Bengali Forum Latest Questions

  1. Latino তাদের বলে যারা আমেরিকার লাতিন অঞ্চলের মূল বাসিন্দা বা পারিবারিক সুত্রে লাতিনের অঞ্চলের সঙ্গে জড়িত। ল্যাটিনোরদের ভাষা হল লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স বা রোমানিক ভাষা।

    Latino তাদের বলে যারা আমেরিকার লাতিন অঞ্চলের মূল বাসিন্দা বা পারিবারিক সুত্রে লাতিনের অঞ্চলের সঙ্গে জড়িত। ল্যাটিনোরদের ভাষা হল লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স বা রোমানিক ভাষা।

    See less
  1. Misogamist meaning: * Misogamist - বিবাহদ্বেষী, বিবাহবিদ্বেষী * যাহারা বিবাহের বিরোধিতা করে বা বিবাহের প্রতি বিদ্বেষী মনভাব রাখে তাদেরকে বলে Misogamist। * Monogamist - যারা একক বিবাহের সমর্থক, Polygamist- যারা বহু বিবাহের সমর্থক।

    Misogamist meaning:

    * Misogamist – বিবাহদ্বেষী, বিবাহবিদ্বেষী

    * যাহারা বিবাহের বিরোধিতা করে বা বিবাহের প্রতি বিদ্বেষী মনভাব রাখে তাদেরকে বলে Misogamist।

    * Monogamist – যারা একক বিবাহের সমর্থক, Polygamist- যারা বহু বিবাহের সমর্থক।

    See less
  1. Henpecked এর বাংলা অর্থ হল 'স্ত্রীবশ'। এই শব্দটি এমন কোন পুরুষের জন্য ব্যবহার করা হয় যে তার স্ত্রীর অধীনে থাকে বা স্ত্রীর কথায় ওঠে বসে। যখন কেউ কোন পুরুষকে তার স্ত্রীর কথায় কথায় চলার জন্য অপছন্দ করে তখন সে সেই পুরুষের জন্য henpecked শব্দের ব্যবহার করে। যেমনঃ আমাদের অফিসের বড়বাবুকে উনার স্ত্রী henpecRead more

    Henpecked এর বাংলা অর্থ হল ‘স্ত্রীবশ’। এই শব্দটি এমন কোন পুরুষের জন্য ব্যবহার করা হয় যে তার স্ত্রীর অধীনে থাকে বা স্ত্রীর কথায় ওঠে বসে। যখন কেউ কোন পুরুষকে তার স্ত্রীর কথায় কথায় চলার জন্য অপছন্দ করে তখন সে সেই পুরুষের জন্য henpecked শব্দের ব্যবহার করে। যেমনঃ

    • আমাদের অফিসের বড়বাবুকে উনার স্ত্রী henpecked করে রেখেছে।
    • বউয়ের কথা শোনলেই  henpecked হয়ে যাওয়া হয় না, বউকে ভালোবাসি বলে ওর কথা শুনি।
    See less
  1. Narcissism- ★ নিজেকে অন্য থেকে বড় মনে করা বা আত্ম-অহংকার এমন স্বভাবের পৃষ্টপোষকতাকে বলে Narcissism। ★ যদিও 'আত্মকেন্দ্রিকতা’ বা ‘আত্মপ্রেম’ বোঝাতে ‘‘নার্সিসিজম’’ শব্দটি চালু হয়েছিল। ★ নিজের সৌন্দর্যে বা ক্ষমতায় বা আচরনে যে নিজের প্রতি আসক্ত  বা অতিশয় আত্নপ্রেমে যে আসক্ত তাহকে বলে নার্সিসিস্ট (NarcisRead more

    Narcissism-

    ★ নিজেকে অন্য থেকে বড় মনে করা বা আত্ম-অহংকার এমন স্বভাবের পৃষ্টপোষকতাকে বলে Narcissism।

    ★ যদিও ‘আত্মকেন্দ্রিকতা’ বা ‘আত্মপ্রেম’ বোঝাতে ‘‘নার্সিসিজম’’ শব্দটি চালু হয়েছিল।

    ★ নিজের সৌন্দর্যে বা ক্ষমতায় বা আচরনে যে নিজের প্রতি আসক্ত  বা অতিশয় আত্নপ্রেমে যে আসক্ত তাহকে বলে নার্সিসিস্ট (Narcissist)

     

    See less
  1. trendsetter এর বাংলা অর্থ হল 'রীতি শ্রষ্টা' বা 'প্রবনতা শ্রষ্টা'। কোন মানুষ যে কোন কিছুর জন্য 'ঝোঁক' 'রীতি' বা 'গতি' র সৃষ্টি করে তাকে trendsetter বলা হয়। যেমন সিনেমার তারকারা পোষাক পরিধানের গতি বা রীতির সৃষ্টি করে। trend মানে 'ঝোঁক', setter মানে যে ঝোঁকের গতি নির্ধারণ করে বা শুরু করে।

    trendsetter এর বাংলা অর্থ হল ‘রীতি শ্রষ্টা’ বা ‘প্রবনতা শ্রষ্টা’। কোন মানুষ যে কোন কিছুর জন্য ‘ঝোঁক’ ‘রীতি’ বা ‘গতি’ র সৃষ্টি করে তাকে trendsetter বলা হয়। যেমন সিনেমার তারকারা পোষাক পরিধানের গতি বা রীতির সৃষ্টি করে। trend মানে ‘ঝোঁক’, setter মানে যে ঝোঁকের গতি নির্ধারণ করে বা শুরু করে।

    See less
  1. Dude বিলাসবহুল শহুরে ছেলেদের অন্য ব্যবহার করা হয়। বিলাসী শহুরে ছেলে যারা খুব ফ্যাশনেবল পোশাক পরিচ্ছদ করে তাদের dude বলে ডাকা হয়। অবশ্য আজকাল যুবপ্রজন্ম এমনি একজন আরেকজনকে dude বলে ডাকে, আগে যেমন ভাই বা 'ব্রো' বলা হত তেমন। যেমনঃ রোহিতের মতো dude ছেলে শেষে কি না সন্যাসী হয়ে গেল! বাপের টাকায় এরকম dudeRead more

    Dude বিলাসবহুল শহুরে ছেলেদের অন্য ব্যবহার করা হয়। বিলাসী শহুরে ছেলে যারা খুব ফ্যাশনেবল পোশাক পরিচ্ছদ করে তাদের dude বলে ডাকা হয়। অবশ্য আজকাল যুবপ্রজন্ম এমনি একজন আরেকজনকে dude বলে ডাকে, আগে যেমন ভাই বা ‘ব্রো’ বলা হত তেমন। যেমনঃ

    • রোহিতের মতো dude ছেলে শেষে কি না সন্যাসী হয়ে গেল!
    • বাপের টাকায় এরকম dude হয়ে ফিরছ, নিজে রোজগার করলে বুঝবে।
    See less
  1. Admin বাংলাঃ – Admin শব্দটি Administration এর সঙ্কিপ্ত রুপ। যার অর্থ হলঃ প্রশাসন, ব্যবস্থাপনা, পরিচালনা। – Admin বলতে আমরা কোন প্রতিষ্ঠানের, গ্রুপের, অফিসের বা কোন ওয়েব পেইজের পরিচালক, ব্যবস্থাপক বা দায়ভার প্রাপ্ত ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ কে বুঝি। – যেমনঃ কোন Facebook এর কোন গ্রুপের Admin বা কলেজ  অRead more

    Admin বাংলাঃ

    – Admin শব্দটি Administration এর সঙ্কিপ্ত রুপ। যার অর্থ হলঃ প্রশাসন, ব্যবস্থাপনা, পরিচালনা।

    – Admin বলতে আমরা কোন প্রতিষ্ঠানের, গ্রুপের, অফিসের বা কোন ওয়েব পেইজের পরিচালক, ব্যবস্থাপক বা দায়ভার প্রাপ্ত ব্যাক্তি বা ব্যাক্তিবর্গ কে বুঝি।

    – যেমনঃ কোন Facebook এর কোন গ্রুপের Admin বা কলেজ  অফিসের admin বা ব্যবস্থাপক।

    – Admin শব্দটি মুলত Social Media বা সামাজিক মাধ্যমগুলির কারনে বেশী জনপ্রিয় হয়েছে। তার কারন প্রায় Social Media গুলিতে গ্রুপ বা পেইজ থাকে। এবং যে কোন গ্রুপ বা পেইজ তৈরি করে বা যাহারা কোন গ্রুপ বা পেইজ দেখা শুনা করে, ব্যবস্থাপনায় থাকে তাহাদেরকে Admin বলা হয়। যেমনঃ Group Admin, Page admin, Whatsapp group Admin, facebook group admin ইত্যাদি।

    See less