Bengali Forum Latest Questions

  1. পথের পাঁচালী র শুটিংঃ পথের পাঁচালী চলচ্চিত্রটির শুটিং শুরু হয় ১৯৫২ সালের ২৭শে অক্টোবর। ছবিটির এক বৃহৎ অংশ শুটিং হয় কলকাতার নিকটবর্তী বড়াল গ্রামে। অবশ্য, ছবিটির প্রথম শুটিং বর্ধমান শহর থেকে অনতিদূরে পালসিট স্টেশনের কাছে শুরু হয়। তাছাড়া রাতের দৃশ্যগুলি স্টুডিওতে ধারণ করা হয়েছিল।

    পথের পাঁচালী র শুটিংঃ

    পথের পাঁচালী চলচ্চিত্রটির শুটিং শুরু হয় ১৯৫২ সালের ২৭শে অক্টোবর। ছবিটির এক বৃহৎ অংশ শুটিং হয় কলকাতার নিকটবর্তী বড়াল গ্রামে। অবশ্য, ছবিটির প্রথম শুটিং বর্ধমান শহর থেকে অনতিদূরে পালসিট স্টেশনের কাছে শুরু হয়। তাছাড়া রাতের দৃশ্যগুলি স্টুডিওতে ধারণ করা হয়েছিল।

    See less
  1. উত্তরঃ টিনের বাক্সে অপু একটা রং-ওঠা কাঠের ঘােড়া,  একটা টোল-খাওয়া টিনের ভেঁপু-বাঁশি, গােটাকতক কড়ি, দু-পয়সা দামের পিস্তল, কতকগুলাে শুকনাে নাটা ফল, খানকতক খাপরার কুচি রেখেছিল।  অপুর ছোট ছোট এই জিনিসগুলি তাহার কাছে মহামূল্যবান সম্পত্তি। সে এই খুঁটি নাটি জিনিসগুলো আলগে রাখে যাহাতে কেউ দেখে না ফেলে। অRead more

    উত্তরঃ

    টিনের বাক্সে অপু একটা রংওঠা কাঠের ঘােড়া,  একটা টোল-খাওয়া টিনের ভেঁপু-বাঁশি, গােটাকতক কড়ি, দু-পয়সা দামের পিস্তল, কতকগুলাে শুকনাে নাটা ফল, খানকতক খাপরার কুচি রেখেছিল। 

    অপুর ছোট ছোট এই জিনিসগুলি তাহার কাছে মহামূল্যবান সম্পত্তি। সে এই খুঁটি নাটি জিনিসগুলো আলগে রাখে যাহাতে কেউ দেখে না ফেলে। অপুর এই আচরণের মধ্যে দিয়ে তার তাঁর সরল মনের চরিত্রের দিক ফুটে ওঠেছে।

    See less
  1. This answer was edited.

    বজ্রপাত: নাসার (NASA) এক তথ্য অনুসারে, প্রতি সেকেন্ডে বিশ্বব্যাপী প্রায় ৪০ টি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং বিশ্বজুড়ে প্রতিদিন  প্রায় ২ হাজারেরও বেশি বজ্রপাত হয়। যা অকল্পনীয় হলেও সত্যি। সম্প্রতি নাসার Tropical Rainfall Measurement Mission (TRMM) দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী,  মারাকাইবো (ভেনিজুয়েলা) হ্রRead more

    বজ্রপাত:

    নাসার (NASA) এক তথ্য অনুসারে, প্রতি সেকেন্ডে বিশ্বব্যাপী প্রায় ৪০ টি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং বিশ্বজুড়ে প্রতিদিন  প্রায় ২ হাজারেরও বেশি বজ্রপাত হয়। যা অকল্পনীয় হলেও সত্যি।

    সম্প্রতি নাসার Tropical Rainfall Measurement Mission (TRMM) দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী,  মারাকাইবো (ভেনিজুয়েলা) হ্রদে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত হয় বলে জানা গিয়াছে, সেখানে প্রতি বর্গকিলোমিটারে প্রতি বছর ২৩৩ টির বেশি বজ্রপাত হয়ে থাকে।

    NASA র তথ্য মতে, সর্বাধিক বজ্রপাত যে অঞ্চলগুলিতে হয়ে থাকে তা ক্রম অনুসারে নিম্নরূপ:

    1. মারাকাইবো হ্রদ , ভেনেজুয়েলা।
    2. কাহুজি-বিগা জাতীয় উদ্যান, কঙ্গো।
    3. শাবুন্দা, কঙ্গো ।
    4. সিসেরেস, কলোম্বিয়া।
    5. অওালিকেল, কঙ্গো ।
    6. দাগার, পাকিস্তান।
    7. এল তাররা, কলোম্বিয়া।
    8. গুটি, ক্যামেরুন
    9. বুটেম্বো, কঙ্গো ।
    10. বোয়েন্ডে, কঙ্গো ।
    See less
  1. স্মরণ দিয়ে বাক্য রচনাঃ স্মরণ - সবসময়ই আমাদেরকে ঈশ্বরের স্মরণ করা উচিত। স্মরণ - স্মরণ শব্দের অর্থ মনে রাখা, স্মৃতি চারন করা। স্মরণ - আমি আমার মাতাপিতার উপদেশ সর্বদা স্মরণ রাখি।

    স্মরণ দিয়ে বাক্য রচনাঃ

    স্মরণ – সবসময়ই আমাদেরকে ঈশ্বরের স্মরণ করা উচিত।

    স্মরণ – স্মরণ শব্দের অর্থ মনে রাখা, স্মৃতি চারন করা।

    স্মরণ – আমি আমার মাতাপিতার উপদেশ সর্বদা স্মরণ রাখি।

    See less
  1. দুঃখ দিয়ে বাক্য রচনাঃ দুঃখ - কাউকে অকারনে দুঃখ দেয়া পাপ। দুঃখ - নিরীহ মানুষের প্রতি অন্যায়, অবিচার দেখলে আমার দুঃখ হয়। দুঃখ - সুখ ও দুঃখ জীবনের দুইটি অঙ্গ।

    দুঃখ দিয়ে বাক্য রচনাঃ

    দুঃখ – কাউকে অকারনে দুঃখ দেয়া পাপ।

    দুঃখ – নিরীহ মানুষের প্রতি অন্যায়, অবিচার দেখলে আমার দুঃখ হয়।

    দুঃখ – সুখ ও দুঃখ জীবনের দুইটি অঙ্গ।

    See less
  1. কৌতূহল দিয়ে বাক্য রচনাঃ কৌতূহল -  কোন বিষয়ে জানিবার আগ্রহকে কৌতূহল বলে। কৌতূহল - আমি মহাকাশ সম্মন্ধে খুবই কৌতূহলী। কৌতূহল - তোমার কি কোন বিষয়ে কৌতূহল আছে? কৌতূহল - খেলার পরিণামটি জানার জন্য আমার কৌতূহল চেপে রাখতে পারছি না।

    কৌতূহল দিয়ে বাক্য রচনাঃ

    কৌতূহল –  কোন বিষয়ে জানিবার আগ্রহকে কৌতূহল বলে।

    কৌতূহল – আমি মহাকাশ সম্মন্ধে খুবই কৌতূহলী।

    কৌতূহল – তোমার কি কোন বিষয়ে কৌতূহল আছে?

    কৌতূহল – খেলার পরিণামটি জানার জন্য আমার কৌতূহল চেপে রাখতে পারছি না।

    See less
  1. চেতনা দিয়ে বাক্য রচনাঃ চেতনা - চেতনা মনের একটি ধর্ম বা বৈশিষ্ট্য। চেতনা - প্রত্যেক মানুষের চিন্তা ধারায় চেতনা বিদ্যমান। চেতনা - সচেতনতা এবং চেতনা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চেতনা - বিদ্যান ব্যাক্তির জীবনধারা আমাদের মনে চেতনা জাগায়।

    চেতনা দিয়ে বাক্য রচনাঃ

    চেতনা – চেতনা মনের একটি ধর্ম বা বৈশিষ্ট্য।

    চেতনা – প্রত্যেক মানুষের চিন্তা ধারায় চেতনা বিদ্যমান।

    চেতনা – সচেতনতা এবং চেতনা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    চেতনা – বিদ্যান ব্যাক্তির জীবনধারা আমাদের মনে চেতনা জাগায়।

    See less
  1. মেঘ দিয়ে বাক্য রচনাঃ মেঘ - আজ আকাশ মেঘলা, বৃষ্টি হবে। মেঘ - বর্ষার সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে। মেঘ - মেঘে মেঘে আকাশ কাল হয়ে গেছে। মেঘ - মেঘ দেখলে আমার ভয় হয়।

    মেঘ দিয়ে বাক্য রচনাঃ

    মেঘ – আজ আকাশ মেঘলা, বৃষ্টি হবে।

    মেঘ – বর্ষার সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে।

    মেঘ – মেঘে মেঘে আকাশ কাল হয়ে গেছে।

    মেঘ – মেঘ দেখলে আমার ভয় হয়।

    See less
  1. ফুল দিয়ে বাক্য রচনা: ফুল - সবাই ফুল ভালবাসে। ফুল - ফুল দিয়ে আমরা ঘর বাড়ি সাঁজাই। ফুল - ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। ফুল - ফুল পৃথিবীর সকল দেশে পাওয়া যায়। ফুল - গোলাপ আমার প্রিয় ফুল।

    ফুল দিয়ে বাক্য রচনা:

    ফুল – সবাই ফুল ভালবাসে।

    ফুল – ফুল দিয়ে আমরা ঘর বাড়ি সাঁজাই।

    ফুল – ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।

    ফুল – ফুল পৃথিবীর সকল দেশে পাওয়া যায়।

    ফুল – গোলাপ আমার প্রিয় ফুল।

    See less