
সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবি ও কথাসাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের লিখিত কাব্যগ্রন্থ “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না”। যাহা ১৯৮৩ ইংরাজিতে প্রথম প্রকাশ পায়। এই কাব্যগ্রন্থে মোট ৫৭ টি কবিতা রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হলঃ
- এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
- একটা ফুলকির জন্যে
- স্বদেশ গাথা
- ভিয়েতনামের ওপর কবিতা
- কালবেলা
- সার্কাসের অসুখ
- ঘুমন্ত দৈত্য
- আমার খবর
- আমাকে দেখা যাক বা না যাক
- খারাপ সময়
- তৃতীয় বিশ্বের শিশুদের
- পুলিশ করে মানুষ শিকার
- বুভুক্ষু ক্ষুধার্ত মানুষ
- পটভূমি-১৩৮৮
- তােমার, আমার, আমাদের
- মাংসনগরে, পণ্যের বাজারে
- সংবাদ মূলত কবিতা
- সামন্তর বন্দুক উধাও
- সমাজবিরােধিতার কথা
- ম্যাচবাক্সের মানুষ
- মৃত্যুর একটি গান স্লোগানের কবিতা
- ১৯৮৪র কলকাতা
বইটির পিডিএফ (PDF) ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Download।
Leave a comment