Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
বাগান এর সমার্থক শব্দ কি কি?
বাগান এর সমার্থক শব্দ: বাগ, বাগিচা, উপবন, তপোবন, বাগীশ, বাটিকা, উদ্যান বাগ - এবারে ফুলের বাগটি সুন্দর হয়েছে। বাগিচা - আমার ঘরের সামনে একটি ফুলবাগিচা আছে। উদ্যান - আমাদের স্কুলের সামনে একটি উদ্যান আছে।
বাগান এর সমার্থক শব্দ:
See lessবাগ, বাগিচা, উপবন, তপোবন, বাগীশ, বাটিকা, উদ্যান
বাগ – এবারে ফুলের বাগটি সুন্দর হয়েছে।
বাগিচা – আমার ঘরের সামনে একটি ফুলবাগিচা আছে।
উদ্যান – আমাদের স্কুলের সামনে একটি উদ্যান আছে।
খারাপের সমার্থক শব্দ কি কি?
খারাপের সমার্থক শব্দ : মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট মন্দ - মন্দ কথা বলা উচিৎ নয়। কু - কু ব্যক্তির সাথে বন্ধুত্ব করা ঠিক নয়। বদ - ব্যক্তিটি অনেক বদ মেজাজী ।
খারাপের সমার্থক শব্দ :
মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট
মন্দ – মন্দ কথা বলা উচিৎ নয়।
কু – কু ব্যক্তির সাথে বন্ধুত্ব করা ঠিক নয়।
বদ – ব্যক্তিটি অনেক বদ মেজাজী ।
See lessগাছ এর সমার্থক শব্দ কি কি? Synonyms of tree in Bengali?
গাছের সমার্থক শব্দ: বৃক্ষ, তরু, বিটপী, উদ্ভিদ, পাদপ বৃক্ষ - এই বৃক্ষটি আমি নিজের হাতে রোপণ করেছি। তরু - তরু রোপণ করা পরিবেশের জন্য অনেক ভালো। বিটপী - গাছের অপর নম বিটপী ।
গাছের সমার্থক শব্দ:
See lessবৃক্ষ, তরু, বিটপী, উদ্ভিদ, পাদপ
বৃক্ষ – এই বৃক্ষটি আমি নিজের হাতে রোপণ করেছি। তরু – তরু রোপণ করা পরিবেশের জন্য অনেক ভালো।
বিটপী – গাছের অপর নম বিটপী ।
বাঘ এর সমার্থক শব্দ কি কি? Synonyms of tiger in Bengali?
বাঘের সমার্থক শব্দ: ব্যাঘ্র, শের, শার্দুল, দ্বীপী, বাঘ, গুহাশয়, ব্যাঘ্র - ব্যাঘ্র একটি হিংশ্র পণী | শের - গুহায় শেরটি বসে বসে আছে। গুহাশয় - বাঘ একটি গুহাশয় প্রাণী, তাই বাঘের আরেক নাম গুহাশয়।
বাঘের সমার্থক শব্দ:
See lessব্যাঘ্র, শের, শার্দুল, দ্বীপী, বাঘ, গুহাশয়,
ব্যাঘ্র – ব্যাঘ্র একটি হিংশ্র পণী |
শের – গুহায় শেরটি বসে বসে আছে।
গুহাশয় – বাঘ একটি গুহাশয় প্রাণী, তাই বাঘের আরেক নাম গুহাশয়।
ফুল এর সমার্থক শব্দ কি কি? Synonyms of flower in Bengali?
ফুলের সমার্থক শব্দ: কুসুম, পুষ্প, প্রসূন, রঙ্গন, গুল, রঙ্গনা কুসুম - ফুলের সমার্থক শব্দ কুসুম পুষ্প - পুষ্প সবসময় পরার্থে বিলীন হয়। প্রসূন - পুষ্পের সমার্থক শব্দ হচ্ছে প্রসূন।
ফুলের সমার্থক শব্দ:
কুসুম, পুষ্প, প্রসূন, রঙ্গন, গুল, রঙ্গনা
কুসুম – ফুলের সমার্থক শব্দ কুসুম
পুষ্প – পুষ্প সবসময় পরার্থে বিলীন হয়।
প্রসূন – পুষ্পের সমার্থক শব্দ হচ্ছে প্রসূন।
See lessরক্তের সমার্থক শব্দ কি কি?
রক্তের সমার্থক শব্দ : রক্তিম, শোণিত, রাঙা, রুধির, লাল, রঞ্জিত, আসক্ত, অনুরক্ত রক্তিম- বাগানে আজ রক্তিম জবা অনেকগুলো ফুটেছে। শোণিত - শোণিত রক্তের অন্য নাম। রাঙা - বাগানে আজ অনেক গুলি রাঙা ফুল ফুটেছে।
রক্তের সমার্থক শব্দ :
রক্তিম, শোণিত, রাঙা, রুধির, লাল, রঞ্জিত, আসক্ত, অনুরক্ত
রক্তিম- বাগানে আজ রক্তিম জবা অনেকগুলো ফুটেছে।
শোণিত – শোণিত রক্তের অন্য নাম।
রাঙা – বাগানে আজ অনেক গুলি রাঙা ফুল ফুটেছে।
See lessমেঘ এর সমার্থক শব্দ কি? Synonyms of rain in Bengali?
মেঘের সমার্থক শব্দ: কাদম্বিনী, জলদ, বারিদ, জলধর, নীরধর, নীরদ, কাদম্বিনী - মেয়ে শিশুটির জন্মের পর তার নাম কাদম্বিনী রাখা হয়েছে। জলদ- জলদ শব্দের অর্থ হচ্ছে মেঘ। বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে মেঘ।
মেঘের সমার্থক শব্দ:
কাদম্বিনী, জলদ, বারিদ, জলধর, নীরধর, নীরদ,
কাদম্বিনী – মেয়ে শিশুটির জন্মের পর তার নাম কাদম্বিনী রাখা হয়েছে।
জলদ- জলদ শব্দের অর্থ হচ্ছে মেঘ।
বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে মেঘ।
See lessপাখি এর সমার্থক শব্দ কি? Synonyms of bird in Bengali?
পাখির সমার্থক শব্দ: পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, খগ, দ্বিজ অণ্ডজ, চিড়িয়া। পক্ষী - পক্ষীর কু-জনে আমার মন ভরে গেলো। বিহগ - পক্ষীর প্রতিশব্দ হচ্ছে বিহঙ্গ এবং বিহঙ্গ থেকে এসেছে বিহগ। বিহঙ্গ - পক্ষীর প্রতিশব্দ হচ্ছে বিহঙ্গ।
পাখির সমার্থক শব্দ:
পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, খগ, দ্বিজ অণ্ডজ, চিড়িয়া।
পক্ষী – পক্ষীর কু-জনে আমার মন ভরে গেলো।
বিহগ – পক্ষীর প্রতিশব্দ হচ্ছে বিহঙ্গ এবং বিহঙ্গ থেকে এসেছে বিহগ।
বিহঙ্গ – পক্ষীর প্রতিশব্দ হচ্ছে বিহঙ্গ।
See lessশরীর এর সমার্থক শব্দ কি? Synonyms of body in Bengali?
শরীরের সমার্থক শব্দ: কলেবর, গা, দেহ, অঙ্গ, তনু, গাত্র, বপু, গতর, কায়া। দেহ - শরীরের আরেক নাম দেহ। অঙ্গ - চোখ আমাদের একটি অপরীহার্য অঙ্গ। তনু – দেহের একটি প্রতিশব্দ হচ্ছে তনু।
শরীরের সমার্থক শব্দ:
কলেবর, গা, দেহ, অঙ্গ, তনু, গাত্র, বপু, গতর, কায়া।
দেহ – শরীরের আরেক নাম দেহ।
অঙ্গ – চোখ আমাদের একটি অপরীহার্য অঙ্গ।
তনু – দেহের একটি প্রতিশব্দ হচ্ছে তনু।
See lessদুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বাক্য রচনা কর?
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বাক্য রচনা: দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো - তার মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো, অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো - তার মতো বেকার, অপদার্থ, মাতাল, দুষ্ট ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো অর্থাৎ দুষ্টু গরুর চেয়েRead more
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বাক্য রচনা:
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো – তার মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো, অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো – তার মতো বেকার, অপদার্থ, মাতাল, দুষ্ট ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো – এখানে খারাপ লোক থাকার চেয়ে না থাকাই ভালো অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
See less