1. মাঝে মাঝে তব দেখা পাই/ Majhe Majhe Tobo Dekha Pai মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না। ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। ) ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতRead more

    মাঝে মাঝে তব দেখা পাই/ Majhe Majhe Tobo Dekha Pai

    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
    কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
    ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
    অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। )
    ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
    ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।
    ( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
    হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। )
    কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
    ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
    ( আমার সাধ্য কিবা তোমারে–
    দয়া না করিলে কে পারে–
    তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। )
    আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
    ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন।
    ( দিব শ্রীচরণে বিষয়– দিব অকাতরে বিষয়–
    দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন।

    See less
    • 0
  2. মাঝে মাঝে তব দেখা পাই/ Majhe Majhe Tobo Dekha Pai মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না। ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। ) ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতRead more

    মাঝে মাঝে তব দেখা পাই/ Majhe Majhe Tobo Dekha Pai

    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
    কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
    ( মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
    অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। )
    ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
    ওহে ‘হারাই হারাই’ সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে।
    ( আশ না মিটিতে হারাইয়া– পলক না পড়িতে হারাইয়া–
    হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। )
    কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে–
    ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
    ( আমার সাধ্য কিবা তোমারে–
    দয়া না করিলে কে পারে–
    তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। )
    আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
    ওহে তুমি যদি বলো এখনি করিব বিষয় -বাসনা বিসর্জন।
    ( দিব শ্রীচরণে বিষয়– দিব অকাতরে বিষয়–
    দিব তোমার লাগি বিষয় -বাসনা বিসর্জন। )

    See less
    • 0
  3. কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/Kotobar bhebechinu apona bhuliya/ কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিবRead more

    কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/Kotobar bhebechinu apona bhuliya/

    কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

    তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।

    চরণে ধরিয়া তব কহিব প্রকাশি

    গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।

    ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,

    কেমনে তোমারে কব প্রণয়ের কথা।

    ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি

    চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–

    কেহ জানিবে না মোর গভীর প্রণয়,

    কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।

    আপনি আজিকে যবে শুধাইছ আসি,

    কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥

     

    Kotobar bhebechinu apona bhuliya

    Tomar chorone dibo hridoy khuliya

    Chorone dhoriya tobo kohibo prokashi

    Gopone tomare, shokha, koto bhalobashi|

    Bhebechinu kotha tumi swarger debota,

    Kemone tomare kobo pronoyer katha|

    Bhebechinu mone mone duure duure thaki

    Chirojonmo shongopone puujibo ekaki –

    Keho janibe na mor gobhir pronoy,

    Keho dekhibe na mor ashrubarichoy|

    Aponi ajike jobe shudhaicho ashi,

    Kemone prokashi kobo koto bhalobashi||

    See less
    • 0
  4. Article 370 embodied six special provisions for Jammu and Kashmir: It exempted the State from the complete applicability of the Constitution of India. The State was allowed to have its own Constitution. Central legislative powers over the State were limited, at the time of framing, to the three subjRead more

    Article 370 embodied six special provisions for Jammu and Kashmir:

    1. It exempted the State from the complete applicability of the Constitution of India. The State was allowed to have its own Constitution.
    2. Central legislative powers over the State were limited, at the time of framing, to the three subjects of defence, foreign affairs and communications.
    3. Other constitutional powers of the Central Government could be extended to the State only with the concurrence of the State Government.
    4. The ‘concurrence’ was only provisional. It had to be ratified by the State’s Constituent Assembly.
    5. The State Government’s authority to give ‘concurrence’ lasted only until the State Constituent Assembly was convened. Once the State Constituent Assembly finalised the scheme of powers and dispersed, no further extension of powers was possible.
    6. The Article 370 could be abrogated or amended only upon the recommendation of the State’s Constituent Assembly.
    See less
    • 0
  5. সরাসরি ইন্দ্রিয়গোচর বস্তু বা ব্যাপার, বাহ্যমূর্তি বা চেহারা, অনন্যসাধারণ ব্যক্তি বা বস্তু বা আকৃতি

    সরাসরি ইন্দ্রিয়গোচর বস্তু বা ব্যাপার, বাহ্যমূর্তি বা চেহারা, অনন্যসাধারণ ব্যক্তি বা বস্তু বা আকৃতি

    See less
    • 0
  6. Days and Nights in the Forest Pather Panchali Aparajito The World of Apu The Big City

    1. Days and Nights in the Forest
    2. Pather Panchali
    3. Aparajito
    4. The World of Apu
    5. The Big City
    See less
    • 0
  7. Anupam Roy. আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুড়ো হাওয়া কাচের মত যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীণে চোখ রাখবো,Read more

    Anupam Roy.

    আমাকে আমার মত থাকতে দাও
    আমি নিজেকে নিজের মত
    গুছিয়ে নিয়েছি

    আমাকে আমার মত থাকতে
    দাও
    আমি নিজেকে নিজের মত
    গুছিয়ে নিয়েছি
    যেটা ছিলোনা ছিলোনা
    সেটা না পাওয়াই থাক
    সব পেলে নষ্ট জীবন

    তোমার এই দুনিয়ার ঝাপসা
    আলোর
    কিছু সন্ধ্যের গুড়ো
    হাওয়া কাচের মত
    যদি উড়ে যেতে চাও তবে গা
    ভাসিয়ে দাও
    দূরবীণে চোখ রাখবো,
    না-না-না
    না-না-না-না, না-না-না-না

    এই জাহাজ মাস্তুল
    ছারখার
    তবু গল্প লিখছি বাঁচবার
    আমি রাখতে চাইনা আর তার
    কোন রাত-দূপুরের আবদার
    তাই চেষ্টা করছি বারবার
    সাঁতরে পাড় খোঁজার

    কখনো আকাশ বেয়ে চুপ করে
    যদি নেমে আসে ভালবাসা
    খুব ভোরে
    চোখ ভাঙ্গা ঘুমে তুমি
    খুঁজোনা আমায়
    আশেপাশে আমি আর নেই

    আমার জন্য আলো জ্বেলোনা
    কেউ
    আমি মানুষের সমুদ্রে
    গুনেছি ঢেউ
    এই স্টেশনের চত্বরে
    হারিয়ে গেছি
    শেষ ট্রেনে ঘরে ফিরবো,
    না-না-না
    না-না-না-না, না-না-না-না

    এই জাহাজ মাস্তুল
    ছারখার
    তবু গল্প লিখছি বাঁচবার
    আমি রাখতে চাইনা আর তার
    কোন রাত-দূপুরের আবদার
    তাই চেষ্টা করছি বারবার
    সাঁতরে পাড় খোঁজার

    না… না-না-না-না-না.না,
    না-না-না-না… না,
    না-না-না-না.
    না… না-না-না-না-না.না,
    না-না-না-না… না,
    না-না-না-না.

    তোমার রক্তে আছে স্বপ্ন
    যত
    তারা ছুটছে রাত্রি-দিন
    নিজের মত
    কখনো সময় পেলে একটু
    ভেবো
    আঙুলের ফাঁকে আমি কই

    হিসেবের ভিড়ে আমি চাইনা
    ছুঁতে
    যত শুকনো পেয়াজ কলি,
    ফ্রিজের শীতে
    আমি ওবেলার ডাল-ভাতে
    ফুরিয়ে গেছি
    বিলাসের জলে ভাসবো না
    না না
    না-না-না-না, না-না-না-না

    এই জাহাজ মাস্তুল
    ছারখার
    তবু গল্প লিখছি বাঁচবার
    আমি রাখতে চাইনা আর তার
    কোন রাত-দূপুরের আবদার
    তাই চেষ্টা করছি বারবার
    সাঁতরে পাড় খোঁজার
    না… না-না-না-না-না.না,
    না-না-না-না… না,
    না-না-না-না.
    না… না-না-না-না-না.না,
    না-না-না-না… না,
    না-না-না-না.
    না… না-না-না-না-না.না,
    না-না-না-না… না,
    না-না-না-না.

    See less
    • 1
  8. বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।

    বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।

    See less
    • 1
  9. Chandrabindoo Fossils Cactus Kalpurush Souls Miles Warfaze Shironamhin Aurthohin Artcell

    1. Chandrabindoo
    2. Fossils
    3. Cactus
    4. Kalpurush
    5. Souls
    6. Miles
    7. Warfaze
    8. Shironamhin
    9. Aurthohin
    10. Artcell
    See less
    • 1