Bengali Forum Latest Questions

  1. মানব পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য - পুনশ্চ   মৃত্যুর পাত্রে খৃস্ট যেদিন মূত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহূত অনাহূতের জন্যে, তার পরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন, সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হত যে-সমস্ত পাপের মারে-- যে উদ্ধত শেল ও শল্য, যে চতুরRead more

    মানব পুত্র

    রবীন্দ্রনাথ ঠাকুর

    কাব্য – পুনশ্চ

     

    মৃত্যুর পাত্রে খৃস্ট যেদিন মূত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন
    রবাহূত অনাহূতের জন্যে,
    তার পরে কেটে গেছে বহু শত বৎসর।
    আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে।
    চেয়ে দেখলেন,
    সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হত যে-সমস্ত পাপের মারে–
    যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোরা ও ছুরি,
    যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে–
    বিদ্যুদ্‌বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে
    হিস্‌হিস্‌ শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে
    বড়ো বড়ো মসীধূমকেতন কারখানাঘরে।

    কিন্তু দারুণতম যে মৃত্যুবাণ নূতন তৈরি হল,
    ঝক্‌ঝক্‌ করে উঠল নরঘাতকের হাতে,
    পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ
    তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে।
    খৃস্ট বুকে হাত চেপে ধরলেন;
    বুঝলেন শেষ হয় নি তাঁর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত,
    নূতন শূল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়–
    বিঁধছে তাঁর গ্রন্থিতে গ্রন্থিতে।
    সেদিন তাঁকে মেরেছিল যারা
    ধর্মমন্দিরের ছায়ায় দাঁড়িয়ে,
    তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে,
    তারাই আজ ধর্মমন্দিরের বেদীর সামনে থেকে
    পূজামন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে–
    বলছে “মারো মারো’।
    মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে,
    “হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর,
    কেন আমাকে ত্যাগ করলে।’

     

    Poem – Manab Putra

    By – Rabindranath Tagore

    Mrityur patre khristo jedin mrityuhin pran utsorgo korlen
    Robahut onahuter jonno,
    Tar pore kete geche bohu shata batsar.
    Aaj tini ekbar neme elen nityodham theke mortodhame
    Cheye dekhlen
    Sekaleo manush khatabikkhoto hoto je samasto payer mare
    Je uddoto shel o shullyo, je chotur chura o churi
    Je krur kutil tolowarer aghate
    Bidyutbege aaj tader folay shan dewa hochhe
    Hishhish shobde sfulinga choriye
    Boro boro mosidhumketon karkhanaghore.

    See less
  1. SOP পূর্ণ রূপ হল Standard Oparating Procedure. বাংলাতে এর সোজা অর্থ হবে 'পরিচালনার আদর্শ প্রক্রিয়া'। বিস্তারিতভাবে SOP মানে একপ্রকার লিখিত দস্তাবেজ যেখানে কোন কাজ করার নিয়ম, প্রক্রিয়া ও বিধিনিষেধ লেখা থাকে। কোন কাজ কিভাবে এবং কোন সময় করা হবে তার নিয়মাবলীকে SOP বলে। যেমনঃ ভারত সরকার করোনার মহামারীর জRead more

    SOP পূর্ণ রূপ হল Standard Oparating Procedure. বাংলাতে এর সোজা অর্থ হবে ‘পরিচালনার আদর্শ প্রক্রিয়া’। বিস্তারিতভাবে SOP মানে একপ্রকার লিখিত দস্তাবেজ যেখানে কোন কাজ করার নিয়ম, প্রক্রিয়া ও বিধিনিষেধ লেখা থাকে। কোন কাজ কিভাবে এবং কোন সময় করা হবে তার নিয়মাবলীকে SOP বলে।

    যেমনঃ

    • ভারত সরকার করোনার মহামারীর জন্য স্কুল কলেজে পড়ানোর নতুন SOP এনেছে।
    See less
  1. NRI full form in Bengali Non Resident Indian বাংলায় প্রবাসী ভারতীয় বা অনাবাসী ভরতীয়। যে সব ভারতীয়রা শিক্ষা বা পড়াশোনা, ব্যাবসা-বাণিজ্য, কাজ ইত্যাদি উদ্দেশ্য নিয়ে ভারতের বাইরে বা বিদেশে বসবাস করেন তাদের কে এনআরআই (NRI) বা প্রবাসী ভারতীয় বা অনাবাসী ভরতীয় বলা হয়।

    NRI full form in Bengali
    Non Resident Indian
    বাংলায় প্রবাসী ভারতীয় বা অনাবাসী ভরতীয়। যে সব ভারতীয়রা শিক্ষা বা পড়াশোনা, ব্যাবসা-বাণিজ্য, কাজ ইত্যাদি উদ্দেশ্য নিয়ে ভারতের বাইরে বা বিদেশে বসবাস করেন তাদের কে এনআরআই (NRI) বা প্রবাসী ভারতীয় বা অনাবাসী ভরতীয় বলা হয়।

    See less
  1. NGO full form in Bengali Nongovernmental Organization বাংলাতে এটিকে বেসরকারি সংস্থা বলা হয়। সংক্ষপে এনজিও (NGO) বলা হয়। এনজিও জাতীয় ও আন্তর্জাতিকও হতে পারে যা স্বাধীনভাবে এবং অলাভজনকভাবে সেচ্ছ্বায় মানুষের সেবা করে থাকে। এমন সংস্থাগুলোতে সরকার কর্তৃক নিয়ন্ত্রণের বাইরে কাজ করে থাকে। যদিও কিছু কিছRead more

    NGO full form in Bengali
    Nongovernmental Organization
    বাংলাতে এটিকে বেসরকারি সংস্থা বলা হয়। সংক্ষপে এনজিও (NGO) বলা হয়। এনজিও জাতীয় ও আন্তর্জাতিকও হতে পারে যা স্বাধীনভাবে এবং অলাভজনকভাবে সেচ্ছ্বায় মানুষের সেবা করে থাকে। এমন সংস্থাগুলোতে সরকার কর্তৃক নিয়ন্ত্রণের বাইরে কাজ করে থাকে। যদিও কিছু কিছু সংস্থায় সরকার দ্বারাই অর্থায়ন করা হয়।

    See less
  1. Self Motivated এর বাংলা অর্থ হল 'নিজের দ্বারা অনুপ্রাণিত হওয়া' বা 'নিজে নিজে উৎসাহিত হওয়া'। যখন কোন মানুষ নিজে নিজেকে প্রেরণা দিয়ে কিছু করার জন্য প্রস্তুত হয় তখন তাকে self motivated মানুষ  বলা হয়। self অর্থ হল 'নিজে', motivated অর্থ হল 'উৎসাহিত' বা 'অনুপ্রাণিত' । যেমনঃ আমাকে উৎসাহ দেওয়ার কেউ ছিল না,Read more

    Self Motivated এর বাংলা অর্থ হল ‘নিজের দ্বারা অনুপ্রাণিত হওয়া’ বা ‘নিজে নিজে উৎসাহিত হওয়া’। যখন কোন মানুষ নিজে নিজেকে প্রেরণা দিয়ে কিছু করার জন্য প্রস্তুত হয় তখন তাকে self motivated মানুষ  বলা হয়। self অর্থ হল ‘নিজে’, motivated অর্থ হল ‘উৎসাহিত’ বা ‘অনুপ্রাণিত’ ।

    যেমনঃ

    • আমাকে উৎসাহ দেওয়ার কেউ ছিল না, আমি self motivated হয়ে এতদুর এসেছি।
    • রমেনের মতো self motivated ছেলে এই কাজটা খুব সহজে করতে পারবে।
    See less
  1. বাংলা অর্থ: - Demotivate হচ্ছে Motivate এর বিপরীত শব্দ তাই Demotivate অর্থ হবে হতাশ, আশাহীন, অনুৎসাহী যেমনঃ Demotivate - I don't want to demotivate my students (অর্থাৎ আমি আমার অনুৎসাহী করতে চাই না)

    বাংলা অর্থ:

    – Demotivate হচ্ছে Motivate এর বিপরীত শব্দ তাই Demotivate অর্থ হবে হতাশ, আশাহীন, অনুৎসাহী

    যেমনঃ

    Demotivate – I don’t want to demotivate my students (অর্থাৎ আমি আমার অনুৎসাহী করতে চাই না)

    See less
  1. May he rest in peace এর সোজা বাংলা অর্থ হল 'উনি যেন শান্তিতে থাকেন' বা 'উনার শান্তি কামনা করি'। সাধারনত এই বাক্যাংশ কেউ মারা যাবার পর তার আত্মার শান্তি কামনা করে বলা হয়ে থাকে। বাংলাতে যেমন বলা হয় 'উনার আত্মা যেন শান্তি পায়', ঠিক সেভাবে ইংরাজীতে বলা হয় may he rest in peace. পুরুষ হলে বলা হয় may HE reRead more

    May he rest in peace এর সোজা বাংলা অর্থ হল ‘উনি যেন শান্তিতে থাকেন’ বা ‘উনার শান্তি কামনা করি’। সাধারনত এই বাক্যাংশ কেউ মারা যাবার পর তার আত্মার শান্তি কামনা করে বলা হয়ে থাকে। বাংলাতে যেমন বলা হয় ‘উনার আত্মা যেন শান্তি পায়’, ঠিক সেভাবে ইংরাজীতে বলা হয় may he rest in peace. পুরুষ হলে বলা হয় may HE rest in peace আর মহিলা হলে বলা হয় may SHE rest in peace. যেহেতু বাংলা ভাষাতে লিংগবোধ থাকে না তাই বাংলাতে দুইই ক্ষেত্রে ‘উনার শান্তি কামনা করি’ বললেই চলে যায়। rest মানে থাকা বা আরাম করা, peace মানে শান্তি। যেমনঃ

    • Sana died today, may she rest in peace in.
    • I am sorry for your father’s death, may he rest in peace.
    See less