ফিরায়ে দিও না গায়িকাঃ বেগম আক্তার ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে কুঞ্জে এখনও কুহু কুজনে মাতে, ফিরায়ে দিও না। নাই যদি দাও হাসি, তবু জেনো বাজে বাঁশি সুরেরই আঘাত দিও, সুরেরই আঘাত দিও, এ মধুরাতে। অবহেলা নয় প্রিয় চাহ যদি ব্যথা দিও অশ্রু-মাধুরী এনো, অশ্রু-মাধুরী এনো, এ আঁখিপাতে। Phiraye diyo na moreRead more
ফিরায়ে দিও না
গায়িকাঃ বেগম আক্তার
ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে
কুঞ্জে এখনও কুহু কুজনে মাতে,
ফিরায়ে দিও না।
নাই যদি দাও হাসি, তবু জেনো বাজে বাঁশি
সুরেরই আঘাত দিও, সুরেরই আঘাত দিও,
এ মধুরাতে।
অবহেলা নয় প্রিয় চাহ যদি ব্যথা দিও
অশ্রু-মাধুরী এনো, অশ্রু-মাধুরী এনো,
এ আঁখিপাতে।
Phiraye diyo na more lyrics:
Singer: Begum Akhtar
Firaye dio na more shunno hate
Kunje ekhono kuhu kujone mate
Firaye dio na
Nai jadi dao hashi, tabu jeno baje bashi
Shureri aghat dio, Shureri aghat dio
E modhurate
Obohela noy prio chaho jadi byatha dio
Asru-madhuri eno, Asru-madhuri eno
E aakhipate
See less
চৈত্র পবনে মন চিত্ত বনে বাণীমঞ্জরী সঞ্চলিতা ওগো ললিতা।। যদি বিজনে দিন বহে যায় খর তপনে ঝরে পড়ে হায়। অনাদরে হবে ধূলিদলিতা ওগো ললিতা।। তোমার লাগিয়া আছি পথ চাহি বুঝি বেলা আর নাহি নাহি। বনছায়াতে তারে দেখা দাও করুণ হাতে তুলে নিয়ে যাও। কণ্ঠহারে করো সঙ্কলিতা ওগো ললিতা।।
চৈত্র পবনে মন চিত্ত বনে
বাণীমঞ্জরী সঞ্চলিতা
ওগো ললিতা।।
যদি বিজনে দিন বহে যায়
খর তপনে ঝরে পড়ে হায়।
অনাদরে হবে ধূলিদলিতা
ওগো ললিতা।।
তোমার লাগিয়া আছি পথ চাহি
বুঝি বেলা আর নাহি নাহি।
বনছায়াতে তারে দেখা দাও
করুণ হাতে তুলে নিয়ে যাও।
কণ্ঠহারে করো সঙ্কলিতা
ওগো ললিতা।।
See less