বসন্তকালের ফুলঃ - বসন্তকালে বিভিন্ন ধরনের রঙ্গিন ও সুগন্ধি ফুল ফুটে থাকে। তাঁর মধ্যে প্রধান ফুলগুলি হলঃ - কৃষ্ণচূড়া, চাঁপা বা ‘চম্পক’, কনকচাঁপা, কাঁঠাল চাঁপা, দোলনচাঁপা, নয়নতারা, নাগেশ্বর, পলাশ, বেলী ফুল। তাছাড়া শাল, শিমুল, স্বর্ণশিমূল, ক্যামেলিয়া, মণিমালা, মহুয়া, মাদার, মুচকুন্দ ইত্যাদি ফুল ফুটতRead more
বসন্তকালের ফুলঃ
– বসন্তকালে বিভিন্ন ধরনের রঙ্গিন ও সুগন্ধি ফুল ফুটে থাকে। তাঁর মধ্যে প্রধান ফুলগুলি হলঃ
– কৃষ্ণচূড়া, চাঁপা বা ‘চম্পক’, কনকচাঁপা, কাঁঠাল চাঁপা, দোলনচাঁপা, নয়নতারা, নাগেশ্বর, পলাশ, বেলী ফুল। তাছাড়া শাল, শিমুল, স্বর্ণশিমূল, ক্যামেলিয়া, মণিমালা, মহুয়া, মাদার, মুচকুন্দ ইত্যাদি ফুল ফুটতে দেখা যায়।
See less
Hridoy
সূর্যমুখী ফুলঃ - বিশ্বজুড়ে সূর্যমুখীর একটি অর্থবহ ফুল। কম বেশ সব সংস্কৃতিতে এর অর্থ ইতিবাচক। সুখ, সমৃদ্ধি, সুন্দরতার প্রতীক হিসাবে জানা যায়। - চীনা সংস্কৃতিতে, সূর্যমুখী সৌভাগ্য এবং দীর্ঘস্থায়ী সুখ এর প্রতীক। - নেটিভ আমেরিকানরা মনে করেন সূর্যমুখী ফসল ও বন্দোবস্তের প্রতীক।
সূর্যমুখী ফুলঃ
– বিশ্বজুড়ে সূর্যমুখীর একটি অর্থবহ ফুল। কম বেশ সব সংস্কৃতিতে এর অর্থ ইতিবাচক। সুখ, সমৃদ্ধি, সুন্দরতার প্রতীক হিসাবে জানা যায়।
– চীনা সংস্কৃতিতে, সূর্যমুখী সৌভাগ্য এবং দীর্ঘস্থায়ী সুখ এর প্রতীক।
– নেটিভ আমেরিকানরা মনে করেন সূর্যমুখী ফসল ও বন্দোবস্তের প্রতীক।
See less