রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংখ্যা অগণিত। তিনি প্রেম, প্রকৃতি, বিরহ সহ বিভিন্ন বিষয়ের উপর হাজার হাজার গান রচনা করেছেন। রবীন্দ্র সংগীতের প্রতি প্রত্যেক বাঙালির আলাদা একটি অনুভূতি কাজ করে, এবং প্রত্যেক বাঙালির কাছে রবীন্দ্রসঙ্গীতের স্থান অন্যান্য সঙ্গীত থেকে অনেক উপরে। রবীন্দ্রসঙ্গীতের জনপ্রিয়তা বরাবরই ছিল এবং আছে এবং অদূর ভবিষ্যতে থাকবে তাতে কোন সন্দেহ নেই কেননা রবীন্দ্র সংগীত কে কোন কালের গন্ডির ভিতরে বাধা অসম্ভব এবং অযৌক্তিক। তার সবগুলো গান একসঙ্গে পড়া বা শোনা অসম্ভব তাই জনপ্রিয় কতগুলি গান এখানে দেওয়া হলো।
awesome