Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ব্রত এর পদ পরিবর্তন কর?
ব্রত একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে - ব্রতচারী (বিশেষণ পদ) যেমন- রামের মা প্রত্যেক সপ্তাহে মৌন ব্রত পালন করেন। ব্রতচারী - সামের বাবা একজন ব্রতচারী ব্যক্তি।
ব্রত একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে – ব্রতচারী (বিশেষণ পদ)
See lessযেমন- রামের মা প্রত্যেক সপ্তাহে মৌন ব্রত পালন করেন।
ব্রতচারী – সামের বাবা একজন ব্রতচারী ব্যক্তি।
গৌরব এর পদ পরিবর্তন কর?
গৌরব একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে - গৌরবান্বিত, গৌরবিত (বিশেষণ পদ) যেমন : গৌরব - সফিক তার মা-বাবার গৌরব। গৌরবান্বিত - সফিক মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়ে তার মা-বাবাকে গৌরবান্বিত/গৌরবিত করেছে।
গৌরব একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে – গৌরবান্বিত, গৌরবিত (বিশেষণ পদ)
See lessযেমন :
গৌরব – সফিক তার মা-বাবার গৌরব।
গৌরবান্বিত – সফিক মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়ে তার মা-বাবাকে গৌরবান্বিত/গৌরবিত করেছে।
গাছ এর পদ পরিবর্তন কর?
গাছ একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে - গেছো (বিশেষণ পদ) যেমন : গাছ - গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। গেছো - পৃথিবীতে অসংখ্য গেছো প্রাণী রয়েছে।
- গাছ একটি (বিশেষ্য পদ) এর পদ পরিবর্তন করলে হবে – গেছো (বিশেষণ পদ)
See lessযেমন :
গাছ – গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে।
গেছো – পৃথিবীতে অসংখ্য গেছো প্রাণী রয়েছে।
কোমল এর পদ পরিবর্তন কর?
কোমল একটি (বিশেষণ পদ) এর পদ পরিবর্তন করলে হবে - কোমলতা, কোমলত্ব (বিশেষ্য পদ)। যেমন : কোমল - ছোট শিশুদের হাত খুবই কোমল থাকে। কোমলতা - তার কন্ঠে মাধুর্য ও কোমলতা রয়েছে।
কোমল একটি (বিশেষণ পদ) এর পদ পরিবর্তন করলে হবে – কোমলতা, কোমলত্ব (বিশেষ্য পদ)।
See lessযেমন :
কোমল – ছোট শিশুদের হাত খুবই কোমল থাকে।
কোমলতা – তার কন্ঠে মাধুর্য ও কোমলতা রয়েছে।
আবিষ্কার দিয়ে বাক্য রচনা কর?
আবিষ্কার দিয়ে বাক্য রচনা: আবিষ্কার - আধুনিক যুগে অনেক উন্নত মানের যন্ত্র আবিষ্কৃত হচ্ছে। আবিষ্কার - কলম্বাস আমেরিকার আবিষ্কার করেছিলেন। আবিষ্কার - আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কার করেছিলেন।
আবিষ্কার দিয়ে বাক্য রচনা:
See lessআবিষ্কার – আধুনিক যুগে অনেক উন্নত মানের যন্ত্র আবিষ্কৃত হচ্ছে।
আবিষ্কার – কলম্বাস আমেরিকার আবিষ্কার করেছিলেন।
আবিষ্কার – আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কার করেছিলেন।
উল্লাস দিয়ে বাক্য রচনা কর?
উল্লাস দিয়ে বাক্য রচনা: উল্লাস - প্রধান শিক্ষকের শিক্ষামূলক ভ্রমণের ঘোষণায় ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ - উল্লাসের সীমা রইল আনন্দ না। উল্লাস - তারা খেলায় জিতে হাসি উল্লাসে মেতে উঠল। উল্লাস - রামের বাবা রামকে নিয়ে দিল্লি বেড়াতে যাচ্ছেন, তার আনন্দ উল্লাসের সীমা রইল না।
উল্লাস দিয়ে বাক্য রচনা: উল্লাস – প্রধান শিক্ষকের শিক্ষামূলক ভ্রমণের ঘোষণায় ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ – উল্লাসের সীমা রইল আনন্দ না। উল্লাস – তারা খেলায় জিতে হাসি উল্লাসে মেতে উঠল। উল্লাস – রামের বাবা রামকে নিয়ে দিল্লি বেড়াতে যাচ্ছেন, তার আনন্দ উল্লাসের সীমা রইল না।
See lessউৎসাহ দিয়ে বাক্য রচনা কর?
উৎসাহ দিয়ে বাক্য রচনা: উৎসাহ - আমাদের পরীক্ষায় ভালো ফল আনার জন্য জন্য প্রধান শিক্ষক উৎসাহ দান করলেন। উৎসাহ - সে গল্পের বই পড়ার জন্য খুব উৎসাহ প্রকাশ করল। উৎসাহ - তার মত একজন উৎসাহী ছেলে যদি সফল না হয় তাহলে কে হবে।
উৎসাহ দিয়ে বাক্য রচনা:
উৎসাহ – আমাদের পরীক্ষায় ভালো ফল আনার জন্য জন্য প্রধান শিক্ষক উৎসাহ দান করলেন।
See lessউৎসাহ – সে গল্পের বই পড়ার জন্য খুব উৎসাহ প্রকাশ করল।
উৎসাহ – তার মত একজন উৎসাহী ছেলে যদি সফল না হয় তাহলে কে হবে।
যন্ত্র দিয়ে বাক্য রচনা কর?
যন্ত্র দিয়ে বাক্য রচনা: যন্ত্র - আমার ঘরে অনেক ধরনের যন্ত্রপাতি আছে। যন্ত্র - দিলোয়ার বলেছে সেক্স যন্ত্রপাতির দোকান দেবে। যন্ত্র - আধুনিক যুগে অনেক উন্নত মানের যন্ত্র আবিষ্কৃত হচ্ছে।
যন্ত্র দিয়ে বাক্য রচনা:
যন্ত্র – আমার ঘরে অনেক ধরনের যন্ত্রপাতি আছে।
See lessযন্ত্র – দিলোয়ার বলেছে সেক্স যন্ত্রপাতির দোকান দেবে।
যন্ত্র – আধুনিক যুগে অনেক উন্নত মানের যন্ত্র আবিষ্কৃত হচ্ছে।
মন্ত্র দিয়ে বাক্য রচনা কর?
মন্ত্র দিয়ে বাক্য রচনা: মন্ত্র - মন্ত্র জপ করে সাধনা লাভ করা যায়। মন্ত্র - রামের বাবা মন্ত্রের উচ্চারণ অনেক স্পষ্ট। মন্ত্র - সামের বাবা সংস্কৃত মন্ত্র পাঠ করে সবাইকে তাহার অর্থ বুঝিয়ে দিলেন।
মন্ত্র দিয়ে বাক্য রচনা:
মন্ত্র – মন্ত্র জপ করে সাধনা লাভ করা যায়।
See lessমন্ত্র – রামের বাবা মন্ত্রের উচ্চারণ অনেক স্পষ্ট।
মন্ত্র – সামের বাবা সংস্কৃত মন্ত্র পাঠ করে সবাইকে তাহার অর্থ বুঝিয়ে দিলেন।
মলিন দিয়ে বাক্য রচনা কর?
মলিন দিয়ে বাক্য রচনা: মলিন - তোমার হৃদয় টি খুব মলিন। মলিন - পাগল টার কাপড় মলিন। মলিন - এই টেবিল টি মলিন কে করল।
মলিন দিয়ে বাক্য রচনা:
মলিন – তোমার হৃদয় টি খুব মলিন।
See lessমলিন – পাগল টার কাপড় মলিন।
মলিন – এই টেবিল টি মলিন কে করল।