1. This answer was edited.

    কবিতা : আমি একটা তুই চাই আমি একটা 'তুই' চাই... একটা সত্যিকারের 'তুই' চাই। যে জানবে আমার পুরো ভিতরটা... জানবে আমার লুকানো সব দোষ... আমার বদমাইশি, আমার নোংরামি... আমার কলঙ্ক... যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে... আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়... আমি এমন একটি 'তুই' চRead more

    কবিতা : আমি একটা তুই চাই

    আমি একটা ‘তুই’ চাই…
    একটা সত্যিকারের ‘তুই’ চাই।
    যে জানবে আমার পুরো ভিতরটা…
    জানবে আমার লুকানো সব দোষ…
    আমার বদমাইশি, আমার নোংরামি…
    আমার কলঙ্ক…
    যে নিজে থেকে আমার ভুলগুলোর
    অংশীদার হবে…
    আমার পাপগুলোকে অর্ধেক
    করে লিখে নেবে নিজের খাতার
    প্রথম পাতায়…
    আমি এমন একটি ‘তুই’ চাই…
    যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব
    আমার সব অনিয়ম…
    আমার অপারগতা… আমার বদভ্যাস…
    আমার উশৃঙ্খলতা…
    আমি পিঠ চাপড়ে তার
    কাঁধে তুলে দেব আমার
    অসহায়ত্বের ঝুলি…
    আমার একাকীত্ব, আমার
    নিঃসঙ্গতার কষ্ট, আমার
    দুশ্চিন্তা, আমার হতাশা…
    সবগুলো ঝাড়ুদারের
    মতো কুড়িয়ে নিয়ে সে বাধবে মস্ত
    বড় এক বস্তা…
    তারপর কুলির মতো মাথায়
    করে বয়ে নিয়ে যাবে সেইসব
    অভিশাপ…
    আর হাসতে হাসতে বলবে–
    “ভীষণ ভারী রে… কি করে এতদিন
    বইলি এই বোঝা??”
    তারপর
    ঠিকানা ছাড়া পথে হাটতে থাকবে অসীম
    সমুদ্র পর্যন্ত…
    সাগর পাড়ে এসে প্রচন্ড
    শক্তিতে ছুড়ে ফেলে দেবে সেই
    বোঝা…
    ঠিক সাগরের
    মাঝখানে হারিয়ে যাবে আমার সব
    অভিশাপের ঝুলি…
    আমি ঠিক এরকম একটা ‘তুই’ চাই…
    যে কোনদিন “তুমি” বা “আপনি”গুলোর
    মাঝে হারিয়ে যাবে না…

    English Translation:

    I need someone like you
    I really need someone like you
    One who will know my whole core
    One who will know my every fault
    My wickedness, my dirtiness,
    My scandals.
    One who willingly take responsibility of my faults
    Who will divide my sins equally with her
    And will right in the first page of her diary.
    I need someone
    Whom can I gift, Without any worry
    all my indiscipline
    all my incapability, my bad habits
    my madness.

    I will burden her shoulder
    With my bag of helplessness,
    my loneliness, the pain of my loneliness
    my worries, my stress.
    Like a dustman
    She will collect all those trashes
    and prepare a huge bag.
    Than Like a coolie
    Carry out all those
    Curse..
    And will say with a smile
    “It’s too heavy”. How you carried
    This burden till now?
    Than
    She will walk without any destination
    until the sea appears..
    And from the shore of the sea
    she will through out this burden
    with all her power.
    And all my curses will sink
    at the middle of the sea
    I need exactly someone like you.
    Who will not lose in
    social hierarchy.

    See less
  2. This answer was edited.

    একটি বট গাছের আত্মকথা (বিঃদ্রঃ - এখানে পরপর দুই রকম রচনা দেয়া হলো। আপনার যেটা ভালো লাগে পড়ে নিতে পারেন ) ভূমিকা: আমাকে চিনতে পারছো? প্রতিদিন রাস্তা পার করার সময়, হয়তাে ব্যস্ততায় বা গাড়ির দাপটে কিংবা অন্যমনস্কভাবে আমার তলায় দাঁড়িয়েছ! কিন্তু কখনও খুঁটিয়ে আমায় লক্ষ করেছ কি? আমি তো অনেক ইতিহাসেRead more

    একটি বট গাছের আত্মকথা

    (বিঃদ্রঃ – এখানে পরপর দুই রকম রচনা দেয়া হলো। আপনার যেটা ভালো লাগে পড়ে নিতে পারেন )

    ভূমিকা: আমাকে চিনতে পারছো? প্রতিদিন রাস্তা পার করার সময়, হয়তাে ব্যস্ততায় বা গাড়ির দাপটে কিংবা অন্যমনস্কভাবে আমার তলায় দাঁড়িয়েছ! কিন্তু কখনও খুঁটিয়ে আমায় লক্ষ করেছ কি? আমি তো অনেক ইতিহাসের সাক্ষী। কত যুগ পরিবর্তনের নীরব দর্শক আমি!কোনাে দিন জানতে চেয়েছ কি কত শত বিস্তৃত কাহিনি আমার রক্তে ধারণ করে, আমি মুখ বুজে দাঁড়িয়ে রয়েছি। তােমাদের জীবনের মতাে সংঘাতময় উত্থান-পতন হয়তাে আমার জীবনে নেই। তবে আমার সহ্যশক্তি আর অভিজ্ঞতায় আমি হয়েছি শান্ত, স্থির ও প্রাজ্ঞ ।

    আমি এক বটগাছ। আজও ঝাপসা মনে পড়ে সেই কবেকার ছােটোবেলাকার কথা। মায়ের বৃন্ত থেকে বােধহয় একটি টিয়াপাখি আমাকে ফেলে দিয়েছিল রাস্তার ধারে বােসপুকুরের এই প্রান্তে। তার কয়েকদিন পরে চোখ মেলে দেখেছিলাম এই সুন্দর পৃথিবীকে। চাপা রঙের রােদুরের বুকে আকাশের গায়ের টুকরাে টুকরাে মেঘ হাত নেড়ে আমায় বেড়ে উঠতে বলেছিল। মাটির কাছ থেকে সাহস পেয়ে ধীরে ধীরে বিকশিত হয়েছিলাম। তারপর আমার পল্লবিত ছােটো ছােটো শাখারা সূর্যের সামনে দৃপ্তভাবে নিজেকে মেলে ধরতে শিখল।

    ক্রমে আমি বড়াে হলাম। আমার ছায়ায় শ্রান্ত মানুষ খুঁজে পেল কত আশ্রয়। কত পথিক, নাম-না-জানা বুড়াে-বুড়ি আমার কাছে এসে বিশ্রাম নেয়। বেশ ভালাে লাগে। ডালপালা বাড়িয়ে রােদ কিংবা বৃষ্টির হাত থেকে ওদের প্রাণপণে বাঁচাতে চেষ্টা করি। জানাে তাে আমাদের এক জাতিকে নিয়ে তােমাদের রবি ঠাকুর লিখেছিলেন-“নিশিদিশি দাঁড়িয়ে আছ মাথায় লয়ে জট/ছােট ছেলেকে মনে কি পড়ে, ওগাে প্রাচীন বট।

    প্রতিদিনের জীবনযাত্রা : আমার বিশাল ছাতার মতাে নিরাপদ না আশ্রয়ে কাকের দল বাসা বানিয়েছে। কাঠবেড়ালি দুবেলা ছুটোছুটি করে আমার ডালে খুঁজে বের করেছে স্বাচ্ছন্দ্যের কোটর। দূর আকাশ থেকে প্রচণ্ড গরমে পরিশ্রান্ত চিল নেমে এসে আমার ডালে বসে। মাঝেমধ্যেই কোকিল এসে গান শুনিয়ে যায়, আর দেখি কাকের বাসা খুঁজতে গিয়ে আমার পাতার মাঝে নিজেকে কেমন লুকিয়ে রাখে। এ ছাড়া যাওয়া-আসার পথে কত পাখি যে আমার গায়ে বসে একটু জিরিয়ে নেয় তার ইয়ত্তা রা নেই।

    যেই বর্ষা নামে, আমি পাতাগুলাে মেলে ধরে শ্রাবণ অরণ্যের ঘ্রাণ পেতে চেষ্টা করি। যদিও আমার ফল মানুষ খায় না, কিন্তু পূজাপার্বণে আমার পাতা সংগ্রহ করতে আসে। প্রথম প্রথম পাতা ছিড়লে ব্যথা লাগত, রাগও হত খুবই কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি, মনে মনে ভাবি মানুষের কাজে তাে লাগি। এখন গ্রামের পঞ্চায়েত থেকে আমার চারপাশে একটা বেদি করে দিয়েছে। সেখানে বর্ষায় মানুষ এসে বসে, গরমে গােল হয়ে বসে মৃদু বাতাসের আনন্দ নেয়।

    উপসংহার: আজ আমি বয়সের ভারে ভারাক্রান্ত। কালবৈশাখী ঝড় দেখলে মনে কেমন আশঙ্কা জাগে। বাজের শব্দে চমকে উঠি। ভয় হয় রাস্তা তৈরির প্রয়ােজনে মানুষেরা আমায় কেটে টুকরাে টুকরাে করে ফেলবে না তাে! হয়তাে এরকম কোনাে কারণেই আর কয়েক বছরের মধ্যেই আমায় চলে যেতে হবে। তবু যে কটা দিন আছি,আলাে-অন্ধকার ও আনন্দ-বেদনার দোলনায় দোলানাে এ ধরিত্রীকে বড়াে সুন্দর বলে মনে হয়েছে। সহস্র মানুষ-পশু-পাখিকে হাওয়ায় ছায়ায় আগলে ও পৃথিবীকে প্রাণের মায়ায় আঁকড়ে, সার্থক আমার এ জীবন

     

    See less
  3. This answer was edited.

    Singer- Suno Nigam & Shreya Ghoshal মনে রেখ আমার এ গান শুধু মনে রেখ আমার এ গান শুধু মনে রেখ আমার এ গান কত যে কথা মনে লুকোন হয়নি তোমাকে আজও শোনানো হো...হয়নি তোমাকে আজও শোনানো বলে যায় আমার এ গান আজ বলে যায় আমার এ গান মনে রেখ আমার এ গান শুধু মনে রেখ আমার এ গান শুধু মনে রেখ আমার এ গান তুমি কি জান কেRead more

    Singer- Suno Nigam & Shreya Ghoshal

    মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    কত যে কথা মনে লুকোন
    হয়নি তোমাকে আজও শোনানো
    হো…হয়নি তোমাকে আজও শোনানো
    বলে যায় আমার এ গান
    আজ বলে যায় আমার এ গান
    মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান

    তুমি কি জান কেউ আড়ালে বসে
    আড়ালে বসে… লা লা লা
    তুমি কি জান কেউ আড়ালে বসে
    তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে
    তার মনের যত কথা
    তার গোপন পেমের ব্যথা
    তার মনের যত কথা
    তার গোপন পেমের ব্যথা
    বলে জায় আমার এ গান
    আজ বলে য়ায় আমার এ গান
    মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান

    যদি গো তোমায় বলি
    আমি তার নাম তুমি কি
    বাসবে ভালো দেবে তার দাম
    যদি গো তোমায় বলি
    আমি তার নাম তুমি কি
    বাসবে ভালো দেবে তার দাম
    কত আশায় কাঁদে প্রাণ
    কত নীরব অভীমান
    কত আশায় কাঁদে প্রাণ
    কত নীরব অভীমান
    বলে যায় আমার এ গান
    আজ বলে যায় আমার এ গান
    মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    কত যে কথা মনে লুকোন
    হয়নি তোমাকে আজও শোনানো
    হো হয়নি তোমাকে আজও শোনানো
    বলে যায় আমার এ গান
    আজ বলে যায় আমার এ গান
    মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    শুধু মনে রেখ আমার এ গান
    আ.আ… আ…

    English Translation 

    Remember my song
    Just remember my song
    Just remember my song
    So many hidden words of my heart
    Still I unable to tell you
    Still I unable to tell you

    My song tells
    Today my song tells
    Remember my song
    Just remember my song
    Just remember my song

    Do you know someone from distant,
    Do you know someone from distant
    Love you with all his heart

    All the whisper of his heart
    The pain of his hidden love
    All the whisper of his heart
    The pain of his hidden love
    My song tells
    Today my song tells
    Just remember my song
    Just remember my song

    If I tell you his name
    Would you love him?
    Would you recognize him?
    If I tell you his name
    Would you love him?
    Would you recognize him?

    My heart crumbles with so many hopes,
    With so many silent emotions
    My heart crumbles with so many hopes,
    With so many silent emotions

    My song tells
    Today my song tells
    Remember my song
    Just remember my song
    Just remember my song

    So many hidden words of my heart
    Still I unable to tell you
    Still I unable to tell you
    My song tells
    today my song tells

    Just remember my song
    Just remember my song
    Just remember my song
    Just remember my song

     

    See less
  4. বিশেষ্য  –   বিশেষণ অ অনুগ্রহ = অনুগৃহীত অধ্যাত্ম = আধ্যাত্মিক অনুভব = অনুভূত অন্তর = আন্তরিক অবসাদ = অবসন্ন অভিষেক = অভিষিক্ত অবসর = অবসৃত অক্ষর = আক্ষরিক অংশ = আংশিক অর্থনীতি = অর্থনৈতিক অবধান = অবধেয় অনুবাদ = অনূদিত অপসরণ = অপসৃত অনুষ্ঠান = অনুষ্ঠিত আ আলােচনা = আলােচিত আরম্ভ = আরব্ধ আশ্রয় = আশ্Read more

    বিশেষ্য  –   বিশেষণ

    অনুগ্রহ = অনুগৃহীত
    অধ্যাত্ম = আধ্যাত্মিক
    অনুভব = অনুভূত
    অন্তর = আন্তরিক
    অবসাদ = অবসন্ন
    অভিষেক = অভিষিক্ত
    অবসর = অবসৃত
    অক্ষর = আক্ষরিক
    অংশ = আংশিক
    অর্থনীতি = অর্থনৈতিক
    অবধান = অবধেয়
    অনুবাদ = অনূদিত
    অপসরণ = অপসৃত
    অনুষ্ঠান = অনুষ্ঠিত

    আলােচনা = আলােচিত
    আরম্ভ = আরব্ধ
    আশ্রয় = আশ্রিত
    আহ্বান =আহূত
    আসন = আসীন
    আদি = আদিম
    আদর = আদুরে
    আদেশ = আদিষ্ট
    আঘাত = আহত
    আলস্য = অলস
    আহার = আহার্য
    আহার = আহার্য
    আকর্ষণ = আকৃষ্ট
    আশ্বাস = আশ্বস্ত

    ইচ্ছা = ইষ্ট/ঐচ্ছিক
    ইহৎ = ঐহিক
    ইতিহাস = ঐতিহাসিক
    ঈশ্বর = ঐশ্বরিক
    ইন্দ্রজাল = ঐন্দ্রজালিক
    ইতরামি = ইতর
    ঈশ =ঐশ/ঐশিক


    ইপ্সা =ঈপ্সিত
    ঈর্ষা = ঈর্ষনীয়

    উদ্ভাবন = উদ্ভাবিত
    উৎসাহ = উৎসাহিত
    উৎকর্ষ = উৎকৃষ্ট
    উল্লাস = উল্লসিত
    উপলব্ধি = উপলব্ধ
    উদয় = উদিত
    উদ্ধার = উদ্ধৃত
    উপকার = উপকৃত
    উদর = ঔদরিক
    উপদ্রব = উপদ্রুত
    উত্তরণ = উত্তীর্ণ
    উচ্চারণ = উচ্চারিত
    উত্থাপন = উত্থাপিত
    উন্নয়ন = উন্নীত
    উল্লেখ = উল্লিখিত
    উদ্ভব = উদ্ভূত

    কাজ = কেজো
    কুল = কুলীন
    ক্রোধ = ক্রুদ্ধ
    ক্ষয় = ক্ষীন।
    কর্ষণ = কর্ষিত
    কারুণ্য = করুণ
    ক্ষীণতা = ক্ষীণ

    গমন = গম্যি
    গুরুত্ব = গুরু
    গৃহস্থ = গার্হস্থ্য
    গ্রহণ = গৃহীত
    গ্রহণ =গৃহীত
    গ্রাম = গ্রাম্য/গ্রামীন
    গিরি = গৈরিক
    গাছ = গেছাে
    গাম্ভীর্য = গম্ভীর
    গুণক = গুণী

    ঘাত = ঘাতক
    ঘর = ঘরােয়া
    ঘােষণা = ঘােষিত
    ঘুম = ঘুমন্ত
    ঘনত্ব = ঘন
    ঘর = ঘরোয়া
    ঘাট = ঘেটো

    চাপল্য = চপল
    চরিত্র = চারিত্রিক
    চাঞ্চল্য = চঞ্চল
    চাতুর্য = চতুর
    চিত্র = চিত্রিত
    চুরি = চৌর্য

    জন্তু = জান্তব
    জীবন = জীবন্ত
    জ্ঞান = জ্ঞানী
    জল = জলীয়
    জন্ম = জাত
    জাত = জাতক
    জাতি = জাতীয়
    জরা = জীর্ণ
    জীবন = জীবিত/জীবন্ত
    জগৎ = জাগতিক

    তারুণ্য = তরুণ
    তারল্য = তরল
    ত্যাগ = ত্যক্ত,ত্যাজ্য
    তালু = তালব্য
    তিরস্কার = তিরস্কার
    তেজ = তেজী,তেজস্বী
    তর্ক = তার্কিক,তর্কিত
    তিরােধান = তিরােহিত
    তুলনা = তুলনীয়/তুল্য
    তেল = তৈলাক্ত
    ত্বরা = ত্বরান্বিত
    তত্ব = তাত্ত্বিক
    তর্ক = তার্কিক
    তন্ত্র =তান্ত্রিক
    তাপ = তপ্ত

    দেহ = দৈহিক
    দ্যোতনা = দ্যোতিত
    দৃষ্টি = দৃষ্ট
    দর্শন = দার্শনিক
    দীনতা = দীন
    দীপ্তি = দীপ্ত
    দৈর্ঘ্য = দীর্ঘ
    দারিদ্র্য = দরিদ্র
    দর্প = দৃপ্ত।
    দম্পতি = দাম্পত্য
    দায়/দায়িত্ব =দায়ী
    দাগ = দাগী
    দয়া = দয়ালু
    দ্বন্দ্ব = দ্বান্দ্বিক
    দক্ষিন = দক্ষিনা
    দোষ = দুষ্ট
    দূষণ = দূষিত
    দান = দাতা/দত্ত
    দানব = দানবীয়

    ধর্মক = ধার্মিক
    ধারণ = ধৃত
    ধাতু = ধাতব
    ধর্ম = ধর্মীয়,ধার্মিক
    ধ্যান = ধ্যেয়
    ধান = ধেনো
    ধূর্ত = ধূর্তামি

    নিমন্ত্রণ = নিমন্ত্রিত
    নিন্দা = নিন্দিত
    নিয়ােগ = নিযুক্ত
    নিষেধ = নিষিদ্ধ
    নৈকট্য = নিকট
    নির্মাণ = নির্মিত
    ন্যাকামি = ন্যাকা
    নিসর্গ = নৈসর্গিক
    নির্ধারণ = নির্ধারিত
    নীল = নীলাভ
    নাটক = নাটকীয়
    নির্মলতা = নির্মল
    নিশা = নৈশ

    প্রয়ান = প্রয়াত
    প্রবেশ = প্রবিষ্ট
    প্রত্যহ = প্রাত্যহিক
    প্রথম = প্রাথমিক
    প্রদেশ = প্রাদেশিক
    পশ্চিম = পশ্চিমি
    পান = পানীয়
    পাঠ = পাঠ্য
    পিতা = পৈতৃক
    পৃথিবী = পার্থিব
    প্রকাশ = প্রকাশিত
    প্রকৃতি = প্রাকৃতিক
    পূর্তি = পূর্ণ
    প্রণাম = প্রণত
    পরিধান = পরিহিত
    পরীক্ষা = পরীক্ষিত
    পশ্চাৎ = পাশ্চাত্য
    পাথর = পাথুরে
    পর্বত = পার্বত্য
    প্রাণ = প্রাণময়
    প্রহার = প্রহৃত
    প্রতিযােগিতা = প্রতিযােগী
    প্রাচুর্য = প্রচুর
    প্রশ্ন = পৃষ্ট
    প্রেরণ = প্রেরিত
    প্রাচী = প্রাচ্য
    প্রীতি = প্রীত
    প্রতিঘাত = প্রতিহত
    প্রতিক্ষা = প্রতীক্ষিত
    পরিত্যাগ = পরিত্যক্ত
    পরিনাম =পরিণত
    পীড়া = পীড়িত
    পুরান = পৌরাণিক
    পূজা = পূজ্য
    প্রবন্ধ = প্রাবন্ধিক
    পাঠ = পাঠ্য
    প্রচার = প্রচারিত

    বিদ্যুৎ = বৈদ্যুতিক
    ব্যাঘাত = ব্যাহত
    বিশেষ = বিশিষ্ট
    বিস্মরণ = বিস্মৃত
    বিলােপ = বিলুপ্ত
    বিস্তার = বিস্তৃত
    বিপ্লব = বৈপ্লবিক
    বহন = বাহক
    বিরােধ = বিরােধী
    বিজ্ঞান = বৈজ্ঞানিক
    বিক্রয় = বিক্রিত
    বৈপরীত্য = বিপরীত
    বন্দনা = বন্দিত
    বহন = বাহিত
    বায়ু = বায়ুবীয়
    বিধান = বিহিত
    বিধি = বৈধ
    বিদ্যা = বিদ্বান
    বিশ্বাস =বিশ্বস্ত
    বিষ্ণু = বৈষ্ণব
    ব্যবহার = ব্যবহৃত
    বিপর্যয় = বিপর্যস্ত

    ভূগােল = ভৌগলিক
    ভােজন = ভােজ্য/ভুক্ত
    ভ্রম = ভ্রান্ত
    ভােগ = ভােগ্য
    ভাব = ভাবুক
    ভারতবর্ষ = ভারতবর্ষীয়
    ভিক্ষা = ভিক্ষুক
    ভাত = ভেতাে
    ভেদ = ভিন্ন।
    ভােগ = ভােগী
    ভন্ডামি = ভন্ড
    ভূত = ভৌতিক
    ভয় = ভীত।

    মায়া = মায়াবী
    মনীষা = মনীষী
    মুখ = মৌখিক
    মননানয়ন = মনােনীত
    মূল = মৌল
    মৌন = মৌনী
    মঙ্গল = মাঙ্গলিক
    মাত্রা = মাত্রিক
    মৃত্যু = মৃত
    মাংস = মাংসল
    মেঘ = মেঘলা

    যুক্তি = যৌক্তিক
    যৌগ = যৌগিক
    যজ্ঞ = যাজ্ঞিক

    See less
  5. বিশেষ্য  -   বিশেষণ অ অনুগ্রহ = অনুগৃহীত অধ্যাত্ম = আধ্যাত্মিক অনুভব = অনুভূত অন্তর = আন্তরিক অবসাদ = অবসন্ন অভিষেক = অভিষিক্ত অবসর = অবসৃত অক্ষর = আক্ষরিক অংশ = আংশিক অর্থনীতি = অর্থনৈতিক অবধান = অবধেয় অনুবাদ = অনূদিত অপসরণ = অপসৃত অনুষ্ঠান = অনুষ্ঠিত আ আলােচনা = আলােচিত আরম্ভ = আরব্ধ আশ্রয় = আশ্Read more

    বিশেষ্য  –   বিশেষণ

    অনুগ্রহ = অনুগৃহীত
    অধ্যাত্ম = আধ্যাত্মিক
    অনুভব = অনুভূত
    অন্তর = আন্তরিক
    অবসাদ = অবসন্ন
    অভিষেক = অভিষিক্ত
    অবসর = অবসৃত
    অক্ষর = আক্ষরিক
    অংশ = আংশিক
    অর্থনীতি = অর্থনৈতিক
    অবধান = অবধেয়
    অনুবাদ = অনূদিত
    অপসরণ = অপসৃত
    অনুষ্ঠান = অনুষ্ঠিত

    আলােচনা = আলােচিত
    আরম্ভ = আরব্ধ
    আশ্রয় = আশ্রিত
    আহ্বান =আহূত
    আসন = আসীন
    আদি = আদিম
    আদর = আদুরে
    আদেশ = আদিষ্ট
    আঘাত = আহত
    আলস্য = অলস
    আহার = আহার্য
    আহার = আহার্য
    আকর্ষণ = আকৃষ্ট
    আশ্বাস = আশ্বস্ত

    ইচ্ছা = ইষ্ট/ঐচ্ছিক
    ইহৎ = ঐহিক
    ইতিহাস = ঐতিহাসিক
    ঈশ্বর = ঐশ্বরিক
    ইন্দ্রজাল = ঐন্দ্রজালিক
    ইতরামি = ইতর
    ঈশ =ঐশ/ঐশিক


    ইপ্সা =ঈপ্সিত
    ঈর্ষা = ঈর্ষনীয়

    উদ্ভাবন = উদ্ভাবিত
    উৎসাহ = উৎসাহিত
    উৎকর্ষ = উৎকৃষ্ট
    উল্লাস = উল্লসিত
    উপলব্ধি = উপলব্ধ
    উদয় = উদিত
    উদ্ধার = উদ্ধৃত
    উপকার = উপকৃত
    উদর = ঔদরিক
    উপদ্রব = উপদ্রুত
    উত্তরণ = উত্তীর্ণ
    উচ্চারণ = উচ্চারিত
    উত্থাপন = উত্থাপিত
    উন্নয়ন = উন্নীত
    উল্লেখ = উল্লিখিত
    উদ্ভব = উদ্ভূত

    কাজ = কেজো
    কুল = কুলীন
    ক্রোধ = ক্রুদ্ধ
    ক্ষয় = ক্ষীন।
    কর্ষণ = কর্ষিত
    কারুণ্য = করুণ
    ক্ষীণতা = ক্ষীণ

    গমন = গম্যি
    গুরুত্ব = গুরু
    গৃহস্থ = গার্হস্থ্য
    গ্রহণ = গৃহীত
    গ্রহণ =গৃহীত
    গ্রাম = গ্রাম্য/গ্রামীন
    গিরি = গৈরিক
    গাছ = গেছাে
    গাম্ভীর্য = গম্ভীর
    গুণক = গুণী

    ঘাত = ঘাতক
    ঘর = ঘরােয়া
    ঘােষণা = ঘােষিত
    ঘুম = ঘুমন্ত
    ঘনত্ব = ঘন
    ঘর = ঘরোয়া
    ঘাট = ঘেটো

    চাপল্য = চপল
    চরিত্র = চারিত্রিক
    চাঞ্চল্য = চঞ্চল
    চাতুর্য = চতুর
    চিত্র = চিত্রিত
    চুরি = চৌর্য

    জন্তু = জান্তব
    জীবন = জীবন্ত
    জ্ঞান = জ্ঞানী
    জল = জলীয়
    জন্ম = জাত
    জাত = জাতক
    জাতি = জাতীয়
    জরা = জীর্ণ
    জীবন = জীবিত/জীবন্ত
    জগৎ = জাগতিক

    তারুণ্য = তরুণ
    তারল্য = তরল
    ত্যাগ = ত্যক্ত,ত্যাজ্য
    তালু = তালব্য
    তিরস্কার = তিরস্কার
    তেজ = তেজী,তেজস্বী
    তর্ক = তার্কিক,তর্কিত
    তিরােধান = তিরােহিত
    তুলনা = তুলনীয়/তুল্য
    তেল = তৈলাক্ত
    ত্বরা = ত্বরান্বিত
    তত্ব = তাত্ত্বিক
    তর্ক = তার্কিক
    তন্ত্র =তান্ত্রিক
    তাপ = তপ্ত

    দেহ = দৈহিক
    দ্যোতনা = দ্যোতিত
    দৃষ্টি = দৃষ্ট
    দর্শন = দার্শনিক
    দীনতা = দীন
    দীপ্তি = দীপ্ত
    দৈর্ঘ্য = দীর্ঘ
    দারিদ্র্য = দরিদ্র
    দর্প = দৃপ্ত।
    দম্পতি = দাম্পত্য
    দায়/দায়িত্ব =দায়ী
    দাগ = দাগী
    দয়া = দয়ালু
    দ্বন্দ্ব = দ্বান্দ্বিক
    দক্ষিন = দক্ষিনা
    দোষ = দুষ্ট
    দূষণ = দূষিত
    দান = দাতা/দত্ত
    দানব = দানবীয়

    ধর্মক = ধার্মিক
    ধারণ = ধৃত
    ধাতু = ধাতব
    ধর্ম = ধর্মীয়,ধার্মিক
    ধ্যান = ধ্যেয়
    ধান = ধেনো
    ধূর্ত = ধূর্তামি

    নিমন্ত্রণ = নিমন্ত্রিত
    নিন্দা = নিন্দিত
    নিয়ােগ = নিযুক্ত
    নিষেধ = নিষিদ্ধ
    নৈকট্য = নিকট
    নির্মাণ = নির্মিত
    ন্যাকামি = ন্যাকা
    নিসর্গ = নৈসর্গিক
    নির্ধারণ = নির্ধারিত
    নীল = নীলাভ
    নাটক = নাটকীয়
    নির্মলতা = নির্মল
    নিশা = নৈশ

    প্রয়ান = প্রয়াত
    প্রবেশ = প্রবিষ্ট
    প্রত্যহ = প্রাত্যহিক
    প্রথম = প্রাথমিক
    প্রদেশ = প্রাদেশিক
    পশ্চিম = পশ্চিমি
    পান = পানীয়
    পাঠ = পাঠ্য
    পিতা = পৈতৃক
    পৃথিবী = পার্থিব
    প্রকাশ = প্রকাশিত
    প্রকৃতি = প্রাকৃতিক
    পূর্তি = পূর্ণ
    প্রণাম = প্রণত
    পরিধান = পরিহিত
    পরীক্ষা = পরীক্ষিত
    পশ্চাৎ = পাশ্চাত্য
    পাথর = পাথুরে
    পর্বত = পার্বত্য
    প্রাণ = প্রাণময়
    প্রহার = প্রহৃত
    প্রতিযােগিতা = প্রতিযােগী
    প্রাচুর্য = প্রচুর
    প্রশ্ন = পৃষ্ট
    প্রেরণ = প্রেরিত
    প্রাচী = প্রাচ্য
    প্রীতি = প্রীত
    প্রতিঘাত = প্রতিহত
    প্রতিক্ষা = প্রতীক্ষিত
    পরিত্যাগ = পরিত্যক্ত
    পরিনাম =পরিণত
    পীড়া = পীড়িত
    পুরান = পৌরাণিক
    পূজা = পূজ্য
    প্রবন্ধ = প্রাবন্ধিক
    পাঠ = পাঠ্য
    প্রচার = প্রচারিত

    বিদ্যুৎ = বৈদ্যুতিক
    ব্যাঘাত = ব্যাহত
    বিশেষ = বিশিষ্ট
    বিস্মরণ = বিস্মৃত
    বিলােপ = বিলুপ্ত
    বিস্তার = বিস্তৃত
    বিপ্লব = বৈপ্লবিক
    বহন = বাহক
    বিরােধ = বিরােধী
    বিজ্ঞান = বৈজ্ঞানিক
    বিক্রয় = বিক্রিত
    বৈপরীত্য = বিপরীত
    বন্দনা = বন্দিত
    বহন = বাহিত
    বায়ু = বায়ুবীয়
    বিধান = বিহিত
    বিধি = বৈধ
    বিদ্যা = বিদ্বান
    বিশ্বাস =বিশ্বস্ত
    বিষ্ণু = বৈষ্ণব
    ব্যবহার = ব্যবহৃত
    বিপর্যয় = বিপর্যস্ত

    ভূগােল = ভৌগলিক
    ভােজন = ভােজ্য/ভুক্ত
    ভ্রম = ভ্রান্ত
    ভােগ = ভােগ্য
    ভাব = ভাবুক
    ভারতবর্ষ = ভারতবর্ষীয়
    ভিক্ষা = ভিক্ষুক
    ভাত = ভেতাে
    ভেদ = ভিন্ন।
    ভােগ = ভােগী
    ভন্ডামি = ভন্ড
    ভূত = ভৌতিক
    ভয় = ভীত।

    মায়া = মায়াবী
    মনীষা = মনীষী
    মুখ = মৌখিক
    মননানয়ন = মনােনীত
    মূল = মৌল
    মৌন = মৌনী
    মঙ্গল = মাঙ্গলিক
    মাত্রা = মাত্রিক
    মৃত্যু = মৃত
    মাংস = মাংসল
    মেঘ = মেঘলা

    যুক্তি = যৌক্তিক
    যৌগ = যৌগিক
    যজ্ঞ = যাজ্ঞিক

    See less
  6. >প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন পত্র | তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আগামী ১২/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯৪ইং পর্যন্ত আমার বড় বোনRead more

    >প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন পত্র |

    তারিখঃ ১০/১০/১৯ ইং

    প্রধান শিক্ষক
    বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়
    হাওড়া কলকাতা

    বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন।

    মহোদয়/মহোদয়া ,
    সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আগামী ১২/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯৪ইং পর্যন্ত আমার বড় বোনের বিয়ে উপলক্ষে দুই দিন বিদ্যালয়ে উপস্তিত হতে পারবনা।

    অতএব,আমাকে দুই দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি বাধিত থাকব।

    আপনার একান্ত অনুগত ছাত্র

    জীবন মণ্ডল
    শ্রেণিঃ ১০ম
    রোলঃ ০২

    See less
  7. নেমন্তন্ন |nemontonno যাচ্ছ কোথা ? চাংড়িপোতা কীসের জন্য ? নেমম্ভন্ন। বিয়ের বুঝি ? না, বাবুজি I কীসের তবে ? ভজন হবে I শুধুই ভজন ? প্রসাদ ভোজন I কেমন প্রসাদ ? যা খেতে সাধ I কী খেতে চাও ? ছানার পােলাও। ইচ্ছে কী আর ? সরপুরিয়ার I আঃ কী আয়েস ৷ রাবড়ি পায়েস এই কেবলি ? ক্ষীর কদলী I বাহ কী ফলার। সবরি কলাRead more

    নেমন্তন্ন |nemontonno

    যাচ্ছ কোথা ? চাংড়িপোতা
    কীসের জন্য ? নেমম্ভন্ন।
    বিয়ের বুঝি ? না, বাবুজি I
    কীসের তবে ? ভজন হবে I
    শুধুই ভজন ? প্রসাদ ভোজন I
    কেমন প্রসাদ ? যা খেতে সাধ I
    কী খেতে চাও ? ছানার পােলাও।
    ইচ্ছে কী আর ? সরপুরিয়ার I
    আঃ কী আয়েস ৷ রাবড়ি পায়েস
    এই কেবলি ? ক্ষীর কদলী I
    বাহ কী ফলার। সবরি কলার I
    এবার থামাে I ফজলি আমও I
    আমিও যাই ? না, মশইি

    See less