যাও যাও গিরি আনিতে গৌরী | jao jao giri anite gouri lyrics
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
জিজ্ঞেস করুন আপনার যে কোনো প্রশ্ন আর যুক্ত থাকুন সবসময়
Create A New Account
Hridoy
যাও যাও গিরি
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে,
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে।
আমি দেখেছি স্বপন নারদ-বচন
উমা মা-মা বলে কাঁদিছে,
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে।
ভাঙর ভিখারী জামাই তোমার,
সোনার ভ্রমরী গৌরী আমার-
ভাঙর ভিখারী জামাই তোমার,
সোনার ভ্রমরী গৌরী আমার।
আমার উমার যত বসন-ভূষণ,
আমার উমার যত বসন-ভূষণ
ভোলা তাও বেচে ভাঙ খেয়েছে।
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে।
ভাঙেতে ভোলার তৃপ্তি বড়ো,
ত্রিভুবনের ভাঙ করেছে জড়ো-
ভাঙেতে ভোলার তৃপ্তি বড়ো,
ত্রিভুবনের ভাঙ করেছে জড়ো।
ধুতরার বীচি ভাঙেরই গুঁড়া,
ভোলা, ধুতরার বীচি ভাঙেরই গুঁড়া,
আমার উমার বদনে দিতেছে।
যাও যাও গিরি আনিতে গৌরী,
উমা বড়ো দুঃখে রয়েছে।