Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
চরণ দিয়ে বাক্য রচনা কর?
চরণ দিয়ে বাক্য রচনা: চরণ - পরীক্ষায় যাওয়ার আগে মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিলাম। চরণ - মাতৃভূমির চরণ স্পর্শ করে আমার জীবন ধন্য হল। চরণ - মাতৃভূমির চরণে ডালি দিনু এ জীবন মোর।
চরণ দিয়ে বাক্য রচনা:
চরণ – পরীক্ষায় যাওয়ার আগে মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিলাম।
চরণ – মাতৃভূমির চরণ স্পর্শ করে আমার জীবন ধন্য হল।
চরণ – মাতৃভূমির চরণে ডালি দিনু এ জীবন মোর।
See lessছায়া দিয়ে বাক্য রচনা কর?
ছায়া দিয়ে বাক্য রচনা: ছায়া - বৃদ্ধ লোকটি গাছের ছায়া-র নীচে বসে আছে। ছায়া - বাচ্ছরা গাছের ছায়া-র নীচে বসে খেলা করছে। ছায়া- এই সেই গাছ যার ছায়ায় বসে তিনি কবিতা লিখেছিলেন।
ছায়া দিয়ে বাক্য রচনা:
ছায়া – বৃদ্ধ লোকটি গাছের ছায়া-র নীচে বসে আছে।
ছায়া – বাচ্ছরা গাছের ছায়া-র নীচে বসে খেলা করছে।
ছায়া- এই সেই গাছ যার ছায়ায় বসে তিনি কবিতা লিখেছিলেন।
See lessভ্রমর দিয়ে বাক্য রচনা কর?
ভ্রমর দিয়ে বাক্য রচনা: ভ্রমর - ঘরেতে ভ্রমর এলো গুণগুণীয়ে। ভ্রমর - ভ্রমরের স্ত্রী লিঙ্গ হচ্ছে ভ্রমরী। ভ্রমর - সুগন্ধ পেয়ে ভ্রমরা বসল এসে ফুলের থোকায়।
ভ্রমর দিয়ে বাক্য রচনা:
ভ্রমর – ঘরেতে ভ্রমর এলো গুণগুণীয়ে।
ভ্রমর – ভ্রমরের স্ত্রী লিঙ্গ হচ্ছে ভ্রমরী।
ভ্রমর – সুগন্ধ পেয়ে ভ্রমরা বসল এসে ফুলের থোকায়।
See lessতপন দিয়ে বাক্য রচনা কর?
তপন দিয়ে বাক্য রচনা: তপন- এর সমার্থক শব্দ শব্দ হচ্ছে সূর্য। তপন - ভানু তার ছেলের নাম তপন রেখেছে। তপন - তপন অনেক ভালো গান করতে পারে।
তপন দিয়ে বাক্য রচনা:
তপন- এর সমার্থক শব্দ শব্দ হচ্ছে সূর্য।
তপন – ভানু তার ছেলের নাম তপন রেখেছে।
তপন – তপন অনেক ভালো গান করতে পারে।
See lessতটিনী দিয়ে বাক্য রচনা কর?
তটিনী দিয়ে বাক্য রচনা: তটিনী - তটিনী তৃষ্ণা মেটায়। তটিনী - তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। তটিনী - রাম তটিনীর কিনারায় একা বসে আছে।
তটিনী দিয়ে বাক্য রচনা:
তটিনী – তটিনী তৃষ্ণা মেটায়।
তটিনী – তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী।
তটিনী – রাম তটিনীর কিনারায় একা বসে আছে।
See lessতন্ময় দিয়ে বাক্য রচনা কর?
তন্ময় দিয়ে বাক্য রচনা: তন্ময় - তন্ময় শব্দের অর্থ হচ্ছে কোন কিছুতে লিপ্ত হয়ে থাকা। তন্ময় - পূজারী পূজায় তন্ময় (লিপ্ত) হয়ে আছেন। তন্ময় - তিনি ধ্যানে তন্ময় (লিপ্ত) হয়ে আছেন
তন্ময় দিয়ে বাক্য রচনা:
তন্ময় – তন্ময় শব্দের অর্থ হচ্ছে কোন কিছুতে লিপ্ত হয়ে থাকা।
তন্ময় – পূজারী পূজায় তন্ময় (লিপ্ত) হয়ে আছেন।
তন্ময় – তিনি ধ্যানে তন্ময় (লিপ্ত) হয়ে আছেন
See lessরথ দিয়ে বাক্য রচনা কর?
রথ দিয়ে বাক্য রচনা: রথ - প্রতি বৎসর রম যাত্রা হয়। রথ - প্রতি বৎসর রথে মেলা বসেI রথ - রথের মেলায় অনেক মাটির তৈরী জিনিস পাওয়া যায়।
রথ দিয়ে বাক্য রচনা:
See lessরথ – প্রতি বৎসর রম যাত্রা হয়।
রথ – প্রতি বৎসর রথে মেলা বসেI
রথ – রথের মেলায় অনেক মাটির তৈরী জিনিস পাওয়া যায়।
রাঙা দিয়ে বাক্য রচনা কর?
রাঙা দিয়ে বাক্য রচনা: রাঙ - বাঙা এর অর্থ হচ্ছে রঙিন। রাঙা - বাগানে অনেক ধরনের রাঙ ফুল ফুটেছে। রাঙা - সকাল সকাল রাঙা ফুলটিকে দখে রামের মন অনেক ভালো হয়ে গেলো ।
রাঙা দিয়ে বাক্য রচনা:
রাঙ – বাঙা এর অর্থ হচ্ছে রঙিন।
রাঙা – বাগানে অনেক ধরনের রাঙ ফুল ফুটেছে।
রাঙা – সকাল সকাল রাঙা ফুলটিকে দখে রামের মন অনেক ভালো হয়ে গেলো ।
See lessলাঞ্ছনা দিয়ে বাক্য রচনা কর?
লাঞ্ছনা: লাঞ্ছনা - আমার বন্ধুরা অপরিচিত লোকটিকে বিনা দোষে লাঞ্ছনা করল। লাঞ্ছনা - সমাজের নিম্ন শ্রেণীর মানুষ প্রায়ই লাঞ্ছিত হয়। লাঞ্ছনা - বিনা দোষে কাউকে লাঞ্ছনা করা উচিত নয়।
লাঞ্ছনা:
লাঞ্ছনা – আমার বন্ধুরা অপরিচিত লোকটিকে বিনা দোষে লাঞ্ছনা করল।
See lessলাঞ্ছনা – সমাজের নিম্ন শ্রেণীর মানুষ প্রায়ই লাঞ্ছিত হয়।
লাঞ্ছনা – বিনা দোষে কাউকে লাঞ্ছনা করা উচিত নয়।
জলে কুমির ডাঙায় বাঘ বাক্য রচনা কর?
জলে কুমির ডাঙায় বাঘ: জলে কুমির ডাঙায় বাঘ – তার সঙ্গে কথা বললেও বিপদ না বললেও বিপদ, আমি উভয় সংকটের মধ্যে পড়লাম অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ জলে কুমির ডাঙায় বাঘ – এদিকে গেলেও বিপদ না গেলেও বিপদ, এখন আমার অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ। জলে কুমির ডাঙায় বাঘ – তার এমন এখন এমন একটি অবস্থা, বড় বাবুর কথা নাRead more
জলে কুমির ডাঙায় বাঘ:
জলে কুমির ডাঙায় বাঘ – তার সঙ্গে কথা বললেও বিপদ না বললেও বিপদ, আমি উভয় সংকটের মধ্যে পড়লাম অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ
জলে কুমির ডাঙায় বাঘ – এদিকে গেলেও বিপদ না গেলেও বিপদ, এখন আমার অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ।
জলে কুমির ডাঙায় বাঘ – তার এমন এখন এমন একটি অবস্থা, বড় বাবুর কথা না শুনলে তার চাকরি যাবে, এদিকে সে জ্বলজ্যান্ত মিথ্যেয়াকেও হজম করতে পারছে না।
See less