উত্তরঃ টিনের বাক্সে অপু একটা রং-ওঠা কাঠের ঘােড়া, একটা টোল-খাওয়া টিনের ভেঁপু-বাঁশি, গােটাকতক কড়ি, দু-পয়সা দামের পিস্তল, কতকগুলাে শুকনাে নাটা ফল, খানকতক খাপরার কুচি রেখেছিল। অপুর ছোট ছোট এই জিনিসগুলি তাহার কাছে মহামূল্যবান সম্পত্তি। সে এই খুঁটি নাটি জিনিসগুলো আলগে রাখে যাহাতে কেউ দেখে না ফেলে। অRead more
উত্তরঃ
টিনের বাক্সে অপু একটা রং–ওঠা কাঠের ঘােড়া, একটা টোল-খাওয়া টিনের ভেঁপু-বাঁশি, গােটাকতক কড়ি, দু-পয়সা দামের পিস্তল, কতকগুলাে শুকনাে নাটা ফল, খানকতক খাপরার কুচি রেখেছিল।
অপুর ছোট ছোট এই জিনিসগুলি তাহার কাছে মহামূল্যবান সম্পত্তি। সে এই খুঁটি নাটি জিনিসগুলো আলগে রাখে যাহাতে কেউ দেখে না ফেলে। অপুর এই আচরণের মধ্যে দিয়ে তার তাঁর সরল মনের চরিত্রের দিক ফুটে ওঠেছে।
See less
পথের পাঁচালী র শুটিংঃ পথের পাঁচালী চলচ্চিত্রটির শুটিং শুরু হয় ১৯৫২ সালের ২৭শে অক্টোবর। ছবিটির এক বৃহৎ অংশ শুটিং হয় কলকাতার নিকটবর্তী বড়াল গ্রামে। অবশ্য, ছবিটির প্রথম শুটিং বর্ধমান শহর থেকে অনতিদূরে পালসিট স্টেশনের কাছে শুরু হয়। তাছাড়া রাতের দৃশ্যগুলি স্টুডিওতে ধারণ করা হয়েছিল।
পথের পাঁচালী র শুটিংঃ
পথের পাঁচালী চলচ্চিত্রটির শুটিং শুরু হয় ১৯৫২ সালের ২৭শে অক্টোবর। ছবিটির এক বৃহৎ অংশ শুটিং হয় কলকাতার নিকটবর্তী বড়াল গ্রামে। অবশ্য, ছবিটির প্রথম শুটিং বর্ধমান শহর থেকে অনতিদূরে পালসিট স্টেশনের কাছে শুরু হয়। তাছাড়া রাতের দৃশ্যগুলি স্টুডিওতে ধারণ করা হয়েছিল।
See less