Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
শুকনো পাতার নূপুর পায়ে (কাজী নজরুল ইসলাম) Shukno Patar Nupur Paye lyrics
শুকনো পাতার নূপুর পায়ে | shukno patar nupur paye শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘুর্ণিবায় জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্ ঢেউ তুলে সে যায়।। দীঘির বুকে শতদল দলি’ ঝরায়ে বকুল–চাঁপার কলি চঞ্চল ঝরনার জল ছল ছলি মাঠের পথে সে ধায়।। বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলুথালু এলোকেশ গগনে মেলিয়া পাগলিনী নেচে যাRead more
শুকনো পাতার নূপুর পায়ে | shukno patar nupur paye
শুকনো পাতার নূপুর পায়ে
See lessনাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি’
ঝরায়ে বকুল–চাঁপার কলি
চঞ্চল ঝরনার জল ছল ছলি
মাঠের পথে সে ধায়।।
বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি–ধূসর কায়।।
ইরানি বালিকা যেন মরু–চারিণী
পল্লীর–প্রান্তর–বনমনোহারিণী
আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
বালুকার উড়্নি গায়।।
এই পৃথিবীতে এক স্থান আছে (জীবনানন্দ দাশ) ei prithibite ek sthan ache kobita
এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ : সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল; সেখানে গাছের নামঃ কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল; সেখানে ভোরের মেঘে নাটার র’ঙের মতো জাগিছে অরুণ; সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে,—সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল; সেইখানে শঙ্খRead more
এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ :
সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল;
সেখানে গাছের নামঃ কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল;
সেখানে ভোরের মেঘে নাটার র’ঙের মতো জাগিছে অরুণ;
সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে,—সেখানে বরুণ
কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;
সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল,
সেইখানে লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ;
See lessসেখানে লেবুর শাখা নূয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর
সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে;
সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের ’পর—
শঙ্খমালা নাম তারঃ এ-বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে
তারে আর খুঁজে তুমি পাবে নাকো—বিশালাক্ষী দিয়েছিলো বর
তাই সে জন্মিছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর।
তোমার মনের মন্দিরে (রবীন্দ্রনাথ ঠাকুর) tomar monero mondire lyrics
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্Read more
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে,
মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে..
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে..
আমার স্মরণ শুভ সিন্দুরে
একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনে,
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে..
আমার আকুল জীবনমরণ
See lessটুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,
ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..
তুমি যাইয়ো না (Master-D) tumi jaio na lyrics
Master-D, yo Mumzy Stranger SDDR, oh yeah Nobody nobody knows How much I'm vibing on you Can't stop my eyes from filing for you সে কি তুমি? বলোনা সে কি তুমি? আনমনে যার হাসি এতোটা ভালোবাসি (ভালোবাসি) মন আকাশে বাতাসে ঘুরিয়ে বেড়িয়ে শুধু যে তোমাতে যায় (oh) মেয়ে তোমারই দেহেরই গড়ন দেখিয়া মন যে বলিতে চায় ওRead more
Master-D, yo
Mumzy Stranger
SDDR, oh yeah
Nobody nobody knows
How much I’m vibing on you
Can’t stop my eyes from filing for you
সে কি তুমি?
বলোনা সে কি তুমি?
আনমনে যার হাসি
এতোটা ভালোবাসি (ভালোবাসি)
মন আকাশে বাতাসে ঘুরিয়ে বেড়িয়ে শুধু যে তোমাতে যায় (oh)
মেয়ে তোমারই দেহেরই গড়ন দেখিয়া
মন যে বলিতে চায়
ও মেয়ে, কথা না কইয়া তুমি যাইয়ো না (তুমি যাইয়ো না)
ও মেয়ে, মন না দিয়া তুমি যাইয়ো না (ও তুমি যাইয়ো না)
ও মেয়ে, কথা না কইয়া তুমি যাইয়ো না (তুমি যাইয়ো না)
ও মেয়ে, মন না দিয়া তুমি যাইয়ো না (ও তুমি যাইয়ো না)
তুমি যাইয়ো না
তুমি যাইয়ো না
তুমি যাইয়ো না
There’s something about you
Makes me crazy for you
There’s something about you
Makes me feel like I need to be with you
একা আমি (একা আমি)
See lessতবে কি একা আমি?
মনেতে মরুভূমি (মরুভূমি)
সেখানে এসে তুমি
মন পিপাসা মেটাতে রেখোনা মেয়ে তুমি কোনো ছলনাতে
মন ভুলিতে পারে না শোনোনা মেয়ে আমায় যেওনা ছেড়ে
শুধু তুমি (You gotta give me your love)
আমি (Baby give me your love)
আছি (You gotta give me your love)
জানি (You gotta give me your love)
ও মেয়ে, কথা না কইয়া তুমি যাইয়ো না (তুমি যাইয়ো না)
ও মেয়ে, মন না দিয়া তুমি যাইয়ো না (ও তুমি যাইয়ো না)
ও মেয়ে, কথা না কইয়া তুমি যাইয়ো না (তুমি যাইয়ো না)
ও মেয়ে, মন না দিয়া তুমি যাইয়ো না (ও তুমি যাইয়ো না)
Don’t go from my heart girl
You know me loving you from the start girl (start girl)
See your pretty face from a far girl
Nobody better than you, you’re a star girl
The way you push it and you push it and your whine
Your body is a vibe we can take it through the night
Girl, me never wanna ever leave your side (Leave your side, leave your side)
You know me love you long time girl
The way you look into my eyes girl
Me no ever wanna see you walk away
Cause me wanna give you loving every day (eh)
Don’t leave me now in heartbreak girl
Make you feel alright and okay girl
তুমি যাইয়ো না, me a never gonna leave your side baby
ও মেয়ে, কথা না কইয়া তুমি যাইয়ো না (তুমি যাইয়ো না)
ও মেয়ে, মন না দিয়া তুমি যাইয়ো না
ও মেয়ে, কথা না কইয়া তুমি যাইয়ো না (তুমি যাইয়ো না)
ও মেয়ে, মন না দিয়া তুমি যাইয়ো না (ও তুমি যাইয়ো না)
ও মেয়ে, কথা না কইয়া তুমি যাইয়ো না (তুমি যাইয়ো না)
ও মেয়ে, মন না দিয়া তুমি যাইয়ো না (ও তুমি যাইয়ো না)
বাংলা স্বরবর্ণ | bangla saravana
বাংলায় মোট 12 টি স্বরবর্ণ vowel রয়েছে "অ" ô "আ" a "ই" i "ঈ" ī "উ" u "ঊ" ū "ঋ" ṛ "ঌ" ḷ "এ" e "ঐ" oi "ও'' o "ঔ" ou
বাংলায় মোট 12 টি স্বরবর্ণ vowel রয়েছে
- “অ” ô
- “আ” a
- “ই” i
- “ঈ” ī
- “উ” u
- “ঊ” ū
- “ঋ” ṛ
- “ঌ” ḷ
- “এ” e
- “ঐ” oi
- “ও” o
- “ঔ” ou
See lessআজি এ প্রভাতে রবির কর (নির্ঝরের স্বপ্নভঙ্গ -রবীন্দ্রনাথ ঠাকুর) Aji e probhate robir kor full poem in bengali
নির্ঝরের স্বপ্নভঙ্গ | nirjharer swapnabhanga আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশRead more
নির্ঝরের স্বপ্নভঙ্গ | nirjharer swapnabhanga
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।
থর থর করি কাঁপিছে ভূধর,
শিলা রাশি রাশি পড়িছে খসে,
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
গরজি উঠিছে দারুণ রোষে।
হেথায় হোথায় পাগলের প্রায়
ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় –
বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
কেন রে বিধাতা পাষাণ হেন,
চারি দিকে তার বাঁধন কেন!
ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,
সাধ্ রে আজিকে প্রাণের সাধন,
লহরীর পরে লহরী তুলিয়া
আঘাতের পরে আঘাত কর্।
মাতিয়া যখন উঠেছে পরান
কিসের আঁধার, কিসের পাষাণ!
উথলি যখন উঠেছে বাসনা
জগতে তখন কিসের ডর!
আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাসমূহ
আমি ঢালিব করুণাধারা,
আমি ভাঙিব পাষাণকারা,
আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া
আকুল পাগল-পারা।
কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,
রামধনু-আঁকা পাখা উড়াইয়া,
রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।
শিখর হইতে শিখরে ছুটিব,
ভূধর হইতে ভূধরে লুটিব,
হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
এত সুখ আছে, এত সাধ আছে – প্রাণ হয়ে আছে ভোর।।
কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ –
দূর হতে শুনি যেন মহাসাগরের গান।
ওরে, চারি দিকে মোর
এ কী কারাগার ঘোর –
ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।
ওরে আজ কী গান গেয়েছে পাখি,
এসেছে রবির কর।।
English transliteration:
Aaji E Probhater rabir kar
Kemone Poshila praner par,
kemone poshila guhar aadhare probhatpakhir gaan!
Na jani keno re eto din pore jagiya uthilo pran.
Jagiya utheche pran.
Ore uthli utheche bari,
Ore praner bashona praner aabeg rudhiya rakhite nari.
Thar thar kori kapiche bhudhar,
Shila rashi rashi poriche khashe
Fuliya Fuliya fenin shalil
Garji uthiche darun roshe
Hetay huthay pagaler prai
Ghuriya ghuriya matia beray
bahirete chay, dekhite na pay kothay karar dhar.
Keno re bidhata pashan heno,
Chari dike tar badhan keno.
bhang re hridoy, bhang re badhan
Shad re aajike praner shadhan,
Laharir pare lahari tulia
Agather pare aaghat kara
matia jokhon utheche poran
Kisher aaadhar, kisher pashan
Uthli jokhon utheche bashana
Jogote takhan kisher bhoy
Ami dhalibo Karunadhara
Ami vangibo pashankara,
Ami jagat plabia berabo gahiya
aakul pagal para.
Kesh elaiya, ful kuraiyya
Ramdhanu aaka pakha uraiyya
Rabir kirone hashi choraiyya dibo re poran dhali
Shikhar hoite shikhore chutibo,
Bhudhar hoite bhudhare lutibo
heshe khalkhal geye kalkal tale tale dibo tali
Eto kotha aache, eto gaan aache, eto pran aache mor
Eto shukh aache, eto shadh aache- pran hoye aache vor
Ki jani ki holo aaji, jagiya uthilo pran-
Dur hote shuni jeno mahashagorer gaan
Ore charidike mor
E ki karagaar ghur-
Bhang bhang bhang kara, aaghate aaghate kar.
Esheche rabir kar.
See lessনির্ঝরের স্বপ্নভঙ্গ (রবীন্দ্রনাথ ঠাকুর) nirjharer swapnabhanga full poem
নির্ঝরের স্বপ্নভঙ্গ | Nirjharer Swapnabhanga আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশRead more
নির্ঝরের স্বপ্নভঙ্গ | Nirjharer Swapnabhanga
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।
থর থর করি কাঁপিছে ভূধর,
শিলা রাশি রাশি পড়িছে খসে,
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
গরজি উঠিছে দারুণ রোষে।
হেথায় হোথায় পাগলের প্রায়
ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় –
বাহিরেতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার।
কেন রে বিধাতা পাষাণ হেন,
চারি দিকে তার বাঁধন কেন!
ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,
সাধ্ রে আজিকে প্রাণের সাধন,
লহরীর পরে লহরী তুলিয়া
আঘাতের পরে আঘাত কর্।
মাতিয়া যখন উঠেছে পরান
কিসের আঁধার, কিসের পাষাণ!
উথলি যখন উঠেছে বাসনা
জগতে তখন কিসের ডর!
আমি ঢালিব করুণাধারা,
আমি ভাঙিব পাষাণকারা,
আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া
আকুল পাগল-পারা।
কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,
রামধনু-আঁকা পাখা উড়াইয়া,
রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরান ঢালি।
শিখর হইতে শিখরে ছুটিব,
ভূধর হইতে ভূধরে লুটিব,
হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি।
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
এত সুখ আছে, এত সাধ আছে – প্রাণ হয়ে আছে ভোর।।
কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ –
দূর হতে শুনি যেন মহাসাগরের গান।
ওরে, চারি দিকে মোর
এ কী কারাগার ঘোর –
ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্।
ওরে আজ কী গান গেয়েছে পাখি,
এসেছে রবির কর।।
English transliteration:
Aaji E Probhater rabir kar
Kemone Poshila praner par,
kemone poshila guhar aadhare probhatpakhir gaan!
Na jani keno re eto din pore jagiya uthilo pran.
Jagiya utheche pran.
Ore uthli utheche bari,
Ore praner bashona praner aabeg rudhiya rakhite nari.
Thar thar kori kapiche bhudhar,
Shila rashi rashi poriche khashe
Fuliya Fuliya fenin shalil
Garji uthiche darun roshe
Hetay huthay pagaler prai
Ghuriya ghuriya matia beray
bahirete chay, dekhite na pay kothay karar dhar.
Keno re bidhata pashan heno,
Chari dike tar badhan keno.
bhang re hridoy, bhang re badhan
Shad re aajike praner shadhan,
Laharir pare lahari tulia
Agather pare aaghat kara
matia jokhon utheche poran
Kisher aaadhar, kisher pashan
Uthli jokhon utheche bashana
Jogote takhan kisher bhoy
Ami dhalibo Karunadhara
Ami vangibo pashankara,
Ami jagat plabia berabo gahiya
aakul pagal para.
Kesh elaiya, ful kuraiyya
Ramdhanu aaka pakha uraiyya
Rabir kirone hashi choraiyya dibo re poran dhali
Shikhar hoite shikhore chutibo,
Bhudhar hoite bhudhare lutibo
heshe khalkhal geye kalkal tale tale dibo tali
Eto kotha aache, eto gaan aache, eto pran aache mor
Eto shukh aache, eto shadh aache- pran hoye aache vor
Ki jani ki holo aaji, jagiya uthilo pran-
Dur hote shuni jeno mahashagorer gaan
Ore charidike mor
E ki karagaar ghur-
Bhang bhang bhang kara, aaghate aaghate kar.
Esheche rabir kar.
See lessনেমন্তন্ন (অন্নদাশঙ্কর রায়) nemontonno kobita lyrics
নেমন্তন্ন |nemontonno যাচ্ছ কোথা ? চাংড়িপোতা কীসের জন্য ? নেমম্ভন্ন। বিয়ের বুঝি ? না, বাবুজি I কীসের তবে ? ভজন হবে I শুধুই ভজন ? প্রসাদ ভোজন I কেমন প্রসাদ ? যা খেতে সাধ I কী খেতে চাও ? ছানার পােলাও। ইচ্ছে কী আর ? সরপুরিয়ার I আঃ কী আয়েস ৷ রাবড়ি পায়েস এই কেবলি ? ক্ষীর কদলী I বাহ কী ফলার। সবরি কলাRead more
নেমন্তন্ন |nemontonno
যাচ্ছ কোথা ? চাংড়িপোতা
See lessকীসের জন্য ? নেমম্ভন্ন।
বিয়ের বুঝি ? না, বাবুজি I
কীসের তবে ? ভজন হবে I
শুধুই ভজন ? প্রসাদ ভোজন I
কেমন প্রসাদ ? যা খেতে সাধ I
কী খেতে চাও ? ছানার পােলাও।
ইচ্ছে কী আর ? সরপুরিয়ার I
আঃ কী আয়েস ৷ রাবড়ি পায়েস
এই কেবলি ? ক্ষীর কদলী I
বাহ কী ফলার। সবরি কলার I
এবার থামাে I ফজলি আমও I
আমিও যাই ? না, মশইি
পারিব না (কালী প্রসন্ন ঘোষ ) bangla poem paribona
পারিব না |paribona পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব এক বার, পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার এক বারে না পারিলে দেখ শত বার। পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন না শুনি তোমার, অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি নাক তাদের আকার তবেRead more
পারিব না |paribona
পারিব না এ কথাটি বলিও না আর
কেন পারিবে না তাহা ভাব এক বার,
পাঁচজনে পারে যাহা,
তুমিও পারিবে তাহা,
পার কি না পার কর যতন আবার
এক বারে না পারিলে দেখ শত বার।
পারিব না বলে মুখ করিও না ভার,
ও কথাটি মুখে যেন না শুনি তোমার,
অলস অবোধ যারা
কিছুই পারে না তারা,
তোমায় তো দেখি নাক তাদের আকার
তবে কেন পারিব না বল বার বার?
জলে না নামিলে কেহ শিখে না সাঁতার
See lessহাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,
সাঁতার শিখিতে হলে
আগে তব নাম জলে,
আছাড়ে করিয়া হেলা, হাঁট বার বার
পারিব বলিয় সুখে হও আগুয়ান।
ছন্নছাড়া (অচিন্ত্য কুমার সেনগুপ্ত) channachara poem lyrics
ছন্নছাড়া | chonnochara অচিন্ত্য কুমার সেনগুপ্ত গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া — আঁকাবাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল-বাকল নেই নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনাRead more
ছন্নছাড়া | chonnochara
অচিন্ত্য কুমার সেনগুপ্ত
গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে
গাছ না গাছের প্রেতচ্ছায়া —
আঁকাবাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল
শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া,
রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ
লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল-বাকল নেই
নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি
এক বিন্দু সরসের সম্ভাবনা |
ওই পথ দিয়ে
জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি ক’রে |
ড্রাইভার বললে, ওদিকে যাব না |
দেখছেন না ছন্নছাড়া ক’টা বেকার ছোকরা
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে–
চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল–
ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে,
বলবে, হাওয়া খাওয়ান |
ওরা কারা ?
চেনেন না ওদের ?
ওরা বিরাট এক নৈরাজ্যের –এক নেই রাজ্যের বাসিন্দে |
ওদের কিছু নেই
ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই
আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই
শ্লীলতা-শালীনতা নেই |
ঘেঁষবেন না ওদের কাছে |
কেন নেই ?
ওরা যে নেই রাজ্যের বাসিন্দে–
ওদের জন্যে কলেজে সিট নেই
অফিসে চাকরি নেই
কারখানায় কাজ নেই
ট্রামে-বাসে জায়গা নেই
মেলায়-খেলায় টিকিট নেই
হাসপাতালে বেড নেই
বাড়িতে ঘর নেই
খেলবার মাঠ নেই
অনুসরণ করবার নেতা নেই
প্রেরণা-জাগানো প্রেম নেই
ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই–
ঘরে-বাইরে উদাহরণ যা আছে
তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়,
তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ–
শুধু নিজের দিকে ঝোল- টানা |
এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক
তাও দিয়েছে লোপট ক’রে |
তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে |
কোথ্বকে আসছে সেই অতীতের স্মৃতি নেই |
কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই
কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা |
সেচ-হীন ক্ষেত
মণি-হীন চোখ
চোখ-হীন মুখ
একটা স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তুপ |
আমি বললুম, না ওদিক দিয়েই যাব,
ওখান দিয়েই আমার শর্টকাট |
ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে
জিজ্ঞেস করলুম,
তোমাদের ট্যাক্ সি লাগবে ? লিফট চাই ?
আরে এই তো ট্যাক্ সি, এই তো ট্যাক্ সি, লে হালুয়া
সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা
সিটি দিয়ে উঠল
পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেলঘরিয়া |
তিন-তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্ সীতে,
বললুম কদ্দুর যাবে |
এই কাছেই | ওই দেখতে পাচ্ছেন না ভিড় ?
সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা |
একটা নিরীহ লোক গাড়িচাপা পড়েছে,
চাপা দিয়ে গাড়িটা উধাও–
আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে
আমরা খালি ট্যাক্ সি খুঁজছি |
কে সে লোক ?
একটা বেওয়ারিশ ভিখিরি |
রক্তে-মাংসে দলা পাকিয়ে গেছে |
ওর কেউ নেই কিছু নেই
শোবার জন্য ফুটপাথ আছে তো মাথার উপরে ছাদ নেই,
ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো
তার মধ্যে প্রকান্ড একটা ফুটো |
রক্তে মাখামাখি সেই দলা-পাকানো ভিখিরিকে
ওরা পাঁজাকোলা করে ট্যাক্ সির মধ্যে তুলে নিল |
চেঁচিয়ে উঠল সমস্বরে –আনন্দে ঝংকৃত হয়ে–
প্রাণ আছে, এখনো প্রাণ আছে |
রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে
আমি নেমে পড়লুম তাড়াতাড়ি |
তারপর সহসা শহরের সমস্ত কর্কশে-কঠিনে
সিমেন্টে-কংক্রিটে |
ইটে-কাঠে-পিচে-পাথরে দেয়ালে-দেয়ালে
বেজে উঠল এক দুর্বার উচ্চারণ
এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি–
প্রাণ আছে, এখনো প্রাণ আছে
সমস্ত বাধা-নিষেধের বাইরেও
আছে অস্তিত্বের অধিকার |
ফিরে আসতেই দেখি
See lessগলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ ক’রে
বেরিয়ে পড়েছে হাজার-হাজার সোনালি কচি পাতা
মর্মরিত হচ্ছে বাতাসে,
দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল
ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ,
উড়ে এসেছে রঙ-বেরঙের পাখি
শুরু করেছে কলকন্ঠের কাকলি,
ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘছায়া
যেন কোনো শ্যামল আত্মীয়তা |
অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম
কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন |
প্রাণ আছে, প্রাণ আছে– শুধু প্রাণই আশ্চর্য সম্পদ
এক ক্ষয়হীন আশা
এক মৃত্যুহীন মর্যাদা |