1. >অনুপস্থিত থাকার জন্য আবেদন পত্র তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বRead more

    >অনুপস্থিত থাকার জন্য আবেদন পত্র

    তারিখঃ ১০/১০/১৯ ইং

    প্রধান শিক্ষক
    বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়
    হাওড়া কলকাতা

    বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

    মহোদয়/মহোদয়া ,
    সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

    অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।

    বিনীত নিবেদক
    জীবন মণ্ডল
    শ্রেণিঃ ১০ম
    রোলঃ ০২

    See less
  2. >প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন পত্র | তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আগামী ১২/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯৪ইং পর্যন্ত আমার বড় বোনRead more

    >প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন পত্র |

    তারিখঃ ১০/১০/১৯ ইং

    প্রধান শিক্ষক
    বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়
    হাওড়া কলকাতা

    বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন।

    মহোদয়/মহোদয়া ,
    সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আগামী ১২/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯৪ইং পর্যন্ত আমার বড় বোনের বিয়ে উপলক্ষে দুই দিন বিদ্যালয়ে উপস্তিত হতে পারবনা।

    অতএব,আমাকে দুই দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি বাধিত থাকব।

    আপনার একান্ত অনুগত ছাত্র

    জীবন মণ্ডল
    শ্রেণিঃ ১০ম
    রোলঃ ০২

    See less
  3. তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আগামী ১২/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯৪ইং পর্যন্ত আমার বড় বোনের বিয়ে উপলক্ষে দুই দিন বিদ্যালয়ে উপস্তিত হতে পারRead more

    তারিখঃ ১০/১০/১৯ ইং

    প্রধান শিক্ষক
    বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়
    হাওড়া কলকাতা

    বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন।

    মহোদয়/মহোদয়া ,
    সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আগামী ১২/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯৪ইং পর্যন্ত আমার বড় বোনের বিয়ে উপলক্ষে দুই দিন বিদ্যালয়ে উপস্তিত হতে পারবনা।

    অতএব,আমাকে দুই দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি বাধিত থাকব।

    আপনার একান্ত অনুগত ছাত্র

    জীবন মণ্ডল
    শ্রেণিঃ ১০ম
    রোলঃ ০২

    See less
  4. তারিখঃ ১০/১০/১৯ ইং প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় হাওড়া কলকাতা বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। মহোদয়/মহোদয়া , সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব, মRead more

    তারিখঃ ১০/১০/১৯ ইং

    প্রধান শিক্ষক
    বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়
    হাওড়া কলকাতা

    বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

    মহোদয়/মহোদয়া ,
    সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৭/১০/১৯ ইং থেকে ০৯/১০/১৯ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

    অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি দানে বাধিত করবেন।

    বিনীত নিবেদক
    জীবন মণ্ডল
    শ্রেণিঃ ১০ম
    রোলঃ ০২

    See less
  5. দূরে কোথাও আছি বসে হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছু’তে চায় মনের দুয়ার দু’চোখ নির্বাক আসোনা ছুটে। তুমি এলে রংধনু রঙ ডেলে দেয় তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায় এই মনের আহলাদ আসোনা ছুটে। অনুরাগে ঝরে চাঁদও আজ এ লগনেও এলেনা, অনুভব নিশ্চুপ আজ কথা যে বলেনা। ভাল যদি বাসো তুমি আমাকে ছুটে চলে আসোনা। নীল আচল নিরমল হাওয়াRead more

    দূরে কোথাও আছি বসে
    হাত দুটো দাও বাড়িয়ে,
    বিরহ ছু’তে চায় মনের দুয়ার
    দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

    তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
    তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
    এই মনের আহলাদ আসোনা ছুটে।

    অনুরাগে ঝরে চাঁদও আজ
    এ লগনেও এলেনা,
    অনুভব নিশ্চুপ আজ
    কথা যে বলেনা।

    ভাল যদি বাসো তুমি আমাকে
    ছুটে চলে আসোনা।

    নীল আচল নিরমল হাওয়া
    এ লগনেও এলেনা,
    অচেতন থাকে মন
    নিষ্প্রান যত ভাবনা।

    ভাল যদি বাসো তুমি আমাকে
    ছুটে চলে আসোনা।

    দূরে কোথাও আছি বসে
    হাত দুটো দাও বাড়িয়ে,
    বিরহ ছু’তে চায় মনের দুয়ার
    দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

    তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
    তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
    এই মনের আহলাদ আসোনা ছুটে।

    See less
  6. This answer was edited.

    হোলি বা দোল উৎসব সুচনাঃ- হোলি বা দোল রঙের উৎসব প্রায়ই সারা ভারত জুড়ে পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিবছর ফেব্রুয়ারী বা মার্চ মাসে পূর্ণিমাতে ফাগুন পূর্ণিমা উপলক্ষ্যে প্রতিবছর হোলির উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনে মানুষ তাদের সব সমস্যা ভুলে,নতুন রঙে এবং নতুন ভাবে তাদের সম্পর্ক শক্তিশালী করRead more

    হোলি বা দোল উৎসব

    সুচনাঃ-

    হোলি বা দোল রঙের উৎসব প্রায়ই সারা ভারত জুড়ে পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিবছর ফেব্রুয়ারী বা মার্চ মাসে পূর্ণিমাতে ফাগুন পূর্ণিমা উপলক্ষ্যে প্রতিবছর হোলির উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনে মানুষ তাদের সব সমস্যা ভুলে,নতুন রঙে এবং নতুন ভাবে তাদের সম্পর্ক শক্তিশালী করে তোলে। এই উৎসব মানুষের মধ্যে ভালবাসা বাড়ায়। এই দিনটি ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উৎসব, এই উৎসব শুধু হিন্দুদের উৎসব নয় এই উৎসব সর্বজনীন।

    দোল উৎসব নিয়ে কুইজ দেখুন এখানে

    হোলি রং এবং প্রেমের উত্সব : প্রতিবছর হিন্দুদের দ্বারা উদযাপন করা একটি বড় উৎসব। এই দিনে প্রেম ও স্নেহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বিভিন্ন ধর্ম স্থান তথা রাম জন্মভূমি, কৃষ্ণ জন্মভূমি এই দিনে বিশেষ ভাবে পালিত হয়।

    হোলি উৎসবে সমাজের ভুমিকাঃ– হোলি উৎসব ভারতে প্রতি অঞ্চলে সুখের রঙ আনে, আনে প্রতিটি বাড়িতে, এই উৎসব সুখের রঙ দেয়, তাই এই উৎসব কে রং উৎসব বলা হয়। যেমন প্রকৃতি তার আলো, বায়ু, জল, সমস্ত জীবকে কোনও পার্থক্য ছাড়াই বিতরণ করে। অনুরূপভাবে, হোলির রংগুলি এমন কোনো বৈষম্য ছাড়াই সমস্ত জীবকুলে খেলা করে। আবীরের রঙে রঙিন রং সব রঙিন হয়ে যায়। সমাজের সব জীবকুলে এমনকি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে এই রং সবারে মধ্যে ছরিয়ে পরে বন্ধুত্ব বৃদ্ধি করতে। তাই হোলি এক সমতা বৃদ্ধি, ও বন্ধুত্ব বৃদ্ধি করার উৎসব।

    মথুরা এবং বৃন্দাবনে হোলি উদযাপন মথুরা এবং বৃন্দাবনে হোলি উৎসবঃ

    মথুরা এবং বৃন্দাবন পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সারা বছর ধরে এই পবিত্র জায়গায় দেশ বিদেশ থেকে পর্যটক ঘুরতে আসে। কিন্তু এই সময় দোল যাত্রার সময় প্রচুর মানুষ এই পবিত্র স্থানে ঘুরতে আসে। মথুরা ও বৃন্দাবনে হোলি উৎসব বিখ্যাত এই দিন আনন্দের সঙ্গে উদযাপন করা হয়, সাত দিন ধরে এই সময় বিভিন্ন অনুষ্ঠান চলে। রাধা-কৃষ্ণকে নিয়ে লিলা খেলার নৃত্য হয়। জাত্রাপালার মাধ্যমে রাধা-কৃষ্ণর লিলা খেলা তুলে ধরা হয় নতুন প্রজন্মের কাছে। রামায়নের চরিত্র এই সময় তুলে ধরা হয়। বিভিন্ন প্রকারের খাবার, নৃত্য নতুন পোশাক রং মাখা গোটা শহর কিছুটা অন্য রকম। হাসি-খুশিতে কেটে যায় এই সাতদিন। আর এই ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য এই দিনে মানুষ ভারতের অন্যান্য শহর থেকে মথুরা এবং বৃন্দাবনে আসে।

    হোলির গুরুত্ব হোলির ও তাৎপর্য : এই উৎসব অনেক অনুষ্টানের মাধ্যমে পালন করা হয়, পরিবারের সব সদস্য এবং আত্মীয় একসাথে হোলিকা পুড়িয়ে দেয় এবং হোলি দিবসের পালন করে। এই হোলিকার মৃত্যু এবং প্রতিবছর সে উপলক্ষে হোলিকা পুড়ান হোলির রং খেলার সঙ্গে জরিত।কেউ কেউ মনে করে যে হিরণ্যকশিপ রাজার বোন হোলিকার নাম থেকেই হোলি নাম হয়েছিল ।

    উপসংহারঃ-হোলি প্রেম এবং পারস্পরিক মিলনের একটি উৎসব যা একতা ক্রমাগত বৃদ্ধি করে। সবাই হাসে, এবং প্রত্যেক মানুষ হোলির রং পায়। পরিবেশে বিভিন্ন ধরনের রং এ মিলে মিশে যায়। মানুষ সবার সাথে সুখ -শান্তি ভোগ করে নেয়। হোলি একটি পবিত্র ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত সুখের উৎসবের পাশাপাশি একটি সামাজিক উৎসব ও বটে । আসুন সবাই একসঙ্গে এই উৎসবের মর্যাদা রাখি এবং আনন্দে এই উৎসব উদযাপন করি। সুখশান্তি সবাই মিলে ভাগ করে নেই এবং হোলির রঙ্গে সবাই রঙ্গিন হই।

    See less
  7. This answer was edited.

    এই তো জীবন (কিশোর কুমার )  এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা, চালাও ফোয়ারা জিন শেরি শ্যাম্পেন, রাম। খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল কি? সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম। লোলা লু লু কেনো তোমার বয়স হয় না ষোলো, আমার নাইনটিন, কি? চলে এসো এসো বলছি যাবো বলে তো আসিনি আজকে আজ হবRead more

    এই তো জীবন (কিশোর কুমার ) 

    এই তো জীবন

    যাক না যেদিকে যেতে চায় প্রাণ,

    বেয়ারা, চালাও ফোয়ারা

    জিন শেরি শ্যাম্পেন, রাম।

    খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও

    দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল

    কি? সর্ষে ফুল

    করুক মাথা ঝিমঝিম।

    লোলা লু লু কেনো তোমার

    বয়স হয় না ষোলো,

    আমার নাইনটিন, কি?

    চলে এসো এসো বলছি

    যাবো বলে তো আসিনি আজকে

    আজ হবেই হবে সর্বনাশ,

    স্বর্গ যদি না হয় সখি

    হোক না তবে নরক বাস, রাবিশ!

    (হে হে স্ক্যান্ডাল চাই বুঝলে

    স্ক্যান্ডাল চাই ব্যাক গ্রাউন্ডে

    নইলে এই সমাজে পুরুষ বলে পাবে না মান)

    খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও

    দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল

    করুক মাথা ঝিমঝিম।

    লোলা লু লু কেনো তোমার

    বয়স হয়না ষোলো

    আমার নাইনটিন, ছিঃ

    সাহেবরা সব চলে গেছে (গেছে বুঝি ?)

    স্বাধীন করে দেশটাকে (সত্যি ?)

    আমরা ওদের ছাড়িনি তো

    ধরে আছি তবু লেজটাকে, হে হে

    (মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি

    সুট বুট পড়ে ঘুরে বেড়াচ্ছি

    টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি

    গোটা সমাজ

    মদ্য পানের বিরুদ্ধে যারা

    তাদের মাথায় পড়ুক বাজ, হোয়াট?)

    খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও

    দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল

    করুক মাথা ঝিমঝিম।

    লোলা লু লু কেন তোমার

    বয়স হয়না ষোলো,

    আমার নাইনটিন।

    এই তো জীবন

    যাক না যেদিকে যেতে চায় প্রাণ

    বেয়ারা, এই চালাও ফোয়ারা

    জিন শেরি শ্যাম্পেন রা আ আ ম।

     

    In English Script:

    Ei to Jibon- Kishore Kumar

    Ei to jibon
    Jak na jedike jete chay pran,
    Beyara, chalao fuwara
    Jin sheri shampane, Rum

    Khao kaho budh hoye dube jao
    Dekho chokhe choke surja ful
    Ki? Sharshe ful
    Karuk matha jhim jhim
    Lola lu lu keno tumar
    Boyosh holo na shulo
    Amar nineteen ki?

    Chole esho bolchi

    jabo bole to aashini aajke
    Aaj hobei hobe sharbanash
    Sharga jadi na hoy shakhi
    Hok na tobe narak bash, Rubbish!
    (He he scandal chai bujhle
    Scandal chai back ground e
    Noile ei shomaje purush bole pabe na man)
    Khao kaho budh hoye dube jao
    Dekho chokhe choke surja ful
    Ki? Sharshe ful
    Karuk matha jhim jhim
    Lola lu lu keno tumar
    Boyosh holo na shulo
    Amar nineteen, chi

    Shahebra shab chole geche( geche bujhi?)
    Shadin kore deshtake (shotti?)
    Amra oder charini to
    dhare aachi tabu lejtake, he he
    (mad khacchi, party dicchi
    Suit but pore ghure beracchi
    Top to button oder moto shajiye nicchi
    Gota shomaj
    Modyo paner biruddhe jara
    tader mathay paruk baj,What?

    Khao kaho budh hoye dube jao
    Dekho chokhe choke surja ful
    Ki? Sharshe ful
    Karuk matha jhim jhim
    Lola lu lu keno tumar
    Boyosh holo na shulo
    Amar nineteen

    Ei to jibon
    Jak na jedike jete chay pran,
    Beyara, ei chalao fuwara
    Jin sheri shampane, Rum

     

    See less
  8. কারো কেউ নইকো আমি কেউ আমার নয় কোনো নাম নেইকো আমার শোনো মহাশয় || তোমার বাড়িই আমার বাড়ি আমার বাড়ি নেই পথে ঠেলে দিলে আমায় পথেই পরে রই | যে যখন দেখে আমায় কিনে নিতে চায় মনের মতো দামটি দিলে তখন পাওয়া যায় || কারো কেউ নইকো আমি কেউ আমার নয় কোনো নাম নেইকো আমার শোনো মহাশয় || গায়ের জোরে সবই কিছু কেড়ে নেয়া যায় পRead more

    কারো কেউ নইকো আমি
    কেউ আমার নয়
    কোনো নাম নেইকো আমার
    শোনো মহাশয় ||

    তোমার বাড়িই আমার বাড়ি
    আমার বাড়ি নেই
    পথে ঠেলে দিলে আমায়
    পথেই পরে রই |
    যে যখন দেখে আমায়
    কিনে নিতে চায়
    মনের মতো দামটি দিলে
    তখন পাওয়া যায় ||

    কারো কেউ নইকো আমি
    কেউ আমার নয়
    কোনো নাম নেইকো আমার
    শোনো মহাশয় ||

    গায়ের জোরে সবই কিছু
    কেড়ে নেয়া যায়
    পয়সা-কড়ি গয়না-গাটি
    ” ভালোবাসা নয় ” |
    তোমার কাছে তাইতো আমি
    বাড়িয়ে দিলাম হাত
    ভিখারি করলে আমায়
    ছিলাম ডাকাত ||

    কারো কেউ নইকো আমি
    কেউ আমার নয়
    কোনো নাম নেইকো আমার
    শোনো মহাশয় ||

    আজকে যেন লাগছে আমায়
    খুঁজে পাওয়া যাবে
    বুকের মাঝে কাঁদছে রে কেউ
    কে আমার হবে
    আজকে বুঝি পাওয়া যাবে
    আমার পরিচয়
    নুতুন নামে ডাকবে আমায়
    যে আমার হয় ||

    See less
  9. চোখের জলের হয়না কোনো রঙ তবু কত রঙের ছবি আছে আঁকা দেখতে গিয়ে হারিয়ে গেলাম দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আঁধার পথে আঁকা বাঁকা স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে ফুলে ভরা সবুজ মনের আকাশ ধোঁয়ায় ঢাকা ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়েRead more

    চোখের জলের হয়না কোনো রঙ
    তবু কত রঙের ছবি আছে আঁকা
    দেখতে গিয়ে হারিয়ে গেলাম
    দেখতে গিয়ে হারিয়ে গেলাম
    গহীন আঁধার পথে আঁকা বাঁকা
    স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
    তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
    ফুলে ভরা সবুজ মনের আকাশ
    ধোঁয়ায় ঢাকা
    ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
    পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
    কুড়িয়ে তোমার আচলেতে বেঁধে দিতে চাই
    নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
    তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
    নিও পাখা

    See less
  10. মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল । কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল । কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস-সারির দুলানো মালিকা । বিজলী জরীণ ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল । জ্যোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাব পায় । আমার গানের সাত-সুর দিয়া, তোমার বRead more

    মোর প্রিয়া হবে এসো রাণী,
    দেব খোঁপায় তারার ফুল ।
    কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
    চৈতী চাঁদের দুল ।
    কন্ঠে তোমার পরাবো বালিকা,
    হংস-সারির দুলানো মালিকা ।
    বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
    মেঘ রং এলো চুল ।
    জ্যোছনার সাথে চন্দন দিয়ে
    মাখাব তোমার গায়,
    রামধনু হতে লাল রং ছানি,
    আলতা পরাব পায় ।
    আমার গানের সাত-সুর দিয়া,
    তোমার বাসর রচিব প্রিয়া ।
    তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
    কবিতার বুলবুল ।।

    See less