SOP পূর্ণ রূপ হল Standard Oparating Procedure. বাংলাতে এর সোজা অর্থ হবে 'পরিচালনার আদর্শ প্রক্রিয়া'। বিস্তারিতভাবে SOP মানে একপ্রকার লিখিত দস্তাবেজ যেখানে কোন কাজ করার নিয়ম, প্রক্রিয়া ও বিধিনিষেধ লেখা থাকে। কোন কাজ কিভাবে এবং কোন সময় করা হবে তার নিয়মাবলীকে SOP বলে। যেমনঃ ভারত সরকার করোনার মহামারীর জRead more
SOP পূর্ণ রূপ হল Standard Oparating Procedure. বাংলাতে এর সোজা অর্থ হবে ‘পরিচালনার আদর্শ প্রক্রিয়া’। বিস্তারিতভাবে SOP মানে একপ্রকার লিখিত দস্তাবেজ যেখানে কোন কাজ করার নিয়ম, প্রক্রিয়া ও বিধিনিষেধ লেখা থাকে। কোন কাজ কিভাবে এবং কোন সময় করা হবে তার নিয়মাবলীকে SOP বলে।
যেমনঃ
- ভারত সরকার করোনার মহামারীর জন্য স্কুল কলেজে পড়ানোর নতুন SOP এনেছে।
মানব পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য - পুনশ্চ মৃত্যুর পাত্রে খৃস্ট যেদিন মূত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহূত অনাহূতের জন্যে, তার পরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন, সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হত যে-সমস্ত পাপের মারে-- যে উদ্ধত শেল ও শল্য, যে চতুরRead more
মানব পুত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্য – পুনশ্চ
মৃত্যুর পাত্রে খৃস্ট যেদিন মূত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন
রবাহূত অনাহূতের জন্যে,
তার পরে কেটে গেছে বহু শত বৎসর।
আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে।
চেয়ে দেখলেন,
সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হত যে-সমস্ত পাপের মারে–
যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোরা ও ছুরি,
যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে–
বিদ্যুদ্বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে
হিস্হিস্ শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে
বড়ো বড়ো মসীধূমকেতন কারখানাঘরে।
কিন্তু দারুণতম যে মৃত্যুবাণ নূতন তৈরি হল,
ঝক্ঝক্ করে উঠল নরঘাতকের হাতে,
পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ
তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে।
খৃস্ট বুকে হাত চেপে ধরলেন;
বুঝলেন শেষ হয় নি তাঁর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত,
নূতন শূল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়–
বিঁধছে তাঁর গ্রন্থিতে গ্রন্থিতে।
সেদিন তাঁকে মেরেছিল যারা
ধর্মমন্দিরের ছায়ায় দাঁড়িয়ে,
তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে,
তারাই আজ ধর্মমন্দিরের বেদীর সামনে থেকে
পূজামন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে–
বলছে “মারো মারো’।
মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে,
“হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর,
কেন আমাকে ত্যাগ করলে।’
Poem – Manab Putra
By – Rabindranath Tagore
Mrityur patre khristo jedin mrityuhin pran utsorgo korlen
See lessRobahut onahuter jonno,
Tar pore kete geche bohu shata batsar.
Aaj tini ekbar neme elen nityodham theke mortodhame
Cheye dekhlen
Sekaleo manush khatabikkhoto hoto je samasto payer mare
Je uddoto shel o shullyo, je chotur chura o churi
Je krur kutil tolowarer aghate
Bidyutbege aaj tader folay shan dewa hochhe
Hishhish shobde sfulinga choriye
Boro boro mosidhumketon karkhanaghore.