আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
খোসমানী আর আসমানী রয় দুইটি দেশে
কও তো যাদু, কারে নেবে অধিক ভালবেসে
Poem-Asmani Poet- JashimUddin
Asmanire dekhte jadi tumra shobe chao
Rahimuddir choto bari rasulpure jao
Bari to noy pakhir basha venna patar chani
Ektu khani bristi holei gariye pore pani
Ektu khani hawa dilei ghar narbar kore
Tari tole asmanira thake basar bhore.
Petti bbhore pay na khete, buker ko-khan har
Shakki dicche onahare kodin geche tar
Misti tahar mukhti hote hashir prodip rashi
Thaprete nibiye deche darun obav aashi
Parane tar shotek talir shotek chera bash
Sonali tar ga baraner korche upohash
Bhomor kalo chokh dutite nai koutuk hashi
Sekhan diye gariye pore asru rashi rashi
bashir moto shurti golai khoy holo tai kede
Hoi ni sujog loy je se sur ganer sure badhe
Asmanider barir dhare, padda pukhur bhore
Byanger chana sheola pana kil-bil-bil-kore
maleriate mashak setha bish guleche jole
Sei jolete ranna khawa asmanider chole
Pet-ti tahar dulche pileo, nitui je jor tar
Boiddo deke oshudh kore poysha nahi ar.
Khoshmani ar asmani je roy duti deshe
Kou na jadu, kare nebe valobeshe.
Hridoy
কবিতা – আসমানী
কবি – জসীম উদ্দিন
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
খোসমানী আর আসমানী রয় দুইটি দেশে
কও তো যাদু, কারে নেবে অধিক ভালবেসে
Poem-Asmani
Poet- JashimUddin
Asmanire dekhte jadi tumra shobe chao
Rahimuddir choto bari rasulpure jao
Bari to noy pakhir basha venna patar chani
Ektu khani bristi holei gariye pore pani
Ektu khani hawa dilei ghar narbar kore
Tari tole asmanira thake basar bhore.
Petti bbhore pay na khete, buker ko-khan har
Shakki dicche onahare kodin geche tar
Misti tahar mukhti hote hashir prodip rashi
Thaprete nibiye deche darun obav aashi
Parane tar shotek talir shotek chera bash
Sonali tar ga baraner korche upohash
Bhomor kalo chokh dutite nai koutuk hashi
Sekhan diye gariye pore asru rashi rashi
bashir moto shurti golai khoy holo tai kede
Hoi ni sujog loy je se sur ganer sure badhe
Asmanider barir dhare, padda pukhur bhore
Byanger chana sheola pana kil-bil-bil-kore
maleriate mashak setha bish guleche jole
Sei jolete ranna khawa asmanider chole
Pet-ti tahar dulche pileo, nitui je jor tar
Boiddo deke oshudh kore poysha nahi ar.
Khoshmani ar asmani je roy duti deshe
Kou na jadu, kare nebe valobeshe.