1. Bhalobeshe shokhi by Rabindranath Tagore ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে.. ধরিয়া রাখিয়ো সRead more

    Bhalobeshe shokhi by Rabindranath Tagore

    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    আমার পরানে যে গান বাজিছে
    তাহার তালটি শিখো তোমার চরণমঞ্জীরে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
    আমার মুখর পাখি তোমার প্রাসাদপ্রাঙ্গণে,
    মনে করে সখী বাঁধিয়া রাখিয়ো
    আমার হাতের রাখী তোমার কনককঙ্কণে..

    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
    আমার লতার একটি মুকুল
    ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকবন্ধনে..

    আমার স্মরণ শুভ সিন্দুরে
    একটি বিন্দু এঁকো তোমার ললাটচন্দনে,
    আমার মনের মোহের মাধুরী
    মাখিয়া রাখিয়া দিয়ো তোমার অঙ্গসৌরভে..

    আমার আকুল জীবনমরণ
    টুটিয়া লুটিয়া নিয়ো তোমার অতুল গৌরবে,
    ভালোবেসে সখী নিভৃতে যতনে
    আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে..

    See less
  2. কাগজের নৌকা কেউ বানিয়েছে তা চুপ চাপ ভাসিয়েছে জলে। রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম নিজস্ব কথাটুকু বলে। সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি কার কথা আজো বাজে কানে! কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি জননী শব্দটার মানে। সেই ঘর সেই বাড়ি, দুষ্টুমি বাড়াবাড়ি— তাঁর কথা কখনো শুনিনি অবাধ্য ছেলেটাকে স্মৃRead more

    কাগজের নৌকা কেউ বানিয়েছে তা
    চুপ চাপ ভাসিয়েছে জলে।
    রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম
    নিজস্ব কথাটুকু বলে।

    সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি
    কার কথা আজো বাজে কানে!
    কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি
    জননী শব্দটার মানে।

    সেই ঘর সেই বাড়ি,
    দুষ্টুমি বাড়াবাড়ি—
    তাঁর কথা কখনো শুনিনি
    অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেনো পিছু ডাকে
    ভালোবাসা মানেই জননী।

    পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়।
    দিনটা কাটে শুধু ব্যাস্ততায়
    রাতটা কাটে গানে গানে—
    রাতটা কাটুক গানে পানে…

    See less
  3. BAULA KE BANAILO RE বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা দেখিয়া তার রুপের ঝলক হাসন রাজা হইলো আউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে? বাউলা কে বানাইলো রে? হাসন রাজা রে বাউলা কে বানাইলোRead more

    BAULA KE BANAILO RE

    বাউলা কে বানাইলো রে?
    হাসন রাজা রে বাউলা
    কে বানাইলো রে?

    বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা
    বানাইলো বানাইলো বাউলা তার নাম হয় যে মাউলা
    দেখিয়া তার রুপের ঝলক
    হাসন রাজা হইলো আউলা

    কে বানাইলো রে?
    হাসন রাজা রে বাউলা
    কে বানাইলো রে?

    বাউলা কে বানাইলো রে?
    হাসন রাজা রে বাউলা
    কে বানাইলো রে?

    হাসন রাজা হইসে পাগল প্রান বন্ধের কারনে
    হাসন রাজা হইসে পাগল প্রান বন্ধের কারনে
    বন্ধু বিনে হাসন রাজায় অন্য নাহি পানে

    বাউলা কে বানাইলো রে?
    হাসন রাজা রে বাউলা
    কে বানাইলো রে?

    বাউলা কে বানাইলো রে?
    হাসন রাজা রে বাউলা
    কে বানাইলো রে?

    হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া
    হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া
    সাক্ষাতে দাঁড়াইয়া শুনে হাসন রাজার পিয়া

    বাউলা কে বানাইলো রে?
    হাসন রাজা রে বাউলা
    কে বানাইলো রে?

    বাউলা কে বানাইলো রে?
    হাসন রাজা রে বাউলা
    কে বানাইলো রে?

    See less
  4. Eseche sarat by Rabindranath Tagore এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার 'পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকী-বন কাঁপে, যেন তার বুক করে দুরু দুরু - পেয়েছে খবর পাতা-খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভ'রে এল, টগর ফুটিল মেলা, মালতীলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বরষন-শRead more

    Eseche sarat by Rabindranath Tagore

    এসেছে শরৎ, হিমের পরশ
    লেগেছে হাওয়ার ‘পরে,
    সকাল বেলায় ঘাসের আগায়
    শিশিরের রেখা ধরে।

    আমলকী-বন কাঁপে, যেন তার
    বুক করে দুরু দুরু –
    পেয়েছে খবর পাতা-খসানোর
    সময় হয়েছে শুরু।

    শিউলির ডালে কুঁড়ি ভ’রে এল,
    টগর ফুটিল মেলা,
    মালতীলতায় খোঁজ নিয়ে যায়
    মৌমাছি দুই বেলা।

    গগনে গগনে বরষন-শেষে
    মেঘেরা পেয়েছে ছাড়া –
    বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে,
    নাই কোনো কাজে তাড়া।

    দিঘি-ভরা জল করে ঢল্ ঢল্,
    নানা ফুল ধারে ধারে,
    কচি ধানগাছে খেত ভ’রে আছে –
    হাওয়া দোলা দেয় তারে।

    যে দিকে তাকাই সোনার আলোয়
    দেখি যে ছুটির ছবি –
    পূজার ফুলের বনে ওঠে ওই
    পূজার দিনের রবি।

    See less
  5. Singer: Mohammed Irfan Lyricist: Saurav Bhadra Composer: Savvy Director: Ashok Pati Music Label: Eskay Movies

    Singer: Mohammed Irfan
    Lyricist: Saurav Bhadra
    Composer: Savvy
    Director: Ashok Pati
    Music Label: Eskay Movies

    See less
  6. This answer was edited.

    গান -আমি শুধু চেয়েছি তোমায় গায়ক -মোহাম্মদ ইরফান সিনেমা -আমি শুধু চেয়েছি তোমায়   টাল-মাটাল, মনটা কিছু তোমায় বলতে চায় বেসামাল, ভাবনা গুলো তোমায় ছুঁতে চায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায়.. না লেখা চিঠিগুলো মন পাহারায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায়.. রাতদিন, চেনা তুমি ছিলেRead more

    গান -আমি শুধু চেয়েছি তোমায়
    গায়ক -মোহাম্মদ ইরফান
    সিনেমা -আমি শুধু চেয়েছি তোমায়

     

    টাল-মাটাল, মনটা কিছু তোমায় বলতে চায়
    বেসামাল, ভাবনা গুলো তোমায় ছুঁতে চায়
    আমি শুধু চেয়েছি তোমায়
    আমি শুধু চেয়েছি তোমায়..
    না লেখা চিঠিগুলো মন পাহারায়
    আমি শুধু চেয়েছি তোমায়
    আমি শুধু চেয়েছি তোমায়..

    রাতদিন, চেনা তুমি ছিলে অচেনা
    অন্তহীন, মনে হত মিষ্টি যন্ত্রনা
    সেই ব্যাথা উঠল সেরে চোখেরই চাওয়া
    আমি শুধু চেয়েছি তোমায়
    আমি শুধু চেয়েছি তোমায়..

    কতদিন, ভেবেছি শুধু দেখব যে তোমায়
    ক্লান্তহীন, তুমি ছিলে আমার কল্পনায়
    সেই ছবি উঠল ভেসে চোখেরই পাতায়
    আমি শুধু চেয়েছি তোমায়
    আমি শুধু চেয়েছি তোমায়..

    English Translation:

    My trouble heart wants to tell you something
    My wild emotions want to touch you
    I have just wanted you
    My unwritten letter observing my heart
    I have just wanted you
    I have just wanted you

     

     

    You were knowingly unknown to me
    I felt a perpetual sweet pain in my heart
    I have just wanted you
    I have just wanted you

    How many days I have waited to see you
    You were tirelessly in my dreams me
    That picture came in front of my eyes
    I have just wanted you
    I have just wanted you

    See less
  7. Mon Ami Je Cheyechi Tomay by cactus মন বড় অবুঝ এই মন কিছুতে মানেনা হায়। অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু.. আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কখন, জানিনা তো কখন, আবছা হলে কুয়াশায়। আমি স্বপ্নের পথে পথে, শুধু.. হায় কত খুঁজেছি তোমায়, আমি শুধু খুঁজেছি তোমায়, আমি যে খুঁজেছি তোমায়, আমি শুধু খুঁজেছি তোRead more

    Mon Ami Je Cheyechi Tomay by cactus

    মন বড় অবুঝ এই মন
    কিছুতে মানেনা হায়।
    অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু..
    আমি যে চেয়েছি তোমায়,
    আমি শুধু চেয়েছি তোমায়।

    কখন, জানিনা তো কখন,
    আবছা হলে কুয়াশায়।
    আমি স্বপ্নের পথে পথে, শুধু..
    হায় কত খুঁজেছি তোমায়,
    আমি শুধু খুঁজেছি তোমায়,
    আমি যে খুঁজেছি তোমায়,
    আমি শুধু খুঁজেছি তোমায়।

    See less
  8. হয়তো আমি এখনও আধারে তোমায় হাতরে বেড়াই , এখনও যেন স্বপ্নলোকে তোমাকেই ফিরে পাই । হয়তো এখনও বেহায়া এ মন লুকিয়ে আলতো করে , ভাবছে তোমায় আঁকছে ছবি নিজেরই অজানায় । সবটুকুই হোক তোমার যেন  সূর্য চাঁদের মাঝে লেখা থাক এ গল্পের ইতি নতুন এর শব্দে ... । আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে , হঠাৎ থমকে দিRead more

    হয়তো আমি এখনও আধারে তোমায় হাতরে বেড়াই ,
    এখনও যেন স্বপ্নলোকে তোমাকেই ফিরে পাই ।

    হয়তো এখনও বেহায়া এ মন লুকিয়ে আলতো করে ,
    ভাবছে তোমায় আঁকছে ছবি নিজেরই অজানায় ।

    সবটুকুই হোক তোমার যেন  সূর্য চাঁদের মাঝে
    লেখা থাক এ গল্পের ইতি নতুন এর শব্দে … ।

    আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
    হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]

    ভালবেসেও মিথ্যে বলেছি , অজান্তে অনেক বার ,
    সবকিছু জেনে তবু ভেবেছি তোমায় , ছিলেনা তুমি এ বৃত্তে আমার ।

    বিধাতার কাছে চাইছি আমি ক্লান্ত হয়ে আজ আনমনে ,
    দিয়ে দাও আমার স্বপ্ন গুলো আমায় ।

    আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
    হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]

    আজ যেন এই , নতুন এই আকাশ , চাইছে তোমায় এখানে ,
    বাতাসেও এই নতুন শব্দে , সাক্ষ্য দেয়ার সুর প্রতিক্ষণে ।

    তবে আজ কেন দ্বিধা মনে , সম্পূর্ণতার পুরনক্ষনে ,
    ভেবে নিয়েছি তোমায় নিজের করে ।

    আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
    হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]

    See less
  9. This answer was edited.

    Tomari cholar pothe by Asha Bhosle তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা আমারি জীবনে ওগো মোর বন্ধু আছে শুধু তোমারি দান হয়তো কখনও না পাওয়ার বেদনায় হয়েছিল কিছু অভিমান সুর ছিল প্রানে দিয়েছিলে তুমি গানেরই ভাষা হয়তো কোনদিন ভুলে যাবে তুমি ভুলতে কি পারব তRead more

    Tomari cholar pothe by Asha Bhosle

    তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা
    তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা

    আমারি জীবনে ওগো মোর বন্ধু আছে শুধু তোমারি দান
    হয়তো কখনও না পাওয়ার বেদনায় হয়েছিল কিছু অভিমান
    সুর ছিল প্রানে দিয়েছিলে তুমি গানেরই ভাষা

    হয়তো কোনদিন ভুলে যাবে তুমি ভুলতে কি পারব তোমায়
    তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে হৃদয়
    এমনি করে চলে জীবনে মরনে যাওয়া আসা

    See less
  10. Hoyto Tomari Jonno Hoyechi Preme Je Bonno Jani Tumi OnonnoAshar Haat Baraye || Jodi Kokhono E Prante Cheyechhi Tomaye Jante Shuru theke shesh prante Shudhu chute gechhi taai || Aami je nijei motto Janina tomar shorto Jodi ba ghote onortho Tobu tomare chai || Aami je duronto Duchokhe ononto Jhorer diRead more

    Hoyto Tomari Jonno
    Hoyechi Preme Je Bonno
    Jani Tumi OnonnoAshar Haat Baraye ||

    Jodi Kokhono E Prante
    Cheyechhi Tomaye Jante
    Shuru theke shesh prante Shudhu chute gechhi taai ||

    Aami je nijei motto
    Janina tomar shorto
    Jodi ba ghote onortho Tobu tomare chai ||

    Aami je duronto
    Duchokhe ononto
    Jhorer digonto jureyi Shopno chhoraai ||

    Tumi to boloni mondo
    Tobu keno protibondho
    Rekhona moner dondo Shobchhere cholo jaai ||

    See less