সিংহ এর সমার্থক শব্দ: পশুরাজ, অতিবলশালী, সিংস্র, কেশরী, হরি, পশুরাজ - সিংহ পশুর রাজা বলেই সিংহকে পশুরাজ বলা হয়। কেশরী - সিংহের আরেক নাম কেশরী। অতিবলশালী - সিংহের বল অনেক বেশি, তাই সিংহকে অতিবলশালী ও বলা হয়।
সিংহ এর সমার্থক শব্দ:
পশুরাজ, অতিবলশালী, সিংস্র, কেশরী, হরি,
পশুরাজ – সিংহ পশুর রাজা বলেই সিংহকে পশুরাজ বলা হয়।
কেশরী – সিংহের আরেক নাম কেশরী।
অতিবলশালী – সিংহের বল অনেক বেশি, তাই সিংহকে অতিবলশালী ও বলা হয়।
নারী এর সমার্থক শব্দ : স্ত্রী, , রমণী, রামা, , মেয়েমানুষ, ললনা, অঙ্গনা, মানবী, মহিলা, মেয়েছেলে, মেয়েলোক, বামা, অবলা অবলা- সে অবলা নারীটিকে সাহায্য করল। মানবী - মাদার টেরেসা একজন করুণাময়ী মানবী ছিলেন। মহিলা - সব মহিলাকে আমাদের সম্মান করা উচিৎ।
নারী এর সমার্থক শব্দ :
স্ত্রী, , রমণী, রামা, , মেয়েমানুষ, ললনা, অঙ্গনা, মানবী, মহিলা, মেয়েছেলে, মেয়েলোক, বামা,
অবলা
অবলা- সে অবলা নারীটিকে সাহায্য করল।
মানবী – মাদার টেরেসা একজন করুণাময়ী মানবী ছিলেন।
মহিলা – সব মহিলাকে আমাদের সম্মান করা উচিৎ।
মনের সমার্থক শব্দ: চিত্ত, বোধ, ইচ্ছা, প্রবৃত্তি, অভিনিবেশ, ধারণা, বিবেচনা, একাগ্রতা, অন্তরিন্দ্রিয়, স্মৃতি, নিবিষ্টতা, হৃদয়, ইচ্ছা - যাক ইচ্ছা অনুযায়ী সবকিছু ঠিঠাকমতো হয়ে গেলো! বিবেচনা - ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিবে। স্মৃতি - তার স্মৃতিশক্তি অনেক ভালো।
মনের সমার্থক শব্দ:
চিত্ত, বোধ, ইচ্ছা, প্রবৃত্তি, অভিনিবেশ, ধারণা, বিবেচনা, একাগ্রতা, অন্তরিন্দ্রিয়, স্মৃতি, নিবিষ্টতা, হৃদয়,
ইচ্ছা – যাক ইচ্ছা অনুযায়ী সবকিছু ঠিঠাকমতো হয়ে গেলো!
বিবেচনা – ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিবে।
স্মৃতি – তার স্মৃতিশক্তি অনেক ভালো।
ভালোবাসা এর সমার্থক শব্দ: প্রীতি, প্রবল, পছন্দ, প্রণয়, পিরিত, পেয়ার, অনুরক্তি, আদর, স্নেহ, অনুরাগ, মমতা, অনুরাগপছন্দ প্রীতি - স্বতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শিক্ষক মহাশয় অনুষ্ঠান আরম্ভ করলেন। পছন্দ - ক্রিকেট আমার একটি পছন্দের খেলা। আদর - মা তার সন্তানের জন্য আদর করে খাবারটি বানিয়ে আনলেRead more
ভালোবাসা এর সমার্থক শব্দ: প্রীতি, প্রবল, পছন্দ, প্রণয়, পিরিত, পেয়ার, অনুরক্তি, আদর, স্নেহ, অনুরাগ, মমতা, অনুরাগপছন্দ প্রীতি – স্বতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শিক্ষক মহাশয় অনুষ্ঠান আরম্ভ করলেন। পছন্দ – ক্রিকেট আমার একটি পছন্দের খেলা। আদর – মা তার সন্তানের জন্য আদর করে খাবারটি বানিয়ে আনলেন।
ভাগ্য এর সমার্থক শব্দ: ললাট, নসিব, বরাত, নিয়তি, কপাল, বিধি নসিব - তার নসিব ভালো ছিল বলেই সে এই ভয়াবহ অগ্নিকান্ড থেকে বেঁচে রইল। কপাল - যাক কপাল ভালো থাকায় এই রকম একটি কঠিন পরীক্ষায় ভালো নম্বর পেলাম। বিধি - বিধির বিধান কেউই বদলাতে পারে না।
ভাগ্য এর সমার্থক শব্দ:
ললাট, নসিব, বরাত, নিয়তি, কপাল, বিধি
নসিব – তার নসিব ভালো ছিল বলেই সে এই ভয়াবহ অগ্নিকান্ড থেকে বেঁচে রইল।
কপাল – যাক কপাল ভালো থাকায় এই রকম একটি কঠিন পরীক্ষায় ভালো নম্বর পেলাম।
বিধি – বিধির বিধান কেউই বদলাতে পারে না।
বাগান এর সমার্থক শব্দ: বাগ, বাগিচা, উপবন, তপোবন, বাগীশ, বাটিকা, উদ্যান বাগ - এবারে ফুলের বাগটি সুন্দর হয়েছে। বাগিচা - আমার ঘরের সামনে একটি ফুলবাগিচা আছে। উদ্যান - আমাদের স্কুলের সামনে একটি উদ্যান আছে।
বাগান এর সমার্থক শব্দ:
বাগ, বাগিচা, উপবন, তপোবন, বাগীশ, বাটিকা, উদ্যান
বাগ – এবারে ফুলের বাগটি সুন্দর হয়েছে।
বাগিচা – আমার ঘরের সামনে একটি ফুলবাগিচা আছে।
উদ্যান – আমাদের স্কুলের সামনে একটি উদ্যান আছে।
হরিণ এর সমার্থক শব্দ কি কি?
Jakir Hussain
হরিণ এর সমার্থক শব্দ: মৃগ, শম্বর, সারঙ্গ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য, মৃগ - রাজামশাই মৃগ শিকার করতে জঙ্গলের মধ্যে গেলেন। শম্বর - শম্বর হরিণের অন্য নাম। সারঙ্গ - সারঙ্গ হরিণের একটি সমার্থক শব্দ।
হরিণ এর সমার্থক শব্দ:
See lessমৃগ, শম্বর, সারঙ্গ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য,
মৃগ – রাজামশাই মৃগ শিকার করতে জঙ্গলের মধ্যে গেলেন।
শম্বর – শম্বর হরিণের অন্য নাম।
সারঙ্গ – সারঙ্গ হরিণের একটি সমার্থক শব্দ।
পিঁপড়ে এর সমার্থক শব্দ কি কি?
Jakir Hussain
পিঁপড়ে এর সমার্থক শব্দ: পুত্তিকা, পিপীলিকা, পিঁপড়া, পিপীলিকা - পিপীলিকার ডানা গজায় মরিবার তরে। পুত্তিকা - পুত্তিকা পিঁপড়ের অন্য নাম। পিঁপড়া - প্রাণীজগতে ছোট প্রাণীর মধ্যে পিঁপড়া একটি।
পিঁপড়ে এর সমার্থক শব্দ:
পুত্তিকা, পিপীলিকা, পিঁপড়া,
পিপীলিকা – পিপীলিকার ডানা গজায় মরিবার তরে।
পুত্তিকা – পুত্তিকা পিঁপড়ের অন্য নাম।
পিঁপড়া – প্রাণীজগতে ছোট প্রাণীর মধ্যে পিঁপড়া একটি।
See lessপাথর এর সমার্থক শব্দ কি কি?
Jakir Hussain
পাথর এর সমার্থক শব্দ: প্রস্তর, শিলা, শিল, অশ্ম, কাঁকর, পাষাণ, দৃশদ্, উপল প্রস্তর - এই বিশাল প্রস্তর খণ্ডটি ভাঙ্গা মুশকিল। শিলা - গতকাল রাতে প্রবল শিলা বৃষ্টি হয়েছিল। শিল - শিল হল ছোট পাথর বিশেষ ।
পাথর এর সমার্থক শব্দ:
প্রস্তর, শিলা, শিল, অশ্ম, কাঁকর, পাষাণ, দৃশদ্, উপল
প্রস্তর – এই বিশাল প্রস্তর খণ্ডটি ভাঙ্গা মুশকিল।
শিলা – গতকাল রাতে প্রবল শিলা বৃষ্টি হয়েছিল।
শিল – শিল হল ছোট পাথর বিশেষ ।
See lessসিংহ এর সমার্থক শব্দ কি কি? Synonyms of lion in Bengali?
Jakir Hussain
সিংহ এর সমার্থক শব্দ: পশুরাজ, অতিবলশালী, সিংস্র, কেশরী, হরি, পশুরাজ - সিংহ পশুর রাজা বলেই সিংহকে পশুরাজ বলা হয়। কেশরী - সিংহের আরেক নাম কেশরী। অতিবলশালী - সিংহের বল অনেক বেশি, তাই সিংহকে অতিবলশালী ও বলা হয়।
সিংহ এর সমার্থক শব্দ:
পশুরাজ, অতিবলশালী, সিংস্র, কেশরী, হরি,
পশুরাজ – সিংহ পশুর রাজা বলেই সিংহকে পশুরাজ বলা হয়।
কেশরী – সিংহের আরেক নাম কেশরী।
অতিবলশালী – সিংহের বল অনেক বেশি, তাই সিংহকে অতিবলশালী ও বলা হয়।
See lessঅন্ধকার এর সমার্থক শব্দ কি কি?
Jakir Hussain
অন্ধকার এর সমার্থক শব্দ: আঁধারি, তম, তমসা, তমিস্রা, তিমির, শর্বর, আলোকহীনতা, তমস, আলোকশূন্যতা, আঁধার, নভাক, তমিস্র, তিমির - তিমির রাত্রিতে একটি চোর এসেছিল। আঁধার - সূর্য্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আঁধার নেমে আসে। আলোকশূন্যতা - বিদ্যুৎ যাওয়ার পর ঘরটি আলোকশূন্য হয়ে গেল।
অন্ধকার এর সমার্থক শব্দ:
See lessআঁধারি, তম, তমসা, তমিস্রা, তিমির, শর্বর, আলোকহীনতা, তমস, আলোকশূন্যতা, আঁধার, নভাক, তমিস্র,
তিমির – তিমির রাত্রিতে একটি চোর এসেছিল।
আঁধার – সূর্য্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আঁধার নেমে আসে।
আলোকশূন্যতা – বিদ্যুৎ যাওয়ার পর ঘরটি আলোকশূন্য হয়ে গেল।
নারী এর সমার্থক শব্দ কি কি?
Jakir Hussain
নারী এর সমার্থক শব্দ : স্ত্রী, , রমণী, রামা, , মেয়েমানুষ, ললনা, অঙ্গনা, মানবী, মহিলা, মেয়েছেলে, মেয়েলোক, বামা, অবলা অবলা- সে অবলা নারীটিকে সাহায্য করল। মানবী - মাদার টেরেসা একজন করুণাময়ী মানবী ছিলেন। মহিলা - সব মহিলাকে আমাদের সম্মান করা উচিৎ।
নারী এর সমার্থক শব্দ :
See lessস্ত্রী, , রমণী, রামা, , মেয়েমানুষ, ললনা, অঙ্গনা, মানবী, মহিলা, মেয়েছেলে, মেয়েলোক, বামা,
অবলা
অবলা- সে অবলা নারীটিকে সাহায্য করল।
মানবী – মাদার টেরেসা একজন করুণাময়ী মানবী ছিলেন।
মহিলা – সব মহিলাকে আমাদের সম্মান করা উচিৎ।
মন এর সমার্থক শব্দ কি কি?
Jakir Hussain
মনের সমার্থক শব্দ: চিত্ত, বোধ, ইচ্ছা, প্রবৃত্তি, অভিনিবেশ, ধারণা, বিবেচনা, একাগ্রতা, অন্তরিন্দ্রিয়, স্মৃতি, নিবিষ্টতা, হৃদয়, ইচ্ছা - যাক ইচ্ছা অনুযায়ী সবকিছু ঠিঠাকমতো হয়ে গেলো! বিবেচনা - ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিবে। স্মৃতি - তার স্মৃতিশক্তি অনেক ভালো।
মনের সমার্থক শব্দ:
See lessচিত্ত, বোধ, ইচ্ছা, প্রবৃত্তি, অভিনিবেশ, ধারণা, বিবেচনা, একাগ্রতা, অন্তরিন্দ্রিয়, স্মৃতি, নিবিষ্টতা, হৃদয়,
ইচ্ছা – যাক ইচ্ছা অনুযায়ী সবকিছু ঠিঠাকমতো হয়ে গেলো!
বিবেচনা – ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিবে।
স্মৃতি – তার স্মৃতিশক্তি অনেক ভালো।
ভালোবাসা এর সমার্থক শব্দ কি কি? Synonyms of love in Bengali?
Jakir Hussain
ভালোবাসা এর সমার্থক শব্দ: প্রীতি, প্রবল, পছন্দ, প্রণয়, পিরিত, পেয়ার, অনুরক্তি, আদর, স্নেহ, অনুরাগ, মমতা, অনুরাগপছন্দ প্রীতি - স্বতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শিক্ষক মহাশয় অনুষ্ঠান আরম্ভ করলেন। পছন্দ - ক্রিকেট আমার একটি পছন্দের খেলা। আদর - মা তার সন্তানের জন্য আদর করে খাবারটি বানিয়ে আনলেRead more
ভালোবাসা এর সমার্থক শব্দ: প্রীতি, প্রবল, পছন্দ, প্রণয়, পিরিত, পেয়ার, অনুরক্তি, আদর, স্নেহ, অনুরাগ, মমতা, অনুরাগপছন্দ প্রীতি – স্বতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শিক্ষক মহাশয় অনুষ্ঠান আরম্ভ করলেন। পছন্দ – ক্রিকেট আমার একটি পছন্দের খেলা। আদর – মা তার সন্তানের জন্য আদর করে খাবারটি বানিয়ে আনলেন।
See lessভাগ্য সমার্থক শব্দ কি কি?
Jakir Hussain
ভাগ্য এর সমার্থক শব্দ: ললাট, নসিব, বরাত, নিয়তি, কপাল, বিধি নসিব - তার নসিব ভালো ছিল বলেই সে এই ভয়াবহ অগ্নিকান্ড থেকে বেঁচে রইল। কপাল - যাক কপাল ভালো থাকায় এই রকম একটি কঠিন পরীক্ষায় ভালো নম্বর পেলাম। বিধি - বিধির বিধান কেউই বদলাতে পারে না।
ভাগ্য এর সমার্থক শব্দ:
ললাট, নসিব, বরাত, নিয়তি, কপাল, বিধি
নসিব – তার নসিব ভালো ছিল বলেই সে এই ভয়াবহ অগ্নিকান্ড থেকে বেঁচে রইল।
See lessকপাল – যাক কপাল ভালো থাকায় এই রকম একটি কঠিন পরীক্ষায় ভালো নম্বর পেলাম।
বিধি – বিধির বিধান কেউই বদলাতে পারে না।
বাগান এর সমার্থক শব্দ কি কি?
Jakir Hussain
বাগান এর সমার্থক শব্দ: বাগ, বাগিচা, উপবন, তপোবন, বাগীশ, বাটিকা, উদ্যান বাগ - এবারে ফুলের বাগটি সুন্দর হয়েছে। বাগিচা - আমার ঘরের সামনে একটি ফুলবাগিচা আছে। উদ্যান - আমাদের স্কুলের সামনে একটি উদ্যান আছে।
বাগান এর সমার্থক শব্দ:
See lessবাগ, বাগিচা, উপবন, তপোবন, বাগীশ, বাটিকা, উদ্যান
বাগ – এবারে ফুলের বাগটি সুন্দর হয়েছে।
বাগিচা – আমার ঘরের সামনে একটি ফুলবাগিচা আছে।
উদ্যান – আমাদের স্কুলের সামনে একটি উদ্যান আছে।