দুখিরাম ও ছিদাম দুই ভাই। আর্থিকভাবে খুবই দরিদ্র তারা। অন্যের জমিতে বাস করে, মজুরি খেটে কোনাে রকমে | জীবিকা নির্বাহ করে। দুই ভাইয়ের মধ্যে মিল থাকলেও তাদের স্ত্রী রাধা ও চন্দরা সব সময় কলহ করত। একদিন দুখিরাম কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী রাধার কাছে ভাত চায়। ঘরে চাল না থাকায় রাধা দুখিরামকে ভাত দিতে পারল না। উল্টো বলল- “আমি কি নিজে রােজগার করিয়া আনিব।’ একে পেটে ক্ষুদা, তার ওপর এই কথাটার গােপন কুৎসিত ইঙ্গিতে দুখিরাম ক্ষিপ্ত হয়ে রাধার মাথায় দায়ের কোপ বসিয়ে দেয়। ফলে রাধা মারা যায়। ভাইকে বাঁচানাের জন্য ছিদাম চেয়েছিল রাধার মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। কিন্তু সন্ধ্যাবেলা খাজনা আদায় করার জন্য রামলােচন চক্রবর্তী দুখিরামের বাড়িতে আসে। ফলে রাধার হত্যাকাণ্ডের কথা জেনে যায় রামলােচন। ক্রমে অতি দ্রুত সারা এলাকায় কথাটা | ছড়িয়ে পড়ে এবং পুলিশ এসে হাজির হয়। সকলেই বিষম বিপদে পড়ে।
Hridoy
শাস্তি গল্পের সারসংক্ষেপ:
দুখিরাম ও ছিদাম দুই ভাই। আর্থিকভাবে খুবই দরিদ্র তারা। অন্যের জমিতে বাস করে, মজুরি খেটে কোনাে রকমে | জীবিকা নির্বাহ করে। দুই ভাইয়ের মধ্যে মিল থাকলেও তাদের স্ত্রী রাধা ও চন্দরা সব সময় কলহ করত। একদিন দুখিরাম কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী রাধার কাছে ভাত চায়। ঘরে চাল না থাকায় রাধা দুখিরামকে ভাত দিতে পারল না। উল্টো বলল- “আমি কি নিজে রােজগার করিয়া আনিব।’ একে পেটে ক্ষুদা, তার ওপর এই কথাটার গােপন কুৎসিত ইঙ্গিতে দুখিরাম ক্ষিপ্ত হয়ে রাধার মাথায় দায়ের কোপ বসিয়ে দেয়। ফলে রাধা মারা যায়। ভাইকে বাঁচানাের জন্য ছিদাম চেয়েছিল রাধার মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। কিন্তু সন্ধ্যাবেলা খাজনা আদায় করার জন্য রামলােচন চক্রবর্তী দুখিরামের বাড়িতে আসে। ফলে রাধার হত্যাকাণ্ডের কথা জেনে যায় রামলােচন। ক্রমে অতি দ্রুত সারা এলাকায় কথাটা | ছড়িয়ে পড়ে এবং পুলিশ এসে হাজির হয়। সকলেই বিষম বিপদে পড়ে।
Biswajit Mandal
Asnswr pls