1. যার কর্ম তারে সাজে বাক্য রচনা: যার কর্ম তারে সাজে - যে যেই জায়গায় যোগ্য সেই জায়গায়ই মানায় অর্থাৎ ( যার কর্ম তারে সাজে) যার কর্ম তারে সাজে - সবার নিজ নিজ কাজ করা উচিত, অনভিজ্ঞ ব্যাক্তির দ্বারা কাজটি পন্ড হতে পারে অর্থাৎ যার কর্ম তারে সাজে। যার কর্ম তারে সাজে - আমার বড়ত্ব দেখানোর জন্য রান্না করতRead more

    1. যার কর্ম তারে সাজে বাক্য রচনা:

    যার কর্ম তারে সাজে – যে যেই জায়গায় যোগ্য সেই জায়গায়ই মানায় অর্থাৎ ( যার কর্ম তারে সাজে)
    যার কর্ম তারে সাজে – সবার নিজ নিজ কাজ করা উচিত, অনভিজ্ঞ ব্যাক্তির দ্বারা কাজটি পন্ড হতে পারে অর্থাৎ যার কর্ম তারে সাজে।
    যার কর্ম তারে সাজে – আমার বড়ত্ব দেখানোর জন্য রান্না করতে গিয়ে বোঝলাম যার কর্ম তারে সাজে।

    See less
  2. গৃহস্থ দিয়ে বাক্য রচনা:  গৃহস্থ - গৃহস্থ লোকের দায়িত্ত্ব বেশি থাকে। গৃহস্থ - প্রবাদে বলা হয় চোরের একশ দিন আর গৃহস্থের একদিন। গৃহস্থ - সে বিয়ে করে নতুন গৃহস্থ গড়েছে।

    গৃহস্থ দিয়ে বাক্য রচনা: 

    গৃহস্থ – গৃহস্থ লোকের দায়িত্ত্ব বেশি থাকে।
    গৃহস্থ – প্রবাদে বলা হয় চোরের একশ দিন আর গৃহস্থের একদিন।
    গৃহস্থ – সে বিয়ে করে নতুন গৃহস্থ গড়েছে।

    See less
  3. মরা হাতি লাখ টাকা বাক্য রচনা: মরা হাতি লাখ টাকা - শিক্ষা এমন একটি অমূল্য বস্ত যা মরা হাতি লাখ টাকা। মরা হাতি লাখ টাকা - জ্ঞানী ব্যক্তি অসুস্থ হলেও সমাজের কাছে মরা হাতি লাখ টাকা। মরা হাতি লাখ টাকা - একজন শিল্পী প্রতিযোগিতায় হারলেও তার দক্ষতা মরা হাতি লাখ টাকা।

    মরা হাতি লাখ টাকা বাক্য রচনা:

    মরা হাতি লাখ টাকা – শিক্ষা এমন একটি অমূল্য বস্ত যা মরা হাতি লাখ টাকা।

    মরা হাতি লাখ টাকা – জ্ঞানী ব্যক্তি অসুস্থ হলেও সমাজের কাছে মরা হাতি লাখ টাকা।

    মরা হাতি লাখ টাকা – একজন শিল্পী প্রতিযোগিতায় হারলেও তার দক্ষতা মরা হাতি লাখ টাকা।

    See less
  4. অঞ্জলি দিয়ে বাক্য রচনা: অঞ্জলি - পূজারী মহোদয় ফুল দিয়ে অঞ্জলি দিলেন। অঞ্জলি - প্রধান শিক্ষক মহাশয় অতিথিকে শ্রদ্ধাঞ্জলি (শ্রদ্ধা+অঞ্জলি) জানালেন। অঞ্জলি - রাম অঞ্জলির জন্য জিনিসপত্র নিয়ে আসলো।

    অঞ্জলি দিয়ে বাক্য রচনা:

    অঞ্জলি – পূজারী মহোদয় ফুল দিয়ে অঞ্জলি দিলেন।
    অঞ্জলি – প্রধান শিক্ষক মহাশয় অতিথিকে শ্রদ্ধাঞ্জলি (শ্রদ্ধা+অঞ্জলি) জানালেন।
    অঞ্জলি – রাম অঞ্জলির জন্য জিনিসপত্র নিয়ে আসলো।

    See less
  5. This answer was edited.

    নিবিড় দিয়ে বাক্য রচনা:  নিবিড় - নিবিড় জঙ্গলের মধ্যে দিয়ে নদীটি প্রবাহিত হয়ে সাগরে পড়েছে। নিবিড় - রমের এবং আমাদের পরিবারে মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। নিবিড় - গতকাল নিবিড় রাতে একটি চোর এসেছিল।  

    নিবিড় দিয়ে বাক্য রচনা:

     নিবিড় – নিবিড় জঙ্গলের মধ্যে দিয়ে নদীটি প্রবাহিত হয়ে সাগরে পড়েছে।

    নিবিড় – রমের এবং আমাদের পরিবারে মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে।

    নিবিড় – গতকাল নিবিড় রাতে একটি চোর এসেছিল।  

    See less
  6. নির্জন - রাকেশ শুরগুল জায়গা থেকে নির্জন জায়গায় সময় কাটাতে ভালোবাসে। নির্জন - এই নির্জন জঙ্গলে একা যাওয়া ঠিক নয়। নির্জন - ভূতের ভয়ের জন্য সন্ধ্যা নামার পূর্বেই জায়গাটি নির্জন হয়ে যায়।

    নির্জন – রাকেশ শুরগুল জায়গা থেকে নির্জন জায়গায় সময় কাটাতে ভালোবাসে।

    নির্জন – এই নির্জন জঙ্গলে একা যাওয়া ঠিক নয়।

    নির্জন – ভূতের ভয়ের জন্য সন্ধ্যা নামার পূর্বেই জায়গাটি নির্জন হয়ে যায়।

    See less
  7. This answer was edited.

    কাকুতি মিনতি দিয়ে বাক্য রচনা: কাকুতি মিনতি - করিম পরীক্ষাতে পাশ করিয়ে দেওয়ার জন্য শিক্ষক মহাশয়ের কাছে কাকুতি মিনতি করেছে। কাকুতি মিনতি - রমেন তার একটি বাইক কিনে দেওয়ার জন্য তার বাবার কাছে কাকুতি মিনতি করছে। কাকুতি মিনতি - আমার কাছে এইসব কাকুতি মিনতি করে লাভ নেই।

    কাকুতি মিনতি দিয়ে বাক্য রচনা:

    কাকুতি মিনতি – করিম পরীক্ষাতে পাশ করিয়ে দেওয়ার জন্য শিক্ষক মহাশয়ের কাছে কাকুতি মিনতি করেছে।

    কাকুতি মিনতি – রমেন তার একটি বাইক কিনে দেওয়ার জন্য তার বাবার কাছে কাকুতি মিনতি করছে।

    কাকুতি মিনতি – আমার কাছে এইসব কাকুতি মিনতি করে লাভ নেই।

    See less
  8. This answer was edited.

    যোগ্য দিয়ে বাক্য রচনা: যোগ্য - হোটেলের জেনারেল ম্যানেজার পদের জন্য সামের মত একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন। যোগ্য - দেশের উন্নতির জন্য আমাদের যোগ্য নেতাদেরকে নির্বাচন করা দরকার। যোগ্য - আজকাল যোগ্য ব্যাক্তিদের কোনো দাম নেই।

    যোগ্য দিয়ে বাক্য রচনা:

    যোগ্য – হোটেলের জেনারেল ম্যানেজার পদের জন্য সামের মত একজন যোগ্য ব্যক্তির প্রয়োজন।

    যোগ্য – দেশের উন্নতির জন্য আমাদের যোগ্য নেতাদেরকে নির্বাচন করা দরকার।

    যোগ্য – আজকাল যোগ্য ব্যাক্তিদের কোনো দাম নেই।

    See less
  9. This answer was edited.

    ইঙ্গিত দিয়ে বাক্য রচনা: ইঙ্গিত - তারা ইঙ্গিত দিয়ে কিছু বলছিল। ইঙ্গিত - তোমার ইঙ্গিতটি আমি বুঝতে পেরেছি। ইঙ্গিত - শিক্ষক মহাশয় রহিমকে দাড়ানোর জন্য ইঙ্গিত করলেন।

    ইঙ্গিত দিয়ে বাক্য রচনা:

    ইঙ্গিত – তারা ইঙ্গিত দিয়ে কিছু বলছিল। ইঙ্গিত – তোমার ইঙ্গিতটি আমি বুঝতে পেরেছি। ইঙ্গিত – শিক্ষক মহাশয় রহিমকে দাড়ানোর জন্য ইঙ্গিত করলেন।

    See less
  10. This answer was edited.

    সাহসী দিয়ে বাক্য রচনা : সাহসী - ছেলেটি খুব সাহসী। সাহসী - একজন সাহসী ব্যাক্তিই এই কাজটি করতে পারে। সাহসী - নেপোলিয়ান বোনাপার্ট একজন সাহসী যোদ্ধা ছিলেন।

    সাহসী দিয়ে বাক্য রচনা :

    সাহসী – ছেলেটি খুব সাহসী। সাহসী – একজন সাহসী ব্যাক্তিই এই কাজটি করতে পারে। সাহসী – নেপোলিয়ান বোনাপার্ট একজন সাহসী যোদ্ধা ছিলেন।

    See less