1. Esho He Boishakh Rabindranath Tagore Esho He Boishakh Esho Esho Taposho-nishasho-baye Mumurshore dao uraye Botshorer aborjona dur hoye jaak Jaak puratono smriti, Jaak bhule jawa geti Oshru-bashpo shudure milak Muche jaak glani ghuche jaak jora Agni-snane shuchi houk dhora Roshero abesh-rashi,ShushkoRead more

    Esho He Boishakh

    Rabindranath Tagore

    Esho He Boishakh Esho Esho
    Taposho-nishasho-baye Mumurshore dao uraye
    Botshorer aborjona dur hoye jaak

    Jaak puratono smriti, Jaak bhule jawa geti
    Oshru-bashpo shudure milak

    Muche jaak glani ghuche jaak jora
    Agni-snane shuchi houk dhora
    Roshero abesh-rashi,Shushko kori dao ashi
    Ano ano ano tobo Proloyero saakh
    Mayar kujhhoti-jal jaak dure jaak

     

    See less
    • 0
  2. আমার স্কুলের প্রথম দিন প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন স্মৃতি থাকে যা কখনো ভোলা যায় না। আমার স্কুলের প্রথম দিন সেই রকম একটি স্মৃতি যা চিরকাল মনে রাখার মত। দিনটি ছিল ৭ই জানুয়ারি ২০০৮ সাল, যেদিন আমি প্রথম স্কুলে পা রাখলাম। আমি তখন ভীষণ ছোট, বয়স সবেমাত্র ৫ পেরিয়ে ৬। মা আমাকে সেই দিন সময় মত স্কুলেRead more

    আমার স্কুলের প্রথম দিন

    প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন স্মৃতি থাকে যা কখনো ভোলা যায় না। আমার স্কুলের প্রথম দিন সেই রকম একটি স্মৃতি যা চিরকাল মনে রাখার মত। দিনটি ছিল ৭ই জানুয়ারি ২০০৮ সাল, যেদিন আমি প্রথম স্কুলে পা রাখলাম। আমি তখন ভীষণ ছোট, বয়স সবেমাত্র ৫ পেরিয়ে ৬। মা আমাকে সেই দিন সময় মত স্কুলে নিয়ে আসলেন। স্কুলে উপস্থিত হতেই নিজেকে আবিষ্কার করলাম সম্পূর্ণ একটি অচেনা জায়গায়। কেমন যেন মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করেছিল ভীষণভাবে। ছাত্র-ছাত্রীদের ভিড়ের মধ্যে নিজেকে খুব অসহায় মনে হয়েছিল। শেষ পর্যন্ত সিনিয়র শ্রেণীর এক ছাত্র আমাকে আমার শ্রেণিকক্ষে পৌঁছে দিল। শ্রেণিকক্ষে পৌঁছে আমি আরো ভেঙ্গে পড়লাম যখন দেখলাম আমার সহপাঠীদের মধ্যে সেই একই ভয়ের ছায়া। কাউ কাউ কে কাঁদতেও দেখলাম। যাই হোক, আমি চেষ্টা করলাম নিজেকে একটু সাহস দিতে।

    ঠিক যখন সকাল নয়টা তখন অনুষ্ঠিত হলো প্রাতঃ সভা। আমরা লাইন দিয়ে দাঁড়ালাম একের পরে এক। প্রধান শিক্ষক বক্তব্য রাখলেন এবং আমাদেরকে স্বাগতম জানালেন। প্রাতঃ সভাশেষ হলে আবার আমরা শ্রেণি কক্ষে ফিরে এসে বসে পড়লাম। আমাদের ক্লাস শিক্ষক এসে উপস্থিত হলেন। অনেক কিছু বললেন সঙ্গে বিভিন্ন নিয়ম সম্পর্কে আমাদেরকে অবগত করালেন। কিছুক্ষণ পর প্রথম ঘন্টা বাজল। তারপর একে একে আরো দুই জন শিক্ষক এসে দুইটি ক্লাস নিলেন। সব শিক্ষকই খুবই মৃদু আচরণ করলেন এবং আমাদেরকে উৎসাহিত করলেন। শিক্ষকদের এই বন্ধুসুলভ ব্যবহার ধীরে ধীরে আমার ভয় কাটাতে সাহায্য করল।

    তারপর বিরতি ঘন্টা শুরু হল। আমি আমার সহপাঠীদের সঙ্গে একটু আধটু কথা বললাম। বিরতি ঘন্টার শেষে ইংরেজি শিক্ষক এসে উপস্থিত হলেন। তিনি আমাদেরকে সতেজ করতে অনেক মজার মজার গল্প শোনালেন। আমরা সবাই মন দিয়ে শুনলাম এবং উপভোগ করলাম। তারপর সর্বশেষ ঘন্টা বাজলে আমি স্কুল থেকে বিদায় নিলাম। এই ভাবেই আমার স্কুলের প্রথম দিনটি শেষ হলো। সেই দিনের অচেনা পরিবেশ, অজানা ভয়, নতুন পরিচয় আমার মনে থাকবে অনন্তকাল।

    See less
    • 0
  3. চমৎকার একটি দেশাত্মবোধক গান। স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযুদ্ধাদের স্মরণে লিখিত এই গানটি আজ ও আমাদের কে শিহরিত করে। মাতৃভাষা ও মাতৃভূমির প্রেম আমাদেরকে সবসময়ই আকৃষ্ট করে এবং শক্তি যোগায় মাতৃভূমির শত্রুদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর। আমাদের মাতৃভূমি ও ছিল পরাধীন কিন্তু এই মাতৃভূমির পরাধীনতা কখনই কাম্য ছRead more

    চমৎকার একটি দেশাত্মবোধক গান। স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযুদ্ধাদের স্মরণে লিখিত এই গানটি আজ ও আমাদের কে শিহরিত করে। মাতৃভাষা ও মাতৃভূমির প্রেম আমাদেরকে সবসময়ই আকৃষ্ট করে এবং শক্তি যোগায় মাতৃভূমির শত্রুদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর।
    আমাদের মাতৃভূমি ও ছিল পরাধীন কিন্তু এই মাতৃভূমির পরাধীনতা কখনই কাম্য ছিলনা আর সেই লক্ষ্যে মাতৃভূমির স্বাধীনতার জন্য দাঁড়িয়েছিল হাজার হাজার যুবক-যুবতী। তাদের এই ত্যাগ এবং বলিদানের স্বরণার্থে এই গান।

    এই মাতৃভূমির মুক্তির জন্য যারা বলিদান হয়েছেন তাদের কথা লেখা রয়েছে অশ্রু জলে। তাদের বন্দীশালার শিকল ভাঙ্গা বিপ্লবী গাঁথা গুলি রক্তক্ষয়ী। কতই না তরুণ যুবক-যুবতী প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার এই লড়াইয়ে। তারা যদি ও আজ স্বর্গবাসী তবুও তারা জানে প্রিয় জন্মভূমির চেয়ে প্রিয় স্বর্গ কোথাও নাই।
    তাই আমরা আজ ব্রত করি স্বদেশপ্রেমের লক্ষ্যে, আমাদের সেই বীর মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা এই জীর্ণ জাতির বুকে আশা জাগিয়েছিল, যাদের জন্য আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা। আজ আমরা মাল্যদান করিব তাহাদের গলায়। তাদেরকে সম্মান জানাবো স্বতঃস্ফূর্তভাবে, তাদেরকে স্মরণ করিব অন্তর থেকে।

    See less
    • 0