কবিতা : হাট | Kumor Parar Gorur Gari Poem in Bengali
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
জিজ্ঞেস করুন আপনার যে কোনো প্রশ্ন আর যুক্ত থাকুন সবসময়
Create A New Account
Hridoy
হাট
রবীন্দ্রনাথ ঠাকুর
কুমোর-পাড়ার গোরুর গাড়ি —
বোঝাই-করা কলসি-হাঁড়ি।
গাড়ি চালায় বংশীবদন,
সঙ্গে যে যায় ভাগ্নে মদন।
হাট বসেছে শুক্রবারে
বক্সীগঞ্জে পদ্মাপারে।
জিনিসপত্র জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে।
উচ্ছে বেগুন পটল মুলো,
বেতের বোনা ধামা কুলো,
সর্ষে ছোলা ময়দা আটা,
শীতের র্যাপার নক্সা কাটা,
ঝাঁঝরি কড়া বেড়ি হাতা,
শহর থেকে সস্তা ছাতা।
কলসিভরা এখো গুড়ে
মাছি যত বেড়ায় উড়ে।
খড়ের আঁটি নৌকো বেয়ে
আনল ঘাটে চাষির মেয়ে,
অন্ধ কানাই পথের ‘পরে
গান শুনিয়ে ভিক্ষে করে।
পাড়ার ছেলে স্নানের ঘাটে
জল ছিটিয়ে সাঁতার কাটে।।
In English font:
Haat
Rabindranath Tagore
Kumor parar garur gari
Bujai kora kolshi hari
Gari chalay bangshi badan
Songe je jay bhagne madan
Haat boseche shukrobare
bakshiganje podmapare
Jinish patra jutiya aane
Gramer manush beche kene
ucche begun patal mulo
beter bona dhama kulo
Sorshe chula moyda aata
Shiter wrapper noksha kata
Jajri kora beri hata
Sohor theke sosta chata
Kolshi bhora ekho gure
khorer aati nouka beye
Anlo ghate chashir meye
Ondho kanai pother pore
Gaan shuniye bhikke kore
parar chele snaner ghate
Jol chitiye shatar kate