বালাগাল উলা বি কামালিহি অর্থ কি? বালাগাল উলা বি কামালিহি অর্থ কি? 1 Answer The Eternal 285 Questions 16 Answers 0 Best Answers 373 Points View Profile The Eternal 2021-06-29T21:22:31+05:30Added an answer on June 29, 2021 at 9:22 pm বালাগাল উলা বি কামালিহিঃ ফারসি কবি শেখ সাদি (রহ.) রচিত নাতের প্রথম লাইন; বালাগাল উলা বি কামালিহি এর অর্থ হলঃ সুউচ্চ শিখরে সমাসীন তিনি নিজ মহিমায় – এখানে মহানবী হজরত মোহাম্মদ (সঃ) কথা বলা হয়েছে। অর্থাৎ মহানবী সর্বোচ্চ মর্যাদায় আসীন হয়েছেন তাঁর নিজ মহিমায়। সম্পূর্ণ নাতটি হল নিম্নরুপঃ বালাগাল উলা বি-কামালিহি, কাশাফাদ্দুজা বি-জামালিহি, হাসুনাৎ জামিয়ু খিসালিহি, সাল্লু আলায়হে ওয়া আলিহি।। 0 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
The Eternal
বালাগাল উলা বি কামালিহিঃ
ফারসি কবি শেখ সাদি (রহ.) রচিত নাতের প্রথম লাইন; বালাগাল উলা বি কামালিহি এর অর্থ হলঃ সুউচ্চ শিখরে সমাসীন তিনি নিজ মহিমায় – এখানে মহানবী হজরত মোহাম্মদ (সঃ) কথা বলা হয়েছে। অর্থাৎ মহানবী সর্বোচ্চ মর্যাদায় আসীন হয়েছেন তাঁর নিজ মহিমায়।
সম্পূর্ণ নাতটি হল নিম্নরুপঃ
বালাগাল উলা বি-কামালিহি,
কাশাফাদ্দুজা বি-জামালিহি,
হাসুনাৎ জামিয়ু খিসালিহি,
সাল্লু আলায়হে ওয়া আলিহি।।