Bengali Forum Latest Questions

  1. Moderator অর্থ: * Moderator বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমনঃ সভাপতি, মধ্যস্থ, নিয়ামক, পরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি। * Social Media তে যেমন কোন group বা page এ  Moderator বলতে ওই পেজের বা গ্রুপের নিয়ন্ত্রককে বোঝায়। যারা কোন পোস্ট কিংবা মন্তব্য এইগুলি যথাযোগ্য কি না তাহা পর্যবেক্ষণ করেন এবং অবাঞ্ছনRead more

    Moderator অর্থ:

    * Moderator বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমনঃ সভাপতি, মধ্যস্থ, নিয়ামক, পরীক্ষা নিয়ন্ত্রক ইত্যাদি।

    * Social Media তে যেমন কোন group বা page এ  Moderator বলতে ওই পেজের বা গ্রুপের নিয়ন্ত্রককে বোঝায়। যারা কোন পোস্ট কিংবা মন্তব্য এইগুলি যথাযোগ্য কি না তাহা পর্যবেক্ষণ করেন এবং অবাঞ্ছনীয় কোন content থেকে পেজ বা গ্রুপকে মুক্ত রাখেন।

    See less
  1. দ্বিচারিতা শব্দের অর্থ: - দ্বিচারিতা অর্থাৎ দুই ধরনের চরিত্র। নিজের কথা ও কাজের পারষ্পরিক অমিল বা  বিরোধিতাকে বলে দ্বিচারিতা। - ইংরাজিতে Double standard বা Hypocrisy বলে।   উদাহরনঃ - আমাদের রাজনৈতিকদের মধ্যে দ্বিচারিতার স্বভাব রয়েছে। - আমি দ্বিচারিতা স্বভাবের নই, যাই বলব তাই করবো।

    দ্বিচারিতা শব্দের অর্থ:

    – দ্বিচারিতা অর্থাৎ দুই ধরনের চরিত্র। নিজের কথা ও কাজের পারষ্পরিক অমিল বা  বিরোধিতাকে বলে দ্বিচারিতা।

    – ইংরাজিতে Double standard বা Hypocrisy বলে।

     

    উদাহরনঃ

    – আমাদের রাজনৈতিকদের মধ্যে দ্বিচারিতার স্বভাব রয়েছে।
    – আমি দ্বিচারিতা স্বভাবের নই, যাই বলব তাই করবো।

    See less
  1. par excellence এর বাংলা অর্থ হল 'অতি উত্তম' বা 'সবচেয়ে ভালো'। কাউকে বা কোন কিছুকে অন্যসব থেকে তুলনামুলকভাবে ভালো বলার জন্য Par Excellence শব্দাবলীর ব্যবহার করা হয়। যেমনঃ She did the task par excellence. He is par excellence the best performer in the class.

    par excellence এর বাংলা অর্থ হল ‘অতি উত্তম’ বা ‘সবচেয়ে ভালো’। কাউকে বা কোন কিছুকে অন্যসব থেকে তুলনামুলকভাবে ভালো বলার জন্য Par Excellence শব্দাবলীর ব্যবহার করা হয়। যেমনঃ

    • She did the task par excellence.
    • He is par excellence the best performer in the class.
    See less
  1. Noya Daman Song Lyrics with Meaning: "আইলারে নয়া দামান" গানটি সিলেটের উদীয়মান শিল্পী মুজা ও তসিবার গাওয়ার পর থেকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সামান্য ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, এটি সিলেট অঞ্চলের কোনও এক অজানা লোককবি রচিত বহুল প্রচলিত একটি প্রসিদ্ধ লোকগীতি বা বিয়ের গীত। ১৯৭২Read more

    Noya Daman Song Lyrics with Meaning:

    “আইলারে নয়া দামান” গানটি সিলেটের উদীয়মান শিল্পী মুজা ও তসিবার গাওয়ার পর থেকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সামান্য ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, এটি সিলেট অঞ্চলের কোনও এক অজানা লোককবি রচিত বহুল প্রচলিত একটি প্রসিদ্ধ লোকগীতি বা বিয়ের গীত।
    ১৯৭২/৭৩ সালে সিলেট বেতারে সংগীতজ্ঞ ওস্তাদ আলী আকবর খানের সুরে (কথা সংগ্রহ) প্রথমে ইয়ারুন্নেছা খানম এবং পরে সমবেতকণ্ঠে গীত হয়। পরবর্তীকালে ১৯৮০/৮৫ সালের কোনও এক সময় এটি ওস্তাদ আলী আকবর খানের সুর ও সংগীত পরিচালনায় বেতারে ধারন করা হয়।

     

    আইলারে নয়া দামান লিরিক্স

    আইলারে নয়া দামান, আসমানেরও তেরা
    বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা
    ও দামান বও, দামান বও॥

    আইলারে – এসেছেন, দামান – জামাই, আসমানেরও তেরা – আকাশের তারা, নেরা – ধান কাটার পর জমিনে থেকে যাওয়া অংশ বিশেষ

    অর্থাৎ নতুন জামাই শ্বশুর বাড়িতে এসেছে। তাঁর চেহারা আকাশের উজ্জল তারকার মত। তাই তাকে আদর আপ্যায়ন করে বসতে দেয়া হয়েছে। কনের আত্মীয়রা কৌতুক করে ‘শাইল ধানের নেরা’ দিয়ে বিছানা তৈরি করে দিয়েছে।

     

    বও দামান কওরে কথা, খাওরে বাটার পান,
    যাইবার কথা কও যদি কাইট্যা রাখমু কান ।
    ও দামান বও, দামান বও ॥

    বও -বস, কওরে কথা – কথা বল/গল্প কর, খাওরে বাটার পান – পান খাও

    নতুন জামাইকে পেয়ে সবাই খুশি তাই তাকে আদর আপ্যায়ন করে নিয়ে সবাই গল্প করতে বসেছে। কিন্তু জামাইকে সতর্ক করা হচ্ছে সে যেন যাওয়ার কথা না বলে। যাওয়ার কথা বললে তাঁর কান কেটে রাখা হবে (কৌতুক করে)।

    .
    আইলারে দামান্দর ভাই হিজলেরও মোড়া
    ঠুনকি দিলে মাটিত পড়ইন, ষাইট/সত্তইরের বুড়া ।
    ও দামান বও, দামান বও ॥

    হিজলেরও মোড়া – হিজল কাঠের গুড়া, পড়ইন – পড়ে যান, ষাইট/সত্তইরের বুড়া – ষাট সত্তর বছরের বুড়ো

    জামাইয়ের ভাই ও সঙ্গে এসেছেন, তিনি দেখতে অনেকটা হিজল গাছের গুড়ার মত। একটু নাড়া দিলে মাটিতে পড়বেন মনে হচ্ছে ষাট সত্তর বছরের বুড়ো।

    .
    আইলারে দামান্দর বইন, কইতা একখান কথা
    কইনার ভাইর ছে’রা দেইখা, হইয়া গেলা বোবা ।
    ও দামান বও, দামান বও ॥

    বইন – বোন, কইতা – বলবেন, কইনা – কন্যা, ছে’রা – চেহারা, বোবা – বাকরুদ্ধ

    জামাইয়ের বোন ও সঙ্গে এসেছেন তো তিনি কিছু একটা বলবেন এমতাবস্থায় কন্যার/নববধুর ভাইয়ের চেহারা দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েন।

    .
    আইলারে দামান্দর ভাইর বউ, দেখতে বটর ঘাইল
    উঠতে বইতে সময় লাগে, করইন আইল-জাইল ।
    ও দামান বও, দামান বও ॥

    ভাইর বউ – বড়ভাইয়ের বউ/ভাবী, বট – বটবৃক্ষ, বটর ঘাইল -বটবৃক্ষের গুঁড়ির মত সুবিশাল অর্থাৎ মোটা, উঠতে বইতে – উঠতে বসতে, আইল-জাইল – উল্টাপাল্টা

    নতুন জামাইয়ের বড় ভাইয়ের বউ সঙ্গে এসেছেন। তিনি আবার দেখতে মোটা, বটবৃক্ষের গুঁড়ির মত মনে হয় অর্থাৎ  তাঁর শরীর ভারী তাই উঠতে বসতে উনার অনেক সময় লাগে। তাঁর কাজগুলোও কেমন উল্টাপাল্টা, একটা করতে আরেকটা করে বসেন।

     

    Ailare Noya Daman Song:

    Ailare Noya Daman Lyrics in English:

    Ailare noya daman
    Ashmanero tera
    Bisana bisaiyya dilam
    Shail dhaner nera
    Daman bo Daman bo

    Bo daman ko reh khotha
    Khaw re batar pan
    Jaibar khotha kou jodi
    Kaitta rakhmu kan
    Daman bo Daman bo

    Aila re Damdor Bhai
    Hijolero Mura
    Thunki dile matit poroin
    Shait sottoiror bura
    Daman bo Daman bo

     

    Aila re Damdor Boin
    Koita ekhan kotha
    Koinar bhair chera dekhiya
    Hoiya gela boba
    Daman bo Daman bo

     

    Aila re Damdor Bhair Bou
    Dekhte Botor Ghail
    Uthle boite shomoy lage
    Koroin aail zail
    Daman bo Daman bo

     

    See less
  1. This answer was edited.

    সবার কিছু দুঃখ আছে গীতিকারঃ  অনিন্দ সুন্দরছবিঃ বাকিটা ব্যাক্তিগত   সবার কিছু দুঃখ আছে, দুঃখ আছে বাক্তিগতদুঃখ চাপার ভঙ্গি আছে, সবার আছে নিজের মত,সবার কিছু কথন আছে, কথক যদি নাও বা থাকেকেউবা কথা কাপড় মেলা দড়িতে তাই টানিয়ে রাখে। সবার আছে গাছের মত অনাদি সব নিঃশব্দবালিশ তুলে জমিয়ে রাখা অক্ষরহীন নীল পদ্ম,সRead more

    সবার কিছু দুঃখ আছে

    গীতিকারঃ  অনিন্দ সুন্দর
    ছবিঃ বাকিটা ব্যাক্তিগত

     

    সবার কিছু দুঃখ আছে, দুঃখ আছে বাক্তিগত
    দুঃখ চাপার ভঙ্গি আছে, সবার আছে নিজের মত,
    সবার কিছু কথন আছে, কথক যদি নাও বা থাকে
    কেউবা কথা কাপড় মেলা দড়িতে তাই টানিয়ে রাখে।

    সবার আছে গাছের মত অনাদি সব নিঃশব্দ
    বালিশ তুলে জমিয়ে রাখা অক্ষরহীন নীল পদ্ম,
    সবার কিছু যাত্রা আছে, পৌঁছন নেই সবার হয়ত
    কালের টানে ঘুরতে থাকা দিকবিদিক হীন ফুটোর মত।

    কারোর আছে ফিরেও আসা, ফিরে আসা জলের কাছে
    দুহাতে সেই জল ই ছোঁয়া, কারোর আছে কারোর আছে।

     

    Sobar Kichu Dukkho Ache Lyrics

    Film : Bakita Byaktigato
    Lyricist : Anindya Sundar

    Everyone has some sorrow, and is very personal
    Everyone suppresses it in his own way,
    Some even kept the words, under the hat holder
    Everyone has some words to say, though no sound to utter.

    Everyone has silent moments, as ancient as the primitive trees,
    Kept under the pillows, the letter less lotus blue,
    Everyone has a journey to make, there may not be a destination,
    Like aimless fragments circling in time.

    Some will return surely, like the meandering flow of water,
    And some may still feel the touch, rippling on the limbs;

     

    English Transliteration:

    Sobar kichu dukkho aache, dukkho aache byaktigota
    Dukkho chapar vongi aache, sobar aache nijer mata
    Sobar kichu kathan aache,kathak jadi naoba thake
    Keuba kotha kapor mela dorite tai taniye rakhe

    Sobar aache gacher mata anadi shob nisshobdo
    Balish tule jomiye rakhe akkharhin nil poddo
    Sobar kichu jatra aache, pouchon nei shobar hoyto
    Kaler tane ghurte thaka dikbikhin futer moto

    karor kache fireo aasha, fire asha joler kache
    Duhate shei jol i chuwa, karor kache karor aache

    See less