Bengali Forum Latest Questions

  1. চোখের জলের হয়না কোনো রঙ তবু কত রঙের ছবি আছে আঁকা দেখতে গিয়ে হারিয়ে গেলাম দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আঁধার পথে আঁকা বাঁকা স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে ফুলে ভরা সবুজ মনের আকাশ ধোঁয়ায় ঢাকা ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়েRead more

    চোখের জলের হয়না কোনো রঙ
    তবু কত রঙের ছবি আছে আঁকা
    দেখতে গিয়ে হারিয়ে গেলাম
    দেখতে গিয়ে হারিয়ে গেলাম
    গহীন আঁধার পথে আঁকা বাঁকা
    স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
    তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
    ফুলে ভরা সবুজ মনের আকাশ
    ধোঁয়ায় ঢাকা
    ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
    পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
    কুড়িয়ে তোমার আচলেতে বেঁধে দিতে চাই
    নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
    তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
    নিও পাখা

    See less
  1. ধনধান্য পুষ্প ভরা দ্বিজেন্দ্রলাল রায় ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে যে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারRead more

    ধনধান্য পুষ্প ভরা

    দ্বিজেন্দ্রলাল রায়

    ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
    তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
    ও সে যে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

    চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা,
    কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে,
    ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

    এতো স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,
    কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে,
    এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস কাহার দেশে।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

    পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
    গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে,
    তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।

    ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,
    ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
    আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
    এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
    সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
    সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি

    English Transliteration:

    Dhono dhanne pushpe bhora amader ei bashundhora
    Tahar majhe ache desh ek shokol desher shera
    O-shey shopno diye toiri she desh sriti diye ghera
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

    Chandro shurjo groho tara, kothay ujol emon dhara
    Kothay emon khale torit emon kalo meghe
    O tar pakhir dake ghumiye pori pakhir dake jege
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

    Eto snigdho nodi kahar, Kuthay emon dhumro pahar
    Kuthay emon horit-khetro akash tole meshe
    Emon dhaner upor dheu khele jay batash kahar deshe
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

    Pushpe pushpe bhora shakhi, kunje kunje gahe pakhi
    Gunjoriya ashe oli, punje punje dheye,
    Tara fuler upor ghumiye pore fuler madhu kheye
    Emon dhaner upor dheu khele jay batash kahar deshe
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

    Bhaier Mayer eto sneho, Kuthay gele pabe keho,
    O ma Tomar choron duti bokkhe amar dhori,
    Amar ei deshete jonmo jeno ei deshete mori
    Emon deshti kothao khuje pabe nako tumi
    Sokol desher rani she je, amar janmobhumi
    Se je aamar janmabhumi

     

    See less
  1. মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল । কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল । কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস-সারির দুলানো মালিকা । বিজলী জরীণ ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল । জ্যোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাব পায় । আমার গানের সাত-সুর দিয়া, তোমার বRead more

    মোর প্রিয়া হবে এসো রাণী,
    দেব খোঁপায় তারার ফুল ।
    কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
    চৈতী চাঁদের দুল ।
    কন্ঠে তোমার পরাবো বালিকা,
    হংস-সারির দুলানো মালিকা ।
    বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
    মেঘ রং এলো চুল ।
    জ্যোছনার সাথে চন্দন দিয়ে
    মাখাব তোমার গায়,
    রামধনু হতে লাল রং ছানি,
    আলতা পরাব পায় ।
    আমার গানের সাত-সুর দিয়া,
    তোমার বাসর রচিব প্রিয়া ।
    তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
    কবিতার বুলবুল ।।

    See less
  1. শুকনো পাতার নূপুর পায়ে | shukno patar nupur paye শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘুর্ণিবায় জল তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌ ঢেউ তুলে সে যায়।। দীঘির বুকে শতদল দলি’ ঝরায়ে বকুল–চাঁপার কলি চঞ্চল ঝরনার জল ছল ছলি মাঠের পথে সে ধায়।। বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলুথালু এলোকেশ গগনে মেলিয়া পাগলিনী নেচে যাRead more

    শুকনো পাতার নূপুর পায়ে | shukno patar nupur paye

    শুকনো পাতার নূপুর পায়ে
    নাচিছে ঘুর্ণিবায়
    জল তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌
    ঢেউ তুলে সে যায়।।
    দীঘির বুকে শতদল দলি’
    ঝরায়ে বকুল–চাঁপার কলি
    চঞ্চল ঝরনার জল ছল ছলি
    মাঠের পথে সে ধায়।।
    বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
    আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
    পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
    ধূলি–ধূসর কায়।।
    ইরানি বালিকা যেন মরু–চারিণী
    পল্লীর–প্রান্তর–বনমনোহারিণী
    আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
    বালুকার উড়্‌নি গায়।।

    See less
  1. এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ : সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল; সেখানে গাছের নামঃ কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল; সেখানে ভোরের মেঘে নাটার র’ঙের মতো জাগিছে অরুণ; সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে,—সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল; সেইখানে শঙ্খRead more

    এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ :
    সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল;
    সেখানে গাছের নামঃ কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল;
    সেখানে ভোরের মেঘে নাটার র’ঙের মতো জাগিছে অরুণ;
    সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে,—সেখানে বরুণ
    কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;
    সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল,

    সেইখানে লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ;
    সেখানে লেবুর শাখা নূয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর
    সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে;
    সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের ’পর—
    শঙ্খমালা নাম তারঃ এ-বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে
    তারে আর খুঁজে তুমি পাবে নাকো—বিশালাক্ষী দিয়েছিলো বর
    তাই সে জন্মিছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর।

    See less
  1. "লুকোচুরি"-রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি ক'রে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো, ডালের 'পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো। তুমি ডাক, "খোকা কোথায় ওরে।' আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চRead more

    “লুকোচুরি”-রবীন্দ্রনাথ ঠাকুর

    আমি যদি দুষ্টুমি ক’রে
    চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
    ভোরের বেলা মা গো, ডালের ‘পরে
    কচি পাতায় করি লুটোপুটি,
    তবে তুমি আমার কাছে হারো,
    তখন কি মা চিনতে আমায় পারো।
    তুমি ডাক, “খোকা কোথায় ওরে।’
    আমি শুধু হাসি চুপটি করে।
    যখন তুমি থাকবে যে কাজ নিয়ে
    সবই আমি দেখব নয়ন মেলে।
    স্নানটি করে চাঁপার তলা দিয়ে
    আসবে তুমি পিঠেতে চুল ফেলে;
    এখান দিয়ে পুজোর ঘরে যাবে,
    দূরের থেকে ফুলের গন্ধ পাবে —
    তখন তুমি বুঝতে পারবে না সে
    তোমার খোকার গায়ের গন্ধ আসে।
    দুপুর বেলা মহাভারত-হাতে
    বসবে তুমি সবার খাওয়া হলে,
    গাছের ছায়া ঘরের জানালাতে
    পড়বে এসে তোমার পিঠে কোলে,
    আমি আমার ছোট্ট ছায়াখানি
    দোলাব তোর বইয়ের ‘পরে আনি —
    তখন তুমি বুঝতে পারবে না সে
    তোমার চোখে খোকার ছায়া ভাসে।
    সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে
    যখন তুমি যাবে গোয়ালঘরে
    তখন আমি ফুলের খেলা খেলে
    টুপ্ করে মা, পড়ব ভুঁয়ে ঝরে।
    আবার আমি তোমার খোকা হব,
    “গল্প বলো’ তোমায় গিয়ে কব।
    তুমি বলবে, “দুষ্টু, ছিলি কোথা।’
    আমি বলব, “বলব না সে কথা ।

    See less