➣ সাধারণত আমাদের কাছে ব্যক্তিত্ব মানে হল একজন মানুষের চিত্ত আকর্ষণ করার মত গুণ। এক ব্যক্তি অন্য ব্যক্তির মনে তাঁর গুনাগুন দিয়ে যে সামগ্রিক ছাপ অঙ্কিত করে তাই হলাে সেই ব্যক্তির ব্যক্তিত্ব। আর এই সামগ্রিক ছাপ নেতিবাচক বা ইতিবাচক দুই ধরণের হতে পারে তাই আমরা বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন ব্যক্তিত্ব দেখতে পাই। আমরা কোনো ব্যক্তির ব্যক্তিত্ব পছন্দ করি আবার কখনো পছন্দ করি না।
➣ ব্যক্তির সাথে সমাজের বিভিন্ন উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলেই ব্যক্তিত্বের উদ্ভব হয়। তাই ব্যক্তিত্বের মূল্যায়নের ব্যাপারে কোন নির্দিষ্ট ধারণা করা কঠিন। সেই জন্য বিভিন্ন মনােবিজ্ঞানী ব্যক্তিত্বের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন।
-বিজ্ঞানী Warren এর মতে, ব্যক্তিত্ব হলাে কোন ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছ এবং শারীরিক বৈশিষ্টসমূহের সমন্বিত সংগঠন, যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করে ।
-বিজ্ঞানী Allport বলেন, ‘ব্যক্তিত্ব হলাে ব্যক্তির মনে দৈহিক প্রতিক্রিয়াসমূহের এক গতিময় সংগঠন যা পরিবেশের সাথে তার উপযােগ স্থাপনের স্বকীয় ধরণ নির্ধারিত করে’
-Woodworth এবং Marquis এর মতে, ‘ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির আচরণের ধরণ, যা তার চিন্তা ও প্রকাশভঙ্গী মনােভাব ও আগ্রহ, কর্মপ্রক্রিয়া ও ব্যক্তিগত জীবন দর্শনের মাঝে প্রকাশ পায়’।
Hridoy
➣ সাধারণত আমাদের কাছে ব্যক্তিত্ব মানে হল একজন মানুষের চিত্ত আকর্ষণ করার মত গুণ। এক ব্যক্তি অন্য ব্যক্তির মনে তাঁর গুনাগুন দিয়ে যে সামগ্রিক ছাপ অঙ্কিত করে তাই হলাে সেই ব্যক্তির ব্যক্তিত্ব। আর এই সামগ্রিক ছাপ নেতিবাচক বা ইতিবাচক দুই ধরণের হতে পারে তাই আমরা বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন ব্যক্তিত্ব দেখতে পাই। আমরা কোনো ব্যক্তির ব্যক্তিত্ব পছন্দ করি আবার কখনো পছন্দ করি না।
➣ ব্যক্তির সাথে সমাজের বিভিন্ন উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলেই ব্যক্তিত্বের উদ্ভব হয়। তাই ব্যক্তিত্বের মূল্যায়নের ব্যাপারে কোন নির্দিষ্ট ধারণা করা কঠিন। সেই জন্য বিভিন্ন মনােবিজ্ঞানী ব্যক্তিত্বের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন।