আমি তোমাকেই বলে দিবো
Discy Latest Questions
-
অঞ্জন দত্তের বিখ্যাত সেই বেলা বোস গানের অনেক উত্তর বিভিন্ন গানের মাধ্যমে উঠে এসেছে তারমধ্যে কয়েকটি গানের কথা নিম্নোক্ত: প্রথমঃ লেখক ও গায়ক: দীপান্বিতা ভট্টাচার্য উত্তর আজ কিভাবে দেবো আমি নিরুত্তরের ভাষাতেই খুজে নাও অপেক্ষাতেই আজও ভেঁজে চোখ থাকা সেই বাস্তবে, বলতে কি চাই সেইটুকু বুঝে নাও। অভিমানের পRead more
অঞ্জন দত্তের বিখ্যাত সেই বেলা বোস গানের অনেক উত্তর বিভিন্ন গানের মাধ্যমে উঠে এসেছে তারমধ্যে কয়েকটি গানের কথা নিম্নোক্ত:
প্রথমঃ
লেখক ও গায়ক: দীপান্বিতা ভট্টাচার্যউত্তর আজ কিভাবে দেবো আমি
নিরুত্তরের ভাষাতেই খুজে নাও
অপেক্ষাতেই আজও ভেঁজে চোখ থাকা সেই বাস্তবে,
বলতে কি চাই সেইটুকু বুঝে নাও।অভিমানের পর্দা ঘেরা মন
মাঝখানে শুধু আবেগহীন টেলিফোন
ঝাপসাতে সাবলীল আমি তোমাকেই শুধু চাওয়া
একটা ফোনের আশাতে বহুক্ষণ।এটাই 2441139
হাজার হাজার বেলা বোস শুনছে
রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে
কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে।ইয়েস, 2441139
আমারও কিছু রয়েছে বলবার
অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা
আবেগ হলে মন সবকিছু তোলপাড়।স্বপ্নগুলো রাস্তায় মোড়া আছে,
আদরের ভিজে স্মৃতি কণা গুলো
সেই বদ্ধ কেবিনে পড়ে আছে,
আজও খুব দামি কিছু কথার আলাপ।
সময়টা শুধু হাতের নাগালে নেই।যুক্তির ভিড়ে মুক্তি নিরুপায়,
আজও তবু ভালোবাসার খোঁজ –
মিথ্যের সব বেড়াজাল ভেঙে
কসবার ওই দেওয়ালের ফ্রেমে
সহস্র বেলা স্বপ্ন আঁকে রোজ।এটাই 2441139
হাজার হাজার বেলা বোস শুনছে
রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে
কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে।ইয়েস, 2441139
আমারও কিছু রয়েছে বলবার
অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা
আবেগ হলে মন সবকিছু তোলপাড়।অনুভুতিগুলো বোঝো দেখি আজ সত্যি?
কান্নায় আজ মুছে যাক অভিমান
যুগ যুগ ধরে কত বেলা আজও
টেলিফোন পাশে বসে আছে শুধু
একটা ফোনেতে সবকিছু কুরবানএটাই 2441139
হাজার হাজার বেলা বোস শুনছে
রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে
কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে।ইয়েস, 2441139
আমারও কিছু রয়েছে বলবার
অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা
আবেগ হলে মন সবকিছু তোলপাড়।দ্বিতীয়
গায়কঃ Bipasha Chakrabarty & Maisha Adibaদেরি হয়েছে অনেক তুমি কি জানো
এখন আর কোনো ফেরার পথ নেই
অনেক উৎসবের ভিড়ে
স্বপ্ন আমার গিয়েছে মরে
অঞ্জন তোমার বেলা বোস আর নেইআর কোনোদিন খুঁজো না বেলাকে
বেলা বোস আজ চলে গেছে বহুদূরে
2441139
Bela Bose is not reachableফোনটা এবার নামিয়ে রেখে
চলে যাও তুমি অনেক দূরে
বেলা আর পারছে না কিছু শুনতেইচ্ছেরা আমার যাচ্ছে ফিকে হয়ে
নীল সাগরে ভেসে যাচ্ছি দূরে
রাস্তার যত সস্তা হোটেলে
লুকিয়ে থাকা বদ্ধ কেবিনে
স্বপ্নভরা চোখে নেমেছে ঘুমআর কিছুক্ষণ তারপর চিরমুক্তি
কসবার ওই নীল দেয়ালের ঘর
সাদাকালো আর মিথ্যের ভিড়ে
অর্থের জাড়িজুড়ির নিচে
স্বপ্নটা আজ রয়ে গেল স্বপ্নেইআমি আজ চুপ হয়ে যাব অঞ্জন
শরীরে আমার বইছে নীল ঢেউ
অঞ্জন তুমি আর কোঁদো না
আমাকে আর ফোন কোরো না
বেলা বোস আর ফিরবে না কোনোদিনআর কোনোদিন খুঁজো না বেলাকে
বেলা বোস আজ শুয়ে আছে মর্গে
2441139
Bela Bose is not reachableতৃতীয়
ব্যান্ড : জল তরঙ্গচাকরি তোমার হবে আমি তা জানি
আটকানোর পালাও এখন শেষ।
তোমার ফার্স্ট ক্লাস আর চাকরির খোঁজে,
বেলার সমাধি হল
আজ টাকার পাহাড়ে ভালো আছে বেলা বেশ।চাকরি তোমার হবার কথাই ছিল
বেতনও জানি পাবে চমৎকার
স্বামী ও আমার দুই লাখ পায়, বছর ঘুরলে বাড়ে।
তবু হয়না দেখা লাল নীল সংসার।এটাই 2441139
বেলা বোস আর কখনোই শুনবে না
দশ-বারোবার রং নাম্বার পেরিয়ে আমাকে
পেলেও,
আবার কখনো তোমার ঘরে বেলা আসবে না।হ্যাঁ, এটাই 2441139
বেলার হাত আজ অন্য কারো হাতে
ভুলেও বেলাকে খুঁজো না কখনো গভীর দীর্ঘশ্বাসে,
মুখে তুলে দেওয়া সেদ্ধ গরম ভাতে।স্বপ্নগুলো আর হবেনা সত্যি!
কাঁদারও আমার কোন কারণ নেই
থাকার ঘর আজ বিশাল বড় আসবাব আর নেই পুরনো,
আমি আজ আর চিনিনা আমাকেইমুক্তি আমায় হলো না তোমার দেয়া
মুক্ত করলো আমায় অন্য কেউ
মুক্তির ফাঁদে তোমার বেলা বড়ই সুখে আছে,
কত সুখ বেলা জানিনা নিজেও।এটাই 2441139
বেলা বোস আর কখনোই শুনবে না
দশ-বারোবার রং নাম্বার পেরিয়ে আমাকে
পেলেও,
আবার কখনো তোমার ঘরে বেলা আসবে না।হ্যাঁ, এটাই 2441139
See less
বেলার হাত আজ অন্য কারো হাতে
ভুলেও বেলাকে খুঁজো না কখনো গভীর দীর্ঘশ্বাসে,
মুখে তুলে দেওয়া সেদ্ধ গরম ভাতে।
-
গান -ঘুম ঘুম ক্লাসরুম গায়ক - উপল সেনগুপ্ত ও পরমা ব্যান্ড -চন্দ্রবিন্দু লিরিক্স - অনিন্দ চট্টোপাধ্যায় চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টিএলোমেলো আড্ডা, চায়ের গেলাসঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলাডাকছে আমাকে, তোমার আকাশঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলাডাকছে আমাকে, তোমার আকাশনীল নির্বাসন, নীল নির্বাসRead more
গান -ঘুম ঘুম ক্লাসরুম
গায়ক – উপল সেনগুপ্ত ও পরমা
ব্যান্ড -চন্দ্রবিন্দু
লিরিক্স – অনিন্দ চট্টোপাধ্যায়
চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি
এলোমেলো আড্ডা, চায়ের গেলাস
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ
নীল নির্বাসন, নীল নির্বাসন
নীল নির্বাসন, নীল নির্বাসনএমনও সকাল হয় অবিরত অপচয়
ছাইদানী ভরা থাকে মরা আগুনে
যাও মেঘ বলে দাও আমি ভালো নেই।জেগে থাকে কথা ক্যান্টিন কোণ
ভোরে বেজে ওঠে যে টেলিফোন
ফুলে ঢাকা পথ হোক নির্জন
একা পথ পড়ে আছে নির্ঝুম
ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানালা
ডাকছে আমাকে, তোমার আকাশনীল নির্বাসন, নীল নির্বাসন
নীল নির্বাসন, নীল নির্বাসনএমনও বিকেল আসে,
তুমি যাও বাইপাসে
অচেনা লোকাল বাসে সন্ধ্যে কাবার
যাও পথ খুঁজে নাও পথ পালাবার।মনে পড়ে যায় গত জন্মের পাপ
শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ
তুমি নতমুখে মেনে নিলে অভিশাপ
সাদা হিমঘর জুড়ে শীত ঘুম
ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানালা
ডাকছে আমাকে, তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানালা
ডাকছে আমাকে, তোমার আকাশচেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি
এলোমেলো আড্ডা, চায়ের গেলাস
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ
নীল নির্বাসন, নীল নির্বাসন
নীল নির্বাসন, নীল নির্বাসনSinger – Upal Sengupta And Poroma
Song: Ghum Ghum Classroom
Band Name – Chandrabindoo
Lyrics – Anindya ChattopadhyayChena mukh chuye thaka drishti
Elomelo adda chayer glass
Ghum ghum classroom Pashe khula janla
Dakche aamake tomar aakash
Neel nirbashon, Neel nirbason (*2)Emono shokal hoy obiroto opochoy
Chai-dani bhora thake mora aagune
Jao megh bole dao ami bhalo neiJege thake kotha canteen kon
Bhure beje uthe je telephone
Fule dhaka poth hok nirjon
Eka poth pore ache nijhumEmono bikal aashe,
Tumi jao baipase
Ochena local bus e shondhe kabar
jao poth khuje nao poth palabarMone pore jay gata janmer pap
Shorire royeche chena shorirer chap
Tumi noto mukhe mene nile ovishap
Shada himghar jure shit ghum
Faka classroom, pashe khula janala
Dakche amake, Tumar aakash
Ghum ghum classroom Pashe khula janla
Dakche aamake tomar aakash
-
আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে ব্যান্ড : চন্দ্রবিন্দু আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে বলি কি ও মাধবী তুমি কি আমার হবে আমি যে রিক্সাওয়ালা আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে বলি কি ও মাধবী তুমি কি আমার হবে আমি যে রিক্সাওয়ালা আকাশে সূর্য ওঠে পুকুরে পদ্ম ফোটে আকাশে সূর্য ওঠে গো আকাশে সূর্য ওRead more
আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে
ব্যান্ড : চন্দ্রবিন্দু
আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে
বলি কি ও মাধবী তুমি কি আমার হবে
আমি যে রিক্সাওয়ালা
আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে
বলি কি ও মাধবী তুমি কি আমার হবে
আমি যে রিক্সাওয়ালাআকাশে সূর্য ওঠে পুকুরে পদ্ম ফোটে
আকাশে সূর্য ওঠে গো
আকাশে সূর্য ওঠে পুকুরে পদ্ম ফোটে
হৃদয়ে কুটনো কোটে অসহ মদন জ্বালা
আমি যে রিক্সাওয়ালা
আমি যে রিক্সাওয়ালা দিন কি এমন যাবে
বরাবর পাগলা ভোলা নিশিদিন ফুল কুড়াবে
আমি যে রিক্সাওয়ালাদিন যায় সন্ধ্যে ঢলে গরুতে হাম্বা বলে
দিন যায় সন্ধ্যে ঢলে গরুতে হাম্বা বলে
জ্বলেলে পাড়ার কলে তুমি হও চাঁদের কণা
আমি যে রিক্সাসোনা
আমি যে রিক্সাসোনা দিন কি এমন যাবে
সকালে ভাত খাবো না রাতে রাত আমায় খাবে
আমি যে রিক্সাওয়ালাজলে যায় জলের পোকা স্কুলে যায় কোলের খোকা
জলে যায় জলের পোকা
ওহ ওহ ওহ…
জলে যায় জলের পোকা স্কুলে যায় কোলের খোকা
বসে রয় হদ্দ বোকা দু’চোখে তোমার ছবি
আমি যে রিক্সা কবি গো
আমি যে রিক্সা কবি, দিন কি এমন যাবে
বলি কি হে মাধবী তুমি আর আসবে কবে
আমি যে রিস্কাওয়ালা…
-
তুমি আমার জীবন সাথী Singer- Sonu Nigam & Alka Yagnik Movie-Bidhatar Lekha তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্যসোনা তুমি যে চাঁদের হাসি তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্যসোনা তুমি যে চাঁদের হাসি সারা জীবন এই মন তোমার প্রেমেতে চায় আরো যে পাগল হতে তুমি এত কাছেRead more
তুমি আমার জীবন সাথী
Singer- Sonu Nigam & Alka Yagnik
Movie-Bidhatar Lekhaতুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসি
তুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসি
সারা জীবন এই মন
তোমার প্রেমেতে
চায় আরো যে পাগল হতে
তুমি এত কাছে
তবু কেন মন
চায় আরো যে কাছে পেতে
দু’চোখ ভরে আজ তোমায় দেখি
তবু যে স্বাদ মেটে না
তুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসি
কতো স্বপ্ন জমানো চোখের পাতায়
শুধু যে তোমায় ঘিরে
ওগো তোমায় সাথে নিয়ে
দেখবো দু’জনে
সেই স্বপ্নকে নতুন করে
হা… এতো ভালোবাসে
তোমাকে মন
তবু যে মন মানে না
তুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসি
তুমি আমার জীবন সাথী
তোমায় আমি ভালোবাসি
তুমি আমার সূর্যসোনা
তুমি যে চাঁদের হাসিEnglish Translation:
You are my soulmate
Singer- Sonu Nigam & Alka YagnikYou are my soulmate
I love you
You are my sunshine
You are the bright moon
You are my soulmate
I love you
You are my sunshine
You are the bright moon
My heart throughout the life
Wants to become mad
In your love.
You are so close
Still my heart
Wants to be more closer.I see you toady with both of my open eyes
See less
But still it is unsatisfied.
You are my soulmate
I love you
You are my sunshine
You are the bright moon
How many dreams have been saved in those eyes!
Only around you
Oh My love, we will see those dreams again
Together.
Yes.. That much
I love you
Still my heart doesn’t stop.
You are my soulmate
I love you
You are my sunshine
You are the bright moon
You are my soulmate
I love you
You are my sunshine
You are the bright moon
Hridoy
এক পুরনো মসজিদে ছায়াছবি - জুলফিকার গায়ক - নচিকেতা চক্রবর্তী কথা ও সুর - অনুপম রায় পরিচালক - সৃজিত মূখোপাধ্যায় এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে কলের পুতুল কলের গান, জমলো শুধু অভিমান রাজার হলো খুব অসুখ, জ্বললো বাড়ি ভাঙলো বুক রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পরবে আজ। এক পুরনো মসজিদে, গান ধরRead more
এক পুরনো মসজিদে
ছায়াছবি – জুলফিকার
গায়ক – নচিকেতা চক্রবর্তী
কথা ও সুর – অনুপম রায়
পরিচালক – সৃজিত মূখোপাধ্যায়
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক
রাজার মুকুট রাজার সাজ,
অন্য কেউ তা পরবে আজ।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
একে একে খসলো সবই,
হাসল শুধু সিংহাসন
হিংসা যাকে বাসল ভালো,
মানবে কেন সেই বারন
এক নিমেষে বন্ধু যাকে,
ভাবলে তারও রঙ বদল
যার হাসিতে পড়লে ধরা,
খেলা শেষে সেও নকল
এরই মধ্যে হাঁটছি দেখো,
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়,
ফাঁকা রাস্তার এই ধুলো।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক।
এক হাতে এই জখম ঢেকে,
বলছি হেসে সুক্রিয়া
অন্য হাতে রাখছি ধরে,
যুদ্ধ জেতার হাতিয়ার
একটা হিসেব মিলল না তাই,
রক্তে লেখা একটা রঙ
কে খোদা কে পৌঁছে দেবে,
কোন ঠিকানায় লিখব খাম
এরই মধ্যে হাঁটছি দেখো,
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়,
ফাঁকা রাস্তার এই ধুলো
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক
রাজার মুকুট রাজার সাজ,
অন্য কেউ তা পরবে আজ।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে ।
Ek Purono Masjide Lyrics in English :
Ek Purono Masjide
Gaan dhoreche murshide
Koler putul koler gan
Jomlo sudhu obhiman
Rajar holo khub osukh
Jallo Bari, Bhanglo buk
Rajar mukut rajar saaj
Onnyo keu ta porbe aaj
Ek Purono Masjide
Gaan dhoreche murshide
Eke eke khoshlo shobe
Hashlo sudhu singhashan
Hingsha jake bashlo Valo,
Manbe keno sei baron
Ek nimishe bandhu Jake
Vable taro rong bodol
Jar hashite porle dhora
Khela seshe se o nakol
Er e moddhe hatci dekho
Surjo dubar dingulo,
Er-e moddhe bachte shikhay,
Faka rastar ei dhulo,
Ek hate ei jakham dheke
Bolchi heshe sukriya
Onno hate rakhchi dhore
Juddho jetar hatiyar
Ekta hisheb mil-lo na tai,
Rokte lekha ekta rong
Ke khuda ke pouche debe
Kun thikanay likhbo kham,
Er-e moddhe hatci dekho
Surjo dobar dingulo,
Ere moddhe bachte shikhay,
Faka rastar ei dhulo,