রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের তালিকা? Rabindranath Tagore Uponnash List? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের তালিকা? Rabindranath Tagore Uponnash List? 1 Answer Hridoy 16 Questions 418 Answers 14 Best Answers 2,116 Points View Profile Hridoy 2021-04-30T04:20:57+05:30Added an answer on April 30, 2021 at 4:20 am রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের তালিকা: রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট উপন্যাস ১২ টি উপন্যাস লিখেছেন। সেগুলি হল নিম্নরুপঃ ১। বৌ – ঠাকুরানীর হাট (Bou Thakuranir Hat) ইহা একটি ঐতিহাসিক উপন্যাস। প্রথম প্রকাশ পায় ভারতী পত্রিকায়। ২। রাজর্ষি (Rajarshi) ত্রিপুরার রাজাদের কাহিনী নিয়ে লিখিত একটি ঐতিহাসিক উপন্যাস। ১৮৮৭ সালে বালক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ৩। চোখের বালি (Chokher Bali) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। ৪। নৌকাডুবি (Noukadubi) একটি সামাজিক উপন্যাস। ১৯০৬ সালে প্রথম প্রকাশিত হয়। ৫। গোরা (Gora) রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ উপন্যাস যা তিনি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করেন। প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ৬। চতুরঙ্গ (Chaturanga) ইহা একটি ডায়েরিধর্মী উপন্যাস।যা ১৯১৬ সালে প্রথম প্রকাশিত হয়। ৭। ঘরে বাইরে (Ghare-Baire) স্বদেশী আন্দোলনের চেতনায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়। ৮। যোগাযোগ (Yogayog) উপন্যাসটি সর্বপ্রথম তিনপুরুষ নামে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। ৯। শেষের কবিতা (Sesher Kabita) ইহা একটি কাব্যিক উপন্যাস যা ১৯২৯ সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। শুরুতে যদিও উপন্যাসটির নাম ছিল -মিতা। ১০। দুইবোন (Dui Bon) দুই বোন শর্মিলা ও ঊর্মিমালার কাহিনি। সর্বপ্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। ১১। মালঞ্চ (Malancha) একটি বিয়োগান্তক উপন্যাস। বিচিত্রা পত্রিকায় ১৩৪০ বঙ্গাব্দের আশ্বিন থেকে অগ্রহায়ণ সংখ্যায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশ পায়। ১২। চার অধ্যায় (Char Adhyay) একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস যা অনেক বিতর্কের সম্মুখীন হয়। এটি রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস যা তিনি শ্রীলঙ্কায় থাকাকালীন রচনা করেন। 0 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের তালিকা:
রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট উপন্যাস ১২ টি উপন্যাস লিখেছেন। সেগুলি হল নিম্নরুপঃ
১। বৌ – ঠাকুরানীর হাট (Bou Thakuranir Hat)
ইহা একটি ঐতিহাসিক উপন্যাস। প্রথম প্রকাশ পায় ভারতী পত্রিকায়।
২। রাজর্ষি (Rajarshi)
ত্রিপুরার রাজাদের কাহিনী নিয়ে লিখিত একটি ঐতিহাসিক উপন্যাস। ১৮৮৭ সালে বালক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
৩। চোখের বালি (Chokher Bali)
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
৪। নৌকাডুবি (Noukadubi)
একটি সামাজিক উপন্যাস। ১৯০৬ সালে প্রথম প্রকাশিত হয়।
৫। গোরা (Gora)
রবীন্দ্রনাথ এর শ্রেষ্ঠ উপন্যাস যা তিনি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করেন। প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
৬। চতুরঙ্গ (Chaturanga)
ইহা একটি ডায়েরিধর্মী উপন্যাস।যা ১৯১৬ সালে প্রথম প্রকাশিত হয়।
৭। ঘরে বাইরে (Ghare-Baire)
স্বদেশী আন্দোলনের চেতনায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়।
৮। যোগাযোগ (Yogayog)
উপন্যাসটি সর্বপ্রথম তিনপুরুষ নামে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়।
৯। শেষের কবিতা (Sesher Kabita)
ইহা একটি কাব্যিক উপন্যাস যা ১৯২৯ সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। শুরুতে যদিও উপন্যাসটির নাম ছিল -মিতা।
১০। দুইবোন (Dui Bon)
দুই বোন শর্মিলা ও ঊর্মিমালার কাহিনি। সর্বপ্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়।
১১। মালঞ্চ (Malancha)
একটি বিয়োগান্তক উপন্যাস। বিচিত্রা পত্রিকায় ১৩৪০ বঙ্গাব্দের আশ্বিন থেকে অগ্রহায়ণ সংখ্যায় ধারাবাহিকভাবে প্রথম প্রকাশ পায়।
১২। চার অধ্যায় (Char Adhyay)
একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস যা অনেক বিতর্কের সম্মুখীন হয়। এটি রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস যা তিনি শ্রীলঙ্কায় থাকাকালীন রচনা করেন।