পাল্কীর গান (সত্যেন্দ্রনাথ দত্ত) পাল্কী চলে ! পাল্কী চলে ! গগন-তলে আগুণ জ্বলে ! স্তব্ধ গাঁয়ে আদুল্ গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা ! ময়রা মুদি' পাটায় ব'সে ঢুলচে ক'সে ! দুধের চাঁছি শুষ্ ছে মাছি, উড়ছে কতক ভন্ ভনিয়ে আস্ ছে কারা হন্ হনিয়ে ? হাটের শেষে রুক্ষ বেশে ঠিক্ দুপুরে ধায় হাটুরে ! কুকুর গুলোRead more
পাল্কীর গান (সত্যেন্দ্রনাথ দত্ত)
পাল্কী চলে !
পাল্কী চলে !
গগন-তলে
আগুণ জ্বলে !
স্তব্ধ গাঁয়ে
আদুল্ গায়ে
যাচ্ছে কারা
রৌদ্রে সারা !
ময়রা মুদি’
পাটায় ব’সে
ঢুলচে ক’সে !
দুধের চাঁছি
শুষ্ ছে মাছি,
উড়ছে কতক
ভন্ ভনিয়ে
আস্ ছে কারা
হন্ হনিয়ে ?
হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক্ দুপুরে
ধায় হাটুরে !
কুকুর গুলো
শুঁকছে ধুলো,-
ধুঁকছে কেহ
ক্লান্ত দেহ
ঢুকছে গরু
দোকান-ঘরে,
আমের গন্ধে
আমোদ করে !
পাল্কী চলে,
পাল্কী চলে-
দুল্ কি চালে
নৃত্য তালে !
ছয় বেহারা,-
জোয়ান তারা,-
গ্রাম ছাড়িয়ে
আগ্ বাড়িয়ে
নাম্ ল মাঠে
তামার টাটে !
তপ্ত তামা,-
যায় না থামা,-
উঠ্ ছে আলে
নাম্ ছে গাড়ায়,-
পাল্কী দোলে
ঢেউয়ের নাড়ায় !
ঢেউয়ের দোলে
অঙ্গ দোলে !
মেঠো জাহাজ
সাম্ নে বাড়ে,-
ছয় বেহারার
চরণ-দাঁড়ে !
কাজ্ লা সবুজ
কাজল প’রে
পাটের জমি
ঝিমায় দূরে !
ধানের জমি
প্রায়সে নেড়া,
মাঠের বাটে
কাঁটার বেড়া ।
‘সামাল’ হেঁকে
চল্ ল বেঁকে
ছয় বেহারা,-
মর্দ তারা !
জোর হাঁটুনি
খাট্ নি ভারি;
মাঠের শেষে
তালের সারি ।
তাকাই দূরে,
শূন্যে ঘুরে
চিল্ ফুকারে
মাঠের পারে ।
গরুর বাথান-
গোয়াল-থানা,-
ওই গো ! গাঁয়ের
ওই সীমানা !
বৈরাগী সে,-
কণ্ঠী বাঁধা,-
ঘরের কাঁথে
লেপছে কাদা;
মট্ কা থেকে
চাষার ছেলে
দেখ্ ছে,-ডাগর
চক্ষু মেলে !
দিচ্ছে চালে
পোয়াল গুছি;
বৈরাগীটির
মূর্তি শুচি |
পের্ জাপতি
হলুদ বরণ,-
শশার ফুলে
রাখছে চরণ !
কার বহুরি
বাসন মাজে ?
পুকুর ঘাটে
ব্যস্ত কাজে;-
এঁটো হাতেই
হাতের পোঁছায়
গায়ে মাথার
কাপড় গোছায় !
পাল্কী দেখে
আস্ ছে ছুটে
ন্যাংটা খোকা,-
মাথায় পুঁটে !
পোড়োর আওয়াজ
যাচ্ছে শোনা,-
খোড়ো ঘরে
চাঁদের কোণা !
পাঠশালাটি
দোকান-ঘরে,
গুরু মশাই
দোকান করে !
পোড়ো ভিটের
পোতার ‘পরে
শালিক নাচে,
ছাগল চরে ।
গ্রামের শেষে
অশথ-তলে
বুনোর ডেরায়
চুল্লী জ্বলে;
টাট্ কা কাঁচা
শাল-পাতাতে
উড়ছে ধোঁয়া
ফ্যান্ সা ভাতে ।
গ্রামের সীমা
ছাড়িয়ে, ফিরে
পাল্কীমাঠে
নাম্ ল ধীরে;
আবার মাঠে,-
তামার টাটে,-
কেউ ছোটে, কেউ
কষ্টে হাঁটে;
মাঠের মাটি
রৌদ্রে ফাটে,
পাল্কী মাতে
আপন নাটে !
শঙ্খ-চিলের
সঙ্গে, যেচে-
পাল্লা দিয়ে
মেঘ চলেছে !
তাতারসির
তপ্ত রসে
বাতাস সাঁতার
দেয় হরষে !
গঙ্গা ফড়িং
লাফিয় চলে
বাঁধের দিকে
সূর্য ঢলে ।
পাল্কী চলে রে !
অঙ্গ ঢলে রে !
আর দেরী কত ?
আরো কত দূর ?
‘আর দূর কি গো ?
বুড়ো-শিবপুর
ওই আমাদের;
ওই হাটতলা
ওরি পেছুখানে
ঘোষেদের গোলা ।
পাল্কী চলে রে,
অঙ্গ টলে রে;
সূর্য ঢলে,
পাল্কী চলে !
In English Font:
Palikr Gaan
Satyendranath Dutta
Palki chole!
Palki chole!
Gagan-tore
Aagun-jole!
Stabda gaye
Aadul gaye
jacche kara
Rodre Shara!
Moyra Mudi
Patay boshe
Dhulche koshe!
Duder chachi
Shushche machi,
Urche kotok
Von voniye
Aashche kara
Hon honiye?
Hater seshe
Rukko beshe
Thik dupure
Dhay hature!
Kukur gulo
Shukche dhulo,
Dhukche keho
klanto deho
Dukche garu
Dukan ghore
Aamer gondhe
aamod kore!
Palki Chole,
Palki chole-
Dulki chale
Nrityo tale!
Choy behara,
Jowan tara,
Gram chariye
Aag bariye
Namlo mathe
Tamar tate!
Tapta tama,
Jay na thama,
Uthche Aale
Namche guray
Palki dule
Deuyer naray!
Deauyer dule
Anga dule!
Metho jahaj
Shamne bare
Choy beharay
Charan-dare!
Kajla sabuj
Kajol pore
Pater jomi
Jhimay dure!
Dhaner jomi
Prayoshe nera,
Mather bate
Katar bera.
Shamal heke
Chollo beke
choy behara,
Mordo tahara!
Jor hatuni
Khatuni bhari;
mater seshe
Taler sari.
Takai dure
Shunno ghore
Chil fukare
Mather pare.
Garur bathan-
Guwal thana,
Oi go! gayer
Oi Shimana
Boiragi Se,
Konthi badha,
Ghorer kathe
Lepche kada;
Motka theke
Chashar chele
Dekche dagor
Chokku mele!
Dicche chale
Peyal guchi;
Boiragitir
murti shuchi.
Projapoti
Halud baran,
Soshar ful
Rakche charan!
Kar bahuri
Bashche maje?
Pukur ghate
Besto kaje;
Eto hatei
hather puchay
Gaye mathar
Kapor guchay
Palki dekhe
Aashche chute
Negta kokha,
Mathay pute!
Paror aawaj
Jacche shuna,
Kharo ghore
Chader kona!
Pathshalati
Dukan ghore,
Guru moshai
Dukan kore!
Poro viter
Putar pore
Shalik nache
chagol chore.
Gramer seshe
Oshoth-tole
Bunor deray
Chulli jole;
Tatka kacha
Shal patate
Urche dhuwa
fansha bhate.
Gramer shima
chariye, fire
Palki mathe
namlo dhire;
Abar mathe,
Tamar tate,
Keu chute, keu
koste hate;
Mater mathi
roudre fate
palki mate
Apon nate!
Sankha Chiler
Songe jeche
palla diye
megh choleche!
Tatarashir
tapta roshe
Batash shatar
Dey horshe!
Gonga foring
lafiye chole
bader dike
Surja dhole.
Palki chole re!
anga dole re!
Aar deri koto?
Aar koto dur?
Buro shibpur
Oi amader;
Oi Hattola
Ori pichukhane
gosheder gola
Palki Chole re!
Anga Dole re;
Surja dole
palki chole!
রানার সুকান্ত ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুম্ঝুম্ ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে, রানার ! রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার । দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার- কাজ নিয়েছে সে নতুন খবর আনার । রানার ! রানার ! জানা-অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছেRead more
রানার
সুকান্ত ভট্টাচার্য
রানার ছুটেছে তাই ঝুম্ঝুম্ ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,
রানার চলেছে, রানার !
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।
দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার-
কাজ নিয়েছে সে নতুন খবর আনার ।
রানার ! রানার !
জানা-অজানার
বোঝা আজ তার কাঁধে,
বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;
রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,
আরো জোরে, আরো জোরে হে রানার দু্র্বার দুর্জয় ।
তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,
আরো পথ, আরো পথ – বুঝি লাল হয় ও – পূর্ব কোণ ।
অবাক রাতের তারারা, আকাশে মিট্মিট্ করে চায়;
কেমন ক’রে এ রানার সবেগে হরিণের মতো যায় !
কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে –
শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;
হাতে লন্ঠন করে ঠন্ঠন্, জোনাকিরা দেয় আলো
মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।
এমনি ক’রেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’ ।
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে ।
অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,
ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে ।
রানার ! রানার !
এ বোঝা টানার দিন কবে শেষ হবে ?
রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ?
ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,
রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে ।
কত চিঠি লেখে লোকে –
কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।
এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,
এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,
এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,
এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে ।
দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, –
এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি –
রানার ! রানার ! কি হবে এ বোঝা ব’য়ে ?
কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে ?
রানার ! রানার ! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল
আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল ?
রানার ! গ্রামের রানার !
সময় হয়েছে নতুন খবর আনার;
শপথের চিঠি নিয়ে চলো আজ
ভীরুতা পিছনে ফেলে –
পৌঁছে দাও এ নতুন খবর,
অগ্রগতির ‘মেলে’,
দেখা দেবে বুঝি প্রভাত এখুনি –
নেই, দেরি নেই আর,
ছুটে চলো, ছুটে চলো আরো বেগে
দুর্দম, হে রানার ॥
Runner Chuteche Lyrics in Bengali
Poem- Runner
Poet- Sukanta Bhattacharya
Ranar chuṭeche ta’i jhumjhum ghanṭa bajche rate
Ranar choleche khoborer boja hate,
Ranar choleche, Ranar!
Ratrir pathe pathe chole kono nisedh jane na manar.
Diganta theke digante choṭe ranar-
Kaj niyeche se natun khobor anar.
Ranar! Ranar!
Jana-Ajanar
Boja aj tar kadhe,
Bojha’i jahaj ranar choleche chiti ar sangbade;
Ranar choleche, bujhi bhor hoy hoy,
Aro jore, aro jore he ranar durbar durjay.
Tar jibaner shopner moto piche sore jay ban,
Aro path, aro path – bujhi lal hoy o– pūrba koṇ.
Obak rater tarara, akashe mitmit kare chay;
Kemon kore-e ranar sobege hariṇer moto jay!
Koto gram, koto path jay sa’re sa’re –
Sahore ranar jabe’i pauche bhore;
Hate lanṭhan kore ṭhanṭhan, jonakira dey alo
Mabhaiḥ ranar! Ekhano rater kalo.
Emani kore’i jibaner bahu bacharke pichu fele,
Pr̥ithibir boja khudhita ranar pauche diyeche ‘mele’.
Klantashash chuyeche akash, maṭi bhije geche ghame
Jibaner sab ratrike ora kineche olpo dame.
Onek duḥkhe, bahu bedonay, abhimane, onurage,
Ghore tara priya eka sajjay binidra rat jage.
Ranar! Ranar!
E boja ṭanar din kobe sesh hobe?
Rata sesh hoye sūrja uṭhbe kobe?
Ghorete obhab; pr̥ithibiṭa ta’i mone hoy kalo dhowa,
Piṭhete ṭakar boja, tabu e’i ṭakake jabe na chowa,
Rata nirjan, pathe kata bhoy, tabu’o ranar choṭe,
Dasyur bhoy, taro cheẏe bhoy kokhan surya oṭhe.
Koto ciṭhi lekhe loke –
koto sukhe, preme, abege, smr̥itite, koto duḥkhe o sukhe.
Er duḥkher ciṭhi paṛbe na jani ke’u kono din’o,
Er jiboner dukko kebol janbe pother tr̥iṇa,
Er dukker kotha janbe na ke’u Sahare o grame,
Er kotha ḍhaka poṛe thakabe’i kalo ratrir khame.
Darade tarar chokh kape miṭimiṭi, –
E-ke je bhorer akash paṭhabe sohanubhutir ciṭhi –
Ranar! Ranar! Ki hobe e boja boye?
Ki hobe khudhar klantite khaye khaye?
Ranar! Ranara! Bhor to hoẏeche – akash hoyeche lal
Alor sparshe kobe keṭe jabe e’i duḥkher kal?
Ranar! Gramer ranar!
See lessSamay hoyeche natun khabar anar;
Sapather ciṭhi niye cholo aj
Bhiruta pichone fele –
Pauche da’o e natun khobar,
Agragatir ‘mele’,
Dekha debe bujhi prabhat ekhuni –
Ne’i, deri ne’i ar,
Chuṭe cholo, chuṭe cholo aro bege
Durdam, he ranar.