Bengali Forum Latest Questions

  1. বিকর্ণ আর্য তীর্থ যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিলো যার গর্জে ওঠার! নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন ঊরু. ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে, সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা,Read more

    বিকর্ণ

    আর্য তীর্থ

    যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন,
    দায় ছিলো যার গর্জে ওঠার! নিচু মাথায় সে পাঁচজন।
    দুর্যোধনের নগ্ন ঊরু. ইঙ্গিতে তার ধর্ষকাম,
    হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম।
    অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার,
    নিজের দলের নির্যাতনে, সব রাজা হন নির্বিকার।
    কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে
    শর্তবিহীন সমর্থনেই , তাবত আরামসুখ বসে।
    ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারী লোক হাজার হোক
    রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক।
    খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়,
    ঘরের মাটি লাল হয়ে যাক, দেশবিভাগের যন্ত্রণায়।
    সুশীল সভায় ঘটছে যখন, রাজঅপরাধ জঘন্য,
    ঠিক তখনই তার বিরোধে, চেঁচিয়ে ওঠেন বিকর্ণ।

    বিকর্ণ নন কেউকেটা লোক, একশো ভাইয়ের একজনা
    তেমন করে এর আগে কেউ, তার কথাটাই জানতো না।
    জতুগৃহে কাড়েননি রা, অন্তত তা নেই লেখা,
    ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তাঁর নেই দেখা।
    কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর আব্রু কেউ,
    স্তব্ধ জিভের চুপসাগরে, বিকর্ণ হন একলা ঢেউ।
    চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই,
    মহাবলী পান্ডবেরও, তখন গলায় সে সুর নেই।
    রাজাও যখন নীরব থেকে, সায় দিয়ে যায় ধর্ষণে,
    ঠিক তখনই সমস্ত যুগ, বিকর্ণদের স্বর শোনে।

    আমরা যারা কিচ্ছুটি নই ,একটি মোটে ভোট কেবল,
    অত্যাচারের সামনে এলে, সঙ্গী শুধু চোখের জল
    পোষ্যভাবে জাবনা চেবাই, অন্ধ এবং নি-কর্ণ,
    প্রার্থনা থাক আমরা যেন, একবার হই বিকর্ণ।
    মরার আগে হতেই হবে, রাজার সভায় বিকর্ণ।

    Poem: Bikarna

    Poet: Arya tirtha

    Jaggoshenir khulche shari, Tanche dhore Dushashan
    Day chilo jar garje uthar, Nichu mathay she pachjon
    Duryadhoner nagna uru Ingite tar dharshakaam,
    Hastinapur dekhche boshe,Dhasta hote tar shunam
    Andharaja Shinghashone, Arta chechan bouma tar
    NIjer doler nirjatane, Shab raja hon nirbikaar
    karna boshe ha ha, Rajar doler lok to shey
    Sarta bihin samarthonei, Tabot aramshukh boshe
    Bhiso Drono Kripo nirob, Sarkari lok hajar houk
    Rajar kothai tomar kotha, Tumi jakhan rajar lok
    Khal sokuni dekhche sobi, Bastuto shey dhangsho chay
    Gharer mati lal hoye jak, Deshbhibager jantranay
    Sushil shobhay ghatce jakhan,Rajoporadh jaganno
    Thik takhani tar birodhe, Chechiye uthen Bikarna

    Bikarna nan keuketa lok, Eksho bhaiyer Ekjona
    Temon kore er aage keu, Tar kothatai jantona
    Jatugrihe Karenni ra Ontata ta nai lekha,
    Bhimke jakhan bish khawalo, takhani tar nei dekha
    Kintu Jakhan prokashotei karche narir abru keu,
    Stabda jiber chupshagore, Bikarna holo ekla dheu
    Chechiye uthen rajar kumar, jubarajer biruddhei
    Mohaboli pandobero, takhan golay shey shur nei
    Rajao jakhan nirob theke, Shay diye dharshone
    Thik Takhani samasta jug, Bikarnader shur shune

    See less
  1. Mindset অর্থ: - Mindset অর্থ মানসিকতা  - ইংরাজিতে Mindset মানে A person's way of thinking and their opinions - কোন ব্যক্তির কোন কিছুর প্রতি মতামত ও চিন্তাধারাই হল মাইন্ডসেট। উদাহরণঃ - He has a progressive mindset. - Mike has a religious mindset.  

    Mindset অর্থ:

    – Mindset অর্থ মানসিকতা 

    – ইংরাজিতে Mindset মানে A person’s way of thinking and their opinions – কোন ব্যক্তির কোন কিছুর প্রতি মতামত ও চিন্তাধারাই হল মাইন্ডসেট।

    উদাহরণঃ

    – He has a progressive mindset.

    – Mike has a religious mindset.

     

    See less
  1. বাংলা অর্থ: - Mind it - এর বাংলা অর্থ হবে মনোযোগ দাও, সাবধান হও অথবা মনে রাখো ইত্যাদি। - কাউকে কোন ব্যাপারে সাধারণত সাবধান করতে গিয়ে অথবা হুঁশিয়ারি দিতে গিয়ে বলা হয়ে থাকে। উদাহরণঃ - Mind it! this is not your home that you can say anything. - Mind it Mr Malcom! You are crossing all the limit.

    বাংলা অর্থ:

    – Mind it – এর বাংলা অর্থ হবে মনোযোগ দাও, সাবধান হও অথবা মনে রাখো ইত্যাদি।

    – কাউকে কোন ব্যাপারে সাধারণত সাবধান করতে গিয়ে অথবা হুঁশিয়ারি দিতে গিয়ে বলা হয়ে থাকে।

    উদাহরণঃ

    – Mind it! this is not your home that you can say anything.

    – Mind it Mr Malcom! You are crossing all the limit.

    See less
  1. Mind Your Own Business - একটি প্রবাদ বা প্রবচন যার বাংলা হল  "নিজের চরকায় তেল দাও" অর্থাৎ নিজের কাজ দেখ। মনে করুন আপনাকে কেউ বিরক্ত করছে না অযথা জ্ঞান দিচ্ছে বা আপনার কোন বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে তখন আপনি বললেন "Mind Your Own Business" অর্থাৎ নিজের কাজ দেখ  আমাকে জ্ঞান দিতে এসো না।

    Mind Your Own Business – একটি প্রবাদ বা প্রবচন যার বাংলা হল  “নিজের চরকায় তেল দাও” অর্থাৎ নিজের কাজ দেখ।

    মনে করুন আপনাকে কেউ বিরক্ত করছে না অযথা জ্ঞান দিচ্ছে বা আপনার কোন বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে তখন আপনি বললেন “Mind Your Own Business” অর্থাৎ নিজের কাজ দেখ  আমাকে জ্ঞান দিতে এসো না।

    See less
  1. বাংলা অর্থ: - Mind your language - এর বাংলা অর্থ হবে তোমার কথা বার্তায় লাগাম দাও অথবা সাবধানে কথা বল। - কোন ব্যাক্তির অমার্জিত, অশ্লীল বা অহেতুক কথার বিরুদ্ধে সাবধান করতে গিয়ে বলা হয়। উদাহরণঃ - Don't speak like rubbish, Mind your language. - Please mind your language. You can't speak like that.

    বাংলা অর্থ:

    – Mind your language – এর বাংলা অর্থ হবে তোমার কথা বার্তায় লাগাম দাও অথবা সাবধানে কথা বল।

    – কোন ব্যাক্তির অমার্জিত, অশ্লীল বা অহেতুক কথার বিরুদ্ধে সাবধান করতে গিয়ে বলা হয়।

    উদাহরণঃ

    – Don’t speak like rubbish, Mind your language.

    – Please mind your language. You can’t speak like that.

    See less
  1. This answer was edited.

    Flirt এর বাংলা অর্থ হল বাস্তবিক প্রেম না থাকা সত্বেও প্রেম প্রেম ভান করা, মজা করে প্রেমের নাটক করা  বা রসিকতা করে প্রেমের ভান করা। বাংলাতে যেমন বলা হয় 'ফষ্টিনষ্টি করা' বা 'মাখামাখি করা'। তবে ফষ্টিনষ্টি করা বা মাখামমাখি করার মতো Flirt শব্দটি অবমাননাকর বা খারাপ নয়। Flirt মানে সাধারণভাবে রসিকতা করে প্রRead more

    Flirt এর বাংলা অর্থ হল বাস্তবিক প্রেম না থাকা সত্বেও প্রেম প্রেম ভান করা, মজা করে প্রেমের নাটক করা  বা রসিকতা করে প্রেমের ভান করা। বাংলাতে যেমন বলা হয় ‘ফষ্টিনষ্টি করা’ বা ‘মাখামাখি করা’। তবে ফষ্টিনষ্টি করা বা মাখামমাখি করার মতো Flirt শব্দটি অবমাননাকর বা খারাপ নয়। Flirt মানে সাধারণভাবে রসিকতা করে প্রেমের ছলনা করাকে বুঝায়। যেমনঃ

    • ও শুধু Flirt করছে, বেশি চাপ নিবি না।
    • রিনা ও অরুন প্রথম প্রথম flirt করছিল, পরে ব্যাপারটা বিয়ে অবধি গড়িয়ে গেল।
    See less
  1. Linguistic Chauvinism: * Linguistic - ভাষাগত, Chauvinism - অন্ধ স্বদেশভক্তি, উগ্র স্বদেশভক্তি * Linguistic chauvinism is the belief that one's native language is better than any other language. * অর্থাৎ নিজের মাতৃভাষা অন্যান্য সব ভাষা থেকে শ্রেষ্ট এইধরনের মনভাবনা বা বিশ্বাস রাখা কে বলে Linguistic chRead more

    Linguistic Chauvinism:

    * Linguistic – ভাষাগত, Chauvinism – অন্ধ স্বদেশভক্তি, উগ্র স্বদেশভক্তি

    * Linguistic chauvinism is the belief that one’s native language is better than any other language.

    * অর্থাৎ নিজের মাতৃভাষা অন্যান্য সব ভাষা থেকে শ্রেষ্ট এইধরনের মনভাবনা বা বিশ্বাস রাখা কে বলে Linguistic chauvinism।

    * ভাষার ভিত্তিতে উগ্র স্বদেশভক্তি হল Linguistic chauvinism।

    See less
  1. Male Chauvinist Pig এর বাংলা অর্থ হল 'পুরুষতান্ত্রিক জাতিয়তাবাদী শুকর'। এটা একটা সমালোচোণামূলক বাক্যাংশ যা ব্যবহার করা হয় এমন কোন মানুষ বা পুরুষের জন্য যে বিশ্বাস করে যে পুরুষ হল শ্রেষ্ট জাতি এবং নারী হল পুরুষ থেকে নিক্রিষ্ট।  উগ্র পুরুষতান্ত্রিক জাতীয়তাবাদে বিশ্বাসী বা পুরুষ শ্রেষ্টত্বে বিশ্বাসী যেRead more

    Male Chauvinist Pig এর বাংলা অর্থ হল ‘পুরুষতান্ত্রিক জাতিয়তাবাদী শুকর’। এটা একটা সমালোচোণামূলক বাক্যাংশ যা ব্যবহার করা হয় এমন কোন মানুষ বা পুরুষের জন্য যে বিশ্বাস করে যে পুরুষ হল শ্রেষ্ট জাতি এবং নারী হল পুরুষ থেকে নিক্রিষ্ট।  উগ্র পুরুষতান্ত্রিক জাতীয়তাবাদে বিশ্বাসী বা পুরুষ শ্রেষ্টত্বে বিশ্বাসী যে কোন  মানুষকে male chauvinist বলা যেতে পারে। Male মানে পুরুষ, Chauvinist মানে পুরুষ শ্রেষ্টত্বে বিশ্বাসী কেউ, Pig মানে শুকর। যেমনঃ

    • ভাবতে পারি না যে সুদীপ মায়াকে চাকরী করতে বাধা দেয়। আসলে ও একটা আস্ত male chuavinist pig
    • রমেন এতবড় male chauvinist pig যে ও ভাবে ওর বোনের পড়াশোনা করার থেকে বিয়ে করা জরুরী।
    See less
  1. Soulmate অর্থ: ★ সোলমেট শব্দের অর্থ “আত্মার সঙ্গী বা আত্মার বন্ধু"। ★ মুলত সোলমেট বলতে "আর্দশ জীবনসঙ্গী" "অর্ধাঙ্গিনী" ইত্যাদি বোঝায়। উদাহরণঃ ★ She is my soulmate. ★ I like to describe my soulmate as 'just amazing'.  

    Soulmate অর্থ:

    ★ সোলমেট শব্দের অর্থ “আত্মার সঙ্গী বা আত্মার বন্ধু”।

    ★ মুলত সোলমেট বলতে “আর্দশ জীবনসঙ্গী” “অর্ধাঙ্গিনী” ইত্যাদি বোঝায়।

    উদাহরণঃ

    ★ She is my soulmate.

    ★ I like to describe my soulmate as ‘just amazing’.

     

    See less