ইমেল|Email: - আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিসন (Raymond Samuel Tomlinson) হলেন ই-মেইল এর জনক। - ১৯৭১ সালে ইন্টারনেটের সূচনাকারী আরপানেটে ( ARPANET ) টমলিনসন প্রথম ই-মেইল পাঠান। এর আগে একই কম্পিউটারের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে মেইল আদান-প্রদান করা যেত। কিন্তু টমলিনসনের পদ্ধতিতে প্রথমবRead more
ইমেল|Email:
– আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিসন (Raymond Samuel Tomlinson) হলেন ই-মেইল এর জনক।
– ১৯৭১ সালে ইন্টারনেটের সূচনাকারী আরপানেটে ( ARPANET ) টমলিনসন প্রথম ই-মেইল পাঠান। এর আগে একই কম্পিউটারের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে মেইল আদান-প্রদান করা যেত। কিন্তু টমলিনসনের পদ্ধতিতে প্রথমবারের মতো আরপানেটে যুক্ত বিভিন্ন হোস্টের মধ্যে বার্তা আদান-প্রদান সম্ভব হয় উঠে।
– তিনিই প্রথম কম্পিউটার এবং এর ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ব্যবহারকারীর নামের সামনে @ চিহ্নটি ব্যবহার শুরু করেন।তারপর থেকে ই-মেইলে এই চিহ্নটি ব্যবহার হয়ে আসছে।
See less
Hridoy
বাংলা অর্থ: - Bliss of Solitude এর অর্থ "blessings of loneliness" যার বাংলায় অর্থ হবে- "একাকীত্বের পরম সুখ" বা "একা থাকার আনন্দ" - Bliss শব্দটি এসেছে Bless থেকে যার অর্থ- আশীর্বাদ, মঙ্গল, সুখ ইত্যাদি - Solitude শব্দটি এসেছে sole বা seclusion থেকে যার অর্থ- একা, একাকীত্ব ইত্যাদি - এই বাক্যটির অর্থRead more
বাংলা অর্থ:
– Bliss of Solitude এর অর্থ “blessings of loneliness” যার বাংলায় অর্থ হবে- “একাকীত্বের পরম সুখ” বা “একা থাকার আনন্দ”
– Bliss শব্দটি এসেছে Bless থেকে যার অর্থ- আশীর্বাদ, মঙ্গল, সুখ ইত্যাদি
– Solitude শব্দটি এসেছে sole বা seclusion থেকে যার অর্থ- একা, একাকীত্ব ইত্যাদি
– এই বাক্যটির অর্থ গভীর দৃষ্টিকোণ থেকে দেখলে হবে – স্বাধীন আত্মা বা একা থাকার স্বাধীনতা।
See less