আসামের জেলা কতটি ও কি কি? আসামের জেলা কতটি ও কি কি? 1 Answer Hridoy 16 Questions 133 Answers 5 Best Answers 670 Points View Profile Hridoy 2020-08-25T02:59:18+05:30Added an answer on August 25, 2020 at 2:59 am This answer was edited. আসাম রাজ্যে মোট ৩৩টি জেলা রয়েছে। সেগুলি হল নিম্নরুপঃ করিমগঞ্জ (Karimganj) কামরূপ (Kamrup) কামরূপ মহানগর (Kamrup Metropolitan) কাছাড় (Cachar) কার্বি আং লং (Karbi Anglong) কোকড়াঝাড় (Kokrajhar) তিনসুকিয়া (Tinsukia) ডিব্রুগড় (Dibrugarh) শিবসাগর (Sivasagar) শোণিতপুর (Sonitpur) ধেমাজি (Dhemaji) ধুবড়ী (Dhubri) লখিমপুর (Lakhimpur) নগাঁও (Nagaon) মরিগাঁও (Morigaon) বঙাইগাঁও (Bongaigaon) বরপেটা (Barpeta) বিশ্বনাথ (Biswanath) যোরহাট (Jorhat) গোলাঘাট (Golaghat) নলবাড়ি (Nalbari) গোয়ালপাড়া (Goalpara) হাইলাকান্দি (Hailakandi) দরং (Darrang) ডিমা হাছাও (Dima Hasao) বাক্সা (Baska) চিরাং (Chirang) ওদালগুঁড়ি (Udalguri) চরাইদেউ (Charaideo) মাজুলী (Majuli) হোজাই (Hojai) দক্ষিণ শালমারা ও মানকাচর (South Salmara Mankachar) পশ্চিম কার্বি আং লং (West Karbi Anglong) 0 You must login to can add an answer.Continue with FacebookContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
আসাম রাজ্যে মোট ৩৩টি জেলা রয়েছে। সেগুলি হল নিম্নরুপঃ