আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়–
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি॥
You were in the centre of my heart, therefore when my heart wandered she never found you;
You hid yourself from my loves and hopes till the last, for you were always in them.
You were the inmost joy in the play of my youth, and when I was too busy with the play the joy was passed by.
You sang to me in the ecstasies of my life and I forgot to sing to you.
Lyrics in English Font:
Amar hiyar majhe lukiyechile dekhte ami pai ni
Tumay Dekhte ami pai ni
Bahir pane chokh melechi, Amar Hridoy pane chai ni.
Tumar sokol valobashay, shol aghat sokol aashay.
Tumi chile amar kache, tumar kache jai ni
Tumi mor anondo hoye, chile amar khelay
Anande tai bhulechilam, keteche din helay
Gopon rahi gabhir prane, Amar dukh shukher gaane
Sur diyecho tumi ami tumar gaan to gaai ni
Hridoy
Amar Hiyar Majhe lyrics English Translation :
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়–
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি॥
Lyrics in English Font:
Amar hiyar majhe lukiyechile dekhte ami pai ni
Tumay Dekhte ami pai ni
Bahir pane chokh melechi, Amar Hridoy pane chai ni.
Tumar sokol valobashay, shol aghat sokol aashay.
Tumi chile amar kache, tumar kache jai ni
Tumi mor anondo hoye, chile amar khelay
Anande tai bhulechilam, keteche din helay
Gopon rahi gabhir prane, Amar dukh shukher gaane
Sur diyecho tumi ami tumar gaan to gaai ni