1. হৃদয় দিয়ে বাক্য রচনা : হৃদয় - আজকাল হৃদয়বান ব্যাক্তি পাওয়া মুশকিল। হৃদয় - আমার বন্ধু শামের হৃদয়টি খুব কোমল। হৃদয় - সে তার হৃদয় খুলে আমাকে সাহায্য করল।

    হৃদয় দিয়ে বাক্য রচনা :

    হৃদয় – আজকাল হৃদয়বান ব্যাক্তি পাওয়া মুশকিল।

    হৃদয় – আমার বন্ধু শামের হৃদয়টি খুব কোমল।

    হৃদয় – সে তার হৃদয় খুলে আমাকে সাহায্য করল।

    See less
  2. আঙিনা দিয়ে বাক্য রচনা: আঙিনা - ছোট শিশুটি আঙিনায় হামাগুড়ি দিচ্ছে। আঙিনা - ছেলেরা আঙিনায় খেলছে। আঙিনা - আমাদের আঙিনায় একটি বড় বেল গাছ আছে।

    আঙিনা দিয়ে বাক্য রচনা:

    আঙিনা – ছোট শিশুটি আঙিনায় হামাগুড়ি দিচ্ছে।

    আঙিনা – ছেলেরা আঙিনায় খেলছে।

    আঙিনা – আমাদের আঙিনায় একটি বড় বেল গাছ আছে।

    See less
  3. দিঘি দিয়ে বাক্য রচনা:  দিঘি - সে গরুটি দিঘির কিনারে চরাতে নিয়ে গেলো। দিঘি - ছেলেরা দিঘিতে সাঁতার কাটছে। দিঘি - শীতের দিনে দিঘিতে স্নান করতে খুব ভালো লাগে।

    দিঘি দিয়ে বাক্য রচনা: 

    দিঘি – সে গরুটি দিঘির কিনারে চরাতে নিয়ে গেলো।

    দিঘি – ছেলেরা দিঘিতে সাঁতার কাটছে।

    দিঘি – শীতের দিনে দিঘিতে স্নান করতে খুব ভালো লাগে।

    See less
  4. দুরন্ত দিয়ে বাক্য রচনা: দুরন্ত : ব্যাক্তিটি খুবই দুরন্ত। দুরন্ত : আমার বন্ধু খুবই দুরন্ত আমরা যখনই কোনো বিপদের মধ্য পড়ি সে আমাদের সাহায্য করতে এগিয়ে আসে দুরন্ত : আজকাল দুরন্ত বন্ধু পাওয়া মুশকিল  

    দুরন্ত দিয়ে বাক্য রচনা:

    দুরন্ত : ব্যাক্তিটি খুবই দুরন্ত।

    দুরন্ত : আমার বন্ধু খুবই দুরন্ত আমরা যখনই কোনো বিপদের মধ্য পড়ি সে আমাদের সাহায্য করতে এগিয়ে আসে

    দুরন্ত : আজকাল দুরন্ত বন্ধু পাওয়া মুশকিল

     

    See less
  5. অনল দিয়ে বাক্য রচনা: অনল - অনল পুষিতে চাহি আপনার হিয়া মাঝে। অনল - অনল লেগে সংশয়টা নষ্ট হয়ে গেলো। অনল - সুখের সংসারটা অনলে একেবারে পুড়ে গেলো।

    অনল দিয়ে বাক্য রচনা:

    অনল – অনল পুষিতে চাহি আপনার হিয়া মাঝে।

    অনল – অনল লেগে সংশয়টা নষ্ট হয়ে গেলো।

    অনল – সুখের সংসারটা অনলে একেবারে পুড়ে গেলো।

    See less
  6. অনায়াসে দিয়ে বাক্য রচনা: অনায়াসে - সে অনায়াসে চাকরিটা পেয়ে গেলো। অনায়াসে - সে অনায়াসে সমস্যাটি সমাধান করে দিল। অনায়াসে - সে অনায়াসে অঙ্কটি করে দিলো।

    অনায়াসে দিয়ে বাক্য রচনা:

    অনায়াসে – সে অনায়াসে চাকরিটা পেয়ে গেলো।

    অনায়াসে – সে অনায়াসে সমস্যাটি সমাধান করে দিল।

    অনায়াসে – সে অনায়াসে অঙ্কটি করে দিলো।

    See less
  7. অনৈক্য দিয়ে বাক্য রচনা: অনৈক্য - অনৈক্য থাকার কারনেই আজ এদিন দেখতে হয়। অনৈক্য - সাম্প্রদায়িক অনৈক্য অনেক বাধার কারণ হয়। অনৈক্য - অনৈক্যতার কারনেই সংশয়টা ভেঙে গেলো।

    অনৈক্য দিয়ে বাক্য রচনা:

    অনৈক্য – অনৈক্য থাকার কারনেই আজ এদিন দেখতে হয়।

    অনৈক্য – সাম্প্রদায়িক অনৈক্য অনেক বাধার কারণ হয়।

    অনৈক্য – অনৈক্যতার কারনেই সংশয়টা ভেঙে গেলো।

    See less
  8. অতিশয় দিয়ে বাক্য রচনা : অতিশয় - অতিশয় বৃষ্টির ফলে বন্যা হয়ে গেলো। অতিশয় - অতিশয় লোভ ভালো নয়। অতিশয় - মনে হয় অতিশয় দুঃসময়টা কাটিয়ে উঠলাম।

    অতিশয় দিয়ে বাক্য রচনা :

    অতিশয় – অতিশয় বৃষ্টির ফলে বন্যা হয়ে গেলো।

    অতিশয় – অতিশয় লোভ ভালো নয়।

    অতিশয় – মনে হয় অতিশয় দুঃসময়টা কাটিয়ে উঠলাম।

    See less
  9. অধিকার দিয়ে বাক্য রচনা: অধিকার - সার্বজনীক কাজে সকল শ্রেণীর লোকের সমান অধিকার রয়েছে। অধিকার - রাজুকে সকল প্রকার সম্পত্তির অধিকার থেকে তার মা-বাবা বঞ্চিত করলেন। অধিকার - নদীর জলে সকলের সমান অধিকার থাকে।

    অধিকার দিয়ে বাক্য রচনা:

    অধিকার – সার্বজনীক কাজে সকল শ্রেণীর লোকের সমান অধিকার রয়েছে।

    অধিকার – রাজুকে সকল প্রকার সম্পত্তির অধিকার থেকে তার মা-বাবা বঞ্চিত করলেন।

    অধিকার – নদীর জলে সকলের সমান অধিকার থাকে।

    See less
  10. চিরনতুন দিয়ে বাক্য রচনা: চিরনতুন - মায়ের দেওয়া পোশাকটি আমার কাছে চিরনতুনই থাকবে। চিরনতুন - তোমার দেওয়া পোশাকটি আমার কাছে চিরনতুন থাকবে। চিরনতুন - বাবা-মায়ের দেওয়া আশীর্বাদস্বরপ এই চেনটি চিরনতুন থাকবে।

    চিরনতুন দিয়ে বাক্য রচনা:

    চিরনতুন – মায়ের দেওয়া পোশাকটি আমার কাছে চিরনতুনই থাকবে।

    চিরনতুন – তোমার দেওয়া পোশাকটি আমার কাছে চিরনতুন থাকবে।

    চিরনতুন – বাবা-মায়ের দেওয়া আশীর্বাদস্বরপ এই চেনটি চিরনতুন থাকবে।

    See less