Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
হিংসুটে এর বিপরীত শব্দ কি?
হিংসুটে এর বিপরীত শব্দ হিংসুটে - আদর হিংসুটে - ছেলেটি খুব হিংসুটে আদর - সে সবাইকে আদর করে
হিংসুটে এর বিপরীত শব্দ
See lessহিংসুটে – আদর
হিংসুটে – ছেলেটি খুব হিংসুটে
আদর – সে সবাইকে আদর করে
হরিণ এর সমার্থক শব্দ কি কি?
হরিণ এর সমার্থক শব্দ: মৃগ, শম্বর, সারঙ্গ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য, মৃগ - রাজামশাই মৃগ শিকার করতে জঙ্গলের মধ্যে গেলেন। শম্বর - শম্বর হরিণের অন্য নাম। সারঙ্গ - সারঙ্গ হরিণের একটি সমার্থক শব্দ।
হরিণ এর সমার্থক শব্দ:
See lessমৃগ, শম্বর, সারঙ্গ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য,
মৃগ – রাজামশাই মৃগ শিকার করতে জঙ্গলের মধ্যে গেলেন।
শম্বর – শম্বর হরিণের অন্য নাম।
সারঙ্গ – সারঙ্গ হরিণের একটি সমার্থক শব্দ।
পিঁপড়ে এর সমার্থক শব্দ কি কি?
পিঁপড়ে এর সমার্থক শব্দ: পুত্তিকা, পিপীলিকা, পিঁপড়া, পিপীলিকা - পিপীলিকার ডানা গজায় মরিবার তরে। পুত্তিকা - পুত্তিকা পিঁপড়ের অন্য নাম। পিঁপড়া - প্রাণীজগতে ছোট প্রাণীর মধ্যে পিঁপড়া একটি।
পিঁপড়ে এর সমার্থক শব্দ:
পুত্তিকা, পিপীলিকা, পিঁপড়া,
পিপীলিকা – পিপীলিকার ডানা গজায় মরিবার তরে।
পুত্তিকা – পুত্তিকা পিঁপড়ের অন্য নাম।
পিঁপড়া – প্রাণীজগতে ছোট প্রাণীর মধ্যে পিঁপড়া একটি।
See lessপাথর এর সমার্থক শব্দ কি কি?
পাথর এর সমার্থক শব্দ: প্রস্তর, শিলা, শিল, অশ্ম, কাঁকর, পাষাণ, দৃশদ্, উপল প্রস্তর - এই বিশাল প্রস্তর খণ্ডটি ভাঙ্গা মুশকিল। শিলা - গতকাল রাতে প্রবল শিলা বৃষ্টি হয়েছিল। শিল - শিল হল ছোট পাথর বিশেষ ।
পাথর এর সমার্থক শব্দ:
প্রস্তর, শিলা, শিল, অশ্ম, কাঁকর, পাষাণ, দৃশদ্, উপল
প্রস্তর – এই বিশাল প্রস্তর খণ্ডটি ভাঙ্গা মুশকিল।
শিলা – গতকাল রাতে প্রবল শিলা বৃষ্টি হয়েছিল।
শিল – শিল হল ছোট পাথর বিশেষ ।
See lessসিংহ এর সমার্থক শব্দ কি কি? Synonyms of lion in Bengali?
সিংহ এর সমার্থক শব্দ: পশুরাজ, অতিবলশালী, সিংস্র, কেশরী, হরি, পশুরাজ - সিংহ পশুর রাজা বলেই সিংহকে পশুরাজ বলা হয়। কেশরী - সিংহের আরেক নাম কেশরী। অতিবলশালী - সিংহের বল অনেক বেশি, তাই সিংহকে অতিবলশালী ও বলা হয়।
সিংহ এর সমার্থক শব্দ:
পশুরাজ, অতিবলশালী, সিংস্র, কেশরী, হরি,
পশুরাজ – সিংহ পশুর রাজা বলেই সিংহকে পশুরাজ বলা হয়।
কেশরী – সিংহের আরেক নাম কেশরী।
অতিবলশালী – সিংহের বল অনেক বেশি, তাই সিংহকে অতিবলশালী ও বলা হয়।
See lessঅন্ধকার এর সমার্থক শব্দ কি কি?
অন্ধকার এর সমার্থক শব্দ: আঁধারি, তম, তমসা, তমিস্রা, তিমির, শর্বর, আলোকহীনতা, তমস, আলোকশূন্যতা, আঁধার, নভাক, তমিস্র, তিমির - তিমির রাত্রিতে একটি চোর এসেছিল। আঁধার - সূর্য্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আঁধার নেমে আসে। আলোকশূন্যতা - বিদ্যুৎ যাওয়ার পর ঘরটি আলোকশূন্য হয়ে গেল।
অন্ধকার এর সমার্থক শব্দ:
See lessআঁধারি, তম, তমসা, তমিস্রা, তিমির, শর্বর, আলোকহীনতা, তমস, আলোকশূন্যতা, আঁধার, নভাক, তমিস্র,
তিমির – তিমির রাত্রিতে একটি চোর এসেছিল।
আঁধার – সূর্য্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আঁধার নেমে আসে।
আলোকশূন্যতা – বিদ্যুৎ যাওয়ার পর ঘরটি আলোকশূন্য হয়ে গেল।
নারী এর সমার্থক শব্দ কি কি?
নারী এর সমার্থক শব্দ : স্ত্রী, , রমণী, রামা, , মেয়েমানুষ, ললনা, অঙ্গনা, মানবী, মহিলা, মেয়েছেলে, মেয়েলোক, বামা, অবলা অবলা- সে অবলা নারীটিকে সাহায্য করল। মানবী - মাদার টেরেসা একজন করুণাময়ী মানবী ছিলেন। মহিলা - সব মহিলাকে আমাদের সম্মান করা উচিৎ।
নারী এর সমার্থক শব্দ :
See lessস্ত্রী, , রমণী, রামা, , মেয়েমানুষ, ললনা, অঙ্গনা, মানবী, মহিলা, মেয়েছেলে, মেয়েলোক, বামা,
অবলা
অবলা- সে অবলা নারীটিকে সাহায্য করল।
মানবী – মাদার টেরেসা একজন করুণাময়ী মানবী ছিলেন।
মহিলা – সব মহিলাকে আমাদের সম্মান করা উচিৎ।
মন এর সমার্থক শব্দ কি কি?
মনের সমার্থক শব্দ: চিত্ত, বোধ, ইচ্ছা, প্রবৃত্তি, অভিনিবেশ, ধারণা, বিবেচনা, একাগ্রতা, অন্তরিন্দ্রিয়, স্মৃতি, নিবিষ্টতা, হৃদয়, ইচ্ছা - যাক ইচ্ছা অনুযায়ী সবকিছু ঠিঠাকমতো হয়ে গেলো! বিবেচনা - ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিবে। স্মৃতি - তার স্মৃতিশক্তি অনেক ভালো।
মনের সমার্থক শব্দ:
See lessচিত্ত, বোধ, ইচ্ছা, প্রবৃত্তি, অভিনিবেশ, ধারণা, বিবেচনা, একাগ্রতা, অন্তরিন্দ্রিয়, স্মৃতি, নিবিষ্টতা, হৃদয়,
ইচ্ছা – যাক ইচ্ছা অনুযায়ী সবকিছু ঠিঠাকমতো হয়ে গেলো!
বিবেচনা – ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিবে।
স্মৃতি – তার স্মৃতিশক্তি অনেক ভালো।
ভালোবাসা এর সমার্থক শব্দ কি কি? Synonyms of love in Bengali?
ভালোবাসা এর সমার্থক শব্দ: প্রীতি, প্রবল, পছন্দ, প্রণয়, পিরিত, পেয়ার, অনুরক্তি, আদর, স্নেহ, অনুরাগ, মমতা, অনুরাগপছন্দ প্রীতি - স্বতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শিক্ষক মহাশয় অনুষ্ঠান আরম্ভ করলেন। পছন্দ - ক্রিকেট আমার একটি পছন্দের খেলা। আদর - মা তার সন্তানের জন্য আদর করে খাবারটি বানিয়ে আনলেRead more
ভালোবাসা এর সমার্থক শব্দ: প্রীতি, প্রবল, পছন্দ, প্রণয়, পিরিত, পেয়ার, অনুরক্তি, আদর, স্নেহ, অনুরাগ, মমতা, অনুরাগপছন্দ প্রীতি – স্বতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শিক্ষক মহাশয় অনুষ্ঠান আরম্ভ করলেন। পছন্দ – ক্রিকেট আমার একটি পছন্দের খেলা। আদর – মা তার সন্তানের জন্য আদর করে খাবারটি বানিয়ে আনলেন।
See lessভাগ্য সমার্থক শব্দ কি কি?
ভাগ্য এর সমার্থক শব্দ: ললাট, নসিব, বরাত, নিয়তি, কপাল, বিধি নসিব - তার নসিব ভালো ছিল বলেই সে এই ভয়াবহ অগ্নিকান্ড থেকে বেঁচে রইল। কপাল - যাক কপাল ভালো থাকায় এই রকম একটি কঠিন পরীক্ষায় ভালো নম্বর পেলাম। বিধি - বিধির বিধান কেউই বদলাতে পারে না।
ভাগ্য এর সমার্থক শব্দ:
ললাট, নসিব, বরাত, নিয়তি, কপাল, বিধি
নসিব – তার নসিব ভালো ছিল বলেই সে এই ভয়াবহ অগ্নিকান্ড থেকে বেঁচে রইল।
See lessকপাল – যাক কপাল ভালো থাকায় এই রকম একটি কঠিন পরীক্ষায় ভালো নম্বর পেলাম।
বিধি – বিধির বিধান কেউই বদলাতে পারে না।