অমলাকান্তি কবিতার প্রশ্ন উত্তর | Amalkanti Poem Questions and Answers?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
জিজ্ঞেস করুন আপনার যে কোনো প্রশ্ন আর যুক্ত থাকুন সবসময়
Create A New Account
Hridoy
অমলাকান্তি কবিতার প্রশ্ন উত্তর:
প্রশ্নঃ অমলকান্তি কবিতার কবি কে?
উত্তরঃ নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রশ্নঃ অমলকান্তি কি হতে চায়?
উত্তরঃ অমলকান্তি রোদ্দুর হতে চায়।
প্রশ্নঃ কবির সঙ্গে অমলকান্তির কি সম্পর্ক ?
উত্তরঃ বন্ধু
প্রশ্নঃ অমলকান্তি কি রকম ছাত্র ছিল ?
উত্তরঃ অমলকান্তি পড়াশোনায় খুবই কাঁচা এবং অমনোযোগী ছিল।
প্রশ্নঃ বর্তমানে অমলকান্তি কোথায কাজ করে?
উত্তরঃ একটি ছাপাখানায়।
প্রশ্নঃ অমলকান্তির রোদ্দুর হওয়ার স্বপ্ন কি পূরণ হয়েছিল ?
উত্তরঃ না, অমলকান্তি রোদ্দুর হতে পারে নি।
প্রশ্নঃ অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল?
উত্তরঃ কারণ, ঘিঞ্জি বস্তিতে থাকার ফলে সে রোদ্দুর পায়না। সে জীবনের আনন্দ থেকে বঞ্চিত তাই রোদ্দুর খুঁজে এবং সে নিজে রোদ্দুর হয় যেতে চায়। অমলকান্তি ভিন্ন ধারায় জীবন চালিয়ে যেতে চায় কারণ টাকা পয়সা এবং প্রতিষ্ঠা জীবনে সব কিছু এনে দিতে পারে না।
বাস্তবে কোন মানুষ রোদ বৃষ্টি হতে পারে না তাই রোদ্দুর এখানে জীবনের আলোর প্রতীক, আনন্দের প্রতীক। এবং শুধুমাত্র প্রতিষ্ঠিত হলে সুখী হওয়া যায় না, টাকা পয়সা হয়তো আমাদেরকে স্বাচ্ছন্দ এনে দে কিন্তু প্রকৃত আনন্দ আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে নেই। তাই অমলকান্তি রোদ্দুর হয়ে যেতে যায়।