ছোটদের জন্য লেখা কাজী নজরুল ইসলামের সরল ও সুন্দর একটি কবিতা লিচু চোর। বাবুদের পুকুর পারের গাছ থেকে লিচু চুরি করতে গিয়ে মালির হাতে ধরা খাওয়া তারপর পালিয়ে গিয়ে বোসদের ঘরে আশ্রয় নেয়ার একটি ঘটনা ফুটে উঠেছে এই ছড়া কবিতার মাধ্যমে।
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাঁড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি সড়াৎ জোরে!
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুসি
একদম জোরসে ঠুসি!
‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গ্যে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধরে!
যাবো ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা–
মালীর ঐ পিটনিগুলা!
কি বলিস? ফের হপ্তা!
তৌবা–নাক খপ্তা!
Poem: Licho chor
Kazi Nazrul Islam
Babuder tal-pukhure
Habuder dal-kukure
She ki bash korle tara
Boli tham, ektu dara !
Pukhurer oi kache na
lichur ek gach ase na,
Hotha na aaste giye
Yaboro kaste niye
Gache go jei chorechi,
Chuto ek daal dhorechi,
O baba morat kore
Porechi sorat jore!
Porbi por maalir gharei
Shey chilo gacher arei
Beta bhai boro nocchor,
Dhumadhum guta ducchar
Dile khub kil o ghusi
Ekdom jorse thusi!
Amio bagiye tapor,
De hawa chapiye kapor,
Lafiye dingnu deyal,
Dekhi Ek bhitre Sheal!
Are dhyat sheal kutha
Bhelota dariye hutha!
Dekhe jei atke utha
Kukuro jharle chota!
Ami koi kormo kabar
Kukurei korbe sabar !
Baba go maago bole
Pachiler fukol gole
Dhuke giye boshder ghare,
Jeno praan ashlo dhode!
Hridoy
লিচু চোর
কাজী নজরুল ইসলাম
ছোটদের জন্য লেখা কাজী নজরুল ইসলামের সরল ও সুন্দর একটি কবিতা লিচু চোর। বাবুদের পুকুর পারের গাছ থেকে লিচু চুরি করতে গিয়ে মালির হাতে ধরা খাওয়া তারপর পালিয়ে গিয়ে বোসদের ঘরে আশ্রয় নেয়ার একটি ঘটনা ফুটে উঠেছে এই ছড়া কবিতার মাধ্যমে।
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাঁড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা, মড়াৎ করে
পড়েছি সড়াৎ জোরে!
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুসি
একদম জোরসে ঠুসি!
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাগিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
আরে ধ্যাৎ শেয়াল কোথা?
ভোলাটা দাঁড়িয়ে হোথা!
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জুড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!
‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গ্যে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধরে!
যাবো ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা–
মালীর ঐ পিটনিগুলা!
কি বলিস? ফের হপ্তা!
তৌবা–নাক খপ্তা!
Poem: Licho chor
Kazi Nazrul Islam
Babuder tal-pukhure
Habuder dal-kukure
She ki bash korle tara
Boli tham, ektu dara !
Pukhurer oi kache na
lichur ek gach ase na,
Hotha na aaste giye
Yaboro kaste niye
Gache go jei chorechi,
Chuto ek daal dhorechi,
O baba morat kore
Porechi sorat jore!
Porbi por maalir gharei
Shey chilo gacher arei
Beta bhai boro nocchor,
Dhumadhum guta ducchar
Dile khub kil o ghusi
Ekdom jorse thusi!
Amio bagiye tapor,
De hawa chapiye kapor,
Lafiye dingnu deyal,
Dekhi Ek bhitre Sheal!
Are dhyat sheal kutha
Bhelota dariye hutha!
Dekhe jei atke utha
Kukuro jharle chota!
Ami koi kormo kabar
Kukurei korbe sabar !
Baba go maago bole
Pachiler fukol gole
Dhuke giye boshder ghare,
Jeno praan ashlo dhode!