1. আমার একলা আকাশ  (amar ekla akash) আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালবেসে। আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় তোমার ভালবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধRead more

    আমার একলা আকাশ  (amar ekla akash)

    আমার একলা আকাশ
    থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
    শুধু তোমায় ভালবেসে।
    আমার দিনগুলো সব
    রঙ চিনেছে তোমার কাছে এসে,
    শুধু তোমায় ভালবেসে।
    তুমি চোখ মেললেই
    ফুল ফুটেছে আমার ছাদে এসে,
    ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায়
    তোমার ভালবেসে।
    আমার একলা আকাশ
    থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
    শুধু তোমায় ভালবেসে।
    আমার ক্লান্ত মন
    ঘর খুঁজেছে যখন,
    আমি চাইতাম পেতে চাইতাম
    শুধু তোমার টেলিফোন।
    ঘর ভরা দুপুর
    আমার একলা থাকার সুর,
    রোদ গাইতো আমি ভাবতাম
    তুমি কোথায় কতদুর।
    আমার বেসুর গিটার
    সুর বেঁধেছে তোমার কাছে এসে,
    শুধু তোমায় ভালবেসে।
    আমার একলা আকাশ
    রাত চিনেছে তোমার হাসি হেসে,
    শুধু তোমায় ভালবেসে।
    অলস মেঘলা মন
    আমার আবছা ঘরের ঘরের কোণ
    চেয়ে রইতো ছুটে চাইতো
    তুমি আসবে আর কখন।
    শ্রান্ত ঘুঘুর ডাক
    ধুলো মাখা বইয়ের তাক,
    যেন বলছে যেন বলছে
    থাক অপেক্ষাতেই থাক।
    আমার একলা আকাশ
    থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
    শুধু তোমায় ভালবেসে।
    আমার দিনগুলো সব
    রঙ চিনেছে তোমার কাছে এসে,
    শুধু তোমায় ভালবেসে।
    See less
  2. kotoi rongo dekhi duniyay কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুজি নাহি পাইরে, ও ভাই অর্থ কোনো খুজি নাহি পাইরে, ভাই রে, ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখ ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায়Read more

    kotoi rongo dekhi duniyay

    কতই রঙ্গ দেখি দুনিয়ায়
    ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
    আমি যেই দিকেতে চাই
    দেখে অবাক বনে যাই
    আমি অর্থ কোনো খুজি নাহি পাইরে,
    ও ভাই অর্থ কোনো খুজি নাহি পাইরে,
    ভাই রে, ভাই রে
    আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

    দেখ ভালো জনে রইল ভাঙা ঘরে,
    মন্দ যে সে সিংহাসনে চড়ে।
    ও ভাই সোনার ফসল ফলায় যে তার
    দুই বেলা জোটেনা আহার,
    সোনার ফসল ফলায় যে তার
    দুই বেলা জোটেনা আহার।
    হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই,
    ও ভাই হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই।
    ও তার কানাকড়ি নাই, ওরে ভাই রে,
    ওরে ভাই রে, ভাই রে
    কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
    ওরে ভাই রে, ও ভাই
    কতই রঙ্গ দেখি দুনিয়ায়,
    আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

    See less
  3. আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥ মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে, বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥ গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥ ধরণী'পরে ঝরে নির্ঝর, মোহন মধু শোভা ফুলপল্লব-গীতবন্ধ-সুন্দর-বরনে ॥ বহে জীবন রজনীদিন চিরনূতনধারা, করুণা তব অবিশ্রাম জনমে মরণRead more

    আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥
    মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে,
    বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে ॥
    গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
    করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে ॥
    ধরণী’পরে ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
    ফুলপল্লব-গীতবন্ধ-সুন্দর-বরনে ॥
    বহে জীবন রজনীদিন চিরনূতনধারা,
    করুণা তব অবিশ্রাম জনমে মরণে ॥
    স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ,
    কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে ॥
    জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
    শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে ॥

    See less
  4. Mon boleche amar (love express) মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । ( ২ বার ) সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর । মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।   র‍্যাপ : লেগে গেছে ভালো তাই , পরে গেছি প্রেমে তোর , থামছে না আর এই জার্নি । দেখা শোনাRead more

    Mon boleche amar (love express)

    মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,

    মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । ( ২ বার )

    সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।

    মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,

    মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।

     

    র‍্যাপ : লেগে গেছে ভালো তাই , পরে গেছি প্রেমে তোর ,

    থামছে না আর এই জার্নি ।

    দেখা শোনা হয়ে যাক , বোঝাপড়া হয়ে থাক ,

    হিংসুটে দুনিয়াটা চাপ নিক ।

    রংবাজ , রংরুট , হাতছানি , হাইগ্রেদ  , সবাই কে ফেলেদিক সাইডে ।

    ছোট করে বুঝে নে, তুই আমি দুজনে , ঊরে যাব স্বপ্নের ফ্লাইট এ ।

    আজ আকাশের সাথে এক সন্ধি করেছি ,

    মেঘেরই জেল খানায় , তোকে বন্ধী করেছি ।

    আর দেবনা যেতে, এই বৃষ্টি দিনের আকাশ  ,

    তোর দুচোখের হাসি , বড় করছে নাজেহাল ।

     

    মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,

    মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । ( ২ বার )

     

    সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।

    মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,

    মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।

    মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর ।

    আজকে প্রেমের হাওয়া গায়ে লাগলো বলে তাই,

    ইচ্ছে উড়ান দিলো আর বলল তোকে চাই ।

    অল্প রোদের দিনে তোকে গল্প পাঠালাম ,

    মনকে মনের হাতে তুই ঝর্না হয়ে নাম ।

    মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,

    মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।

    সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।

    মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর ।

    See less
  5. Mon Shudhu Mon Chuyeche (Souls) মন শুধু মন ছুঁয়েছে ও সেতো মুখ খুলেনি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয় নি চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাঁথা আমিতো সেই কবিতা পড়েছি মনে মনে সুর দিয়েছি কেউ জানে নি যখনি তোমার চোখে আমার মুখ খানি দেখি স্বপনও কুসুমথেকে হৃদয়ে সুরভি মাখি তRead more

    Mon Shudhu Mon Chuyeche (Souls)

    মন শুধু মন ছুঁয়েছে
    ও সেতো মুখ খুলেনি
    সুর শুধু সুর তুলেছে
    ভাষা তো দেয় নি
    চোখের দৃষ্টি যেন
    মনের গীতি কবিতা
    বুকের ভালোবাসা
    যেথায় রয়েছে গাঁথা
    আমিতো সেই কবিতা পড়েছি
    মনে মনে সুর দিয়েছি
    কেউ জানে নি
    যখনি তোমার চোখে
    আমার মুখ খানি দেখি
    স্বপনও কুসুমথেকে
    হৃদয়ে সুরভি মাখি
    তুমি কি সেই সুরভি পেয়েছো
    স্বপনের দ্বার খুলেছো
    কিছু জানিনি
    মন শুধু মন ছুঁয়েছে
    ও সেতো মুখ খুলেনি
    সুর শুধু সুর তুলেছে
    ভাষা তো দেয় নি…

    See less
  6. Hajar Borsha Raat (Brishti Dekhe Onek Kedechi) বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কতই আর্তনাদ, দু:চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা রাত! দক্ষিণা বাতাসে তোমার ভীরু দীর্ঘশ্বাস! আঁধার ছড়াবে আমার প্রিয় সর্বনাশ! মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষRead more

    Hajar Borsha Raat (Brishti Dekhe Onek Kedechi)

    বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
    করেছি কতই আর্তনাদ,
    দু:চোখের জলে ভাসাবো বলে
    তোমাকে আজ কাঁদাবো বলে
    মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
    আমি হাজার বর্ষা রাত!
    দক্ষিণা বাতাসে তোমার
    ভীরু দীর্ঘশ্বাস!
    আঁধার ছড়াবে আমার
    প্রিয় সর্বনাশ!
    মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
    আমি হাজার বর্ষা রাত
    জানালার ওপাশে তোমার
    দৃষ্টি বহুদূর
    ছুঁয়েছে এ গান তোমায়
    কান্নার সাত সুর।।
    মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
    আমি হাজার বর্ষা রাত…

    See less
  7. তুমি ভরেছ এ মন  (tumi bhorecho ei mon) তুমি ভরেছ এ মন এক নিঝুম অরণ্যে বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে মরুভূমির ঝড়ে আর ঝুমন্ত সাগরে তুমি ভরে দাও এ মন ফিরে এসে আমায় ভালবাসতে দাও এ জীবন দিয়ে যেন হারাই তোমায় মিষ্টি হাসিতে যেন থাকি সারাক্ষণ এই বাহুডোরে ফিরে এস এই জীবনে নতুন করে

    তুমি ভরেছ এ মন  (tumi bhorecho ei mon)

    তুমি ভরেছ এ মন এক নিঝুম অরণ্যে
    বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে
    মরুভূমির ঝড়ে আর ঝুমন্ত সাগরে
    তুমি ভরে দাও এ মন ফিরে এসে

    আমায় ভালবাসতে দাও এ জীবন দিয়ে
    যেন হারাই তোমায় মিষ্টি হাসিতে
    যেন থাকি সারাক্ষণ এই বাহুডোরে
    ফিরে এস এই জীবনে নতুন করে

    See less
  8. দখিনা হাওয়া (ami vule jai tumi amar nou by Partho Barua) দখিনা হাওয়া ঐ তোমার চুলে ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ আমি ভুলে যাই তুমি আমার নও আমি ভুলে যাই তুমি আমার নও তুমি আমার নও আমার নও আমার নও আমার নও একাকী নীরবে এগিয়ে পিছিয়ে চেয়েছি কত বলতে খুঁজেতো পাইনি না বলা কথাRead more

    দখিনা হাওয়া (ami vule jai tumi amar nou by Partho Barua)

    দখিনা হাওয়া ঐ তোমার চুলে
    ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
    কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ
    আমি ভুলে যাই তুমি আমার নও
    আমি ভুলে যাই তুমি আমার নও
    তুমি আমার নও আমার নও
    আমার নও আমার নও

    একাকী নীরবে এগিয়ে পিছিয়ে চেয়েছি কত বলতে
    খুঁজেতো পাইনি না বলা কথাটি হারানো দিনের গল্পে
    আমি ভুলে যাই, আমি হেরে যাই
    আমি ভুলে যাই তুমি আমার নও
    আমি ভুলে যাই তুমি আমার নও
    তুমি আমার নও আমার নও
    আমার নও আমার নও

    শহরতলীতে এমনই রাতে বেজেছে সানাই কত
    সে সুর আজকে স্মৃতির আঙ্গিনায় বাজবে অচেনা সুরে
    আমি ভুলে যাই, আমি হেরে যাই
    আমি ভুলে যাই তুমি আমার নও
    আমি ভুলে যাই তুমি আমার নও
    তুমি আমার নও আমার নও
    আমার নও আমার নও

    দখিনা হাওয়া ঐ তোমার চুলে
    ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
    কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ
    আমি ভুলে যাই তুমি আমার নও
    আমি ভুলে যাই তুমি আমার নও
    তুমি আমার নও আমার নও
    আমার নও আমার নও

    See less
  9. দখিনা হাওয়া  (Partho Barua) দখিনা হাওয়া ঐ তোমার চুলে ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ আমি ভুলে যাই তুমি আমার নও আমি ভুলে যাই তুমি আমার নও তুমি আমার নও আমার নও আমার নও আমার নও একাকী নীরবে এগিয়ে পিছিয়ে চেয়েছি কত বলতে খুঁজেতো পাইনি না বলা কথাটি হারানো দিনের গল্পে আমি ভুলRead more

    দখিনা হাওয়া  (Partho Barua)

    দখিনা হাওয়া ঐ তোমার চুলে
    ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
    কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ
    আমি ভুলে যাই তুমি আমার নও
    আমি ভুলে যাই তুমি আমার নও
    তুমি আমার নও আমার নও
    আমার নও আমার নও

    একাকী নীরবে এগিয়ে পিছিয়ে চেয়েছি কত বলতে
    খুঁজেতো পাইনি না বলা কথাটি হারানো দিনের গল্পে
    আমি ভুলে যাই, আমি হেরে যাই
    আমি ভুলে যাই তুমি আমার নও
    আমি ভুলে যাই তুমি আমার নও
    তুমি আমার নও আমার নও
    আমার নও আমার নও

    শহরতলীতে এমনই রাতে বেজেছে সানাই কত
    সে সুর আজকে স্মৃতির আঙ্গিনায় বাজবে অচেনা সুরে
    আমি ভুলে যাই, আমি হেরে যাই
    আমি ভুলে যাই তুমি আমার নও
    আমি ভুলে যাই তুমি আমার নও
    তুমি আমার নও আমার নও
    আমার নও আমার নও

    দখিনা হাওয়া ঐ তোমার চুলে
    ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
    কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ
    আমি ভুলে যাই তুমি আমার নও
    আমি ভুলে যাই তুমি আমার নও
    তুমি আমার নও আমার নও
    আমার নও আমার নও

    See less
  10. চন্দ্রবিন্দু (mon hawai peyechi tor naam) মন, হাওয়ায় পেয়েছি তোর নাম মন, হাওয়ায় হারিয়ে ফেললাম (২) হাওয়া দিলো শিশিরানিটা হাওয়া দিলো ডানা হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল ভুল ঠিকানা (২) মন রে… হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম হে হে হে… মন, আলেয়া পরালো খালি হাত মন, জাগেনা জাগেনা সারা রাত (২) জেগে থাকে ঘুম পাহাড়েরRead more

    চন্দ্রবিন্দু (mon hawai peyechi tor naam)

    মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
    মন, হাওয়ায় হারিয়ে ফেললাম (২)
    হাওয়া দিলো শিশিরানিটা
    হাওয়া দিলো ডানা
    হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল
    ভুল ঠিকানা (২)
    মন রে…
    হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
    হে হে হে…
    মন, আলেয়া পরালো খালি হাত
    মন, জাগেনা জাগেনা সারা রাত (২)
    জেগে থাকে ঘুম পাহাড়ের মন
    কেমন আলো
    দূরদেশে ফিকে হওয়া রাত
    ডাক পাঠালো (২)
    মন রে…
    ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
    হে হে হে…
    আদরের ডাক যদি মুছে
    এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে (২)
    বোঝনা এটুকু শিলালিপি
    মন রে..
    ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
    হে হে হে…
    মন, বুকের ভিতরে যে নরম
    মন, ছুঁয়ো না ছুঁয়ো না এরকম (২)
    ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায়
    সোনা পোকা
    বেপাড়ায় কাঁদবেনা এমা ছি: ছি: বোকা (২)
    মন রে…
    নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
    হে হে হে…

    See less