1. আপনি কি করছেন ? বা তুমি কি করছো ?

    আপনি কি করছেন ? বা তুমি কি করছো ?

    See less
  2. আমি শিগ্রই তোমাকে কল করবো আমি অতিসত্তর তোমাকে কল করবো আমি এখনি তোমাকে কল করবো

    আমি শিগ্রই তোমাকে কল করবো
    আমি অতিসত্তর তোমাকে কল করবো
    আমি এখনি তোমাকে কল করবো

    See less
  3. Whats wrong? - সমস্যা কি? I'm little bit unhappy - আমি কিছুটা অসুখী। Are you alright? তুমি কি ঠিক আছো? Are you OK? - তুমি কি ঠিক আছো? Why do you depressed? - তুমি হতাশ কেন? Do not put me in shame? আমাকে লজ্জা দিওনা। I was narrowly escaped - অল্পের জন্য বেঁচেে গেছি। I am sorry..! got little late - দেRead more

    Whats wrong? – সমস্যা কি?
    I’m little bit unhappy – আমি কিছুটা অসুখী।
    Are you alright? তুমি কি ঠিক আছো?
    Are you OK? – তুমি কি ঠিক আছো?
    Why do you depressed? – তুমি হতাশ কেন?
    Do not put me in shame? আমাকে লজ্জা দিওনা।
    I was narrowly escaped – অল্পের জন্য বেঁচেে গেছি।
    I am sorry..! got little late – দেরি হওয়ার জন্য মাফ চাইছি
    I’m coming to pick you up – আমি তোমাকে নিতে এসেছি।
    I’m getting ready to go out -আমি বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি।
    I’m going to go have dinner – আমি রাতের খাবার খেতে যাচ্ছি।

    See less
  4. “স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর চিন্তা জন্ম দেয় কাজের” “জীবন এক কঠিন খেলা, এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগত ভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে” “আমরা শুধু সাফল্যের উপরই গড়ি না, আমরা অসফলতার উপরেও গড়ি” “প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগত ভRead more

    • “স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর চিন্তা জন্ম দেয় কাজের”
    • “জীবন এক কঠিন খেলা, এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগত ভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে”
    • “আমরা শুধু সাফল্যের উপরই গড়ি না, আমরা অসফলতার উপরেও গড়ি”
    • “প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগত ভাবে”
    • “জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত”
    • “একজন মহান শিক্ষক জ্ঞান,অদম্য ইচ্ছা আর করুনার দ্বারা নির্মিত হন”
    • “ছোট লক্ষ্য রাখা একটি অপরাধ”
    • “ওপরে আকাশের দিকে তাকান, আমরা একা নই”
    • “সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে” –
    See less
  5. স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে নেতাজীর বাণী গুলির মধ্যে অন্যতম হল, ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব।’ শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা। টাকা পয়সRead more

    • স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে নেতাজীর বাণী গুলির মধ্যে অন্যতম হল, ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব।’
    • শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা।
    • টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায়না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।
    • ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহিদের মৃত্যু বরণ করে নেব আমরা।
    • সমস্যা সমাধানের ক্ষেত্রে নেতাজীর বাণী, ‘আমাদের দেশের সকলের সমস্যা হল দরিদ্রতা, রোগ, অশিক্ষা, যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে।’
    • সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে।
    • নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবেনা।
    • জীবনে প্রগতির আশা ব্যাক্তিকে যেকোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে।
    • নরম মাটিতে জন্ম নিয়েছে বলেই বাঙালীর এমন সরল প্রাণ।
    • মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রানবন্ত।
    • প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা, ঠিক যেন মরুলোকে নির্বাসনের মত।
    • স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।
    See less
  6. এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’ - হুমায়ূন আজাদ “ শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি ” এরিস্টটল   “ জ্ঞানীরা ধনসঞ্চয় করেন অর্থপিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য ” এরিস্টটল   “ মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্Read more

    এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’
    – হুমায়ূন আজাদ

    “ শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি ”

    এরিস্টটল

     

    “ জ্ঞানীরা ধনসঞ্চয় করেন অর্থপিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য ”

    এরিস্টটল

     

    “ মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয় ”
    আল হাদিস

     

    “ অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। ”

    শেখ সাদি

    See less
  7.         প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে   আরো আরো আরো দাও প্রাণ।           তব ভুবনে তব ভবনে মোরে   আরো আরো আরো দাও স্থান ॥           আরো আলো আরো আলো এই      নয়নে, প্রভু, ঢালো।           সুরে সুরে বাঁশি পুরে তুমি    আরো আরো আরো দাও তান ॥           আরো বেদনা আরো বেদনা, প্রভু,   দাও মোরে আরো চেতনা।        Read more

            প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে

    মোরে   আরো আরো আরো দাও প্রাণ।

              তব ভুবনে তব ভবনে

    মোরে   আরো আরো আরো দাও স্থান ॥

              আরো আলো আরো আলো

    এই      নয়নে, প্রভু, ঢালো।

              সুরে সুরে বাঁশি পুরে

    তুমি    আরো আরো আরো দাও তান ॥

              আরো বেদনা আরো বেদনা,

    প্রভু,   দাও মোরে আরো চেতনা।

              দ্বার ছুটায়ে বাধা টুটায়ে

    মোরে   করো ত্রাণ মোরে করো ত্রাণ।

              আরো প্রেমে আরো প্রেমে

    মোর    আমি ডুবে যাক নেমে।

              সুধাধারে আপনারে

    তুমি    আরো আরো আরো করো দান ॥

    See less
  8. দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গিয়ে আর পেলাম না। সে মানুষ চেয়ে চেয়ে খুজেতেছি পাগল হয়ে। হৃদয়ে জ্বলছে আগুন আর নিভে না। এখন বলে বলুক মন্দ লোকে বিরহে প্রাণ আর বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো রূপসাধনRead more

    দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
    তারে ধরি ধরি মনে করি
    ধরতে গিয়ে আর পেলাম না।

    সে মানুষ চেয়ে চেয়ে খুজেতেছি পাগল হয়ে।
    হৃদয়ে জ্বলছে আগুন আর নিভে না।

    এখন বলে বলুক মন্দ লোকে
    বিরহে প্রাণ আর বাঁচে না।
    দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

    পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে।
    বিরলে বসে করো রূপসাধনা।

    আবার ধরতে গেলে মনের মানুষ
    ছেড়ে যেতে আর দিওনা।
    দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

    See less
  9. Rangiye diye jao by Rabindranath Tagore রাঙিয়ে দিয়ে যাও   যাও   যাও গো এবার যাবার আগে-- তোমার   আপন রাগে,   তোমার   গোপন রাগে, তোমার   তরুণ হাসির অরুণ রাগে অশ্রুজলের করুণ রাগে॥ রঙ যেন মোর মর্মে লাগে,   আমার সকল কর্মে লাগে, সন্ধ্যাদীপের আগায় লাগে,   গভীর রাতের জাগায় লাগে॥ যাবার আগে যাও গো আমায় জাগিয়েRead more

    Rangiye diye jao by Rabindranath Tagore

    রাঙিয়ে দিয়ে যাও   যাও   যাও গো এবার যাবার আগে–

    তোমার   আপন রাগে,   তোমার   গোপন রাগে,

    তোমার   তরুণ হাসির অরুণ রাগে

    অশ্রুজলের করুণ রাগে॥

    রঙ যেন মোর মর্মে লাগে,   আমার সকল কর্মে লাগে,

    সন্ধ্যাদীপের আগায় লাগে,   গভীর রাতের জাগায় লাগে॥

    যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে,

    রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে।

     আঁধার নিশার বক্ষে যেমন তারা জাগে,

     পাষাণগুহার কক্ষে নিঝর-ধারা জাগে,

     মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে,

     বিশ্ব-নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে,

    তেমনি আমায় দোল দিয়ে যাও   যাবার পথে আগিয়ে দিয়ে,

     কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥

    See less
  10. হৃদয়ের রং | hridoyer rong ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না তুমি চিরদিন.. ভিষণ কঠিন তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না (x2) ওরা এ মন কেমন বোঝে না ওরা আসল কারণ খোঁজে না তুমিRead more

    হৃদয়ের রং | hridoyer rong

    ওরা মনের গোপন চেনে না

    ওরা হৃদয়ের রং জানে না

    প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে

    কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে

    ওরা মনের গোপন চেনে না

    ওরা হৃদয়ের রং জানে না

    তুমি চিরদিন.. ভিষণ কঠিন

    তোমার ঘর ভেসে যায়

    ওরা মুখ দেখে বুঝতে পারে না (x2)

    ওরা  মন কেমন বোঝে না

    ওরা আসল কারণ খোঁজে না

    তুমি চিরকাল.. স্বপ্নে মাতাল

    হেটে সারাজীবন ধরে

    ঝড় বৃষ্টি মাথায় করে (x2)

    ওরা মনের গোপন চেনে না

    ওরা হৃদয়ের রং জানে না

    প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে

    কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে

    ওরা মনের গোপন চেনে না

    ওরা হৃদয়ের রং জানে না

    See less