – তোমার গায়ে সবুজ রঙের কাপড় খুব শোভা পায়।

    শোভা – পলাশ ফুলের শোভা দেখে আমি আপ্লুত।

    See less
    • 0
  10. কান্না শব্দ দিয়ে বাক্য রচনাঃ কান্না - দুঃখ হলে সবার কান্না পায়। কান্না - বাবা কান্নাকাটি পছন্দ করেন না। কান্না - মা আমাকে বকুনি দিলে আমার খুব কান্না পায়।

    কান্না শব্দ দিয়ে বাক্য রচনাঃ

    কান্না – দুঃখ হলে সবার কান্না পায়।

    কান্না – বাবা কান্নাকাটি পছন্দ করেন না।

    কান্না – মা আমাকে বকুনি দিলে আমার খুব কান্না পায়।

    See less
    • 0