Self Motivated এর বাংলা অর্থ হল ‘নিজের দ্বারা অনুপ্রাণিত হওয়া’ বা ‘নিজে নিজে উৎসাহিত হওয়া’। যখন কোন মানুষ নিজে নিজেকে প্রেরণা দিয়ে কিছু করার জন্য প্রস্তুত হয় তখন তাকে self motivated মানুষ বলা হয়। self অর্থ হল ‘নিজে’, motivated অর্থ হল ‘উৎসাহিত’ বা ‘অনুপ্রাণিত’ ।
যেমনঃ
আমাকে উৎসাহ দেওয়ার কেউ ছিল না, আমি self motivated হয়ে এতদুর এসেছি।
রমেনের মতো self motivated ছেলে এই কাজটা খুব সহজে করতে পারবে।
afrida masooma
Self Motivated এর বাংলা অর্থ হল ‘নিজের দ্বারা অনুপ্রাণিত হওয়া’ বা ‘নিজে নিজে উৎসাহিত হওয়া’। যখন কোন মানুষ নিজে নিজেকে প্রেরণা দিয়ে কিছু করার জন্য প্রস্তুত হয় তখন তাকে self motivated মানুষ বলা হয়। self অর্থ হল ‘নিজে’, motivated অর্থ হল ‘উৎসাহিত’ বা ‘অনুপ্রাণিত’ ।
যেমনঃ